1 |
প্রেম শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
a) প্রে+ম
b) প্রিয়+ এম
c) প্রিয় + ইমন
d) প্রেম+অ+ব
Ans: 3 |
2 |
শব্দ ও ধাতু মূলকে কী বলে ?
a) বিভক্তি
b) ধাতু
c) প্রকৃতি
d) প্রাতিপদিক
Ans: 3 |
3 |
পাঠক শব্দটি কোন শ্রেণির ধাতু থেকে গঠিত ?
a) দেশি
b) বিদেশি
c) খাটি বাংলা
d) সংস্কৃত
Ans: 4 |
4 |
কোন ধাতুগুলো মূলত এক -
a) সমধাতু ও প্রযোজক ধাতু
b) কর্মবাচ্যের ধাতু ও সংযোগমূলক ধাতু
c) প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতু
d) সংযোগমূলক ধাতু ও সাধিত ধাতু
Ans: 3 |
5 |
যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর- এখানে হারায় কোন ধাতু ?
a) প্রযোজক ধাতু
b) সংযোগমূলক ধাতু
c) নাম ধাতু
d) ভাব বাচ্যের ধাতু
Ans: 1 |
6 |
ক্রিয়া পদের মূল অংশকে কী বলে?
a) বিভক্তি
b) ধাতু
c) প্রত্যয়
d) নাম ধাতু
Ans: 2 |
7 |
প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কোনটি ঠিক ?
a) উৎ+ভিদ
b) উত+ভিদ
c) উদ+ভীদ
d) উদ+ভিত
Ans: 1 |
8 |
ফুলদানি শব্দের দানি'র ভাষিক পরিচয় -
a) শব্দ প্রত্যয়
b) বিভক্তি
c) ধাতু
d) প্রত্যয়
Ans: 1 |
9 |
দর্শনীয় শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
a) দৃশ্+অনীয়
b) দৃশ্য+ অনীয়
c) দৃশ্য + অন
d) দৃশ্+নীয়
Ans: 1 |
10 |
মুক্তি এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
a) মুচ্+ক্তি
b) মুক+তি
c) মুচ+ তি
d) মুহ+ক্তি
Ans: 1 |
11 |
নিচের কোন শব্দের ইক প্রত্যয়যুক্ত গঠন ব্যাকরণসিদ্ধ না হলেও বহুল আলোচিত ?
a) প্রশাসনিক
b) ঔপনিবেশিক
c) শারীরিক
d) মৌখিক
Ans: 2 |
12 |
শৈশব এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
a) শিশু + ষ্ণ
b) শিশু+ ইমন
c) শিশু + ষ্ণ্য
d) শৈ+শব
Ans: 1 |
13 |
সুন্দরের একটি নিজস্ব আকর্ষণ শক্তি আছে - এখানে সুন্দর শব্দটি কোন পদ ?
a) বিষেষণ
b) বিশেষ্য
c) বিশেষণের বিশেষণ
d) ক্রিয়া বিশেষণ
Ans: 2 |
14 |
নিচের কোন বাক্যটিতে বিশেষণের বিশেষণ বুঝানো হয়েছে?
a) এই আমি আর নই একা
b) অতিশয় মন্দ কথা
c) বাতাস ধীরে বইছে
d) মেঘনা বড় নদী
Ans: 2 |
15 |
কে জানে দেশে সুদিন আর আসবে কিনা । এই বাক্যে কী প্রকাশ পেয়েছে ?
a) হতাশা
b) সন্দেহ
c) সম্ভাবনা
d) অনিশ্চয়তা
Ans: 4 |
16 |
মরি মরি, কি সুন্দর প্রভাতের রুপ - এখানে অনন্বয়ী অব্যয়ে কী প্রকাশ পেয়েছে?
a) বিশ্ময়
b) সম্মতি
c) সম্ভাবনা
d) উচ্ছ্বাস
Ans: 4 |
17 |
বাক্যে সমাপিকা ক্রিয়া কোথায় বসে ?
a) শেষে
b) শুরুতে
c) অব্যয়ের পরে
d) কর্মের আগে
Ans: 1 |
18 |
সূর্য অস্তিমিত হলে যাত্রীদল পথচলা শুরু করল । এখানে সূর্য কন ধরনের কর্তা ?
a) অসমান
b) একক অসমান
c) একক
d) নিরপেক্ষ
Ans: 4 |
19 |
লাজ কোন ধরনের শব্দ?
a) বিশেষ্য
b) বিশেষণ
c) ক্রিয়া বিশেষণ
d) বিশেষ্যের বিশেষণ
Ans: 1 |
20 |
অতি ভক্তি চোরের লক্ষণ বাক্যটির অতি পদটি হল-
a) নাম বিশেষণ
b) ভাব বিশেষণ
c) ক্রিয়া বিশেষণ
d) বিশেষ্যের বিশেষণ
Ans: 1 |