বাংলা সাহিত্য

Time: 15 Minutes
Marks: 30
Serial Question
1

20সদস্যবিশিষ্ট ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ।অধিনায়ক কতভাবে নির্বচন করা যাবে?


a) 20
b) 190
c) 380
d) 760
Ans: 2
2 SCIENCE শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভব্য যত উপায়ে সাজানো যায় তার সংখ্যা হচ্ছে?
a) 60 বার
b) 120 বার
c) 180 বার
d) 420 বার
Ans: 3
3

9টি উপন্যাসের মধ্যে 2টি বিশেষ উপন্যাস একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?


a) 80640
b) 60640
c) 503238
d) 908170
Ans: 1
4

9 ব্যাক্তির একটি দল 2টি যানবহনে ভ্রমণ করবে। যার একটিতে 7 জনের বেশি এবং অন্যটিতে 4 জনের বেশি ধরে না। দলটি কত প্রকারে ভ্রমণ করবে?


a) 246
b) 146
c) 264
d) 144
Ans: 1
5

বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার কোন সালে থেকে শুরু হয়?


a) ১৮২৯
b) ১৮৪৭
c) ১৮৭৯
d) ১৮৮৪
Ans: 2
6

বেগম রোকেয়ার রচনা কোনটি?


a) আলোছায়া
b) কেয়ার কাঁটা
c) পদ্মরাগ
d) রূপছন্দা
Ans: 3
7

আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকবি কে?


a) ফররুখ আহমেদ
b) মীর মশাররফ হোসেন
c) কাজী নজরুল ইসলাম
d) কায়কোবাদ
Ans: 4
8 চর্যাপদের ভাষা নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন ?
a) ড.মুহম্মদ শহীদুল্লাহ
b) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
c) বিজয়সেন
d) হরপ্রশাদ শাস্ত্রী
Ans: 2
9

চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশিত হয় ?


a) ১৯০৭
b) ১৯১২
c) ১৯১৬
d) ১৯১৮
Ans: 3
10

অপভ্রংশ কথাটির অর্থ কী?


a) উন্নত
b) বিবৃত
c) সাধারণ
d) বিকৃত
Ans: 4
11 'অভিসময়বিহঙ্গ' কার রচনা ?
a) কাহ্নপা
b) হাড়িপা
c) ভুসুকুপা
d) লুইপা
Ans: 4
12 অপণা মাংসে হরিণা বৈরী- কে বলেছেন ?
a) লুইপা
b) শবরপা
c) ভুসুকুপা
d) কাহ্নপা
Ans: 3
13 বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
a) কৃষ্ণকুমারী
b) সধবার একাদশী
c) শর্মিষ্ঠা
d) নীলদর্পণ
Ans: 1
14

কপালকুন্ডলা কোন প্রকৃতির রচনা ?


a) রোমান্সমূলক উপন্যাস
b) ঐতিহাসিক উপন্যাস
c) বিয়োগান্তক
d) সামাজিক উপন্যাস
Ans: 1
15 মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি ?
a) তিলোত্তমা কাব্য
b) মেঘনাদ বধ কাব্য
c) বেতাল পঞ্চবিংশতি
d) বীরাঙ্গনা
Ans: 3
16 জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় কোন সনে ?
a) ১৯৭১ সালে
b) ১৯৭৩ সালে
c) ১৯৭৬ সালে
d) ১৯৮০ সালে
Ans: 3
17 ‘সোজন বাদিয়ার ঘাট’- এর রচয়িতা কে ?
a) কাজী নজরুল ইসলাম
b) কায়কোবাদ
c) শামসুর রাহমান
d) জসীমউদ্দীন
Ans: 4
18 মীর মশারফ হোসেন লিখিত নিম্নের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক?
a) উদাসীন পথিকের মনের কথা
b) রত্মাবলী
c) জমিদার দর্পণ
d) বিষাদ সিন্ধু
Ans: 3
19

‘তোরাপ’ চরিত্রটি নিম্নের কোন নাটকের ?


a) জমিদার দর্পণ
b) নীলদর্পণ
c) জনা
d) প্রফুল্ল
Ans: 2
20

বাংলা ভাষায় প্রথম গল্পধর্মী বই কোনটি?


a) রামায়ণ
b) শকুন্তলা
c) বেতাল পঞ্চবিংশতি
d) বেদান্ত গ্রন্থ
Ans: 3
21

‘আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর’- কোন কবিতার চরণ?


a) হিং টিং ছট
b) প্রিয়তমাষু
c) নির্ঝরের স্বপ্নভঙ্গ
d) আজি সৃষ্টি সুখের উল্লাসে
Ans: 3
22

 রবীন্দ্রনাথ রচিত প্রথম নাটক কোনটি?


a) ডাকঘর
b) অচলায়তন
c) বাল্মীকি প্রতিভা
d) রাজা ও রাণী
Ans: 3
23

বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি?


a) Rajmohans wife
b) দুর্গেশনন্দিনী
c) কপালকুণ্ডলা
d) বিষবৃক্ষ
Ans: 1
24

রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচুর’ কোন ধরনের রচনা?


a) আত্মজীবনী
b) উপন্যাস
c) নাটক
d) প্রবন্ধ
Ans: 4
25

কায়কোবাদের কোন গ্রন্থটি পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিতে রচিত?


a) অমিয়ধারা
b) মহররম শরীফ
c) অশ্রুমালা
d) মহাশ্মশান
Ans: 4
26

‘কারবালার প্রান্তরে’ গ্রন্থের রচয়িতা কে?


a) কাজী নজরুল ইসলাম
b) ফররুখ আহমদ
c) মীর মশাররফ হোসেন
d) কায়কোবাদ
Ans: 2
27

দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?


a) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
b) বিয়ে পাগলা বুড়ো
c) কিঞ্চিত জলযোগ
d) কল্কি অবতার
Ans: 2
28

কোন আধুনিক কবি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেন?


a) মাইকেল মধুসূদন দত্ত
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) অতুল প্রসাদ সেন
d) জীবনানন্দ দাশ
Ans: 2
29

নিচের কোনটি কাজী নজরুলের গানের বই?


a) ঝিঙেফুল
b) চন্দ্রবিন্দু
c) মরু-ভাস্কর
d) চক্রবাক
Ans: 2
30

নিম্ন গ্রন্থগুলোর মধ্যে মধুসূদনের রচিত কোনটি?


a) রত্নাবতী
b) সীতার বনবাস
c) মায়াকানন
d) রামচরিত মানস
Ans: 3
About Us

BCS is a competitive exam. Preliminary is the first step. If you want to go beyond this step, you must prepare well. The purpose of this test is to assist you with our preliminary, written, and viva experiences so that you can prepare well.

Contact Us

Email: mcqindex@gmail.com