1 |
5:18:,7:2 এবং 3:6 এর মিশ্র অনুপাত কত?
a) 34:72
b) 35:72
c) 34:73
d) 35:73
Ans: 2 |
2 |
পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:3। ঐ পায়েসে চিনির পরিমাণ 6 কেজি হলে দুধের পরিমাণ কত?
a) 8 কেজি
b) 10 কেজি
c) 12 কেজি
d) 14 কেজি
Ans: 4 |
3 |
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 84 বছর। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 5:3 ছিল। 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
a) 27:17:
b) 15:11
c) 17:13
d) 19:11
Ans: 2 |
4 |
টাকায় 5টি মার্বেল বিক্রয় করায়12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
a) 4টি
b) 3টি
c) 2টি
d) কোনটি নয়
Ans: 1 |
5 |
কোন একটি দ্রব্য নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ঐ দ্রব্য নির্মাণে 100 টাকা খরচ হয় তবে খুচরা মূল্য কত?
a) 140 টাকা
b) 120 টাকা
c) 144 টাকা
d) 124 টাকা
Ans: 3 |
6 |
'অর্থ বিল' সম্পর্কিত বিধানাবলী আমাদের সংবিধানের কোন আর্টিক্যালে উল্লেখ আছে?
a) ৮০
b) ৮১ (১)
c) ৮১ (২)
d) ৮২
Ans: 2 |
7 |
বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?
a) ১১৫
b) ১১৬
c) ১১৭
d) ১১৮
Ans: 3 |
8 |
সরকারি কর্ম কমিশন বিসিএস পরীক্ষা নেয় সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান মোতাবেক ?
a) ১৩৭
b) ১৩৮
c) ১৩৯
d) ১৪০
Ans: 4 |
9 |
জাতীয় সংসদের প্রধান নির্বাহী কর্মকর্তা কে?
a) রাষ্ট্রপতি
b) প্রধানমন্ত্রী
c) স্পিকার
d) চীপ হুইপ
Ans: 3 |
10 |
জাতীয় সংসদ কোন বিধি মোতাবেক পরিচালিত হয় ?
a) Rulse of Business
b) Rules of Procedures
c) Code of Conduct
d) সবকটি
Ans: 2 |
11 |
ভোটার তালিকার বিধান আছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
a) ১২০
b) ১২১
c) ১২২
d) ১২৩
Ans: 2 |
12 |
ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয় কত সালে?
a) ১৯৭৬
b) ১৯৮৬
c) ১৯৯৬
d) ২০১১
Ans: 3 |
13 |
গণপরিষদে জাতীয় পরিষদ থেকে নির্বাচিত সদস্য ছিলেন কতজন?
a) ১৬৭
b) ১৬৯
c) ১৭০
d) কোনটি নয়
Ans: 2 |
14 |
রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ?
a) প্রধানমন্ত্রী
b) প্রধান বিচারপতি
c) স্পিকার
d) এ্যাটর্নি জেনারেল
Ans: 3 |
15 |
যে সংসদ সদস্য নিজেই নিজের নিকটে শপথ গ্রহণ করেন-
a) খালেদা জিয়ালি
b) শেখ হাসিনা
c) রওশন এরশাদ
d) শিরিন শারমিন চৌধুরী
Ans: 4 |
16 |
প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে বিকল্প সরকার বলা হয়
a) মন্ত্রিসভাকে
b) বিরোধী দলকে
c) শাসন বিভাগকে
d) কোনটি নয়
Ans: 2 |
17 |
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসনে জয়লাভ করেছিল
a) ১৬০টি
b) ১৬৭টি
c) ১৬৮টি
d) ১৬৯টি
Ans: 2 |
18 |
বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন সালে অনুষ্ঠিত হয়?
a) ১৯৮৩ সালে
b) ১৯৮৫ সালে
c) ১৯৮৬ সালে
d) ১৯৮৮ সালে
Ans: 2 |
19 |
স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে ?
a) ৪র্থ
b) ৫ম
c) ৬ষ্ঠ
d) ৭ম
Ans: 4 |
20 |
বাংলাদেশের সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় কোন তারিখে?
a) ১২ অক্টোবর, ১৯৭২
b) ৪ নভেম্বর ১৯৭২
c) ১৬ ডিসেম্বর, ১৯৭২
d) ১৬ ডিসেম্বর, ১৯৭৩
Ans: 1 |
21 |
বাংলাদেশের সংবিধানের মূলনীতি নয় কোনটি
a) জাতীয়তাবাদ
b) প্রজাতন্ত্র
c) সমাজতন্ত্র
d) ধর্মনিরপেক্ষতা
Ans: 2 |
22 |
বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ এর কথা বলা হয়েছে
a) ১৭
b) ২২
c) ২৫
d) ২৭
Ans: 2 |
23 |
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করার কথা বলা হয়েছে ?
a) ১২তম
b) ১৩তম
c) ১৪তম
d) ১৫তম
Ans: 4 |
24 |
বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসনব্যবস্থা চালু হয় যে সংশোধনীর মাধ্যমে-
a) ১২
b) ১৩
c) ১২৪
d) ১৫
Ans: 1 |
25 |
বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেওয়া আছে কোন অনুচ্ছেদে?
a) ১৪২
b) ১২২
c) ১৫২
d) ১১২
Ans: 3 |
26 |
সংবিধানের দ্বাদশ সংশোধনীর বৈশিষ্ট্য কী ?
a) সংসদীয় গণতন্ত্র
b) রাষ্ট্রপতির শাসন
c) একদলীয় শাসন
d) বহুদলীয় শাসন
Ans: 1 |
27 |
বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কোন তারিখে অনুষ্ঠিত হয়?
a) ১৭ এপ্রিল, ১৯৭২
b) ২ মার্চ, ১৯৭২
c) ১০ এপ্রিল, ১৯৭২
d) ঘ) ২৬ মার্চ, ১৯৭২
Ans: 3 |
28 |
বাংলাদেশে সংবিধান দিবস কবে পালিত হয়?
a) ৪ নভেম্বর
b) ১৬ ডিসেম্বর
c) ১২ অক্টোবর
d) ১০ জানুয়ারি
Ans: 1 |
29 |
বাংলাদেশের সংবিধান অনুযায়ী টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দেয়া যায় সর্বোচ
a) ৮%
b) ৯%
c) ১০%
d) ১২%
Ans: 3 |
30 |
রাষ্ট্রপতি কোন অনুচ্ছেদ মতে প্রধানমন্ত্রীর সাথে কোন পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন?
a) ৪৯
b) ৫০
c) ৪৮(৩)
d) ৪৮(২)
Ans: 3 |