আন্তর্জাতিক বিষয়াবলী

অন্তর্জাতিক সংগঠনসমূহ

Time: 12 Minutes
Marks: 20

ID Question
1 জাতিসংঘের মূলমন্ত্র হলো-
ক) এ পৃথিবী আপনার
খ) সকলের জন্যে জীবন
গ) শান্তি
ঘ) সমান অধিকার
2 জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি?
ক) স্প্যানিশ
খ) আরবি
গ) রুশ
ঘ) জার্মান
3 ভেটো কি?
ক) ল্যাটিন শব্দ - আমি মানি না
খ) ইংরেজি শব্দ - আমার সমর্থন আছে
গ) গ্রিক শব্দ- আমি নিরপেক্ষ
ঘ) ফ্রেন্স শব্দ- আমি ভোট দিলাম
4 নেতিবাচক ট্রেড ব্যালেন্স শোধরাবার জন্য ঋণ দেয়-
ক) IDA
খ) IFC
গ) IMF
ঘ) IBRD
5 ওয়ার্ল্ড ব্যাংকের প্রকৃত নাম কি?
ক) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক
খ) ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক
গ) ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পারেশন
ঘ) ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট
6 জাতিসংঘ কতৃক ঘোষিত এসডিজি কত সালের মধ্যে বাস্তবায়ন করতে হবে?
ক) ২০২০
খ) ২০৩৫
গ) ২০৩০
ঘ) ২০৩৫
7 কোথায় এবং কোন সালে OIC এর সূচনা হয়?
ক) জেদ্দা ১৯৫৯
খ) রিয়াদ ১৯৬০
গ) রাবাত ১৯৬৯
ঘ) দুবাই ১৯৬১
8 IDB Stande for-
ক) International Development Bank
খ) Islamic Development Bank
গ) Indian Development Bank
ঘ) Inter-country Development Bank
9 রেডক্রস প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক) ১৮৯০
খ) ১৮৮৮
গ) ১৮৬৩
ঘ) ১৮৫৩
10 Schengen Area ভুক্ত দেশ নয় কোনটি?
ক) ইতালি
খ) ব্রিটেন
গ) ডেনমার্ক
ঘ) ফ্রান্স
11 ইউরো মুদ্রার সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত ?
ক) ফ্রান্স
খ) ইতালি
গ) ইংল্যান্ড
ঘ) জার্মানি
12 আফ্রিকান ইউনিয়নের পূর্ব নাম কি?
ক) আফ্রিকান ইউনাইটি
খ) রিপাবলিক অব আফ্রিকা
গ) ইউরোপিয়ান ইউনিয়ন
ঘ) অরগানাইজেশন অব আফ্রিকান ইউনিটি
13 কোনটি আরব দেশ নয়?
ক) তিউনিশিয়া
খ) মরক্কো
গ) সিরিয়া
ঘ) ইরান
14 Not a member state of the ASEAN-
ক) Malaysia
খ) Sri Lanka
গ) Brunei
ঘ) Thailand
15 SAPTA এর পূর্ণরূপ কোনটি?
ক) South Asain Presidentail Trading Arragenment
খ) South Asain Profitable Trading Arragenment
গ) South Asain Professionall Trading Arragenment
ঘ) South Asain Preferential Trade Arragenment
16 সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?
ক) দিল্লি, ভারত
খ) ইসলামাবাদ, পাকিস্তান
গ) কলম্বো, শ্রীলংকা
ঘ) ঢাকা , বাংলাদেশ
17 What type of organization is BIMSTEC ?
ক) Financial
খ) Socail
গ) Economical
ঘ) Technological
18 বেনেলাক্স কত সালে গঠিত হয়?
ক) ১৯৪৮
খ) ১৯৫০
গ) ১৯৫১
ঘ) ১৯৫২
19 বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ৭ এপ্রিল ১৯৪৮
খ) ১৭ এপ্রিল ১৯৪৮
গ) ৭ এপ্রিল ১৯৪৬
ঘ) ১৭ এপ্রিল ১৯৪৬
20 বর্তমানে ন্যাটো এর সদস্য দেশ কতোটি ?
ক) ২৮ টি
খ) ২৯ টি
গ) ৩০ টি
ঘ) ৩১ টি
21 গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা ?
ক) যুক্তরাষ্ট্র
খ) সুইডেন
গ) নরওয়ে
ঘ) নেদারল্যান্ড
22 Shanghai Cooperation Organization এর বর্তমান সদস্য সংখ্যা কতো?
ক) 
খ) 
গ) 
ঘ) 
23 জি- ৭ এর একমাত্র এশিয়ার দেশ--
ক) চীন
খ) ভারত
গ) জাপান
ঘ) মালয়েশিয়া
24 ইউনিডো’ (UNIDO) এর প্রধান কার্যালয় কোথয় অবস্থিত?
ক) টোকিও
খ) প্যারিস
গ) নিউইয়র্ক
ঘ) ভিয়েনা
25 'লীগ অব নেশনস' স্থাপনে কে অগ্রণী ভূমিকা পালন করেন?
ক) স্ট্যালিন
খ) প্রেসিডেন্ট ঊইলসন
গ) প্রেসিডেন্ট রুজভেল্ট
ঘ) উইনস্টন চার্চিল
26 CIA-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) ওয়শিংটন ডিসি
খ) নিউইয়র্ক
গ) ডালাস
ঘ) ভার্জিনিয়িা
27 IAEA এর সদর দপ্তর কোথায় ?
ক) প্যারিস
খ) নিউইয়র্ক
গ) ভিয়েনা
ঘ) ওয়াশিংটন
28 সাভাক কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম?
ক) রাশিয়া
খ) ইসরাইল
গ) জার্মানি
ঘ) ইরান
29 ব্ল্যাক ওয়াটার একটি-
ক) বিষাক্ত দ্রবণ
খ) চুক্তি
গ) নিরাপত্তা সংস্থার নাম
ঘ) গোয়েন্দা সংস্থার নাম
30 এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্টিত হয়?
ক) ১৯৬১ সালে
খ) ১৯৬২ সালে
গ) ১৯৬৩ সালে
ঘ) ১৯৬৪ সালে
31 জাতিসংঘের পিস বিল্ডিং কমিশনের সদস্য রাষ্ট্র কয়টি?
ক) ৩০ টি
খ) ৩১ টি
গ) ৩২ টি
ঘ) ৩৩ টি
32 GAVI Foundation এর প্রতিষ্ঠাতা কে?
ক) বিল ক্লিনটন
খ) বিল গেটস
গ) ওয়ারেন বাফেট
ঘ) নেলসন মেন্ডেলা