1 |
দুইটি সংখ্যার অনুপাত ৭ঃ৫ এবং তাদের ল.সা.গু ১৪০ হলে সংখ্যা দুটির গ.সা.গু কত?
a) ১২
b) ৬
c) ৯
d) ৪
Ans: 4 |
2 |
একটি প্যাকেটে ৫২০ টি মার্বেল আসছে । এতে কমপক্ষে আরো কতগুলো মার্বেল যগ করা হলে, সেগুলও ৩,৪ অথবা ৬ জন ছাত্রের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে
a) ৪
b) ৬
c) ৮
d) ১২
Ans: 3 |
3 |
একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের 10,12 বা 16 সারিতে সাজানো হয়। এ স্কুলে ন্যুনতম কতজন ছাত্র আছে?
a) 120
b) 180
c) 220
d) 240
Ans: 4 |
4 |
পাঁচটি ঘন্টা একত্রে বেজে পরে যথাক্রমে 3,5,7,8 ও 10 সেকেন্ড পরপর বাজতে লাগলো। কত সময় পরপর আবার বাজবে?
a) 15 মিনিট
b) 14 মিনিট
c) 16 মিনিট
d) 13 মিনিট
Ans: 2 |
5 |
দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড অবস্থিত?
a) চট্টগ্রামে
b) নীলফামারিতে
c) পাবনাতে
d) সিরাজগঞ্জে
Ans: 2 |
6 |
‘বর্ণালী’ এবং ‘শুভ্র’ কী?
a) উন্নত জাতের ভুট্টা
b) উন্নত জাতের গম
c) উন্নত জাতের চাল
d) উন্নত জাতের কলা
Ans: 1 |
7 |
বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
a) দিনাজপুর
b) ঈশ্বরদী
c) ময়মনসিংহ
d) খুলনা
Ans: 2 |
8 |
বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?
a) রংপুর
b) ময়মনসিংহ
c) সিলেট
d) ফরিদপুর
Ans: 4 |
9 |
বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?
a) নাটোর
b) ঠাকুরগাঁও
c) জয়পুরহাট
d) রংপুর
Ans: 2 |
10 |
বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনে আয়তন কত?
a) ২৪০০ বর্গ মাইল
b) ২২০০ বর্গ মাইল
c) ২১০০ বর্গ মাইল
d) ২৩০০ বর্গ মাইল
Ans: 1 |
11 |
মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কোনটি ?
a) গর্জন
b) শাল
c) সেগুন
d) মেহগনি
Ans: 2 |
12 |
বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি ?
a) মেঘনা নদী
b) যমুনা নদী
c) হালদা নদী
d) চলন বিল
Ans: 3 |
13 |
দেশের যে বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়
a) সুন্দরবন
b) পার্বত্য বন
c) সিলেটের বনভূমি
d) মধুপুরের বনভূমি
Ans: 2 |
14 |
ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয়-
a) ২৩ জানুয়ারি, ১৯৯৮
b) ৫ ডিসেম্বর, ১৯৭৯
c) ৭ জানুয়ারি, ১৯৯৭
d) ৬ ডিসেম্বর, ১৯৯৭
Ans: 4 |
15 |
সোনালিকা, বলাকা, দোয়েল, আনন্দ, আকবর, কাঞ্চন কিসের নাম?
a) উন্নত জাতের ভুট্টা
b) উন্নত জাতের আম
c) উন্নত জাতের আলু
d) উন্নত জাতের গম
Ans: 4 |
16 |
যে উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
a) আয়কর
b) ভূমি রাজস্ব
c) মূল্য সংযোজন কর
d) আমদানী শুল্ক
Ans: 3 |
17 |
বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
a) ১৭ জানুয়ারি, ১৯৭২
b) ২৬ মার্চ, ১৯৭১
c) ১৬ ডিসেম্বর, ১৯৭১
d) ২১ ফেব্রæয়ারি, ১৯৭২
Ans: 1 |
18 |
কোন বীরশ্রেষ্ঠ সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত আছেন?
a) রুহুল আমিন
b) নূর মোহাম্মদ
c) মতিউর রহমান
d) মহিউদ্দিন জাহাঙ্গীর
Ans: 4 |
19 |
বাংলাদেশকে চীন কোন সালে স্বীকৃতি দেয়?
a) ১৯৭২
b) ১৯৭৪
c) ১৯৭৫
d) ১৯৭৬
Ans: 3 |
20 |
মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
a) ক্যাপ্টেন এম মনসুর আলী
b) তাজউদ্দিন আহমদ
c) এ এইচ এম কামারুজ্জামান
d) খন্দকার মোশতাক আহমেদ
Ans: 3 |
21 |
মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য কোথায় অবস্থিত?
a) গাজীপুর
b) বরিশাল
c) নোয়াখালি
d) সিলেট
Ans: 3 |
22 |
আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিচের কি ছিলেন?
a) যুগ্ম সম্পাদক
b) সম্পাদক।
c) সহ-সভাপতি
d) সভাপতি
Ans: 1 |
23 |
ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস কোনটি?
a) আরেক ফাল্গুন
b) রাইফেল রুটি আওরাত
c) কবর
d) আমি বিজয় দেখেছি
Ans: 1 |
24 |
৬ দফা দাবি কোথায় উত্থাপিত হয় ?
a) ঢাকা
b) লাহোর
c) দিল্লি
d) চট্টগ্রাম
Ans: 2 |
25 |
আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় ?
a) ৩৫ জন
b) ৩৪ জন
c) ৩৮ জন
d) ৩৬ জন
Ans: 1 |