বাংলা সাহিত্য

বাংলা সাহিত্য [১০ মার্ক]

Time: 5 Minutes
Marks: 10

ID Question
1 কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ ?
ক) শেষলেখা
খ) শেষকথা
গ) শেষপ্রশ্ন
ঘ) শেষদিন
2 মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে -কার উক্তি ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) আবদুল হাকিম
গ) মীর মশাররফ হোসেন
ঘ) কাজী নজরুল ইসলাম
3 মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি ?
ক) নেকড়ে অরণ্য
খ) নিষিদ্ধ লোবান
গ) খাঁচায়
ঘ) বন্দী শিবির থেকে
4 নিচের কোন লেখক বৈহাসিকের পার্শ্বচিন্তা নামে পত্রিকায় কলাম লিখতেন ?
ক) আবু জাফর শামসুদ্দীন
খ) শামসুদ্দীন আবুল কালাম
গ) আবুল কালাম আজাদ
ঘ) আবুল কালাম শামসুদ্দীন
5 নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক রচনা ?
ক) চাঁদের পাহাড়
খ) অপরাজিত
গ) পথের প্যাচালী
ঘ) তৃণাঙ্কুর
6 শওকত ওসমানের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যসা কোনটি ?
ক) জননী
খ) জলাংগী
গ) সমাগম
ঘ) আর্তনাত
7 মানিক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস কোনটি ?
ক) অহিংসা
খ) দর্পণ
গ) প্রতিবিম্ব
ঘ) শহরতলী
8 চর্যাপদে প্রাপ্ত পুঁথিতে কোন পদটি টিকাকার কর্তৃক ব্যাখ্যা করা হয়নি
ক) ১১ নং পদ
খ) ২৩ নং পদ
গ) ২৫ নং পদ
ঘ) ৪৮ নং পদ
9 জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহন করেন ?
ক) ২৮ ফেব্রুয়ারি, ১৮৯৯
খ) ১৮ ফেব্রুয়ারি, ১৮৯৯
গ) ২৮ ফেব্রুয়ারি, ১৮৯৮
ঘ) ১৮ ফেব্রুয়ারি, ১৮৯৮
10 যেখানে ফ্রি থিংকিং নাই , সেখানে কালচার নাই - উক্তিটি কোন লেখকের প্রবন্ধে পাওয়া যায়?
ক) প্রমথ চৌধুরী
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) মোতাহের হোসেন চৌধুরী