বাংলা ব্যাকরণ

Time: 12 Minutes
Marks: 20
Serial Question
1 ধর্মের ষাঁড় বাগধারাটির অর্থ হল -
a) যথেচ্ছাচারী
b) নির্বোধ লোক
c) অপদার্থ
d) তোষামোদকারী
Ans: 1
2 কানু ছাড়া গীত নাই দ্বারা কী বুঝানো হয়েছে
a) ঘুম কাতুরে
b) দরিদ্র কিন্তু বিলাসী
c) পোষাক সর্বস্ব
d) একমাত্র অবলম্বন
Ans: 4
3 ‘ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ কি?
a) ঢাক জোরে বাজান
b) প্রচার
c) বিরক্তিকর আওয়াজ
d) লুকোচুরি
Ans: 4
4 এখন তার- ধুলোমুটোও সোনামুটো হচ্ছে। শূন্যস্থানে কোনটি বসবে?
a) একাদশে বৃহস্পতি
b) চাঁদের হাট
c) এলাহী কাণ্ড
d) খণ্ড প্রলয়
Ans: 1
5 নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক?
a) বকধার্মিক-বিড়াল তপস্বী
b) ব্যাঙের আধুলি - ব্যাঙের সর্দি
c) মনিকাঞ্চন যোগ - সোনায় সোহাগা
d) অন্ধের ষষ্টি -অন্ধের নড়ি
Ans: 2
6 ‘খাস তালুকের প্রজা’ প্রবাদটির অর্থ হলো-
a) নিঃস্ব ব্যক্তি
b) সৎ ব্যক্তি
c) তোষামোদকারী
d) খুব অনুগত ব্যক্তি
Ans: 4
7 কুমিরের সান্নিপাত অর্থ হল
a) তীরে পৌঁছার ঝুক্কি
b) অসম্ভব ব্যাপার
c) মুমূর্ষু অবস্থা
d) আসন্ন বিপদ
Ans: 2
8 ‘পর্বতের মুষিক প্রসব’ প্রবনটির অর্থ-
a) বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
b) বহু প্রত্যাশিত তুচ্ছ অর্জন
c) বহু প্রত্যাশিত অর্জন
d) বিরাট আয়োজন
Ans: 1
9 ‘রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ-
a) কাল্পনিক জন্তু
b) মুরগি
c) গোমড়ামুখো লোক
d) পুরাণোক্ত পাখি
Ans: 3
10 গা করা’ দ্বারা নিচের কোনটি বুঝায়?
a) আঘাত করা
b) উপেক্ষা করা
c) উদ্যোগী হওয়া
d) অবহেলা করা
Ans: 3
11 কোনটি জটিল বাক্য?
a) লোকটি গরিব কিন্তু সৎ
b) যদিও লোকটি গরিব তথাপি সৎ
c) গরিব হলেও লোকটি সৎ
d) গরিব হয়েও লোকটি সৎ
Ans: 2
12 বাক্যের অর্থ গ্রহনের নিমিত্ত এক পদের পর অপর পদ শোনার যে ইচ্ছা থাকে তাকে কি বলে?
a) যোগ্যতা
b) আকাঙ্ক্ষা
c) আসত্তি
d) স্পৃহা
Ans: 2
13 কোনটি সরল বাক্য
a) যা করবার তা করেছি
b) তুমি যা বলবে তাই ঠিক
c) সে পরিশ্রমী বটে, কিন্তু নির্বোধ
d) তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন?
Ans: 4
14 তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি' এটা কোন আশ্রিত বাক্যের উদাহরণ?
a) বিশেষ্য স্থানীয়
b) বিশেষণ স্থানীয়
c) ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য
d) যৌগিক বাক্য
Ans: 3
15 নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ?
a) যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে
b) ভালো ছেলেকে সবাই ভালোবাসে
c) তিনি গেলেন এবং আমরা গ্রামে ফিরলাম
d) তুমি এলে আমরা যাব
Ans: 1
16 অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় কি বলে?
a) সব্যসাচী
b) প্রত্যুদগমণ
c) অকালবোধন
d) অবিমৃষ্যকারী
Ans: 3
17 ‘যিনি ভালো ব্যাকরণ জানেন’- এক কথায় কি হয়?
a) ব্যাকরণ বিশেষজ্ঞ
b) ব্যাকরণবিদ
c) বৈয়াকরণ
d) বৈয়াকরণিক
Ans: 3
18 একবার ফল দিয়ে যে গাছ মারা যায়-
a) ঔষধি
b) ওষধি
c) ওষধী
d) ঔষধী
Ans: 2
19 যে নারী পূর্বে অপরের ‘বাগদত্তা’ ছিল-
a) অন্যপূর্বা
b) প্রোষিতভর্তৃকা
c) অভিসারিণী
d) মনসিজ
Ans: 1
20 যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে-
a) স্বয়ম্ভূ
b) জাতিস্মর
c) স্মার্ত
d) দিদৃক্ষা
Ans: 2
About Us

BCS is a competitive exam. Preliminary is the first step. If you want to go beyond this step, you must prepare well. The purpose of this test is to assist you with our preliminary, written, and viva experiences so that you can prepare well.

Contact Us

Email: mcqindex@gmail.com