আন্তর্জাতিক বিষয়াবলী

আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি

Time: 12 Minutes
Marks: 20

ID Question
1

রাষ্ট্রের প্রতি নাগরিকদের প্রধান কর্তব্য -

ক) আইন মান্য করা
খ) ভোট দেয়া
গ) কর প্রদান করা
ঘ) আনুগত্য প্রকাশ করা
2

Ping-pong Diplomacy-র সাথে কোন দেশটি সংশ্লিষ্ট?

ক) চীন
খ) জাপান
গ) ইসরাইল
ঘ) কোরিয়া
3

জাতিসংঘ রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয়-

ক) অ্যাম্বাসেডর
খ) হাইকমিশনার
গ) অ্যাটাশে
ঘ) সেক্রেটারি
4

White paper কি?

ক) এক ধরনের আইন
খ) সংবাদপত্র
গ) সাদা চিঠি
ঘ) সরকার কতৃক প্রকাশিত তথ্য বিবরণী
5

রুটির ঝুড়ি বলা হয় -

ক) সাইবেরিয়া অঞ্চলকে
খ) ভ্যাংকুরভারের অঞ্চলকে
গ) প্রেইরি অঞ্চলকে
ঘ) কোনোটিই নয়
6

’তুন্দ্রা’ অঞ্চল কোন দেশে অবস্থিত ?

ক) রাশিয়া
খ) চীন
গ) যুক্তরাষ্ট্র
ঘ) ব্রাজিল
7

কোন দেশের সাথে আর্কটিকের বৃহওম সীমান্ত?

ক) আমেরিকা
খ) নরওয়ে
গ) কানাডা
ঘ) রাশিয়া
8

সমুদ্রপৃষ্ঠ ৪৫সে:মি: বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে climate refugee হবে ?

ক) ৩ কোটি
খ) ৩.৫ কোটি
গ) ৪ কোটি
ঘ) ৪.৫ কোটি
9

জীবাশ্ম জ্বালানী দহনের ফলে বায়ুমন্ডলে যে গ্রিনহাউজ গ্যাসের পরিমাণ সব চাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে-

ক) জলীয় বাষ্প
খ) ক্লোরো ফ্লোরো কার্বন
গ) কার্বন ডাই অক্সাইড
ঘ) মিথেন
10 ’ই-৮’ কী?
ক) ৮টি গরিব দেশ
খ) ৮টি ধনী দেশ
গ) ৮টি পরিবেশ দূষণকারী দেশ
ঘ) ৮টি শিল্পোন্নত দেশ
11

ওজোনস্তর সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্যাস ?

ক) হাইড্রোজেন সালফাইড
খ) ক্লোরিন
গ) ফ্লোরিন
ঘ) ব্রোমিন
12

Chlorofluorocarbons আবিষ্কার করেন ?

ক) Prof.A. Salam
খ) prof.A Einstein
গ) Prof . T . Midgley
ঘ) Prof. M. Calvin
13

ওজন স্তর ও ক্লোরো ফ্লোরো কার্বন এর মধ্যে সম্পর্ক কী?

ক) তারা পরস্পরকে সহায়তা
খ) পরেরটি প্রথমটির জন্য ক্ষতিকর
গ) প্রথমটি পরেরটিকে ধ্বংস করে
ঘ) তোদের মধ্যে কোন সম্পর্ক নেই
14

আন্তর্জাতিক ওজোন দিবস কোন মাসে কত তারিখে পালিত হয়?

ক) ২২ জুলাই
খ) ২৮ জুলাই
গ) ১৭ আগস্ট
ঘ) ১৬ সেপ্টেম্বর
15

জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থ্যা কোনটি?

ক) IUCN
খ) IPCC
গ) UNOCC
ঘ) SANDEE
16

কিয়োটো চুক্তির গুরত্বের বিষয় কি ছিল ?

ক) জনসংখ্যা হ্রাস
খ) দারিদ্র হ্রাস
গ) নিরস্ত্রীকরণ
ঘ) বিশ্ব উষ্ণতা হ্রাস
17

সংসদীয় গণতন্ত্রের উৎপত্তি কোন দেশে

ক) যুক্তরাষ্ট্র
খ) যুক্তরাজ্য
গ) সুইডেন
ঘ) জার্মানি
18

IUCN কতো সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯৪৫
খ) ১৯৪৬
গ) ১৯৪৭
ঘ) ১৯৪৮
19

জলবায়ু কণ্যা গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক?

ক) ফিনল্যান্ড
খ) সুইডেন
গ) নেদারল্যান্ড
ঘ) নরওয়ে
20

Freedom House সংগঠনটির সদরদপ্তর কোথায়?

ক) জেনেভা
খ) লন্ডন
গ) ওয়াশিংটন
ঘ) হেগ