1 |
ট্যারিফ কমিশন কোন মন্ত্রনালয়ের অধীন-
a) শিল্প মন্ত্রণালয়
b) বাণিজ্য মন্ত্রণালয়
c) অর্থ মন্ত্রণালয়
d) পরিকল্পনা মন্ত্রণালয়
Ans: 2 |
2 |
ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?
a) টিএসপি
b) ইউরিয়া
c) পটাশ
d) এমোনিয়াম সালফেট
Ans: 2 |
3 |
বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়?
a) পঞ্চাশ দশক
b) ষাট দশক
c) সত্তর দশক
d) আশির দশক
Ans: 4 |
4 |
নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই
a) চীন
b) কানাডা
c) ইসরাইল
d) তাইওয়ান
Ans: 4 |
5 |
বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে-
a) ব্র্যাক ব্যাংক
b) ডাচ বাংলা ব্যাংক
c) এবি ব্যাংক
d) সোনালি ব্যাংক
Ans: 2 |
6 |
বাংলাদেশে শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা -
a) বাংলাদেশ ব্যাংক
b) ডিএসই
c) বিএসইসি
d) অর্থ ও পরিকল্পনা বিভাগ
Ans: 3 |
7 |
মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত ?
a) পদ্মা
b) পশুর
c) মেঘনা
d) ভৈরব
Ans: 2 |
8 |
ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত -
a) লালমনির হাট
b) সাতক্ষীরা
c) জয়পুরহাট
d) ফেনী
Ans: 2 |
9 |
বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধ জাহাজের নাম কী?
a) বনৌজ কর্ণফুলী
b) বনৌজ বিজয়
c) বনৌজ পদ্মা
d) বনৌজ মেঘনা
Ans: 3 |
10 |
মুদ্রার অবমূল্যায়ন হলে কী ঘটে ?
a) আমদানি বাড়ে
b) রপ্তানি কমে
c) আমদানি কমে
d) কোনটিই নয়
Ans: 1 |
11 |
বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ের কারখানা কোথায়?
a) চট্টগ্রাম
b) পাকশি
c) সৈয়দপুর
d) আখাউড়া
Ans: 3 |