আন্তর্জাতিক বিষয়াবলী

ইউরোপ মহাদেশ

Time: 12 Minutes
Marks: 20

ID Question
1 রেড ডিক্লারেশন কোন দেশের সাথে সম্পর্কিত ?
ক) সুইডেন
খ) ফিনল্যান্ড
গ) জার্মানি
ঘ) ফ্রান্স
2 কোন দেশ সর্বপ্রথম জাতীয় পতাকা ব্যবহার করে?
ক) ডেনমার্ক
খ) যুক্তরাজ্য
গ) স্পেন
ঘ) ফ্রান্স
3 ইতালীয় সরকার ও পোপ সম্প্রদায়ের মধ্যে কোন চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়?
ক) ফ্যালকন চুক্তি
খ) মলোটভ-রিবেনট্রপ
গ) লাতেরান চুক্তি
ঘ) নানকিং চুক্তি
4 বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোথায় অবস্থিত ?
ক) জার্মানি
খ) ফ্রান্স
গ) বেলজিয়াম
ঘ) ডেনমার্ক
5 গোল্ডেন হর্ন কোন প্রণালীর মোহনা ?
ক) বসফরাস
খ) দার্দানেলিস
গ) ডোভার প্রণালী
ঘ) জিব্রাল্টার প্রণালী
6 ইউরোপে রেনেসা শুরু হয় কোন শতাব্দীতে ?
ক) ত্রয়োদশ শতাব্দী
খ) চতুর্দশ শতাব্দী
গ) পঞ্জদশ শতাব্দী
ঘ) ষোড়শ শতাব্দী
7 সুইজারল্যান্ডের রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?
ক) ১ বছর
খ) ২ বছর
গ) ৫ বছর
ঘ) ৬ বছর
8 জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ?
ক) জার্মানি
খ) ব্রিটেন
গ) যুক্তরাষ্ট্র
ঘ) ফ্রান্স
9 ম্যাগনা কার্টা কত খ্রিষ্টাব্দে প্রণীত হয় ?
ক) ২১১৫
খ) ১২২৫
গ) ১২১৫
ঘ) ১২১২
10 যে বছর রাশিয়ায় বলশেভিক বিপ্লব সংঘটিত হয় -
ক) ১৯১৬
খ) ১৯১৭
গ) ১৯২৭
ঘ) ১৯১৮
11 ৫০০ দিনের প্লান বলতে বুঝায় যে এই সময়ের মধ্য -
ক) ওয়ারশ জোট ভেঙ্গে দেয়ার প্রকল্প সম্পন্ন
খ) রুমানিয়ায় গণতান্ত্রিক প্রথা প্রচলন
গ) সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন
ঘ) পূর্ব জার্মানী হতে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা
12 কোন চুক্তির সূত্র ধরে ১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে নাৎসি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে দখল করে নেয়?
ক) ফ্যালকন চুক্তি
খ) ওয়ারশ প্যাক্ট
গ) প্যারিস চুক্তি
ঘ) মলোটভ-রিবেনট্রপ
13 স্ক্যান্ডিনেভীয় দেশেগুলোর মধ্যে বৃহত্তম রাষ্ট্র হল
ক) সুইডেন
খ) ফিনল্যান্ড
গ) ডেনমার্ক
ঘ) নরওয়ে
14 বাস্তিল দুর্গ কোথায় অবস্থিত ?
ক) ফ্রন্সের প্যারিসে
খ) জার্মানিতে
গ) নিউইয়র্কে
ঘ) বেলজিয়ামে
15 যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন এটি কার উক্তি ?
ক) মুসোলিনি
খ) হিটলার
গ) ফ্রাঙ্কো
ঘ) সালজার
16 সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি রাষ্ট্র গঠন করা হয়েছে?
ক) ১০
খ) ১২
গ) ১৩
ঘ) ১৫
17 গৌরবময় বিপ্লব সংঘটিত হয় -
ক) ১৬৮৮
খ) ১৭৮৮
গ) ১৮৮৮
ঘ) ১৯৮৮
18 দি লাস্ট সাপার চিত্রটির চিত্রকর কে ?
ক) মাইকেল এঞ্জেলো
খ) পাবলো পিকাসো
গ) লিওনার্দো ভিঞ্চি
ঘ) ক্লদ মেনেত
19 নাগার্নো-কারাবাখ কোন দুটি দেশের করিডোর ?
ক) আজারবাইজান-আর্মেনিয়া
খ) লাটভিয়া-আর্মেনিয়া
গ) আজারবাইজান-রাশিয়া
ঘ) আজারবাইজান-কাজাখাস্তান
20 মেসেতা মালভূমি কোথায় অবস্থিত?
ক) ফ্রান্সে
খ) স্পেনে
গ) পূর্তগালে
ঘ) রাশিয়ায়