আন্তর্জাতিক বিষয়াবলী

অন্তর্জাতিক নিরাপত্তা

Time: 15 Minutes
Marks: 30

ID Question
1 জিরোসাম গেম ( Zero-sum Game) আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সাথে সংশ্লিষ্ট?
ক) মার্কবাদ
খ) গঠনবাদ
গ) উদারতাবাদ
ঘ) বাস্তববাদ
2 প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তিকাল-
ক) ১৮১৪-১৮১৮
খ) ১৮৩৯-১৮৪৫
গ) ১৯১৪-১৯১৮
ঘ) ১৯৩৯-১৯৪৫
3 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘জাপান-জার্মানি ইতাল ‘ এই তিন শক্তিকে একত্রে বলা হত-
ক) মিত্র শক্তি
খ) অক্ষ শক্তি
গ) যুগ্ন শক্তি
ঘ) অশ্ব শক্তি
4 D-day হিসেবে উদযাপন করা হয় কোন দিনটি?
ক) ৮ মে
খ) ৬ জুন
গ) ১৪ আগস্ট
ঘ) ৭ ডিসেম্বর
5 পশ্চিম ইউরোপে ট্রুম্যান ডকট্রিন কবে ঘোষনা করা হয়?
ক) ১৯৪৭
খ) ১৯৪৯
গ) ১৯৫০
ঘ) ১৯৫৩
6 ন্যাটো সামরিক জোট কত সালে আত্নপ্রকাশ করে?
ক) ১৯৪৪
খ) ১৯৪৮
গ) ১৯৪৯
ঘ) ১৯৫১
7 Anti Ballistic Missile Treaty স্বাক্ষরিত হয়েছিল কবে?
ক) ১৯৭০ সালে
খ) ১৯৭২ সালে
গ) ১৯৭৩ সালে
ঘ) ১৯৭৯ সালে
8 হেলসিংকি ঘোষণাপত্র কোন সালে স্বাক্ষরিত হয়?
ক) ১৯৬৫ সালে
খ) ১৯৭৫ সালে
গ) ১৯৮৫ সালে
ঘ) ১৯৯৫ সালে
9 কিউবায় ক্ষেপনাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
ক) রিচার্ড এম নিক্সন
খ) জন এফ কেনেডি
গ) লিন্ডন বেইসন জনসন
ঘ) হ্যারি এস ট্রম্যান
10 Velvet Revolution' কি?
ক) Velvet সামগ্রীর উপাদান
খ) চেকোস্লাভাকিয়া সমাজতন্ত্র বিরোধী আন্দোলন
গ) গার্বাচেভের কর্মসূচি
ঘ) এর কোন অস্তিত্ব নেই
11 ইউক্রেন কবে স্বাধীন হয়?
ক) ১৯৮৭ সালে
খ) ১৯৯২ সালে
গ) ১৯৯১ সালে
ঘ) ১৯৮৬ সালে
12 আরব ইসরায়েল যুদ্ধ হয় কতবার?
ক) ৩ বার
খ) ৪ বার
গ) ৫ বার
ঘ) ৬বার
13 The Clash Of Civilization ধারণার প্রবক্তা কে?
ক) হেনরি কিসিন্জার
খ) প্রেসিডেন্ট বুশ
গ) স্যামুয়েল হানটিংটন
ঘ) জন মেজর
14 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন কি নামে পরিচিত?
ক) আমেরিকান পিস সেন্টার
খ) জিরো পয়েন্ট
গ) গ্রাউন্ড জিরো
ঘ) ওয়াল্ড সিমেট্রি
15 The 'USS New York' is the-
ক) Tallest Building in New York
খ) Name of the building built in the place ofTwing Tower
গ) US defence base in South Korea
ঘ) Name of a ship built with salvaged steel ofthe destroyed World Trade Center of USA
16 Sunshine Policy কোন দুই দেশের মধ্যে বিদ্যমান?
ক) চীন-রাশিয়া
খ) তাইওয়ান-হংকং
গ) জাপান-রাশিয়া
ঘ) উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
17 ওয়ালেস-এর লাইন কোন কোন অঞ্চলের মধ্যকার কাল্পনিক সীমারেখা?
ক) এশিয়া ও অস্ট্রেলিয়া
খ) আফ্রিকা ও মাদাগাস্কার
গ) ওরিয়েনটাল এবং অস্ট্রেলিয়া
ঘ) উত্তর অমেরিকা-দক্ষিণ আমেরিকা
18 জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত ?
ক) 
খ) 
গ) ১০
ঘ) ১৫
19 ব্ল লাইন কোন দেশ দুটিকে পৃথক করেছে?
ক) ইসরায়েল ও লেবানন
খ) উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
গ) সিরিয়িা ও তুরস্ক
ঘ) রাশিয়া ও ফিনল্যান্ড
20 ইনোসিস কি?
ক) বিভক্ত জার্মানির একত্রিকরণ
খ) সাইপ্রাসকে গ্রিসের সাথে যুক্তকরণের আন্দোলন
গ) ইতালির ঐক্য
ঘ) আরব ঐক্যের ডাক
21 আবু সায়েফ গরিলা গোষ্ঠি কোন দেশে তৎপর?
ক) ইরাক
খ) ফিলিপাইন
গ) ইন্দোনেশিয়া
ঘ) থাইল্যান্ড
22 ইয়েমেনের হুথি আন্দোলনের আনুষ্ঠানিক নাম কি?
ক) আনসার আল্লাহ
খ) জুন আনসার আল্লাহ
গ) হিজবুল্লাহ
ঘ) বারিক আল্লাহ
23 ’ভিক্টোরিয়া ক্রস’ কোন দেশের সর্বোচ্চ খেতাব?
ক) কানাডা
খ) ব্রিটেন
গ) অস্ট্রেলিয়া
ঘ) ফিজি
24 পোখরান-২ কি?
ক) পাকিস্তানের আণবিক বিস্ফোরণের নাম
খ) ভারতে হিন্দু- মুসলিম সাম্প্রদায়িক সংঘাতের নাম
গ) ভারতের আণবিক বিস্ফোরণের নাম
ঘ) ইকটি নতুন কম্পিউটার ভইরাস
25 নিচের কোন ক্ষেপনাস্ত্রটি ইরানের তৈরি?
ক) কাওসার
খ) ফজর-৩
গ) টর্পেডো
ঘ) ওপরের সবগুলো
26 CEDAW একটি -
ক) আঞ্চলিক চুক্তি
খ) উপ-আঞ্চলিক চুক্তি
গ) আন্তঃআঞ্চলিক চুক্তি
ঘ) আন্তর্জাতিক চুক্তি
27 Strategic Arms Reduction Treaty কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হ?
ক) জাপান-রাশিয়া
খ) জার্মানি-ফ্রান্স
গ) যুক্তরাষ্ট্র-রাশিয়া
ঘ) চীন-যুক্তরাষ্ট্র
28 রেড আর্মি কোন দেশের গেরিলা সংগঠন?
ক) ভারত
খ) মিয়ানমার
গ) চায়না
ঘ) জাপান
29 টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন শুরু হয়েছে-
ক) ১ জুলাই ২০১৫
খ) ৩১ ডিসেম্বর ২০১৫
গ) ১ জানুয়ারি ২০১৬
ঘ) ২১ জুলাই ২০১৬
30 জাতিসংঘে ভেটো ক্ষমতা সম্পন্ন এশীয় দেশ কয়টি?
ক) 
খ) 
গ) 
ঘ)