আন্তর্জাতিক বিষয়াবলী

উত্তর আমেরিকা মহাদেশ

Time: 12 Minutes
Marks: 20

ID Question
1 কোনটি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের স্বাধীন দেশ?
ক) সেন্ট লুসিয়া
খ) পশ্চিম সামোয়া
গ) লিথুনিয়া
ঘ) নিকারাগুয়া
2 হাইতির রাজধানী হল-
ক) কেপটাউন
খ) পোর্ট অব প্রিন্স
গ) পোর্ট অব স্পেন
ঘ) ব্রিজটাউন
3 পূর্বে নিউ নেদারল্যান্ড নাম ছিল কোনটির ?
ক) ওয়াশিংটন
খ) ক্যালিফোর্নিয়া
গ) নিউ ইয়র্ক
ঘ) ফ্লোরিডা
4 কানকুন কোথায় অবস্থিত ?
ক) কানাডা
খ) মেক্সিকো
গ) যুক্তরাষ্ট্র
ঘ) পানামা
5 কিউবায় ক্ষেপনাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্টের প্রেসিডেন্ট কে ছিলেন?
ক) রিচার্ড নিক্সন
খ) জন এফ কেনেডি
গ) লিন্ডন বি জনসন
ঘ) হ্যারি এস ট্রুম্যান
6 তোলতেক সভ্যতা বিকাশলাভ করেছিল কোথায় ?
ক) কানাডা
খ) মেক্সিকো
গ) যুক্তরাষ্ট্র
ঘ) কোনটিই নয়
7 যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী?
ক) জর্জ ওয়াশিংটন
খ) আব্রাহাম লিংকন
গ) রুজভেল্ট
ঘ) কেনেডি
8 মুক্তার দেশ বলা হয় নিম্নের কোন দেশকে?
ক) হাইতি
খ) কিউবা
গ) কোস্টারিকা
ঘ) জ্যামাইকা
9 কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে?
ক) কিউবা
খ) যুক্তরাষ্ট্র
গ) কানাডা
ঘ) মেক্সিকো
10 ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইনস কোন দেশের বিমান সংস্থা ?
ক) কিউবা
খ) কানাডা
গ) মেক্সিকো
ঘ) যুক্তরাষ্ট্র
11 পানামা পূর্বে কোন দেশের অধীন ছিল?
ক) কলম্বিয়ার
খ) ফ্রান্সের
গ) যুক্তরাষ্ট্রের
ঘ) ভেনেজুয়েলার
12 জ্যামাইকা শব্দের অর্থ কী?
ক) লৌহ ও কাঠের দেশ
খ) কাঠ ও লৌহের দেশ
গ) কাঠ ও সৈকতের দেশ
ঘ) কাঠ ও পানির দেশ
13 প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে -
ক) ইউকোসুক
খ) গুয়াম
গ) হাওয়াই
ঘ) সুবিক বে
14 নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম কী?
ক) ইউনিটা
খ) কন্ট্রা
গ) শাইনিং পাথ
ঘ) ভাইকিং
15 কৃষ্ণাঙ্গদের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র কত সালে আততায়ীর গুলিতে প্রাণ হারান-
ক) ১৯৫৮
খ) ১৯৬৮
গ) ১৯৪৮
ঘ) ১৯৭৮
16 ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের কতটি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তুলেছিল ?
ক) 
খ) ১১
গ) ১৩
ঘ) ১৭
17 ২০১৯ সালের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রের জিডিপি কত ট্রিলিয়ন ডলার?
ক) ২২.৩৪
খ) ২১.৪৩
গ) ১৯.৩৪
ঘ) ২০.৪৩
18 ম্যাকিন্‌লি পর্বত স্থানীয় অধিবাসীদের কাছে কি নামে পরিচিত ?
ক) দেনালি
খ) ভিনসন
গ) পুঞ্চাক
ঘ) এলব্রুস
19 মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ অঙ্গরাজ্য কোনটি ?
ক) আলাস্কা
খ) ইন্ডিয়ানা
গ) ক্যালিফোর্নিয়া
ঘ) টেক্সাস
20 কানাডার রাজধানীর নাম কী ?
ক) ম্যানিটোবা
খ) ক্যালগ্যারি
গ) টরেন্টো
ঘ) অটোয়া