আন্তর্জাতিক বিষয়াবলী

Time: 15 Minutes
Marks: 30
Serial Question
1 জিরোসাম গেম ( Zero-sum Game) আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সাথে সংশ্লিষ্ট?
a) মার্কবাদ
b) গঠনবাদ
c) উদারতাবাদ
d) বাস্তববাদ
Ans: 4
2 প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তিকাল-
a) ১৮১৪-১৮১৮
b) ১৮৩৯-১৮৪৫
c) ১৯১৪-১৯১৮
d) ১৯৩৯-১৯৪৫
Ans: 3
3 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘জাপান-জার্মানি ইতাল ‘ এই তিন শক্তিকে একত্রে বলা হত-
a) মিত্র শক্তি
b) অক্ষ শক্তি
c) যুগ্ন শক্তি
d) অশ্ব শক্তি
Ans: 2
4 D-day হিসেবে উদযাপন করা হয় কোন দিনটি?
a) ৮ মে
b) ৬ জুন
c) ১৪ আগস্ট
d) ৭ ডিসেম্বর
Ans: 2
5 পশ্চিম ইউরোপে ট্রুম্যান ডকট্রিন কবে ঘোষনা করা হয়?
a) ১৯৪৭
b) ১৯৪৯
c) ১৯৫০
d) ১৯৫৩
Ans: 1
6 ন্যাটো সামরিক জোট কত সালে আত্নপ্রকাশ করে?
a) ১৯৪৪
b) ১৯৪৮
c) ১৯৪৯
d) ১৯৫১
Ans: 3
7 Anti Ballistic Missile Treaty স্বাক্ষরিত হয়েছিল কবে?
a) ১৯৭০ সালে
b) ১৯৭২ সালে
c) ১৯৭৩ সালে
d) ১৯৭৯ সালে
Ans: 2
8 হেলসিংকি ঘোষণাপত্র কোন সালে স্বাক্ষরিত হয়?
a) ১৯৬৫ সালে
b) ১৯৭৫ সালে
c) ১৯৮৫ সালে
d) ১৯৯৫ সালে
Ans: 2
9 কিউবায় ক্ষেপনাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
a) রিচার্ড এম নিক্সন
b) জন এফ কেনেডি
c) লিন্ডন বেইসন জনসন
d) হ্যারি এস ট্রম্যান
Ans: 2
10 Velvet Revolution' কি?
a) Velvet সামগ্রীর উপাদান
b) চেকোস্লাভাকিয়া সমাজতন্ত্র বিরোধী আন্দোলন
c) গার্বাচেভের কর্মসূচি
d) এর কোন অস্তিত্ব নেই
Ans: 2
11 ইউক্রেন কবে স্বাধীন হয়?
a) ১৯৮৭ সালে
b) ১৯৯২ সালে
c) ১৯৯১ সালে
d) ১৯৮৬ সালে
Ans: 3
12 আরব ইসরায়েল যুদ্ধ হয় কতবার?
a) ৩ বার
b) ৪ বার
c) ৫ বার
d) ৬বার
Ans: 2
13 The Clash Of Civilization ধারণার প্রবক্তা কে?
a) হেনরি কিসিন্জার
b) প্রেসিডেন্ট বুশ
c) স্যামুয়েল হানটিংটন
d) জন মেজর
Ans: 3
14 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন কি নামে পরিচিত?
a) আমেরিকান পিস সেন্টার
b) জিরো পয়েন্ট
c) গ্রাউন্ড জিরো
d) ওয়াল্ড সিমেট্রি
Ans: 3
15 The 'USS New York' is the-
a) Tallest Building in New York
b) Name of the building built in the place ofTwing Tower
c) US defence base in South Korea
d) Name of a ship built with salvaged steel ofthe destroyed World Trade Center of USA
Ans: 4
16 Sunshine Policy কোন দুই দেশের মধ্যে বিদ্যমান?
a) চীন-রাশিয়া
b) তাইওয়ান-হংকং
c) জাপান-রাশিয়া
d) উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
Ans: 4
17 ওয়ালেস-এর লাইন কোন কোন অঞ্চলের মধ্যকার কাল্পনিক সীমারেখা?
a) এশিয়া ও অস্ট্রেলিয়া
b) আফ্রিকা ও মাদাগাস্কার
c) ওরিয়েনটাল এবং অস্ট্রেলিয়া
d) উত্তর অমেরিকা-দক্ষিণ আমেরিকা
Ans: 1
18 জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত ?
a) ৫
b) ৭
c) ১০
d) ১৫
Ans: 4
19 ব্ল লাইন কোন দেশ দুটিকে পৃথক করেছে?
a) ইসরায়েল ও লেবানন
b) উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
c) সিরিয়িা ও তুরস্ক
d) রাশিয়া ও ফিনল্যান্ড
Ans: 1
20 ইনোসিস কি?
a) বিভক্ত জার্মানির একত্রিকরণ
b) সাইপ্রাসকে গ্রিসের সাথে যুক্তকরণের আন্দোলন
c) ইতালির ঐক্য
d) আরব ঐক্যের ডাক
Ans: 2
21 আবু সায়েফ গরিলা গোষ্ঠি কোন দেশে তৎপর?
a) ইরাক
b) ফিলিপাইন
c) ইন্দোনেশিয়া
d) থাইল্যান্ড
Ans: 2
22 ইয়েমেনের হুথি আন্দোলনের আনুষ্ঠানিক নাম কি?
a) আনসার আল্লাহ
b) জুন আনসার আল্লাহ
c) হিজবুল্লাহ
d) বারিক আল্লাহ
Ans: 1
23 ’ভিক্টোরিয়া ক্রস’ কোন দেশের সর্বোচ্চ খেতাব?
a) কানাডা
b) ব্রিটেন
c) অস্ট্রেলিয়া
d) ফিজি
Ans: 2
24 পোখরান-২ কি?
a) পাকিস্তানের আণবিক বিস্ফোরণের নাম
b) ভারতে হিন্দু- মুসলিম সাম্প্রদায়িক সংঘাতের নাম
c) ভারতের আণবিক বিস্ফোরণের নাম
d) ইকটি নতুন কম্পিউটার ভইরাস
Ans: 3
25 নিচের কোন ক্ষেপনাস্ত্রটি ইরানের তৈরি?
a) কাওসার
b) ফজর-৩
c) টর্পেডো
d) ওপরের সবগুলো
Ans: 4
26 CEDAW একটি -
a) আঞ্চলিক চুক্তি
b) উপ-আঞ্চলিক চুক্তি
c) আন্তঃআঞ্চলিক চুক্তি
d) আন্তর্জাতিক চুক্তি
Ans: 4
27 Strategic Arms Reduction Treaty কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হ?
a) জাপান-রাশিয়া
b) জার্মানি-ফ্রান্স
c) যুক্তরাষ্ট্র-রাশিয়া
d) চীন-যুক্তরাষ্ট্র
Ans: 3
28 রেড আর্মি কোন দেশের গেরিলা সংগঠন?
a) ভারত
b) মিয়ানমার
c) চায়না
d) জাপান
Ans: 4
29 টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন শুরু হয়েছে-
a) ১ জুলাই ২০১৫
b) ৩১ ডিসেম্বর ২০১৫
c) ১ জানুয়ারি ২০১৬
d) ২১ জুলাই ২০১৬
Ans: 3
30 জাতিসংঘে ভেটো ক্ষমতা সম্পন্ন এশীয় দেশ কয়টি?
a) ১
b) ২
c) ৩
d) ৪
Ans: 1