বাংলাদেশ বিষয়াবলী

Time: 18 Minutes
Marks: 30
Serial Question
1 সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
a) ৩৯ (১) অনুচ্ছেদে।
b) ৩৯ (২) ক অনুচ্ছেদে।
c) ৩৯ (২) খ অনুচ্ছেদে।
d) কোনটি নয়
Ans: 3
2 ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা হয়?
a) ২৫ সেপ্টেম্বর, ১৯৭৫।
b) ২৬ সেপ্টেম্বর, ১৯৭৫।
c) ২৭ সেপ্টেম্বর, ১৯৭৫।
d) ২৮ সেপ্টেম্বর, ১৯৭৫।
Ans: 2
3 বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরীর ক্ষমতা পায়?
a) ২৮ (১)
b) ২৮ (২)
c) ২৮ (৩)
d) ২৮ (৪)
Ans: 4
4 জরুরী অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় -
a) প্রথম সংশোধনীতে
b) দ্বিতীয় সংশোধনীতে
c) তৃতীয় সংশোধনীতে
d) চতুর্থ সংশোধনীতে
Ans: 2
5 একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়?
a) ৬০ কার্যদিবস
b) ৯০ কার্যদিবস
c) ১২০ কার্যদিবস
d) বাতিল হয় না
Ans: 2
6 জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয়?
a) স্পিকারের ভোটকে
b) প্রধানমন্ত্রীর ভোট
c) মন্ত্রীদের ভোট
d) কোনটি নয়
Ans: 1
7 “সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে?
a) ২৬ অনুচ্ছেদে
b) ২৭ অনুচ্ছেদে
c) ২৮ অনুচ্ছেদে
d) ২৯ অনুচ্ছেদে
Ans: 2
8 তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
a) দ্বাদশ সংশোধনী
b) ত্রয়োদশ সংশোধনী
c) চতুর্দশ সংশোধনী
d) পঞ্চদশ সংশোধনী
Ans: 4