Computer & ICT

Time: 15 Minutes
Marks: 30
Serial Question
1 সেমিকন্ডাক্টর মেমোরি হচ্ছে-
a) র‌্যাম ও রম
b) হার্ড ডিস্ক ও ফ্লপি ডিস্ক
c) র‌্যাম ও সিডি
d) রম ও পেন ড্রাইভ
Ans: 1
2 Which of the following is not a characteristic of RAM?
a) RAM is volatile
b) RAM contains data being used
c) Contents of RAM can be changed
d) RAM is faster than cache memory
Ans: 4
3 কম্পিউটারের মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
a) Read-out
b) Red from
c) Read
d) উপরের সবগুলোই
Ans: 3
4 যে স্থায়ী মেমোরিতে প্রোগ্রাম করা যায় এবং প্রয়োজনে মুছে ফেলা যায় তা হলো-
a) RAM
b) ROM
c) Prom
d) EPROM
Ans: 4
5 কোনটি উচ্চগতির অ্যাকসেস সম্পন্ন মেমোরি ডিভাইস?
a) CD
b) Hard Disk
c) Cache
d) RAM
Ans: 3
6 DVD stands for -
a) Digital Versatile Disk
b) Digital Version Disk
c) Digital Video-audio Disk
d) Distance Version Disk
Ans: 1
7 মুক্ত সফটওয়্যার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কে?
a) রিচার্ড ম্যাথিউ স্টলম্যান
b) জি.এস.ক্যালবি
c) বিল গেটস
d) টিম.বার্নাস লি
Ans: 1
8 সফটওয়্যারে অপারেটিং সিস্টেমকে কি বলা হয়?
a) এপ্লিকিশন প্রোগ্রাম
b) লোটাস
c) ফাইল মেকার
d) সিস্টেম সফটওয়্যার
Ans: 4
9 কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে বলে-
a) স্টার্ট আপ ডিস্ক
b) কম্প্যাক্ট ডিস্ক
c) হাইডেনসিটি ডিস্ক
d) ম্যাগনেটিক ডিস্ক
Ans: 1
10 নিচের কোনটি ইউটিলিটি সফটওয়্যার?
a) উইন্ডোজ
b) ওরাকল
c) এন্টি ভাইরাস
d) মাইক্রোসফট ওয়ার্ড
Ans: 3
11 নিচের কোনটি Application software?
a) DOS
b) VLC Player
c) UNIX
d) Windows XP
Ans: 2
12 Commercial software এর অন্য নাম কি?
a) Secondary software
b) Packaged software
c) Systems software
d) Peripheral software
Ans: 2
13 নিম্নেরে কোনটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম?
a) MS Word
b) Yahoo
c) MS Excel
d) MS Power Point
Ans: 1
14 Spread Sheet প্রোগ্রাম দিয়ে কী কাজ করা হয়?
a) হিসাব নিকাশ
b) ডিজাইন
c) ওয়ার্ড প্রসেসিং
d) তথ্য ব্যবস্থাপনা
Ans: 1
15 নিচের কোনটি একটি ডেটাবেজ সফটওয়্যার নয়?
a) ওরাকল
b) এমএস এক্সেস
c) এসকিউএল
d) এমএস আউটলুক
Ans: 4
16 Which of the following is not an RDBMS?
a) dBASE
b) Fox Pro
c) ORACLE
d) Lotus 1-2-3
Ans: 4
17 CAD Stands for-
a) Come and Dance
b) Computer Aided Design
c) Call And Dine
d) None of these
Ans: 2
18 Windows media player' is an example of -
a) operation system
b) applicatioon software
c) system software
d) Browser
Ans: 2
19 Portable program means?
a) Program with wheels
b) Indpendent form its authors
c) Independent of platform
d) None
Ans: 3
20 Which of the following is an operating system?
a) Unix
b) Oracle
c) Excel
d) Power Point
Ans: 1
21 Spot the odd one out amongst the following-
a) INLX
b) Basic
c) Windows
d) DOS
Ans: 1
22 What does GUI stand for?
a) Graphical User Icon
b) Graphical User Interface
c) Global User Interface
d) Gates Univesal Interface
Ans: 2
23 নিচের কোনটি একক ব্যবহারকারী/সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেম?
a) DOS
b) Windows XP
c) Windows 7
d) Linux
Ans: 1
24 In MS Word, CTRL + E will result in -
a) Table
b) Center alignment
c) Exit from MS Word
d) Underlined Text
Ans: 2
25 কোনটি সোর্স কোডকে মেশিন কোডে রুপান্তরিত করে
a) কম্পাইলার
b) এ্যাসেম্বলার
c) ইন্টারপ্রেটর
d) সবকটি
Ans: 4
26 কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় -
a) Fails
b) Malware
c) Spam
d) Bugs
Ans: 4
27 কম্পিউটারের ব্যাকরণগত ভুলকে কি বলে?
a) Logic error
b) Execution error
c) Syntax error
d) Formula error
Ans: 3
28 কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ?
a) BASIC
b) C
c) C#
d) HTML
Ans: 3
29 EDI is an -
a) Individual application software
b) Workshop application Software
c) Organizational application software
d) Inter organizational application software
Ans: 4
30 মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
a) OMR
b) OCR
c) MICR
d) Scanner
Ans: 2
About Us

BCS is a competitive exam. Preliminary is the first step. If you want to go beyond this step, you must prepare well. The purpose of this test is to assist you with our preliminary, written, and viva experiences so that you can prepare well.

Contact Us

Email: mcqindex@gmail.com