যে ভাবে mcqindex.com এ পরীক্ষা দিতে পারবেন
Published: 2021-06-20 00:00:00

১. প্রথমেই আপনাকে www.mcqindex.com-এই ওয়েবসাইটে গিয়ে রেজিষ্ট্রেশন (  User Registration) করতে হবে। রেজিষ্ট্রেশনের সময় আপনার পাসওয়ার্ড যে কোন ডিজিট ব্যবহার করতে পারবেন। আপনি যেট সহজে মনে রাখতে পারবেন।

Registration link : http://mcqindex.com/user/registration

২.রেজিষ্ট্রেশন শেষ হলে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে Log in করতে হবে।

৩. লগ ইন (log in) করলে আপনি Exam, questions, Your score ইত্যাদি আইকন (Icon) দেখতে পাবেন।

৪. পরীক্ষা দিতে চাইলে Exam এ click করতে হবে। Exam এ ক্লিক করলে Topic দেখতে পাবেন। এখন Topic এ ক্লিক করলে পরীক্ষার প্রশ্ন ও সময় সম্বলিত Page আসবে। সাধারণত পরীক্ষা শুরু হওয়ার সময় প্রশ্ন দেখা যাবে এর আগে দেখা যাবে না। আপনাকে মেসেজ দিবে Exam will be held on time.

আপনি নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা শেষ করে Submit করবেন। প্রশ্নের একাধিক page থাকলে next এ ক্লিক করবেন। Next এ ক্লিক না করে সাবমিট করলে আপনি সবগুলো প্রশ্নের উত্তর করতে পারবেন না।

বিঃদ্রঃ সাবমিট করার পর ঐ পরীক্ষা আর দিতে পারবেন না।  বিস্তারিত জানতে যোগাযোগ করুন

সজীব রহমান

ফেসবুক ঃ www.facebook.com/shojib.du

More Articles

About Us

BCS is a competitive exam. Preliminary is the first step. If you want to go beyond this step, you must prepare well. The purpose of this test is to assist you with our preliminary, written, and viva experiences so that you can prepare well.

Contact Us

Email: mcqindex@gmail.com