1 |
জ্বালানি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় বাসের টিকিটের মূল্যও একই হারে বৃদ্ধি পেল। পুরানো ও নতুন বাস ভাড়ার অনুপাত কত ?
a) ৪ঃ৫
b) ৫ঃ৬
c) ১২ঃ১৩
d) ১৫ঃ১৬
Ans: 1 |
2 |
গতকাল চিনির দাম ১০% বেড়েছিল আজ ১০% কমেছে। চিনির দাম মোট কত বেড়েছে বা কমেছে ?
a) ১% কমেছে
b) ১% বেড়েছে
c) ১.৫% কমেছে
d) ১.৫% বেড়েছে
Ans: 1 |
3 |
কোন পরীক্ষায় শিক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করলো । উভয় বিষয়ে পাস করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো ?
a) ১৫%
b) ১০%
c) ১২%
d) ১১%
Ans: 2 |
4 |
কোন পরীক্ষায় ৯০% পরীক্ষার্থী ইতিহাসে এবং ৮৫% পরীক্ষার্থী ভূগোলে কৃতকার্য হল। যদি উভয় বিষয়ে কেউ ফেল না করে এবং উভয় বিষয়ে ২২৫ জন পাস করে থাকে, তবে ঐ পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল ?
a) ৩০০
b) ৪০০
c) ৫০০
d) ৬০০
Ans: 1 |
5 |
A la mode - means ?
a) according to the current fashion
b) out of mood
c) in the menu
d) way of doing
Ans: 1 |
6 |
De facto means -
a) de jure
b) two friends
c) in fact
d) surely
Ans: 3 |
7 |
Lingua Franca means -
a) State language of a country
b) Language adopted for communication where many languages are spoken
c) Language spoken by maximum number of in the world
d) French language
Ans: 2 |
8 |
Modus Operandi means -
a) Failed operation
b) Suitable object
c) Opera song
d) method of operation
Ans: 4 |
9 |
Sine die means -
a) immediately
b) on his death
c) closed for the day
d) adjourned indefinitely
Ans: 4 |
10 |
সুধাকর দল কিসের সূত্রপাত করেন ?
a) বাংলা সাহিত্যে ইংরেজ ধারা
b) বাংলা সাহিত্যে ইসলামি ধারা
c) বাংলা সাহিত্যে ফারসি ধারা
d) বাংলা সাহিত্যে অনুবাদ ধারা
Ans: 2 |
11 |
বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণ বলা হয় -
a) ১৭৩০-১৮৩০
b) ১৭৫০-১৮৫০
c) ১৭৬০-১৮৬০
d) ১৭৭০-১৮৭০
Ans: 3 |
12 |
কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী ?
a) স্মৃতি কথামালা
b) আত্মচরিত
c) আত্মকথা
d) আমার কথা
Ans: 2 |
13 |
বাংলা সাহিত্যের প্রথম বিদ্রহী কবি হলেন -
a) কাজী নজরুল ইসলাম
b) মাইকেল মধুসূদন দত্ত
c) সুকান্ত ভট্টাচার্য
d) রবীন্দ্রনাথ ঠাকুর
Ans: 2 |
14 |
সামাজিক নাটক কোনটি ?
a) ডাকঘর
b) নূরজাহান
c) সধবার একাদশী
d) রাবনবধ
Ans: 3 |
15 |
ইন্দিরা গ্রন্থটি কার রচনা ?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
c) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
d) প্যারীচাঁদ মিত্র
Ans: 3 |
16 |
বাংলা সাহিত্যে মুসলিম রচিত প্রথম প্রহসন কোনটি ?
a) সধবার একাদশী
b) একেই কি বলে সভ্যতা
c) এর উপায় কি
d) বিয়ে পাগলা বুড়ো
Ans: 3 |
17 |
শিবমন্দির কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
a) গোবিন্দচন্দ্র দাস
b) অক্ষয় কুমারা বড়াল
c) কায়কোবাদ
d) নবীনচন্দ্র সেন
Ans: 3 |
18 |
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প কোনটি ?
a) ভিখারিণী
b) দেনা-পাওনা
c) শেষের রাত্রি
d) নষ্টনীড়
Ans: 2 |
19 |
গীতাঞ্জলী কাব্যটিতে কয়টি কবিতা ও গান রয়েছে ?
a) ১৫৬
b) ১৫৭
c) ১৫৮
d) ১৫৯
Ans: 2 |
20 |
চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন করেন কে ?
a) টেকচাঁদ ঠাকুর
b) বিদ্যাসাগর
c) বীরবল
d) বনফুল
Ans: 3 |
21 |
সুরেশ, অচলা, মহিম চরিত্রগুলো কোন উপন্যাসের ?
a) চরিত্রহীন
b) পথের দাবী
c) গৃহদাহ
d) দেনা পাওনা
Ans: 3 |
22 |
অনল প্রবাহ কার রচনা ?
a) মোজাম্মেল হক
b) এয়াকুব আলী চৌধুরী
c) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
d) নবীনচন্দ্র সেন
Ans: 3 |
23 |
বেগম রোকেয়া কত সালে কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন ?
a) ১৯০৯
b) ১৯১০
c) ১৯১১
d) ১৯১২
Ans: 3 |
24 |
বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা ?
a) ড.মুহম্মদ শহীদুল্লাহ
b) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
c) ড.আহমদ শরীফ
d) ড.আনিসুজ্জামান
Ans: 1 |
25 |
ভবিষ্যতের বাঙ্গালী গ্রন্থটির রচয়িতা কে ?
a) নীহাররঞ্জন রায়
b) মুহম্মাদ এনামুল হক
c) মোতাহের হোসেন চৌধুরী
d) এস ওয়াজেল আলী
Ans: 4 |
26 |
কবি সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন কত সালে?
a) ১৫ জুন ১৯১১
b) ২০ জুন ১৯১১
c) ১৫ জুন ১৯১২
d) ২০ জুন ১৯১২
Ans: 2 |
27 |
জীবনানন্দ দাশের কবিতা বনলতা সেন প্রকাশিত হয় কত সালে ?
a) ১৯৪০
b) ১৯৪২
c) ১৯৪৪
d) ১৯৪৬
Ans: 2 |
28 |
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা কোনটি ?
a) প্রয়োল্লাস
b) বিদ্রহী
c) মুক্তি
d) আনন্দময়ীর আগমনে
Ans: 3 |
29 |
জসীমউদদীনের কাব্যরন্থ নয় ?
a) সুচয়নী
b) রুপবতী
c) মাটির কান্না
d) মধুমালা
Ans: 4 |
30 |
কোনটি এক চরিত্র বিশিষ্ট নাটক ?
a) কবর
b) নেমেসিস
c) নীলদর্পণ
d) নরকে লাল গোলাপ
Ans: 2 |
31 |
কোনটি উপন্যাস নয় ?
a) পুতুল নাচের ইতিকথা
b) সমুদ্রের স্বাদ
c) জননী
d) দিবারাত্রির কাব্য
Ans: 2 |
32 |
কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী /গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশুন্য দিগন্তের পথে রিক্ত হস্তে - উদ্ধৃতাংশটুকুর রচয়িতা কে ?
a) কাজী নজরুল ইসলাম
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) সুফিয়া কামাল
d) জীবনান্দ দাস
Ans: 3 |
33 |
সিরাজাম মুনীরা কাব্যের রচয়িতা কে ?
a) ইসমাইল হোসেন সিরাজী
b) গোলাম মোস্তফা
c) আহসান হাবীব
d) ফররুখ আহমদ
Ans: 4 |
34 |
সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত উপন্যাস কোনটি ?
a) নয়নচারা
b) উজানে মৃত্যু
c) কাঁদো নদী কাঁদো
d) সুরঙ্গ
Ans: 3 |
35 |
কোনটি মুনীর চৌধুরীর অনুদিত নাটক নয় ?
a) মুখরা রমণী বশীকরণ
b) রুপার কৌটা
c) কেউ কিছু বলতে পারে না
d) চিঠি
Ans: 4 |
36 |
কাশবনের কন্যা উপন্যাসটি লিখেছেন কে ?
a) আবুল কালাম আজাদ
b) শামসুদ্দীন আবুল কালাম
c) আবুল কালাম শামসুদ্দীন
d) আবু জাফর শামসুদ্দীন
Ans: 2 |
37 |
কোনটি আবু ইসহাকের উপন্যাস নয় ?
a) পদ্মার পলিদ্বীপ
b) জাল
c) হারেম
d) সূর্্য দীঘল বাড়ী
Ans: 3 |
38 |
বিধ্বস্ত নীলিমার কবি -
a) হেলাল হাফিজ
b) হাসান হাফিজুর রহমান
c) শামসুর রাহমান
d) হুমায়ূন আজাদ
Ans: 3 |
39 |
কোনটি নাটক ?
a) তেইশ নম্বর তৈলচিত্র
b) কর্ণফুলী
c) নরকে লাল গোলাপ
d) ধান-কন্যা
Ans: 3 |
40 |
হাসান হাফিজুর রহমান সম্পাদিত একুশে ফেব্রুয়ারি কতা সালে প্রকাশিত হয় ?
a) ১৯৫২
b) ১৯৫৩
c) ১৯৫৪
d) ১৯৫৫
Ans: 2 |
41 |
শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ- উদ্ধৃতাংশ কোন কবির ?
a) সৈয়দ শামসুল হক
b) আবদুল গাফফার চৌধুরী
c) আবু জাফর ওবায়দুল্লাহ
d) নির্মলেন্দু গুণ
Ans: 4 |
42 |
ছাপান্ন হাজার বর্গমাইল উপন্যাসটি লিখেছেন -
a) হুমায়ুন আহমেদ
b) হুমায়ুন আজাদ
c) হুমায়ুন কবির
d) রশীদ করিম
Ans: 2 |
43 |
কোনটি হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
a) দেয়াল
b) সূর্যের দিন
c) কৃষ্ণপক্ষ
d) নক্ষত্রের রাত
Ans: 2 |
44 |
সেলিম আল দীন রচিত নাটক হল-
a) কেরামতমঙ্গল
b) স্পার্টাকাস বিষয়ক জটিলতা
c) ওরা কদম আলী
d) নুরুলদীনের সারাজীবন
Ans: 1 |
45 |
আজি ভুসুকু বঙ্গালী ভইলি।নিঅ ঘরিণী চন্ডালী লেলী - ভুসুকুপা কোন পদে বলেছেন ?
a) ৩০
b) ৪১
c) ৪৩
d) ৪৯
Ans: 4 |
46 |
স্বাধীন বাংলাদেশের প্রথম গ্রন্থ কোনটি ?
a) কৃষ্ণপক্ষ
b) তেইশ নম্বর তৈলচিত্র
c) জাগ্রত বাংলাদেশ
d) সূর্যদীঘল বাড়ী
Ans: 3 |
47 |
মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি ?
a) দিবারাত্রির কাব্য
b) জননী
c) পদ্মা নদীর মাঝি
d) চতুষ্কোণ
Ans: 2 |
48 |
আরণ্যক নাট্যদল গঠন করেন কে ?
a) সেলিম আল দীন
b) মমতাজ উদ্দীন আহমদ
c) মামুনুর রশীদ
d) সিকান্দার আবু জাফর
Ans: 3 |
49 |
বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি হলেন-
a) যতীন্দ্রনাথ সেনগুপ্ত
b) গোবিন্দচন্দ্র দাস
c) সুকান্ত ভট্টাচার্য
d) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
Ans: 1 |
50 |
চিনির মূল্য ৬% বেড়ে যাওয়ায় ১০৬০ টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত , এখন তার চেয়ে ৩ কেজি চিনি কম কেনা যায় । চিনির বর্তমান দর কেজি প্রতি কত ?
a) ২০.০০
b) ২০.২০
c) ২১.২০
d) ২১০০
Ans: 3 |