1 |
কোন বানানটি শুদ্ধ ?
a) তিতীক্ষা
b) তীতীক্ষা
c) তিতিক্ষা
d) তীতিক্ষা
Ans: 3 |
2 |
কোন শব্দটির বানান শুদ্ধ ?
a) স্বায়ত্তশাসন
b) সায়ত্ত্বশাসন
c) স্বায়ত্বশাসন
d) সায়ত্তশাসন
Ans: 1 |
3 |
শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
a) বিভীষিকা, আশীর্বাদ, শারীরিক, সমীচিন
b) নির্মিমেষ, গননা, অবরাহ্ন, সর্বাঙ্গীন,
c) অদ্ভূত, ভুল, উদ্ভূত, নূপুর
d) পূর্বাহ্ণ, পুরস্কার, দুর্বিষহ, অভিষেক
Ans: 4 |
4 |
নিচের কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত?
a) কৃষিজিবি
b) কৃষিজীবী
c) কৃষিজীবি
d) কৃষিজিবী
Ans: 2 |
5 |
কোন বানানটি সঠিক?
a) যুপকাস্ট
b) যুপকাষ্ট
c) যুপকাষ্ঠ
d) যূপকাষ্ঠ
Ans: 4 |
6 |
কোন বানানটি অশুদ্ধ ?
a) ভৌগোলিক
b) জীর্ণশীর্ণ
c) পরিখা
d) সূচিষ্মিতা
Ans: 4 |
7 |
নিচের কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত?
a) কুম্ভীলেক
b) পল্লল
c) সরিসৃপ
d) বৈদগ্ধ্য
Ans: 4 |
8 |
কোন বানানটি শুদ্ধ নয়?
a) ন্যু্ন্যাধিক
b) জ্ঞানভূষিত
c) সান্ত্বনা
d) রৌদ্রকরোজ্জ্বল
Ans: 1 |
9 |
কোন বানানটি অশুদ্ধ নয়?
a) শশুর
b) অতিথী
c) মৃত্যুত্তীর্ণ
d) শিরচ্ছেদ
Ans: 3 |
10 |
নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ ?
a) অনূর্বর, উর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি
b) ভূরিভূরি, ভূরিওয়ালা, মতৃষ্বসা
c) নিক্কণ,সূচগ্র, অনুর্ধ্ব
d) রানি, বিকিরণ,দুরতিক্রম্য
Ans: 3 |
11 |
শুদ্ধ বানানের শব্দ শনাক্ত করুন-
a) মুমুর্ষু
b) মুমূর্ষু
c) মূমুর্ষু
d) মুমুর্ষ
Ans: 2 |
12 |
কোনটি শুদ্ধ বানান?
a) স্বতঃস্ফূর্ত
b) স্বতঃস্ফুর্ত
c) সত্বোঃস্ফূর্ত
d) সত্বোঃস্ফূর্ত
Ans: 1 |
13 |
নিচের কোন বানানটি শুদ্ধ?
a) ক্ষুৎপীড়িত
b) ক্ষুৎপিড়িত
c) ক্ষুতপীড়ীত
d) ক্ষুৎপিড়ীত
Ans: 1 |
14 |
কোন বানানটি শুদ্ধ ?
a) সদ্যজাত
b) সদ্যোজাত
c) সদ্যাজাত
d) সদ্যজ্যাত
Ans: 2 |
15 |
কোনটি শুদ্ধ বানান?
a) চক্ষুস্মাণ
b) চক্ষুষ্মান
c) চাক্ষুশ্মাণ
d) চক্ষুস্মান
Ans: 2 |
16 |
কোন বাক্যটির শুদ্ধ প্রয়োগ হয়েছে?
a) অন্যায়ের ফল অনিবার্য
b) অন্যায়ের শাস্তি মৃত্যু
c) অন্যায়ের ফল ভয়াবহ
d) অন্যায়ের ফল দুর্নিবার্য
Ans: 1 |
17 |
নিচের কোন বাক্যটি শুদ্ধ ?
a) সর্বদা পরিষ্কার থাকিবে
b) মেয়েটি পাগলি হয়ে গেছে
c) আমি গীতাঞ্জলী পড়েছি
d) কী ভয়ানক বিপদ!
Ans: 4 |
18 |
শুদ্ধ বাক্য কোনটি?
a) তুমি, সে ও আমি কাল বইমেলায় যাব
b) আমি, তুমি ও সে কাল বইমেলায় যাব
c) সে, তুমি ও আমি কাল বইমেলায় যাব
d) তুমি, আমি ও সে কাল বইমেলায় যাব
Ans: 1 |
19 |
নিচের কোন বাক্যটি শুদ্ধ ?
a) সমুদয় পক্ষীই নীড় বাঁধে
b) চোরটি সব মালসুদ্ধ ধরা পড়েছে
c) তার বৈমাত্রেয় সহোদর অসুস্থ
d) দশচক্রে ঈশ্বর ভূত
Ans: 1 |
20 |
শুদ্ধ বাক্যটি হল-
a) কেবল মাত্র তুমি যাবে
b) বিবিধ জিনিস কিনলাম
c) এতে আশ্চর্য হলাম
d) এ সংবাদে সন্তোষ হলাম
Ans: 2 |