আন্তর্জাতিক বিষয়াবলী

Time: 12 Minutes
Marks: 20
Serial Question
1

গণতন্ত্রের প্রাণ হলো-


a) সরকার
b) রাষ্ট্র
c) সংবিধান
d) জনগণ
Ans: 4
2

”গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা “- উক্তিটি কার?


a) অগাস্ট কোঁৎ
b) রুশো
c) এরিস্টটল
d) লর্ড ব্রাইস
Ans: 4
3

গৌরবময় বিপ্লব সংঘটিত হয়-


a) ১৬৮৮ সালে
b) ১৭৮৮ সালে
c) ১৮৮৮ সালে
d) ১৯৮৮ সালে
Ans: 1
4

সেক্রেটারি অব স্টেট বলা হয় কোন দেশের পররাষ্ট্র মন্ত্রীকে?


a) যুক্তরাজ্য
b) যুক্তরাষ্ট্র
c) অস্ট্রেলিয়া
d) ফ্রান্স
Ans: 2
5

ব্রিটেনের পার্লামেন্টের ‘হাউজ অব কমন্স’ এর সদস্য সংখ্যা কত?


a) ৫৪৫ জন
b) ৫৭৫ জন
c) ৬১৫ জন
d) ৬৫০ জন
Ans: 4
6

কোন দেশের পতাকাকে ‘ইউনিয়ন জ্যাক’ বলা হয়?


a) ফ্রান্স
b) ইতালি
c) ব্রিটেন
d) কানাডা
Ans: 3
7

জাস্টিস স্কয়ার যে দেশে-


a) সিরিয়া
b) সেীদি আরব
c) তিউনিসিয়া
d) কুয়েত
Ans: 2
8

জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্ট্রা কে?


a) ম্যকিয়াভেলি
b) বিসমার্ক
c) হিটলার
d) মুসোলিনী
Ans: 1
9

স্বাধীনতার জন্য কারেন বিদ্রোহীরা যুদ্ধরত-


a) মায়ানমারে
b) লাওসে
c) কম্পুচিয়ায়
d) নিকারগুয়ায়
Ans: 1
10

রেড ইন্ডিয়ান কারা?


a) ইন্ডিয়ার আদি অধিবাসী
b) আমেরিকায় আগত ভারতবাসী
c) আমেরিকার আদি অধিবাসী
d) সব কয়টি
Ans: 3
11

রাষ্ট্রের প্রতি নাগরিকদের প্রধান কর্তব্য -


a) আইন মান্য করা
b) ভোট দেয়া
c) কর প্রদান করা
d) আনুগত্য প্রকাশ করা
Ans: 4
12

Ping-pong Diplomacy-র সাথে কোন দেশটি সংশ্লিষ্ট?


a) চীন
b) জাপান
c) ইসরাইল
d) কোরিয়া
Ans: 1
13

জাতিসংঘ রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয়-


a) অ্যাম্বাসেডর
b) হাইকমিশনার
c) অ্যাটাশে
d) সেক্রেটারি
Ans: 1
14

White paper কি?


a) এক ধরনের আইন
b) সংবাদপত্র
c) সাদা চিঠি
d) সরকার কতৃক প্রকাশিত তথ্য বিবরণী
Ans: 4
15

রুটির ঝুড়ি বলা হয় -


a) সাইবেরিয়া অঞ্চলকে
b) ভ্যাংকুরভারের অঞ্চলকে
c) প্রেইরি অঞ্চলকে
d) কোনোটিই নয়
Ans: 3
16

’তুন্দ্রা’ অঞ্চল কোন দেশে অবস্থিত ?


a) রাশিয়া
b) চীন
c) যুক্তরাষ্ট্র
d) ব্রাজিল
Ans: 1
17

কোন দেশের সাথে আর্কটিকের বৃহওম সীমান্ত?


a) আমেরিকা
b) নরওয়ে
c) কানাডা
d) রাশিয়া
Ans: 4
18

সমুদ্রপৃষ্ঠ ৪৫সে:মি: বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে climate refugee হবে ?


a) ৩ কোটি
b) ৩.৫ কোটি
c) ৪ কোটি
d) ৪.৫ কোটি
Ans: 2
19

জীবাশ্ম জ্বালানী দহনের ফলে বায়ুমন্ডলে যে গ্রিনহাউজ গ্যাসের পরিমাণ সব চাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে-


a) জলীয় বাষ্প
b) ক্লোরো ফ্লোরো কার্বন
c) কার্বন ডাই অক্সাইড
d) মিথেন
Ans: 3
20 ’ই-৮’ কী?
a) ৮টি গরিব দেশ
b) ৮টি ধনী দেশ
c) ৮টি পরিবেশ দূষণকারী দেশ
d) ৮টি শিল্পোন্নত দেশ
Ans: 3
21

ওজোনস্তর সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্যাস ?


a) হাইড্রোজেন সালফাইড
b) ক্লোরিন
c) ফ্লোরিন
d) ব্রোমিন
Ans: 2
22

Chlorofluorocarbons আবিষ্কার করেন ?


a) Prof.A. Salam
b) prof.A Einstein
c) Prof . T . Midgley
d) Prof. M. Calvin
Ans: 3
23

ওজন স্তর ও ক্লোরো ফ্লোরো কার্বন এর মধ্যে সম্পর্ক কী?


a) তারা পরস্পরকে সহায়তা
b) পরেরটি প্রথমটির জন্য ক্ষতিকর
c) প্রথমটি পরেরটিকে ধ্বংস করে
d) তোদের মধ্যে কোন সম্পর্ক নেই
Ans: 2
24

আন্তর্জাতিক ওজোন দিবস কোন মাসে কত তারিখে পালিত হয়?


a) ২২ জুলাই
b) ২৮ জুলাই
c) ১৭ আগস্ট
d) ১৬ সেপ্টেম্বর
Ans: 4
25

জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থ্যা কোনটি?


a) IUCN
b) IPCC
c) UNOCC
d) SANDEE
Ans: 2
26

কিয়োটো চুক্তির গুরত্বের বিষয় কি ছিল ?


a) জনসংখ্যা হ্রাস
b) দারিদ্র হ্রাস
c) নিরস্ত্রীকরণ
d) বিশ্ব উষ্ণতা হ্রাস
Ans: 4
27

সংসদীয় গণতন্ত্রের উৎপত্তি কোন দেশে


a) যুক্তরাষ্ট্র
b) যুক্তরাজ্য
c) সুইডেন
d) জার্মানি
Ans: 2
28

IUCN কতো সালে প্রতিষ্ঠিত হয়?


a) ১৯৪৫
b) ১৯৪৬
c) ১৯৪৭
d) ১৯৪৮
Ans: 4
29

জলবায়ু কণ্যা গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক?


a) ফিনল্যান্ড
b) সুইডেন
c) নেদারল্যান্ড
d) নরওয়ে
Ans: 2
30

Freedom House সংগঠনটির সদরদপ্তর কোথায়?


a) জেনেভা
b) লন্ডন
c) ওয়াশিংটন
d) হেগ
Ans: 3
About Us

BCS is a competitive exam. Preliminary is the first step. If you want to go beyond this step, you must prepare well. The purpose of this test is to assist you with our preliminary, written, and viva experiences so that you can prepare well.

Contact Us

Email: mcqindex@gmail.com