আন্তর্জাতিক বিষয়াবলী

Time: 12 minute
Marks: 20
Serial Question
1 কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?
a) ভিয়েতনাম সংকট
b) কোরিয়া সংকট
c) প্যালেস্টাইন সংকট
d) কাশ্মির সংকট
Ans: 2
2 প্রথম বিশ্বযুদ্ধ আরাম্ভ হয় কত সালে?
a) ১৮ জুলাই ১৯১২
b) ২৮ জুলাই ১৯১২
c) ১৮ জুলাই ১৯১৪
d) ২৮ জুলাই ১৯১৪
Ans: 4
3 হিটলারের সেনাবাহিনী কোন রণনীতির কারণে চমকপ্রদ বিজয় লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম নয় মাসে নিজেদের অবস্থান দৃঢ় করে?
a) ব্লিৎসক্রিগ রণনীতি
b) ম্যাজিনো লাইন দুর্ভেদ্যতা নীতি
c) শত্রুকে ধোকায় রাখার রণনীতি
d) নৌ অবরোধ রণনীতি
Ans: 1
4 ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি কোন যুদ্ধের সাথে জড়িত?
a) ওয়াটার লুর যুদ্ধ
b) আমেরিকার গৃহযুদ্ধ
c) ফরাসি বিপ্লব
d) ক্রিমিয়ার যুদ্ধ
Ans: 4
5 ১৯৭৩ সালে প্যারিস শান্তি চুক্তি হয় কোন যুদ্ধকে কেন্দ্র করে?
a) কলম্বিয়া যুদ্ধ
b) ভিয়েতনাম যুদ্ধ
c) কোরিয়া যুদ্ধ
d) ক্রিমিয়া যুদ্ধ
Ans: 2
6 শিল্প বিপ্লব কোন দেশে প্রথম শুরু হয়?
a) ইংল্যান্ড
b) জার্মানি
c) চীন
d) ফ্রান্স
Ans: 1
7 ওরেঞ্জ বিপ্লব কোথায় সংঘটিত হয়েছিল ?
a) তিউনেশিয়ায়
b) জর্জিয়ায়
c) কিরগিস্তানে
d) ইউক্রেনে
Ans: 4
8 আরব বসন্তের সূচনা হয় কোথায়?
a) মিশর
b) তিউনেশিয়া
c) ইরান
d) সিরিয়া
Ans: 2
9 Velvet Revolution কী?
a) Velvet সামগ্রী উৎপাদন
b) সাবেক চেকোস্লাভিকিয়ার সমাজতন্ত্র বিরোধী শান্তিবাদী আন্দোলন
c) গর্বাচেভের কর্মসূচি
d) আরব বসন্তের সূচনা
Ans: 2
10 বাস্তিল দুর্গ কোন বিপ্লবের সাথে সম্পর্কিত ?
a) ফরাসি বিপ্লব
b) রুশ বিপ্লব
c) কিউবান বিপ্লব
d) চৈনিক বিপ্লব
Ans: 1
11 আল শাবাব কোন দেশের সংগঠন?
a) ফিলিপাইন
b) সোমালিয়া
c) নাইজেরিয়া
d) সিরিয়া
Ans: 2
12 M-19 কোন দেশের গেরিলা সংগঠন ?
a) উগান্ডা
b) এঙ্গোলা
c) পেরু
d) কলম্বিয়া
Ans: 4
13 রেড আর্মি কোন দেশের গেরিলা সংগঠন ?
a) মায়ানমার
b) জাপান
c) ভারত
d) লাওস
Ans: 2
14 ব্লাক সেপ্টেম্বর কত সালে প্রতিষ্ঠিত হয়?
a) ১৯৬৯
b) ১৯৭০
c) ১৯৭১
d) ১৯৭২
Ans: 2
15 হামাসের প্রতিষ্ঠাতা কে ?
a) সালাহ খলিফা
b) ইয়াসির আরাফাত
c) শেখ ইয়াসিন
d) মাহমুদ আব্বাস
Ans: 3
16 এরোব্লাট যে দেশের বিমানসংস্থা ?
a) জাপান
b) জার্মানি
c) রাশিয়া
d) তুরস্ক
Ans: 3
17 কোনটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা নয়?
a) CIA
b) FBI
c) INR
d) ASIS
Ans: 4
18 ISI কোন দেশের গোয়েন্দা সংস্থা?
a) সিরিয়া
b) ইরান
c) পাকিস্তান
d) ইরাক
Ans: 3
19 চীনে কমিউনিস্ট বিপ্লব হয় কত সালে ?
a) ১৯৪৮
b) ১৯৪৯
c) ১৯৫০
d) ১৯৭১
Ans: 2
20 SALT-2 কয়টি দেশ স্বাক্ষর করে?
a) ২ টি
b) ৮ টি
c) ১২ টি
d) ২৪ টি
Ans: 1
About Us

BCS is a competitive exam. Preliminary is the first step. If you want to go beyond this step, you must prepare well. The purpose of this test is to assist you with our preliminary, written, and viva experiences so that you can prepare well.

Contact Us

Email: mcqindex@gmail.com