ভূগোল ও পরিবেশ

ভূগোল পার্ট ০১

Time: 10 Minutes
Marks: 20

ID Question
1

দক্ষিণ-পশ্চিমের উপজেলা কোনটি ?

ক) কয়রা
খ) কালিগঞ্জ
গ) শ্যামনগর
ঘ) আশাশুনি
2

পুর্নভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী ?

ক) মহানন্দা
খ) ভৈরব
গ) কুমার
ঘ) বরাল
3

কোনো স্থানের জলবায়ু বলতে কী বোঝায় ?

ক) কয়েক দিনের আবহাওয়ার গড়
খ) কয়েক সপ্তাহের আবহাওয়ার গড়
গ) কয়েক মাসের আবহাওয়ার গড়
ঘ) কয়েক বছরের আবহাওয়ার গড়
4

মহাবিষুব কখন ঘটে ?

ক) ২১ মার্চ
খ) ২১ অক্টোবর
গ) ২১ সেপ্টেম্বর
ঘ) ২১ জানুয়ারি
5

পাংতুমাই ঝরনা অবস্থিত -

ক) হবিগঞ্জে
খ) বান্দরবানে
গ) সিলেটে
ঘ) মৌলভীবাজারে
6

ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থা জিআইএস (GIS) এর পূর্ণরূপ -

ক) Gobal Information System
খ) Geographical International System
গ) Geographical Information System
ঘ) Geological Information System
7

আমাদের দেশের কোন অঞ্চলে খরার প্রভাবে কৃষিজ ফসলে উৎপাদন কমে যায় ?

ক) উত্তর পূর্বাঞ্চল
খ) দক্ষিণ পশ্চিমাঞ্চল
গ) মধ্য অঞ্চল
ঘ) পূর্বাঞ্চল
8

কোনটি ইরানের মরুভূমি ?

ক) রাব আল খালী
খ) দস্ত-ই-লুত
গ) দাহনা
ঘ) নাফুদ
9

বাংলাদেশে ঢুকার পর গঙ্গা নদী, ব্রক্ষপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে -

ক) গোয়ালনন্দ
খ) বাহাদুরাবাদ
গ) ভৈরববাজার
ঘ) নারায়নগঞ্জ
10

কোন অঞ্চলের নদীর ক্ষয়সাধন বেশি হয় ?

ক) সমতল
খ) উঁচুভূমি
গ) মালভূমি
ঘ) পার্বত্য অঞ্চল
11

‘চিলাহাটি’ সীমান্ত এলাকাটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?

ক) কুড়িগ্রাম
খ) লালমনিরহাট
গ) নীলফামারী
ঘ) সিলেট
12

চলন বিল কোথায় অবস্থিত ?

ক) রাজশাহী জেলায়
খ) রাজশাহী ও নওগাঁ জেলায়
গ) পাবনা ও নাটোর জেলায়
ঘ) নাটোর ও নওগাঁ জেলায়
13

চিরহরিৎ বৃক্ষের বনভূমি নিচের কোন জেলায় দেখা যায় ?

ক) কুমিল্লা
খ) বরিশাল
গ) টাঙ্গাইল
ঘ) বান্দরবান
14

বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি ?

ক) লুসাই
খ) গারো
গ) ক্রিওক্রাডাং
ঘ) জয়ন্তিকা
15

বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত? 

ক) ২০০ নটিক্যাল মাইল
খ) ১২ নটিক্যাল মাইল
গ) ২৫০ নটিক্যাল মাইল
ঘ) ৭১৬ নটিক্যাল মাইল
16

ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই ? 

ক) আসাম
খ) ত্রিপুরা
গ) নাগাল্যান্ড
ঘ) মিজোরাম
17

বরেন্দ্রভূমির আয়তন কত?  

ক) ৮৩২০ বর্গ কিমি
খ) ৯৩২০ বর্গ কিমি
গ) ৯৩২২ বর্গ কিমি
ঘ) ৯২৩০ বর্গ কিমি
18

বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি ? 

ক) থানচি
খ) শিবগঞ্জ
গ) তেতুলিয়া
ঘ) টেকনাফ
19

বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি? 

ক) ময়নামতি
খ) মহাস্থানগড়
গ) পাহাড়পুর
ঘ) সোনারগাঁও
20

নিচের কোন চরটি সন্দ্বীপে অবস্থিত? 

ক) উড়ির চর
খ) মুহুরীর চর
গ) দুর্গম চর
ঘ) কুলিয়ার চর
21

হিরণপয়েন্ট ঃ সুন্দরবন ঃঃ এলিফ্যান্ট পয়েন্ট ঃ

ক) বান্দারবান
খ) কক্সবাজার
গ) সিলেট
ঘ) বরিশাল
22

বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় হাকালুকি কোণ জেলায় অবস্থিত ? 

ক) হবিগঞ্জ
খ) রাজশাহী
গ) সুনামগঞ্জ
ঘ) মৌলভীবাজার
23

কোন দ্বীপে স্থাপনা নির্মান নিষিদ্ধ? 

ক) নিঝুম দ্বীপ
খ) ছেড়া দ্বীপ
গ) দক্ষিণ তালপাট্টি দ্বীপ
ঘ) সেন্টমার্টিন দ্বীপ
24

হালদা ভ্যালি কোথায় অবস্থিত? 

ক) খাগড়াছড়ি
খ) রাঙ্গামাটি
গ) বান্দারবান
ঘ) সিলেট
25

এশিয়ার কোন অঞ্চলে সারাবছর পরিচলন বৃষ্টি হয় ? 

ক) থাইল্যান্ড ও সিঙ্গাবপুর
খ) জাপান ও ভারত
গ) মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া
ঘ) নেপাল ও বাংলাদেশ
Online Calculator 7 8 9 4 5 6 1 2 3 0 . =
About Us

BCS is a competitive exam. Preliminary is the first step. If you want to go beyond this step, you must prepare well. The purpose of this test is to assist you with our preliminary, written, and viva experiences so that you can prepare well.

Contact Us

Email: mcqindex@gmail.com