1 |
'রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতিই সংবিধান' - উক্তিটি কে করেন ?
a) এরিস্টটল
b) প্লেটো
c) রুশো
d) সক্রেটিস
Ans: 1 |
2 |
বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিযুক্তি দেন ?
a) ৫১(২) ধারা
b) ৪৮ (১) ধারা
c) ৫৬ (২) ধারা
d) ৬৫ (২)
Ans: 3 |
3 |
সংসদ অধিবেশন কতদিন পরপর ডাকা হয়?
a) ৩০
b) ৬০
c) ৯০
d) ১২০
Ans: 3 |
4 |
'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে ?
a) ৬
b) ৭
c) ৮
d) ৯
Ans: 1 |
5 |
বাংলাদেশে সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়?
a) ২৬ মার্চ,১৯৭৩
b) ১২ অক্টোবর ১৯৭২
c) ৪ নভেম্বর, ১৯৭২
d) ১৬ ডিসেম্বর, ১৯৭২
Ans: 3 |
6 |
গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেয়া আছে বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে--
a) ১০
b) ১১
c) ১২
d) ১৩
Ans: 2 |
7 |
যুদ্ধপরাধীদের বিচারসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো -
a) ৪৬
b) ৪৭
c) ১৪২
d) ১৫২
Ans: 2 |
8 |
সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান কয়টি?
a) ৫ টি
b) ৭ টি
c) ৯ টি
d) ১২ টি
Ans: 2 |
9 |
বাংলাদেশর সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে ?
a) প্রথম
b) দ্বিতীয়
c) তৃতীয়
d) চতুর্থ
Ans: 3 |
10 |
বাংলাদেশের সংবিধানে কয় ধরনের মালিকানার কথা বলা আছে?
a) ২
b) ৩
c) ৪
d) ৫
Ans: 2 |
11 |
ইনডেমনি বিল বাতিল করা হয় কত সালে?
a) ১৯৯১
b) ১৯৯৬
c) ১৯৯৮
d) ২০০৯
Ans: 2 |
12 |
বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে?
a) ৮
b) ৯
c) ১১
d) ১২
Ans: 4 |
13 |
বাংলাদেশের সংবিধানিক নাম কি ?
a) দি পিপলস রিপাবলিক বাংলাদেশ
b) পিপলস রিপাবলিক অব বাংলাদেশ
c) রিপাবলিক অব বাংলাদেশ
d) দি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ
Ans: 4 |
14 |
Universal Article বলা হয় কোন অনুচ্ছেদকে?
a) ১
b) ২৭
c) ৩৯
d) ৬৫
Ans: 2 |
15 |
সংবিধান হলো এমন কতগুলো আইন ও প্রচার সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন পরিচালিত হয়- কে বলেছেন?
a) লর্ড ব্রাইস
b) এরিস্টটল
c) হবস
d) জেলেনিক
Ans: 1 |
16 |
সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন?
a) ৭ দিন
b) ১০ দিন
c) ১৫ দিন
d) ৩০ দিন
Ans: 3 |
17 |
জরুরী অবস্থার সময় কতটি অনুচ্ছেদ স্থগিত থাকে ?
a) ৩ টি
b) ৪ টি
c) ৫ টি
d) ৬ টি
Ans: 4 |
18 |
বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন ?
a) মোহাম্মদ উল্লাহ
b) শেখ মুজিবুর রহমান
c) আবু সাঈদ চৌধুরী
d) এ. এন. এম. হামিদুল্লাহ্
Ans: 3 |
19 |
বাংলাদেশের জাতীয় সংসদের সভাপতি কে?
a) চিফ হুইপ
b) মাননীয় প্রধানমন্ত্রী
c) মাননীয় স্পিকার
d) মহামান্য রাষ্ট্রপতি
Ans: 3 |
20 |
১৯৭১ সালের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণার কথা বলা হয়েছে কোন তফসিলে?
a) চতুর্থ তফসিল
b) পঞ্চম তফসিল
c) ষষ্ঠ তফসিল
d) সপ্তম তফসিল
Ans: 3 |