আন্তর্জাতিক বিষয়াবলী

Time: 12 minute
Marks: 20
Serial Question
1 লাদাখ সীমান্তে অবস্থিত উপত্যকা হল-
a) বারোসা
b) জিওজাইগো
c) নুবিয়ান
d) গলওয়ান
Ans: 4
2 বিশ্বের প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি?
a) নেপাল
b) ভূটান
c) শ্রীলংকা
d) মালদ্বীপ
Ans: 2
3 আফগানিস্তান থেকে শেষ সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয় কবে ?
a) ১৫ ফেব্রুয়ারি ১৯৮৯
b) ১৫ ফেব্রুয়ারি ১৯৭৯
c) ২৫ ফেব্রুয়ারি ১৯৮৯
d) ২৫ ফেব্রুয়ারি ১৯৭৯
Ans: 1
4 ভারতের লোকসভায় সরকার গঠন করতে ন্যূনতম কত আসনের প্রয়োজন ?
a) ৫৪৩
b) ৫৪২
c) ২৭৩
d) ২৭২
Ans: 1
5 ২০০৮ সালে নেপালের কত বছরের রাজতন্ত্র বিলুপ্ত করা হয় ?
a) ২৪০
b) ২৪২
c) ২৩৮
d) ২৩৬
Ans: 1
6 সার্কভুক্ত দেশসমূহের মধ্যে আয়তনে ক্ষুদ্র দেশ হল-
a) নেপাল
b) ভূটান
c) মালদ্বীপ
d) শ্রীলংকা
Ans: 3
7 মালদ্বীপের মুদ্রার নাম কি?
a) রুফিয়া
b) রুপী
c) ইয়েন
d) ডলার
Ans: 1
8 ভারতের সেভেন সিস্টার্স রাজ্য সমূহের অন্তর্ভুক্ত নয় কোনটি ?
a) কেরালা
b) মনিপুর
c) অরুনাচল
d) মেঘালয়
Ans: 1
9 তাজমহল কোন শতাব্দীতে তৈরি হয়েছিল ?
a) ষোড়শ
b) সপ্তদশ
c) অষ্টাদশ
d) উনবিংশ
Ans: 2
10 প্রথমে স্বাধীনতা লাভ করে কোন দেশ ?
a) পাকিস্তান
b) ভারত
c) শ্রীলংকা
d) বাংলাদেশ
Ans: 1
11 শ্রীলংকার তামিল গেরিলা দল LTTE কবে আত্মপ্রকাশ করে?
a) ১৯৮৮
b) ১৯৮৬
c) ১৯৭৪
d) ১৯৭৬
Ans: 4
12 কোন দেশ মেমোগেট কেলেঙ্কারির সাথে জরিত -
a) ভারত
b) শ্রীলংকা
c) নেপাল
d) পাকিস্তান
Ans: 4
13 টাইগার হিল কোথায় অবস্থিত ?
a) লাদাখে
b) কাশ্মীরে
c) দার্জিলিংয়ে
d) তিব্বতে
Ans: 3
14 LOC কী ?
a) সীমান্ত উত্তেজনা
b) গেরিলা সংগঠন
c) কাশ্মীর নিয়ন্ত্রন রেখা
d) সাহায্যদাতা সংগঠন
Ans: 3
15 টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
a) আসাম
b) মনিপুর
c) মেঘালয়
d) মিজোরাম
Ans: 2
16 আফগানিস্তান সার্কের সদস্য পদ লাভ করে কত সালে ?
a) ২০০৬
b) ২০০৭
c) ২০০৮
d) ২০০৯
Ans: 2
17 সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত ?
a) ভারত
b) মালদ্বীপ
c) শ্রীলংকা
d) পাকিস্তান
Ans: 2
18 এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় কোন দেশকে ?
a) নেপাল
b) ভূটান
c) ভারত
d) আফগানিস্তান
Ans: 2
19 HDI-2019 এ সার্কভুক্ত দেশসমূহের মধ্যে শীর্ষে আছে কোন দেশ ?
a) বাংলাদেশ
b) ভারত
c) শ্রীলংকা
d) মালদ্বীপ
Ans: 3
20 দারি ভাষা প্রচলিত আছে কোন দেশে ?
a) ভারত
b) পাকিস্তান
c) আফগানিস্তান
d) নেপাল
Ans: 3
About Us

BCS is a competitive exam. Preliminary is the first step. If you want to go beyond this step, you must prepare well. The purpose of this test is to assist you with our preliminary, written, and viva experiences so that you can prepare well.

Contact Us

Email: mcqindex@gmail.com