1 |
এলিফ্যান্ট পাস কোন দেশে অবস্থিত ?
a) মায়ানমার
b) মালয়েশিয়া
c) থাইল্যান্ড
d) ইন্দোনেশিয়া
Ans: 3 |
2 |
ভিয়েতনাম যুদ্ধের স্থায়িত্ব ছিল কত বছর ?
a) ১০
b) ১৫
c) ২০
d) ২৫
Ans: 3 |
3 |
সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?
a) ১৫%
b) ২০%
c) ২৫%
d) ৩০%
Ans: 3 |
4 |
আসিয়ানভুক্ত দেশসমূহের নীতিবাক্য কোনটি ?
a) একটি দর্শন, এক পরিচয়, এক বাণিজ্য
b) একটি চুক্তি, এক পরিচয়, এক সংগঠন
c) একটি দর্শন, এক পরিচয়, এক মত.
d) একটি দর্শন, এক পরিচয়, এক সম্প্রদায়
Ans: 4 |
5 |
বৃটেনের নিকট হতে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে?
a) ১৯৫০
b) ১৯৫৭
c) ১৯৬০
d) ১৯৬৩
Ans: 2 |
6 |
তাগালগ কোন দেশের সরকারি ভাষা ?
a) ইন্দোনেশিয়া
b) ব্রুনাই
c) কম্বুডিয়া
d) ফিলিপাইন
Ans: 4 |
7 |
লাওস স্বাধীনতা লাভ করে কোন দেশ থেকে ?
a) ফ্রান্স
b) বৃটেন
c) জাপান
d) স্পেন
Ans: 1 |
8 |
গণতন্ত্র চত্বর কোথায় অবস্থিত?
a) থাইল্যান্ড
b) ফিলিপাইন
c) কম্বোডিয়ায়
d) ব্রুনাই
Ans: 3 |
9 |
মালয়েশিয়ায় কয়টি রাজ্য রয়েছে ?
a) ১০
b) ১১
c) ১২
d) ১৩
Ans: 4 |
10 |
১৯৫৯ সাল থেকে সিঙ্গাপুরের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে কোন দল ?
a) পিপল্স অ্যাকশন পার্টি
b) ডেমোক্রাটিক অ্যাকশন পার্টি
c) ন্যাশনাল অ্যাকশন পার্টি
d) রিপাবলিক অ্যাকশন পার্টি
Ans: 1 |
11 |
মালকানাং প্রাসাদ কোন দেশের প্রেসিডেন্টের সরকারি বাসভবন?
a) মালয়েশিয়া
b) ইন্দোনেশিয়া
c) ফিলিপাইন
d) সিঙ্গাপুর
Ans: 3 |
12 |
বার্মার নাম কোন সালে মায়ানমার করা হয় ?
a) ১৯৯০
b) ১৯৮৯
c) ১৯৮৮
d) ১৯৮৭
Ans: 2 |
13 |
পলপট কোন দেশের রাজনৈতিক নেতা?
a) কম্বোডিয়ার
b) ভিয়েনামের
c) থাইল্যান্ডের
d) লাওসের
Ans: 1 |
14 |
সিঙ্গাপুর কবে মালয়েশিয়া ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়েছিল?
a) ১৯৬০ সালে।
b) ১৯৬১ সালে।
c) ১৯৬২ সালে।
d) ১৯৬৩ সালে।
Ans: 4 |
15 |
দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন দেশ কখনই ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল না?
a) মায়ানমার
b) ইন্দোনেশিয়া
c) থাইল্যান্ড
d) কম্বোডিয়া
Ans: 3 |
16 |
বান্দা আচেহ কোথায় অবস্থিত ?
a) মায়ানমার
b) ইন্দোনেশিয়া
c) লাওস
d) ভিয়েতনাম
Ans: 2 |
17 |
উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কত সালে একত্রিত হয়?
a) ১৯৭২
b) ১৯৭৩
c) ১৯৭৫
d) ১৯৭৬
Ans: 4 |
18 |
দক্ষিন এশিয়ার কোন দেশ একসময় স্পেনের সাম্রাজ্যভুক্ত ছিল ?
a) লাওস
b) ইন্দোনেশিয়া
c) ফিলিপাইন
d) ব্রুনাই
Ans: 3 |
19 |
আসিয়ান প্রতিষ্ঠিত হয় কত সালে?
a) ৭ আগস্ট ১৯৬৭
b) ৮ আগস্ট ১৯৬৮
c) ৮ আগস্ট ১৯৬৭
d) ৯ আগস্ট ১৯৬৮
Ans: 3 |
20 |
আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
a) সুমাত্রায়
b) জাকার্তায়
c) ম্যানিলায়
d) সিঙ্গাপুরে
Ans: 2 |