1 |
Gulf Cooperation Council এর সদর দপ্তর কোথায়?
a) রিয়াদ
b) জেদ্দা
c) দুবাই
d) বাহারাইন
Ans: 1 |
2 |
ইরানের ইসলামি বিপ্লবের নায়ক কে?
a) মোহাম্মদ রেজা পাহলভি
b) রুহুলুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি
c) আহমেদিনেজাদ
d) আয়তুল্লাহ আলী কামেনি
Ans: 2 |
3 |
কোনটি ইউরোশিয়ান রাষ্ট্র হিসাবে বিবেচনা করা হয় ?
a) সৌদি আরব
b) তুরস্ক
c) ইসরাইল
d) জাপান
Ans: 2 |
4 |
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে ?
a) ইরাক
b) ইরান
c) সোদি আরব
d) আলজেরিয়া
Ans: 4 |
5 |
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় কবে?
a) ১৫ আগস্ট ১৯৮৮
b) ১৫ সেপ্টেম্বর ১৯৮৮
c) ১৫ অক্টোবর ১৯৮৮
d) ১৫ নভেম্বার ১৯৮৮
Ans: 4 |
6 |
No fly zone নিম্বের কোন দেশে অবস্থিত ?
a) ইরাক
b) ইরান
c) ইসরাইল
d) কুয়েত
Ans: 1 |
7 |
কোন জলপথ নিয়ে ইরাক এবং ইরানের মধ্যে বিরোধ ছিল?
a) পারস্য উপসাগর
b) সাত-ইল-আরব
c) আরব সাগর
d) ওমান উপসাগর
Ans: 2 |
8 |
কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?
a) হংকং
b) বাহারাইন
c) ইসরাইল
d) ম্যাকাও
Ans: 4 |
9 |
তিয়েন আনমেন স্কোয়ার কোথায় অবস্থিত ?
a) বেইজিং
b) সাংহাই
c) হংকং
d) ক্যান্টন
Ans: 1 |
10 |
হংকং ভাইরাস নামে পরিচিত সার্স প্রথম কোন দেশে দেখা যায় ?
a) হংকং
b) জাপান
c) চীন
d) তাইওয়ান
Ans: 3 |
11 |
বর্তমানে চীনের জিডিপি কত?
a) ১২.৫৪
b) ১৩.৮৪
c) ১৪.১৪
d) ১৫.৪০
Ans: 3 |
12 |
১৯৫৩ সালে কোন দুটি দেশ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে?
a) চীন-জাপান
b) ইসরাইল-ফিলিস্তিন
c) উত্তর কোরিয়া- দক্ষিণ কোরিয়া
d) ইরাক-ইরান
Ans: 3 |
13 |
দক্ষিণ কোরিয়া স্বাধীনতা লাভ করে কোন দেশ থেকে?
a) চীন
b) জাপান
c) যুক্তরাষ্ট্র
d) ফ্রান্স
Ans: 2 |
14 |
উজবেকিস্তানের রাজধানীর নাম কি ?
a) দামেস্ক
b) দুশানবে
c) তাশখন্দ
d) আশগাবাত
Ans: 3 |
15 |
সিরিয়ার সরকার ব্যবস্থা কিরুপ ?
a) রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্র
b) প্রধানমন্ত্রী শাসিত গণতন্ত্র
c) একনায়কতন্ত্র
d) রাজতন্ত্র
Ans: 1 |
16 |
ইয়াসির আরাফাত মারা যায়-
a) রামাল্লায়
b) জেরুজালেমে
c) ওয়াশিংটনে
d) প্যারিসে
Ans: 4 |
17 |
Ping pong Diplomacy এর সাথে সংশ্লিষ্ট দেশ কোনটি ?
a) চীন
b) জাপান
c) কোরিয়া
d) ইরান
Ans: 1 |
18 |
আরব ও ইসরাইলের মধ্যে এ পর্যন্ত কতটি যুদ্ধ হয়েছে ?
a) ৩
b) ৪
c) ৫
d) ৬
Ans: 2 |
19 |
শি জিনপিং সিল্ক রোড অর্থনৈতিক বলয় এবং একুশ শতাব্দীর উপকূলবর্তী সিল্ক রোড নির্মাণের কথা সর্বপ্রথম উত্থাপিত করেছিলেন কত সালে ?
a) ২০১১
b) ২০১২
c) ২০১৩
d) ২০১৪
Ans: 3 |
20 |
নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণ করা হয় ১৯৪৫ সালের -
a) ৬ই আগস্ট
b) ৯ই আগস্ট
c) ৬ই সেপ্টেম্বর
d) ৬ই সেপ্টেম্বর
Ans: 2 |