দৈনন্দিন বিজ্ঞান

ভৌত বিজ্ঞান + জ্যামিতি

Time: 15 Minutes
Marks: 30

ID Question
1

একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গ মিঃ । এর পরিসীমা কত?

ক) ৩০ মিঃ
খ) ৬০ মিঃ
গ) ১২০ মিঃ
ঘ) ৯০ মিঃ
2

একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ ৪ মিঃ কম । এর ক্ষেত্রফল ১৯২ বর্গমিঃ হয় , পরিসীমা কত?

ক) ৪৮ মিঃ
খ) ৬৪ মিঃ
গ) ৫২ মিঃ
ঘ) ৫৬ মিঃ
3

ত্রিভুজ এর তিন বাহুর দৈর্ঘ্য মিঃ দেওয়া হলে । কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় ?

ক) ৬,৭,১১
খ) ৩,৮,৮
গ) ১৪,১২,২৮
ঘ) ২০,৮,১৩
4

১৩ সেঃ মিঃ ,১২ সেঃ মিঃ ,৫ সেঃ মিঃ বাহুবিশিষ্ট ত্রিভুজ টি -

ক) সমবাহু
খ) সমদ্বিবাহু
গ) সমকোণী
ঘ) সূক্ষ্মকোণী
5

১৩ সে.মি. ব্যাসার্ধের বৃওের কেন্দ্র হতে ৫ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?

ক) ৩৪ সে.মি.
খ) ২৮ সে.মি.
গ) ১৮ সে.মি.
ঘ) ২৪ সে.মি.
6

পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন হবে-

ক) শূন্য
খ) একই থাকবে
গ) বেড়ে যাবে
ঘ) কোনোটিই নয়
7

 অভিকর্ষজ ত্বরণের মান সর্বোচ্চ হবে—

ক) পৃথিবীর কেন্দ্রে
খ) পৃথিবীর বাইরে যে কোন জায়গায়
গ)  ভূপৃষ্ঠে
ঘ) ভূ-পৃষ্ঠ থেকে 100 মিটার উঁচুতে
8

কোনটি চৌম্বক পদার্থ?

ক) পারদ
খ) কোবাল্ট
গ) বিসমাথ
ঘ) অ্যান্টিমনি
9

কে প্রথম বলেন – পৃথিবী একটি চুম্বক?

ক) প্লেটো
খ) ওয়েবার
গ) গিলবার্ট
ঘ) রবার্ট নরম্যান
10

কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়?

ক) ঘনীভবন
খ) বাষ্পীভবন
গ) গলনাঙ্ক
ঘ) ফুটনাঙ্ক
11

অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়?

ক) জারণ
খ) বিজারণ
গ) প্রশমন
ঘ) পানিযোজন
12

ভূ-পৃষ্ঠের সঙ্গে যুক্ত পরিবাহীর বিভব সবসময়

ক) পজিটিভ হয়
খ) নেগেটিভ হয়
গ) শূন্য হয়
ঘ) কোনোটিই নয়
13

মৌলিক পদাথের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলে -

ক) পরমাণু
খ) অণু
গ) ইলেকট্রন
ঘ) প্রোটন
14

একটি ধাতব পৃষ্ঠে অতি বেগুনি রশ্মি আপতিত হলে কোন কণা বিচ্ছুরিত হবে ?

ক) নিউট্রন
খ) আলফা পার্টিকেল
গ) প্রোটন
ঘ) ইলেকট্রন
15

সর্বাপেক্ষা ছোট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে -

ক) আলফা রশ্মি
খ) বিটা রশ্মি
গ) গামা রশ্মি
ঘ) রঞ্জন রশ্মি
16

কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয় ?

ক) কাঁচা লৌহ
খ) ইস্পাত
গ) অ্যালুমিনিয়াম
ঘ) কোবাল
17

রেকটিফাইড স্পিরিট হলো -

ক) ৯০% ইথাইল অ্যালকোহল + ১০% পানি
খ) ৮০% ইথাইল অ্যালকোহল + ৫% পানি
গ) ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি
ঘ) ৯৮% ইথাইল অ্যালকোহল + ২% পানি
18

কোন গ্যাসটি ‘ড্রাই আইস’ তৈরিতে ব্যবহার করা হয় ?

ক) অক্সিজেন
খ) কার্বন ডাই-অক্সাইড
গ) সালফার ডাই-অক্সাইড
ঘ) নাইট্রোজেন ডাই-অক্সাইড
19

স্মেলিং সল্টের রাসায়নিক নাম কী ?

ক) সোডিয়াম বাই কার্বনেট
খ) আদ্র সোডিয়াম কার্বনেট
গ) মনো সোডিয়াম কার্বনেট
ঘ) অ্যামোনিয়াম কার্বনেট
20

এন্টিবায়োটিক ওষুধ তৈরি হয় -

ক) ফার্ন দিয়ে
খ) শৈবাল দিয়ে
গ) ছত্রাক দিয়ে
ঘ) লাইকেন দিয়ে
21

পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ -

ক) পেট্রোলের সাথে পানি মিশে যায়
খ) পেট্রোল পানির সাথে মিশে না
গ) পেট্রোল পানির চেয়ে হালকা
ঘ) খ ও গ উভয়ই ঠিক
22

জাহাজের সময় নিরূপণের জন্য ব্যবহৃত হয় -

ক) ক্রোনোমিটার
খ) দোলনঘড়ি
গ) ট্যাকোমিটার
ঘ) ওডোমিটার
23

বহুরূপী মৌল কোনটি ?

ক) কার্বন
খ) সোডিয়াম
গ) ক্যালসিয়াম
ঘ) অ্যালুমিনিয়াম
24

টুথপেস্টে ফ্লোরাইড ব্যবহার করা হয় কোন ?

ক) দাঁতের রক্ত পড়া বন্ধ করার কাজ
খ) এটা দাঁতের ক্ষয়রোধ করে
গ) এটা দাঁতের গোড়া ফুলা বন্ধ করে
ঘ) কোনোটিই নয়
25

আলট্রাসনোগ্রাফি কী ?

ক) নতুন ধরনের এক্স-রে
খ) ছোট তরঙ্গদৈর্ঘের শব্দের দ্বারা ইমেজিং
গ) শরীরের অভ্যন্তরে শব্দ বিশ্লেষণ
ঘ) শক্তিশালী শব্দ দিয়ে পিত্ত পাথর বিচূণীকরণ
26

কোন মৌলটি সবচেয়ে বেশি নিষ্ক্রিয় ?

ক) হাইড্রোজেন
খ) হিলিয়াম
গ) নাইট্রোজেন
ঘ) অক্সিজেন
27

নিচের কোনটি যান্ত্রিক শক্তির একটা অংশ ?

ক) রাসায়নিক শক্তি
খ) গতিশক্তি
গ) তড়িৎশক্তি
ঘ) চৌম্বকশক্তি
28

সাবানের রাসায়নিক নাম কী ?

ক) সোডিয়াম এসিটেট
খ) গ্লিসারিন স্টিয়ারেট
গ) ইথাইল স্টিয়ারেট
ঘ) সোডিয়াম স্টিয়ারেট
29

রেডিওতে শব্দকে কী হিসেবে প্রেরণ করা হয় ?

ক) বিদ্যুৎ হিসেবে
খ) শব্দকে কম্পনে রূপান্তর করে
গ) তাড়িত চৌম্বক তরঙ্গ হিসেবে
ঘ) চৌম্বক তরঙ্গ হিসেবে
30

কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে ?

ক) পেট্রোল ইঞ্জিনে
খ) ডিজেল ইঞ্জিনে
গ) রকেট ইঞ্জিনে
ঘ) বিমান ইঞ্জিনে