আন্তর্জাতিক বিষয়াবলী

Time: 12 Minutes
Marks: 20
Serial Question
1 এলিফ্যান্ট পাস কোন দেশে অবস্থিত ?
a) মায়ানমার
b) মালয়েশিয়া
c) থাইল্যান্ড
d) ইন্দোনেশিয়া
Ans: 3
2 ভিয়েতনাম যুদ্ধের স্থায়িত্ব ছিল কত বছর ?
a) ১০
b) ১৫
c) ২০
d) ২৫
Ans: 3
3 সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?
a) ১৫%
b) ২০%
c) ২৫%
d) ৩০%
Ans: 3
4 আসিয়ানভুক্ত দেশসমূহের নীতিবাক্য কোনটি ?
a) একটি দর্শন, এক পরিচয়, এক বাণিজ্য
b) একটি চুক্তি, এক পরিচয়, এক সংগঠন
c) একটি দর্শন, এক পরিচয়, এক মত.
d) একটি দর্শন, এক পরিচয়, এক সম্প্রদায়
Ans: 4
5 বৃটেনের নিকট হতে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে?
a) ১৯৫০
b) ১৯৫৭
c) ১৯৬০
d) ১৯৬৩
Ans: 2
6 তাগালগ কোন দেশের সরকারি ভাষা ?
a) ইন্দোনেশিয়া
b) ব্রুনাই
c) কম্বুডিয়া
d) ফিলিপাইন
Ans: 4
7 লাওস স্বাধীনতা লাভ করে কোন দেশ থেকে ?
a) ফ্রান্স
b) বৃটেন
c) জাপান
d) স্পেন
Ans: 1
8 গণতন্ত্র চত্বর কোথায় অবস্থিত?
a) থাইল্যান্ড
b) ফিলিপাইন
c) কম্বোডিয়ায়
d) ব্রুনাই
Ans: 3
9 মালয়েশিয়ায় কয়টি রাজ্য রয়েছে ?
a) ১০
b) ১১
c) ১২
d) ১৩
Ans: 4
10 ১৯৫৯ সাল থেকে সিঙ্গাপুরের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে কোন দল ?
a) পিপল্‌স অ্যাকশন পার্টি
b) ডেমোক্রাটিক অ্যাকশন পার্টি
c) ন্যাশনাল অ্যাকশন পার্টি
d) রিপাবলিক অ্যাকশন পার্টি
Ans: 1
11 মালকানাং প্রাসাদ কোন দেশের প্রেসিডেন্টের সরকারি বাসভবন?
a) মালয়েশিয়া
b) ইন্দোনেশিয়া
c) ফিলিপাইন
d) সিঙ্গাপুর
Ans: 3
12 বার্মার নাম কোন সালে মায়ানমার করা হয় ?
a) ১৯৯০
b) ১৯৮৯
c) ১৯৮৮
d) ১৯৮৭
Ans: 2
13 পলপট কোন দেশের রাজনৈতিক নেতা?
a) কম্বোডিয়ার
b) ভিয়েনামের
c) থাইল্যান্ডের
d) লাওসের
Ans: 1
14 সিঙ্গাপুর কবে মালয়েশিয়া ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়েছিল?
a) ১৯৬০ সালে।
b) ১৯৬১ সালে।
c) ১৯৬২ সালে।
d) ১৯৬৩ সালে।
Ans: 4
15 দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন দেশ কখনই ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল না?
a) মায়ানমার
b) ইন্দোনেশিয়া
c) থাইল্যান্ড
d) কম্বোডিয়া
Ans: 3
16 বান্দা আচেহ কোথায় অবস্থিত ?
a) মায়ানমার
b) ইন্দোনেশিয়া
c) লাওস
d) ভিয়েতনাম
Ans: 2
17 উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কত সালে একত্রিত হয়?
a) ১৯৭২
b) ১৯৭৩
c) ১৯৭৫
d) ১৯৭৬
Ans: 4
18 দক্ষিন এশিয়ার কোন দেশ একসময় স্পেনের সাম্রাজ্যভুক্ত ছিল ?
a) লাওস
b) ইন্দোনেশিয়া
c) ফিলিপাইন
d) ব্রুনাই
Ans: 3
19 আসিয়ান প্রতিষ্ঠিত হয় কত সালে?
a) ৭ আগস্ট ১৯৬৭
b) ৮ আগস্ট ১৯৬৮
c) ৮ আগস্ট ১৯৬৭
d) ৯ আগস্ট ১৯৬৮
Ans: 3
20 আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
a) সুমাত্রায়
b) জাকার্তায়
c) ম্যানিলায়
d) সিঙ্গাপুরে
Ans: 2
About Us

BCS is a competitive exam. Preliminary is the first step. If you want to go beyond this step, you must prepare well. The purpose of this test is to assist you with our preliminary, written, and viva experiences so that you can prepare well.

Contact Us

Email: mcqindex@gmail.com