বাংলা সাহিত্য

বাংলা সাহিত্য [ফুল সিলেবাস]

Time: 30
Marks: 50

ID Question
1 জ্বালানি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় বাসের টিকিটের মূল্যও একই হারে বৃদ্ধি পেল। পুরানো ও নতুন বাস ভাড়ার অনুপাত কত ?
ক) ৪ঃ৫
খ) ৫ঃ৬
গ) ১২ঃ১৩
ঘ) ১৫ঃ১৬
2 গতকাল চিনির দাম ১০% বেড়েছিল আজ ১০% কমেছে। চিনির দাম মোট কত বেড়েছে বা কমেছে ?
ক) ১% কমেছে
খ) ১% বেড়েছে
গ) ১.৫% কমেছে
ঘ) ১.৫% বেড়েছে
3 কোন পরীক্ষায় শিক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করলো । উভয় বিষয়ে পাস করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো ?
ক) ১৫%
খ) ১০%
গ) ১২%
ঘ) ১১%
4 কোন পরীক্ষায় ৯০% পরীক্ষার্থী ইতিহাসে এবং ৮৫% পরীক্ষার্থী ভূগোলে কৃতকার্য হল। যদি উভয় বিষয়ে কেউ ফেল না করে এবং উভয় বিষয়ে ২২৫ জন পাস করে থাকে, তবে ঐ পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল ?
ক) ৩০০
খ) ৪০০
গ) ৫০০
ঘ) ৬০০
5 A la mode - means ?
a)  according to the current fashion
b)  out of mood
c)  in the menu
d)  way of doing
6 De facto means -
a)  de jure
b)  two friends
c)  in fact
d)  surely
7 Lingua Franca means -
a)  State language of a country
b)  Language adopted for communication where many languages are spoken
c)  Language spoken by maximum number of in the world
d)  French language
8 Modus Operandi means -
a)  Failed operation
b)  Suitable object
c)  Opera song
d)  method of operation
9 Sine die means -
a)  immediately
b)  on his death
c)  closed for the day
d)  adjourned indefinitely
10 সুধাকর দল কিসের সূত্রপাত করেন ?
ক) বাংলা সাহিত্যে ইংরেজ ধারা
খ) বাংলা সাহিত্যে ইসলামি ধারা
গ) বাংলা সাহিত্যে ফারসি ধারা
ঘ) বাংলা সাহিত্যে অনুবাদ ধারা
11 বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণ বলা হয় -
ক) ১৭৩০-১৮৩০
খ) ১৭৫০-১৮৫০
গ) ১৭৬০-১৮৬০
ঘ) ১৭৭০-১৮৭০
12 কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী ?
ক) স্মৃতি কথামালা
খ) আত্মচরিত
গ) আত্মকথা
ঘ) আমার কথা
13 বাংলা সাহিত্যের প্রথম বিদ্রহী কবি হলেন -
ক) কাজী নজরুল ইসলাম
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) সুকান্ত ভট্টাচার্য
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
14 সামাজিক নাটক কোনটি ?
ক) ডাকঘর
খ) নূরজাহান
গ) সধবার একাদশী
ঘ) রাবনবধ
15 ইন্দিরা গ্রন্থটি কার রচনা ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) প্যারীচাঁদ মিত্র
16 বাংলা সাহিত্যে মুসলিম রচিত প্রথম প্রহসন কোনটি ?
ক) সধবার একাদশী
খ) একেই কি বলে সভ্যতা
গ) এর উপায় কি
ঘ) বিয়ে পাগলা বুড়ো
17 শিবমন্দির কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
ক) গোবিন্দচন্দ্র দাস
খ) অক্ষয় কুমারা বড়াল
গ) কায়কোবাদ
ঘ) নবীনচন্দ্র সেন
18 বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প কোনটি ?
ক) ভিখারিণী
খ) দেনা-পাওনা
গ) শেষের রাত্রি
ঘ) নষ্টনীড়
19 গীতাঞ্জলী কাব্যটিতে কয়টি কবিতা ও গান রয়েছে ?
ক) ১৫৬
খ) ১৫৭
গ) ১৫৮
ঘ) ১৫৯
20 চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন করেন কে ?
ক) টেকচাঁদ ঠাকুর
খ) বিদ্যাসাগর
গ) বীরবল
ঘ) বনফুল
21 সুরেশ, অচলা, মহিম চরিত্রগুলো কোন উপন্যাসের ?
ক) চরিত্রহীন
খ) পথের দাবী
গ) গৃহদাহ
ঘ) দেনা পাওনা
22 অনল প্রবাহ কার রচনা ?
ক) মোজাম্মেল হক
খ) এয়াকুব আলী চৌধুরী
গ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
ঘ) নবীনচন্দ্র সেন
23 বেগম রোকেয়া কত সালে কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন ?
ক) ১৯০৯
খ) ১৯১০
গ) ১৯১১
ঘ) ১৯১২
24 বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা ?
ক) ড.মুহম্মদ শহীদুল্লাহ
খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) ড.আহমদ শরীফ
ঘ) ড.আনিসুজ্জামান
25 ভবিষ্যতের বাঙ্গালী গ্রন্থটির রচয়িতা কে ?
ক) নীহাররঞ্জন রায়
খ) মুহম্মাদ এনামুল হক
গ) মোতাহের হোসেন চৌধুরী
ঘ) এস ওয়াজেল আলী
26 কবি সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন কত সালে?
ক) ১৫ জুন ১৯১১
খ) ২০ জুন ১৯১১
গ) ১৫ জুন ১৯১২
ঘ) ২০ জুন ১৯১২
27 জীবনানন্দ দাশের কবিতা বনলতা সেন প্রকাশিত হয় কত সালে ?
ক) ১৯৪০
খ) ১৯৪২
গ) ১৯৪৪
ঘ) ১৯৪৬
28 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা কোনটি ?
ক) প্রয়োল্লাস
খ) বিদ্রহী
গ) মুক্তি
ঘ) আনন্দময়ীর আগমনে
29 জসীমউদদীনের কাব্যরন্থ নয় ?
ক) সুচয়নী
খ) রুপবতী
গ) মাটির কান্না
ঘ) মধুমালা
30 কোনটি এক চরিত্র বিশিষ্ট নাটক ?
ক) কবর
খ) নেমেসিস
গ) নীলদর্পণ
ঘ) নরকে লাল গোলাপ
31 কোনটি উপন্যাস নয় ?
ক) পুতুল নাচের ইতিকথা
খ) সমুদ্রের স্বাদ
গ) জননী
ঘ) দিবারাত্রির কাব্য
32 কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী /গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশুন্য দিগন্তের পথে রিক্ত হস্তে - উদ্ধৃতাংশটুকুর রচয়িতা কে ?
ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) সুফিয়া কামাল
ঘ) জীবনান্দ দাস
33 সিরাজাম মুনীরা কাব্যের রচয়িতা কে ?
ক) ইসমাইল হোসেন সিরাজী
খ) গোলাম মোস্তফা
গ) আহসান হাবীব
ঘ) ফররুখ আহমদ
34 সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত উপন্যাস কোনটি ?
ক) নয়নচারা
খ) উজানে মৃত্যু
গ) কাঁদো নদী কাঁদো
ঘ) সুরঙ্গ
35 কোনটি মুনীর চৌধুরীর অনুদিত নাটক নয় ?
ক) মুখরা রমণী বশীকরণ
খ) রুপার কৌটা
গ) কেউ কিছু বলতে পারে না
ঘ) চিঠি
36 কাশবনের কন্যা উপন্যাসটি লিখেছেন কে ?
ক) আবুল কালাম আজাদ
খ) শামসুদ্দীন আবুল কালাম
গ) আবুল কালাম শামসুদ্দীন
ঘ) আবু জাফর শামসুদ্দীন
37 কোনটি আবু ইসহাকের উপন্যাস নয় ?
ক) পদ্মার পলিদ্বীপ
খ) জাল
গ) হারেম
ঘ) সূর্‍্য দীঘল বাড়ী
38 বিধ্বস্ত নীলিমার কবি -
ক) হেলাল হাফিজ
খ) হাসান হাফিজুর রহমান
গ) শামসুর রাহমান
ঘ) হুমায়ূন আজাদ
39 কোনটি নাটক ?
ক) তেইশ নম্বর তৈলচিত্র
খ) কর্ণফুলী
গ) নরকে লাল গোলাপ
ঘ) ধান-কন্যা
40 হাসান হাফিজুর রহমান সম্পাদিত একুশে ফেব্রুয়ারি কতা সালে প্রকাশিত হয় ?
ক) ১৯৫২
খ) ১৯৫৩
গ) ১৯৫৪
ঘ) ১৯৫৫
41 শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ- উদ্ধৃতাংশ কোন কবির ?
ক) সৈয়দ শামসুল হক
খ) আবদুল গাফফার চৌধুরী
গ) আবু জাফর ওবায়দুল্লাহ
ঘ) নির্মলেন্দু গুণ
42 ছাপান্ন হাজার বর্গমাইল উপন্যাসটি লিখেছেন -
ক) হুমায়ুন আহমেদ
খ) হুমায়ুন আজাদ
গ) হুমায়ুন কবির
ঘ) রশীদ করিম
43 কোনটি হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
ক) দেয়াল
খ) সূর্যের দিন
গ) কৃষ্ণপক্ষ
ঘ) নক্ষত্রের রাত
44 সেলিম আল দীন রচিত নাটক হল-
ক) কেরামতমঙ্গল
খ) স্পার্টাকাস বিষয়ক জটিলতা
গ) ওরা কদম আলী
ঘ) নুরুলদীনের সারাজীবন
45 আজি ভুসুকু বঙ্গালী ভইলি।নিঅ ঘরিণী চন্ডালী লেলী - ভুসুকুপা কোন পদে বলেছেন ?
ক) ৩০
খ) ৪১
গ) ৪৩
ঘ) ৪৯
46 স্বাধীন বাংলাদেশের প্রথম গ্রন্থ কোনটি ?
ক) কৃষ্ণপক্ষ
খ) তেইশ নম্বর তৈলচিত্র
গ) জাগ্রত বাংলাদেশ
ঘ) সূর্যদীঘল বাড়ী
47 মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি ?
ক) দিবারাত্রির কাব্য
খ) জননী
গ) পদ্মা নদীর মাঝি
ঘ) চতুষ্কোণ
48 আরণ্যক নাট্যদল গঠন করেন কে ?
ক) সেলিম আল দীন
খ) মমতাজ উদ্দীন আহমদ
গ) মামুনুর রশীদ
ঘ) সিকান্দার আবু জাফর
49 বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি হলেন-
ক) যতীন্দ্রনাথ সেনগুপ্ত
খ) গোবিন্দচন্দ্র দাস
গ) সুকান্ত ভট্টাচার্য
ঘ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
50 চিনির মূল্য ৬% বেড়ে যাওয়ায় ১০৬০ টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত , এখন তার চেয়ে ৩ কেজি চিনি কম কেনা যায় । চিনির বর্তমান দর কেজি প্রতি কত ?
ক) ২০.০০
খ) ২০.২০
গ) ২১.২০
ঘ) ২১০০