Computer & ICT

ই-কমার্স, মোবাইল প্রযুক্তি, সাম্প্রতিক তথ্য প্রযুক্তি

Time: 12 Minutes
Marks: 20

ID Question
1 ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটকল কোনটি?
ক) POP3
খ) POP9
গ) HTML
ঘ) SMTP
2 ' E - Commerce ' শব্দটি ‘ E ’ দ্বারা কি বুঝায়?
ক) Express
খ) Emergency
গ) Electronic
ঘ) Essential
3 ই-কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) 1990 সালে
খ) 1988 সালে
গ) 1994 সালে
ঘ) 1998 সালে
4 নিচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?
ক) ekhanei.com
খ) Olx.com
গ) google.com
ঘ) amazon.com
5 চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ডটকম এর প্রতিষ্ঠাতা-
ক) জুকারবার্গ
খ) ইশিকাওয়া
গ) জ্যাক মা
ঘ) লি কুয়েন
6 In the world, what is the status of Dhaka city using active facebook?
ক) 1st
খ) 2nd
গ) 3rd
ঘ) 4th
7 নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?
ক) Facebook
খ) Twitter
গ) Linked-in
ঘ) Wikipedia
8 ই-কমার্সের অন্তর্ভুক্ত নয় কোনটি ?
ক) বিপণন
খ) সরবরাহ
গ) লেনদেন
ঘ) প্রচার
9 স্বল্প খরচে এবং দ্রুত টাকা পাঠানোর পদ্ধতি কোনটি?
ক) EVM
খ) EMTS
গ) EMR
ঘ) MTC
10 কোন প্রজন্মের মোবাইল ফোনে LTE (Long Term Evolution) স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে?
ক) ১ম
খ) ২য়
গ) ৩য়
ঘ) ৪র্থ
11 সর্বপ্রথম Robotics শব্দটি ব্যবহার করেন?
ক) স্টিভ জবস
খ) আইজ্যাক আশিমো
গ) বিল গেটস
ঘ) মার্টিন কুপার
12 নিচের কোন প্রযুক্তি Face Recognition System এর সহায়ক ভূমিকা পালন করে?
ক) Virtual Reality
খ) Applied Artificial Intelligence
গ) Applied Internet of Things (IoT)
ঘ) উপরের কোনটিই নয়
13 DNA ম্যাপিং এর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
ক) বায়োমেট্রিক্স
খ) বায়োইনফরমেটিক্স
গ) রোবোটিক্স
ঘ) জেনেটিক্স
14 নিচের কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের উদাহরণ নয়?
ক) জিন প্রকৌশল
খ) ভিডিও কনফারেন্স
গ) কৃত্তিম বুদ্ধিমত্তা
ঘ) সবগুলোই
15 GSM এর পূর্ণরুপ কোনটি?
ক) Global System for Mobile Telecommunication
খ) Global System for Management
গ) Global System for Mobile Communication
ঘ) None of them
16 বিশ্বে সর্বপ্রথম ৫জি মোবাইল কমিউনিকেশন ব্যবহার শুরু করে কোন দেশ?
ক) উত্তর কোরিয়া
খ) জাপান
গ) দক্ষিণ কোরিয়া
ঘ) জার্মানি
17 GPRS এর পূর্ণরুপ কী?
ক) General Packet Radio Service
খ) Global Packet Radiation Service
গ) General Preference Radio Service
ঘ) Global Package Remission
18 Zoom এর প্রতিষ্ঠাতা কে?
ক) Zuckerberg
খ) Eric Yuan
গ) Larry Pez
ঘ) Andrew Yang
19 কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোনটি ?
ক) PYTHON
খ) HTML
গ) COBOL
ঘ) PROLOG
20 গ্রিন ফোন বলা হয় কোণ প্রযুক্তির মোবাইল ফোনকে?
ক) FDMA
খ) CDMA
গ) TDMA
ঘ) PDMA