1 |
`Ab Initio’-এর বাংলা পরিভাষা কোনটি?
a) অধিহার
b) প্রারম্ভেই
c) ফেরারি
d) অনুপস্থিত ব্যক্তি
Ans: 2 |
2 |
নামজারি কোন শব্দের পরিভাষা ?
a) Mutilated note
b) Mutatis Mutandis
c) Mutation
d) Mutiny
Ans: 3 |
3 |
Quarantine-এর বাংলা পরিভাষা কোনটি?
a) বিচ্ছিন্নকরণ
b) আলাদা করা
c) সঙ্গরোধ
d) বিচ্ছিন্নতা
Ans: 3 |
4 |
ছাটাই করা কোন শব্দের পরিভাষা ?
a) Abandon
b) Retrench
c) Trimming
d) cast off
Ans: 2 |
5 |
Wisdom শব্দের বাংলা অর্থ কি?
a) জ্ঞান
b) বুদ্ধি
c) মেধা
d) প্রজ্ঞা
Ans: 4 |
6 |
Consumer goods এর উপযুক্ত বাংলা পরিভাষা কী ?
a) ভোক্তার কল্যাণ
b) ক্রয়কৃত পণ্য
c) ভোগ্যপণ্য
d) ক্রেতার গুণাগুণ
Ans: 3 |
7 |
Overrule -এর বাংলা পরিভাষা-
a) আমলে আনা
b) বাতিল করা
c) মুলতবি করা
d) নিয়মের অধিক
Ans: 2 |
8 |
Excise duty এর পরিভাষা কোনটি
a) অতিরিক্ত কর
b) আবগারি শুল্ক
c) অর্পিত দায়িত্ব
d) অতিরিক্ত কর্তব্য
Ans: 2 |
9 |
Quarterly শব্দের অর্থ কী?
a) সাপ্তাহিক
b) পাক্ষিক
c) ষান্মাষিক
d) ত্রৈমাসিক
Ans: 4 |
10 |
Cease fire পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কোনটি?
a) আগুন নেভানো
b) অগ্নিনির্বাপণ দল
c) অস্ত্ৰ-সংবরণ
d) অস্ত্ৰ বাজেয়াপ্তকরণ
Ans: 3 |
11 |
Manuscript শব্দটির বাংলা পারিভাষিক শব্দ–
a) হস্তলিপি
b) প্রতিলিপি
c) পাণ্ডুলিপি
d) অনুলিপি
Ans: 3 |
12 |
‘অ-কারের পর ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়’ - এর উদাহরণ কোনটি?
a) মহৌষধ
b) বনৌষধি
c) পরমৌষধ
d) পরমৌষধি
Ans: 3 |
13 |
‘পশু + অধম’ - এর শুদ্ধ সন্ধি কী?
a) পশ্বধম
b) পশ্বাধম
c) পশুধম
d) পশাধম
Ans: 1 |
14 |
‘রবীন্দ্র’ - এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
a) রব + ইন্দ্র
b) রবী + ইন্দ্র
c) রবি + ইন্দ্র
d) রবি + ঈন্দ্র
Ans: 3 |
15 |
ম্ এর পরে যেকোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি?
a) যজ্ঞ
b) তন্মধ্যে
c) সঞ্চয়
d) রাজ্ঞী
Ans: 3 |
16 |
কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
a) বাক্ + দান = বাকদান
b) উৎ + ছেদ = উচ্ছেদ
c) সম্ + সার = সংসার
d) পর + পর = পরস্পর
Ans: 4 |
17 |
‘নিষ্কর’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) নিঃ + কর
b) নীঃ + কর
c) নিষ + কর
d) নিস্ + কর
Ans: 1 |
18 |
অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি?
a) তৎ + রূপ = তদ্রুপ
b) সম্ + তাপ = সন্তাপ
c) রাজ্ + নী = রাজ্ঞী
d) তদ্ + কাল = তৎকাল
Ans: 3 |
19 |
অহর্নিশ - সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
a) অহঃ + নিশা
b) অহ + নিশ
c) অহো + নিশা
d) অহর + নিশ
Ans: 1 |
20 |
‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) মন + ঈষা
b) মনঃ + ইষা
c) মনস + ঈষা
d) মনো + ঈষা
Ans: 3 |