বাংলা ব্যাকরণ

Time: 30 Minutes
Marks: 50
Serial Question
1 একটি মোটর সাইকেল ৩৬০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হল। কত টাকায় বিক্রয় করলে ১৬% লাভ হত?
a) ৫৩০০০
b) ৫০০০০
c) ৫২২০০
d) ৫৫০০০
Ans: 3
2 ৪ টাকায় ১টি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?
a) ৫টি
b) ৬টি
c) ৪টি
d) ৩টি
Ans: 1
3 দশ টাকায় ছয়টি করা লেবু কিনে প্রতিটি দুই টাকায় বেচলে শতকরা কত লাভ হবে?
a) ১০%
b) ২০%
c) ১২.৫%
d) ১৫%
Ans: 2
4 একটি জিনিস ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। জিনিসটির ক্রয়মূল্য কত?
a) ৫০
b) ১০০
c) ২০০
d) ৩০০
Ans: 4
5 এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
a) ২২ টাকা
b) ২০ টাকা
c) ২১ টাকা
d) ১৮ টাকা
Ans: 1
6 Which of the following words is misspelt?
a) bureaicracy
b) bunglow
c) buoyant
d) bumpkin
Ans: 2
7 Which one is the correct spelling?
a) alienation
b) alleniation
c) alenation
d) alianation
Ans: 1
8 No spelling mistake occurs in -
a) Dilapedated
b) Dellapidated
c) Dilapidated
d) Delapidated
Ans: 3
9 Choose the correct spelling-
a) Possession
b) Posession
c) Posesion
d) Possesion
Ans: 1
10 Identify the correct spelling -
a) Perliament
b) Parliament
c) Perlament
d) Parliament
Ans: 2
11 যে রীতিতে ‘স্নান’ শব্দটি ‘সিনান’ (স্নান>সিনান) শব্দে পরিণত হয় তার নাম-
a) অভিকর্ষ
b) বিপ্রকর্ষ
c) স্বরাগম
d) অভিশ্রুতি
Ans: 2
12 নিচের কোন শব্দে স্বভাবতই ণ হয়েছে?
a) বক্ষমাণ
b) স্থাণু
c) শুণ্য
d) গনণা
Ans: 2
13 মাত্রাবৃত্ত ছন্দ সাধারণত ---- লয়ের ।
a) ধীর
b) মধ্য
c) দ্রুত
d) কোনটিই নয়
Ans: 2
14 কোনটি বৃহৎ অর্থে ব্যবহৃত হয়েছে ?
a) স্থলী
b) একাঙ্গিকা
c) ঘটি
d) জমিদারনি
Ans: 1
15 ‘যিনি ভালো ব্যাকরণ জানেন’- এক কথায় কি হয়?
a) ব্যাকরণ বিশেষজ্ঞ
b) ব্যাকরণবিদ
c) বৈয়াকরণ
d) বৈয়াকরণিক
Ans: 3
16 নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ?
a) যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে
b) ভালো ছেলেকে সবাই ভালোবাসে
c) তিনি গেলেন এবং আমরা গ্রামে ফিরলাম
d) তুমি এলে আমরা যাব
Ans: 1
17 কোনটি সরল বাক্য
a) যা করবার তা করেছি
b) তুমি যা বলবে তাই ঠিক
c) সে পরিশ্রমী বটে, কিন্তু নির্বোধ
d) তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন?
Ans: 4
18 কুমিরের সান্নিপাত অর্থ হল
a) তীরে পৌঁছার ঝুক্কি
b) অসম্ভব ব্যাপার
c) মুমূর্ষু অবস্থা
d) আসন্ন বিপদ
Ans: 2
19 ধর্মের ষাঁড় বাগধারাটির অর্থ হল -
a) যথেচ্ছাচারী
b) নির্বোধ লোক
c) অপদার্থ
d) তোষামোদকারী
Ans: 1
20 মরি মরি, কি সুন্দর প্রভাতের রুপ - এখানে অনন্বয়ী অব্যয়ে কী প্রকাশ পেয়েছে?
a) বিশ্ময়
b) সম্মতি
c) সম্ভাবনা
d) উচ্ছ্বাস
Ans: 4
21 মুক্তি এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
a) মুচ্‌+ক্তি
b) মুক+তি
c) মুচ+ তি
d) মুহ+ক্তি
Ans: 1
22 ফুলদানি শব্দের দানি'র ভাষিক পরিচয় -
a) শব্দ প্রত্যয়
b) বিভক্তি
c) ধাতু
d) প্রত্যয়
Ans: 1
23 প্রেম শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
a) প্রে+ম
b) প্রিয়+ এম
c) প্রিয় + ইমন
d) প্রেম+অ+ব
Ans: 3
24 কেবল দর্শন ব্যাসবাক্যটি কোন সমাসের উদাহরণ
a) অলুক ততপূরুষ
b) উপমান কর্মধারয়
c) নিত্য সমাস
d) উপমিত কর্মধারয়
Ans: 3
25 কোনটি উপমিত কর্মধারয় এর উদাহরণ?
a) স্নেহনীড়
b) কুসুমকোমল
c) করপল্লব
d) ঘনশ্যাম
Ans: 3
26 ঘরমুখো কোন সমাস?
a) তৎপুরুষ
b) ছদ্মবেশী সমাস
c) প্রত্যয়ান্ত বহুব্রীহি
d) কর্মধারয় সমাস
Ans: 3
27 আশৈশব এর ব্যাসবাক্য কোনটি ?
a) শৈশব পর্যন্ত
b) শৈশবের সূচনা থেকে শেষ পর্যন্ত
c) শৈশব সদৃশ
d) শৈশব তুল্য
Ans: 2
28 যে বহুব্রীহি সমাসে দুটি একরুপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বুঝায় তাকে বলে -
a) সমানাধিকরণ বহুব্রীহি
b) ব্যধিকরণ বহুব্রীহি
c) ব্যতিহার বহুব্রীহি
d) প্রত্যয়ান্ত বহুব্রীহি
Ans: 3
29 কোন বাক্যটি দ্বারা একবচন ও বহুবচন দু-ই বোঝায় ?
a) বাজারে লোক জমেছে
b) সিংহ বনে থাকে
c) এটাই করিমদের বাড়ি
d) বাগানে ফুল ফুটেছে
Ans: 2
30 দুর কী ধরনের উপসর্গ ?
a) তৎসম
b) বাংলা
c) বিদেশী
d) মিশ্র
Ans: 1
31 ‘আছ তুমি প্রভু জগৎ মাঝারে’ –এখানে ‘মাঝারে’ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
a) বাইরে
b) মধ্যে
c) সঙ্গে
d) ব্যাপ্তি
Ans: 4
32 অবজ্ঞা, অবমাননা শব্দ দুটির ‘অব’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
a) বিপরীত
b) নিম্নে
c) নিষেধ
d) হীনতা
Ans: 4
33 সরাজ এর স উপসর্গটি কি অর্থে ব্যবহৃত ?
a) উৎকৃষ্ট
b) বিশিষ্ট
c) সঙ্গে
d) পূর্ণতা
Ans: 3
34 নিচের কোনটি কুলিন এর বিপরীত শব্দ?
a) কোমল
b) লঘু
c) অন্ত্যজ
d) কুঞ্জন
Ans: 3
35 যজমান এর বিপরীত শব্দ কোনটি?
a) যতি
b) বিরাগ
c) চ্যুত
d) পুরোহিত
Ans: 4
36 প্রাকার শব্দের অর্থ কোনটি?
a) প্রাচীর
b) প্রচার
c) প্রতিকার
d) পরাজিত
Ans: 1
37 বলাহক শব্দের সমার্থক নয় কোনটি ?
a) জীমূত
b) নীরদ
c) পয়োদ
d) বায়
Ans: 4
38 মার্গ শব্দের অর্থ-
a) পথ
b) জ্ঞান
c) পথিক
d) ধর্ম
Ans: 1
39 বীতিহোত্র এর সমার্থক শব্দ কোনটি?
a) লালসা
b) অগ্নি
c) অপলক
d) যজ্ঞ
Ans: 2
40 অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি?
a) তৎ + রূপ = তদ্রুপ
b) সম্ + তাপ = সন্তাপ
c) রাজ্ + নী = রাজ্ঞী
d) তদ্ + কাল = তৎকাল
Ans: 3
41 ম্ এর পরে যেকোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি?
a) যজ্ঞ
b) তন্মধ্যে
c) সঞ্চয়
d) রাজ্ঞী
Ans: 3
42 ‘অ-কারের পর ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়’ - এর উদাহরণ কোনটি?
a) মহৌষধ
b) বনৌষধি
c) পরমৌষধ
d) পরমৌষধি
Ans: 3
43 Quarantine-এর বাংলা পরিভাষা কোনটি?
a) বিচ্ছিন্নকরণ
b) আলাদা করা
c) সঙ্গরোধ
d) বিচ্ছিন্নতা
Ans: 3
44 `Ab Initio’-এর বাংলা পরিভাষা কোনটি?
a) অধিহার
b) প্রারম্ভেই
c) ফেরারি
d) অনুপস্থিত ব্যক্তি
Ans: 2
45 কোন বাক্যটির শুদ্ধ প্রয়োগ হয়েছে?
a) অন্যায়ের ফল অনিবার্য
b) অন্যায়ের শাস্তি মৃত্যু
c) অন্যায়ের ফল ভয়াবহ
d) অন্যায়ের ফল দুর্নিবার্য
Ans: 1
46 নিচের কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত?
a) কুম্ভীলেক
b) পল্লল
c) সরিসৃপ
d) বৈদগ্ধ্য
Ans: 4
47 কোন বানানটি অশুদ্ধ ?
a) ভৌগোলিক
b) জীর্ণশীর্ণ
c) পরিখা
d) সূচিষ্মিতা
Ans: 4
48 কোন শব্দটির বানান শুদ্ধ ?
a) স্বায়ত্তশাসন
b) সায়ত্ত্বশাসন
c) স্বায়ত্বশাসন
d) সায়ত্তশাসন
Ans: 1
49 অশুদ্ধ বাক্য কোনটি?
a) আমি সন্তুষ্ট হলাম।
b) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
c) সে তার শিক্ষকের একান্ত অনুগত ছাত্র।
d) অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।
Ans: 2
50 কোনটি শুদ্ধ বাক্য?
a) দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
b) দারিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা
c) দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা
d) দরিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
Ans: 1