1 |
গণতন্ত্রের প্রাণ হলো-
a) সরকার
b) রাষ্ট্র
c) সংবিধান
d) জনগণ
Ans: 4 |
2 |
”গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা “- উক্তিটি কার?
a) অগাস্ট কোঁৎ
b) রুশো
c) এরিস্টটল
d) লর্ড ব্রাইস
Ans: 4 |
3 |
গৌরবময় বিপ্লব সংঘটিত হয়-
a) ১৬৮৮ সালে
b) ১৭৮৮ সালে
c) ১৮৮৮ সালে
d) ১৯৮৮ সালে
Ans: 1 |
4 |
সেক্রেটারি অব স্টেট বলা হয় কোন দেশের পররাষ্ট্র মন্ত্রীকে?
a) যুক্তরাজ্য
b) যুক্তরাষ্ট্র
c) অস্ট্রেলিয়া
d) ফ্রান্স
Ans: 2 |
5 |
ব্রিটেনের পার্লামেন্টের ‘হাউজ অব কমন্স’ এর সদস্য সংখ্যা কত?
a) ৫৪৫ জন
b) ৫৭৫ জন
c) ৬১৫ জন
d) ৬৫০ জন
Ans: 4 |
6 |
কোন দেশের পতাকাকে ‘ইউনিয়ন জ্যাক’ বলা হয়?
a) ফ্রান্স
b) ইতালি
c) ব্রিটেন
d) কানাডা
Ans: 3 |
7 |
জাস্টিস স্কয়ার যে দেশে-
a) সিরিয়া
b) সেীদি আরব
c) তিউনিসিয়া
d) কুয়েত
Ans: 2 |
8 |
জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্ট্রা কে?
a) ম্যকিয়াভেলি
b) বিসমার্ক
c) হিটলার
d) মুসোলিনী
Ans: 1 |
9 |
স্বাধীনতার জন্য কারেন বিদ্রোহীরা যুদ্ধরত-
a) মায়ানমারে
b) লাওসে
c) কম্পুচিয়ায়
d) নিকারগুয়ায়
Ans: 1 |
10 |
রেড ইন্ডিয়ান কারা?
a) ইন্ডিয়ার আদি অধিবাসী
b) আমেরিকায় আগত ভারতবাসী
c) আমেরিকার আদি অধিবাসী
d) সব কয়টি
Ans: 3 |
11 |
রাষ্ট্রের প্রতি নাগরিকদের প্রধান কর্তব্য -
a) আইন মান্য করা
b) ভোট দেয়া
c) কর প্রদান করা
d) আনুগত্য প্রকাশ করা
Ans: 4 |
12 |
Ping-pong Diplomacy-র সাথে কোন দেশটি সংশ্লিষ্ট?
a) চীন
b) জাপান
c) ইসরাইল
d) কোরিয়া
Ans: 1 |
13 |
জাতিসংঘ রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয়-
a) অ্যাম্বাসেডর
b) হাইকমিশনার
c) অ্যাটাশে
d) সেক্রেটারি
Ans: 1 |
14 |
White paper কি?
a) এক ধরনের আইন
b) সংবাদপত্র
c) সাদা চিঠি
d) সরকার কতৃক প্রকাশিত তথ্য বিবরণী
Ans: 4 |
15 |
রুটির ঝুড়ি বলা হয় -
a) সাইবেরিয়া অঞ্চলকে
b) ভ্যাংকুরভারের অঞ্চলকে
c) প্রেইরি অঞ্চলকে
d) কোনোটিই নয়
Ans: 3 |
16 |
’তুন্দ্রা’ অঞ্চল কোন দেশে অবস্থিত ?
a) রাশিয়া
b) চীন
c) যুক্তরাষ্ট্র
d) ব্রাজিল
Ans: 1 |
17 |
কোন দেশের সাথে আর্কটিকের বৃহওম সীমান্ত?
a) আমেরিকা
b) নরওয়ে
c) কানাডা
d) রাশিয়া
Ans: 4 |
18 |
সমুদ্রপৃষ্ঠ ৪৫সে:মি: বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে climate refugee হবে ?
a) ৩ কোটি
b) ৩.৫ কোটি
c) ৪ কোটি
d) ৪.৫ কোটি
Ans: 2 |
19 |
জীবাশ্ম জ্বালানী দহনের ফলে বায়ুমন্ডলে যে গ্রিনহাউজ গ্যাসের পরিমাণ সব চাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে-
a) জলীয় বাষ্প
b) ক্লোরো ফ্লোরো কার্বন
c) কার্বন ডাই অক্সাইড
d) মিথেন
Ans: 3 |
20 |
’ই-৮’ কী?
a) ৮টি গরিব দেশ
b) ৮টি ধনী দেশ
c) ৮টি পরিবেশ দূষণকারী দেশ
d) ৮টি শিল্পোন্নত দেশ
Ans: 3 |
21 |
ওজোনস্তর সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্যাস ?
a) হাইড্রোজেন সালফাইড
b) ক্লোরিন
c) ফ্লোরিন
d) ব্রোমিন
Ans: 2 |
22 |
Chlorofluorocarbons আবিষ্কার করেন ?
a) Prof.A. Salam
b) prof.A Einstein
c) Prof . T . Midgley
d) Prof. M. Calvin
Ans: 3 |
23 |
ওজন স্তর ও ক্লোরো ফ্লোরো কার্বন এর মধ্যে সম্পর্ক কী?
a) তারা পরস্পরকে সহায়তা
b) পরেরটি প্রথমটির জন্য ক্ষতিকর
c) প্রথমটি পরেরটিকে ধ্বংস করে
d) তোদের মধ্যে কোন সম্পর্ক নেই
Ans: 2 |
24 |
আন্তর্জাতিক ওজোন দিবস কোন মাসে কত তারিখে পালিত হয়?
a) ২২ জুলাই
b) ২৮ জুলাই
c) ১৭ আগস্ট
d) ১৬ সেপ্টেম্বর
Ans: 4 |
25 |
জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থ্যা কোনটি?
a) IUCN
b) IPCC
c) UNOCC
d) SANDEE
Ans: 2 |
26 |
কিয়োটো চুক্তির গুরত্বের বিষয় কি ছিল ?
a) জনসংখ্যা হ্রাস
b) দারিদ্র হ্রাস
c) নিরস্ত্রীকরণ
d) বিশ্ব উষ্ণতা হ্রাস
Ans: 4 |
27 |
সংসদীয় গণতন্ত্রের উৎপত্তি কোন দেশে
a) যুক্তরাষ্ট্র
b) যুক্তরাজ্য
c) সুইডেন
d) জার্মানি
Ans: 2 |
28 |
IUCN কতো সালে প্রতিষ্ঠিত হয়?
a) ১৯৪৫
b) ১৯৪৬
c) ১৯৪৭
d) ১৯৪৮
Ans: 4 |
29 |
জলবায়ু কণ্যা গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক?
a) ফিনল্যান্ড
b) সুইডেন
c) নেদারল্যান্ড
d) নরওয়ে
Ans: 2 |
30 |
Freedom House সংগঠনটির সদরদপ্তর কোথায়?
a) জেনেভা
b) লন্ডন
c) ওয়াশিংটন
d) হেগ
Ans: 3 |