দৈনন্দিন বিজ্ঞান

জীব বিজ্ঞান ও আধুনিক বিজ্ঞান

Time: 15 Minutes
Marks: 30

ID Question
1

What is the ideal BMI for good health?

ক) 12.5-16.9
খ) 15.4-21.1
গ) 18.5 - 24.9
ঘ) 28.5-35.9
2

ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত?

ক) প্লাসটিড
খ) মাইটোকন্ড্রিয়া
গ) নিউক্লিওলাস
ঘ) ক্রোমাটিন বস্তু
3

বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয়-

ক) পিসিকালচার
খ) এপিকালচার
গ) মেরিকালচার
ঘ) সেরিকালচার
4

যে সকল প্রাণী এক মানবদেহ থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু বহন করে, তাকে বলে?

ক) ব্যাক্টেরিয়া
খ) এজেন্ট
গ) হোস্ট
ঘ) ভেক্টর
5

জলবসন্তের রোগ জীবাণুর নাম-

ক) Vibrio
খ) Varicella
গ) Rubiola
ঘ) Rubella
6

কোন রক্ত গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলে?

ক) A রক্তগ্রুপকে
খ) B রক্তগ্রুপকে
গ) AB রক্তগ্রুপকে
ঘ) O রক্তগ্রুপকে
7

লোহিত কণিকার পূর্ণতা প্রাপ্তিতে সহায়তা করে কোন ভিটামিন-

ক) ভিটামিন-সি
খ) ভিটামিন-বি
গ) ভিটামিন-এ
ঘ) ভিটামিন-বি ১২
8

ভিটামিন ‘ই’-এর কাজ কি?

ক) দেহবৃদ্ধিতে সহায়তা করা
খ) প্রজননে সহায়তা করা
গ) দেহের চামড়া মসৃণ করা
ঘ) চুল পড়া বন্ধ করা
9

নিচের কোনটি DNA এর নাইট্রোজেন বেস?

ক) ইউরাসিল
খ) গোয়ানিন
গ) পাইরিডক্সিন
ঘ) এ্যাসপারাজিন
10

সালোকসংশ্লেষণে কার্বন-ডাই-অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে

ক) কার্বনিক এসিড
খ) শুধু গ্লুকোজ
গ) শক্তি
ঘ) গ্লুকোজ ও অক্সিজেন
11

'কেপলার-৪৫ বি' কী? 

ক) একটি মহাকাশযান
খ) পৃথিবীর মতো একটি গ্রহ
গ) সূর্যের মতো একটি নক্ষত্র
ঘ) অত্যাদুনিক টেলিস্কোপ
12

সবুজ গ্রহ কাকে বলা হয়?

ক) ইউরেনাসকে
খ) নেপচুনকে
গ) বুধকে
ঘ) শুক্রকে
13

নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় দেহের কোন অংশ ?

ক) ফুসফুস
খ) যকৃত
গ) কিডনি
ঘ) প্লীহা
14

ফটোসিনথেসিস গাছের কোথায় হয় ?

ক) মূলে
খ) কান্ডে
গ) সবুজ অংশে
ঘ) গাছের সকল অংশে
15

শালগম এক ধরনের -

ক) মূল
খ) কান্ড
গ) পাতা
ঘ) ফুল
16

স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম ?

ক) টিটেনাস
খ) র‌্যাবিস
গ) জলাতংক
ঘ) ইবোলা
17

মানুষের লালারসে বর্তমান এনজাইমটির নাম -

ক) এমাইলেজ
খ) ট্রিপসিন
গ) টায়ালিন
ঘ) মিউসিন
18

বাদুড় অন্ধকারে চলাফেরা করে কীভাবে ?

ক) তীক্ষ দৃষ্টিসম্পন্ন চোখের সাহায্যে
খ) ক্রমাগত শব্দ উৎপন্নের মাধ্যমে অবস্থান নির্ণয় করে
গ) সৃষ্ট শব্দের প্রতিধ্বনি
ঘ) অলৌকিকভাবে
19

একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি করে -

ক) অঙ্গ
খ) কলা
গ) জীব
ঘ) অণু
20

পানি ও খনিজ লবণ পাতায় বহন করে -

ক) প্যারনকাইমা
খ) ফ্লোয়েম কলা
গ) জাইলেম কলা
ঘ) কোলেনকাইমা
21

ডাক্তার নাড়ী দেখর সময় প্রকৃতপক্ষে কী দেখেন ?

ক) শিরার স্পন্দন
খ) স্নায়ুর গতি
গ) ধমনীর স্পন্দন
ঘ) হৃদপিন্ডের স্পন্দন
22

উদ্ভিদের খাদ্য প্রস্তুতের প্রক্রিয়াকে কী বলা হয় ?

ক) সালোকসংশ্লেষণ
খ) শ্বসন
গ) ইমবাইবিশন
ঘ) অভিস্রবণ
23

কোনটি রক্তের কাজ নহে ?

ক) কলা (tissue) হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা
খ) ক্ষুদ্রান্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা
গ) হরমোন বিতরণ করা
ঘ) জারক রস ( enzyme) বিতরণ করা
24

কোন ভিটামিনের অভাবে তীব্র আলোতে চোখ মেলতে অসুবিধা হয় ?

ক) থায়ামিন (B1)
খ) রাইবোফ্ল্যাভিন (B2)
গ) নিয়াসিন (B5)
ঘ) কোবালামিন (B12)
25 ঈস্টে কী ধরণের কোষ বিভাজন ঘটে?
ক) Mitosis
খ) Amitosis
গ) Meiosis
ঘ) Cytokinesis
Online Calculator 7 8 9 4 5 6 1 2 3 0 . =
About Us

BCS is a competitive exam. Preliminary is the first step. If you want to go beyond this step, you must prepare well. The purpose of this test is to assist you with our preliminary, written, and viva experiences so that you can prepare well.

Contact Us

Email: mcqindex@gmail.com