Computer & ICT

ডাটাবেজ মেনেজম্যান্ট সিস্টেম, ওয়ার্ড প্রসেসিং, কম্পিউটার ভাইরাস

Time: 12 Minutes
Marks: 20

ID Question
1 নিচের কোনটি একটি কম্পিউটার ভাইরাস?
ক) SQL
খ) Blue-Ray
গ) SPSS
ঘ) CIH
2 নিচের কোনটি অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার নয়?
ক) Symantec
খ) McAfee
গ) Adobe
ঘ) AVG
3 MS Word এ কাজ করার সময় Ctrl + Home চাপ দিলে Cursor টি কোথায় যাবে?
ক) Document এর শুরুতে
খ) Document এর শেষে
গ) Cursor যে লাইনে আছে তার প্রথমে
ঘ) Cursor যে Sentence এ আছে তার প্রথমে
4 কোন Text কে মুছে ফেলার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়?
ক) Copy
খ) Save
গ) Backspace
ঘ) Shift
5 In centralized database system, the role of the front office in a banks is to-
ক) assessment and approval
খ) customer dealing
গ) internet fibers
ঘ) IT management
6 ডেটাবেজ টেবিলের রেকর্ডসমূহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে কি বলে?
ক) এডিটিং
খ) সর্টিং
গ) ইনডেক্সিং
ঘ) গ্রুপিং
7 একটি রিলেশনাল ডেটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করা হয়?
ক) Tables
খ) Atributes
গ) Rows
ঘ) Query
8 ডেটাবেজের ভিত্তি কোনটি?
ক) ফিল্ড
খ) রেকর্ড
গ) কুয়েরি
ঘ) টেবিল
9 একই সারির কয়েকটি ফিল্ড মিলে তৈরি হয়-
ক) টেবিল
খ) রেকর্ড
গ) ডাটাবেজ
ঘ) কুয়েরি
10 একই ধরনের ডেটা থাকে কোনটিতে ?
ক) Report
খ) Field
গ) Record
ঘ) File
11 পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম ?
ক) ডাটাবেজ
খ) ওয়ার্ড প্রসেসিং
গ) মাল্টিমিডিয়া
ঘ) কোনটিই নয়
12 কোনটি গ্রাফিক্স সফটওয়্যারর নয়?
ক) Adobe Photoshop
খ) Adobe Illustrator
গ) Corel Draw
ঘ) Harvard Graph
13 SQL stands for -
ক) Structure Query Language
খ) Standard Query Language
গ) Secured Query Language
ঘ) Solid Query Language
14 কোনটি রিয়েল টাইম ডাটাবেজের উদাহরণ?
ক) MySql
খ) Oracle
গ) Firebase
ঘ) কোনটিই নয়
15 কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী
ক) Virus
খ) backup
গ) antivirus
ঘ) firewall
16 ACL ( Access Control List) এর দুটি প্রধান ধরন হলো
ক) Standard and Extended
খ) Standard and Specific
গ) Standard and Informative
ঘ) Standard and IEEE
17 Firewall কি protection দেওয়ার জন্য ব্যবহৃত হয়?
ক) Fire Attacks
খ) Unauthorised Access
গ) Virus attacks
ঘ) Data-driven attacks
18 Select the odd one here
ক) Oracle
খ) Sybase
গ) Java
ঘ) Informix
19 কোন একটি টেবিলের প্রাইমারি কী যদি অন্য টেবিলের সাধারণ কী হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে কী বলে?
ক) Function Key
খ) Primary Key
গ) Foreign Key
ঘ) Composite Key
20 Block Chain এর প্রতিটি block কী তথ্য বহন করে?
ক) A hash pointer to the previous block
খ) Timestamp
গ) List of transactions
ঘ) উপরের সবগুলো