Computer & ICT

নাম্বার সিস্টেম, কম্পিউটার কোড

Time: 12 Minutes
Marks: 20

ID Question
1 বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক ব্যবহৃত হয়?
ক) একটি
খ) দুইটি
গ) তিনটি
ঘ) চারটি
2 কম্পিউটারের বাইনারী সংখ্যা পদ্ধতি যে সংখ্যার উপর প্রতিষ্ঠিত -
ক) 0,1
খ) 0,0
গ) 10,11
ঘ) 11,0
3 1010111 এর 1' s complement কোনটি?
ক) 1111 1111
খ) 0000 0000
গ) 0101 0000
ঘ) 1100 0011
4 হেক্সাডেসিমেল গণনায় মৌলিক অঙ্ক কয়টি?
ক) 10টি
খ) 8টি
গ) 12টি
ঘ) 16টি
5 কোন অক্ষরটি হেক্সাডেসিমাল গণনা পদ্ধতির একটি মান নির্দেশ করে?
ক) F
খ) G
গ) H
ঘ) K
6 53D কোন ধরনের সংখ্যা?
ক) বানারি
খ) ডেসিমাল
গ) অক্টাল
ঘ) হেক্সাডেসিমাল
7 (1010)2 এর সমতুল্য দশমিক সংখ্যা কত?
ক) (50)10
খ) (22)10
গ) (10)10
ঘ) (20) 10
8 10101 বাইনারি সংখ্যাটির দশমিক মান কত?
ক) 23
খ) 22
গ) 21
ঘ) 19
9 দশমিক সংখ্যা 100 এর বাইনারীতে পরিবর্তিত সংখ্যাটি হবে-
ক) 1100100
খ) 1101100
গ) 1110100
ঘ) 1100110
10 বিসিডি কোডের বিটের সংখ্যা -
ক) 2টি
খ) 4টি
গ) 8টি
ঘ) 16টি
11 The ASCII Code of ' A ' is -
ক) 60
খ) 80
গ) 65
ঘ) 100
12 কোনটি আলফানিউমেরিক কোড?
ক) হেক্সাডেসিমেল
খ) বিসিডি
গ) অক্টাল
ঘ) আসকি
13 ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
ক) 256টি
খ) 4096টি
গ) 65536টি
ঘ) 4294967296টি
14 What is the length of Unicode Character?/ ইউনিকোডের দৈর্ঘ্য-
ক) 4 bits
খ) 8 bits
গ) 32 bis
ঘ) 16 bits
15 কম্পিউটার তার কার্যাবলি কোন ধরনের গাণিতিক প্রক্রিয়ায় সম্পাদন করে?
ক) Binary
খ) Decimal
গ) Boolean
ঘ) Geometry
16 নিচের কোনটি সর্বজনীন লজিক গেইট?
ক) AND এবং OR
খ) AND, OR এবং NOT
গ) NAND এবং NOR
ঘ) XOR এবং XNOR
17 একটি লজিক গেট এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এই গেটটি -
ক) AND
খ) OR
গ) XOR
ঘ) NAND
18 NLP is a type of Language Processing, were ' N ' stands for -
ক) Natural
খ) Neutral
গ) Normal
ঘ) Nano
19 এ্যালগরিদমের চিত্ররূপকে বলা হয়?
ক) Bar chart
খ) Chart
গ) Pife Chart
ঘ) Flow Chart
20 লজিক গেটে আউটপুট থাকে--
ক) একটি
খ) দুইটি
গ) তিনটি
ঘ) চারটি