1 |
জাতিসংঘ গঠন সংক্রান্ত লন্ডন ঘোষণা কবে স্বাক্ষরিত হয়?
a) ১২ জুন, ১৯৪১
b) ১৪ আগস্ট, ১৯৪১
c) ১ জানুয়ারি ১৯৪২
d) ২৬জুন,১৯৪৫ সালে
Ans: 1 |
2 |
জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় —
a) সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সোমবার।
b) সেপ্টেম্বর মাসের তৃতীয় সোমবার।
c) সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার।
d) সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
Ans: 4 |
3 |
নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়?
a) ৮টি
b) ৯টি
c) ১০টি
d) ১১টি
Ans: 2 |
4 |
আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কত সালে?
a) ১০ জানুয়ারি
b) ১৩ মার্চ ১৯৪৫
c) ২২ এপ্রিল ১৯৪৫
d) ২৬ জুন ১৯৪৫
Ans: 4 |
5 |
নিচের কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয়?
a) ফরাসি
b) রুশ
c) মান্দারিন
d) জার্মান
Ans: 4 |
6 |
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা কয়টি?
a) ১
b) ৩
c) ৫
d) ৬
Ans: 4 |
7 |
জাতিসংঘের ১ম ন্যায়পাল
a) আইরিন খান
b) বিজয় লক্ষী
c) প্যাট্রিসিয়া ডুরাই
d) আসমা সিদ্দিকা
Ans: 3 |
8 |
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়?
a) ১ বছর
b) ২ বছর
c) ৩ বছর
d) ৪ বছর
Ans: 2 |
9 |
জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়?
a) ১৯৮০
b) ১৯৮১
c) ১৯৮২
d) ১৯৮৩
Ans: 3 |
10 |
সাধরণ পরিষদের কার্য পরিচালনার জন্য কয় ধরনের কমিটি গঠনের ব্যবস্থা রয়েছে?
a) ২
b) ৩
c) ৪
d) ৫
Ans: 2 |
11 |
বাংলাদেশ প্রথম কবে জাতিসংঘের সাধারন পরিষদের সভাপতি ছিল?
a) ১৯৭৯
b) ১৯৮২
c) ১৯৮৬
d) ১৯৯২
Ans: 3 |
12 |
জাতিসংঘের মূল সনদে কতটি অধ্যায় রয়েছে?
a) ১৯
b) ৩০
c) ৭৭
d) ১১১
Ans: 1 |
13 |
অর্থনৈতিক ও সামাজিক পরিষদের আঞ্চলিক অর্থনৈতিক কমিশন কতটি?
a) ৫
b) ৭
c) ২৩
d) ৫৪
Ans: 1 |
14 |
আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কত বছরের জন্য নির্বাচিত হন?
a) ৫
b) ৭
c) ৯
d) ১৫
Ans: 3 |
15 |
সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হন?
a) ১
b) ২
c) ৩
d) ৫
Ans: 1 |