ভূগোল ও পরিবেশ

ভূগোল পার্ট ০২

Time: 15 Minutes
Marks: 30

ID Question
1

একটি বড় মাপের ভূমিকম্পের পর কী ঘটনার আশংকা থাকে ?

ক) বন্যা
খ) সুনামি
গ) অগ্ল্যুৎপাত
ঘ) জলোচ্ছ্বাস
2

ব্রক্ষপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে ?

ক) বরাইল
খ) কৈলাস
গ) কাঞ্চনজঙ্গা
ঘ) গডউইন অস্টিন
3

বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?

ক) ৪৮০ কিমি
খ) ৪৫৬ কিমি
গ) ৬৪৮ কিমি
ঘ) ৭১৬কিমি
4

দিনে প্রচন্ড গরম ও রাতে প্রচন্ড শীত অনুভূত হয় কোথায় ?

ক) বিষুবীয় অঞ্চলে
খ) মেরুরেখায়
গ) মরু এলাকায়
ঘ) উপকূলীয় এলাকায়
5

ইউনেস্কো সুন্দরবনকে কততম ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করে ?

ক) ৫২১ তম
খ) ৬২২ তম
গ) ৫২২ তম
ঘ) ৭৯৮ তম
6

দুযোগ ব্যবস্থাপনার ব্যবস্থাগুলো কোন অঞ্চলে বেশি প্রযোজ্য ?

ক) উপকূলীয় অঞ্চলে
খ) নদী তীরবর্তী অঞ্চলে
গ) নিম্নভূমি অঞ্চলে
ঘ) ঢাকাকেন্দ্রিক অঞ্চলে
7

মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হলো-

ক) আহ্নিক গতি
খ) আহ্নিক গতি
গ) আহ্নিক গতি
ঘ) উত্তর আয়ন ও দক্ষিণ আয়ন
8

আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়?

ক) সাভানা
খ) তুন্দ্রা
গ) সাহেল
ঘ) প্রেইরি
9

কোনটি রূপান্তরিত শিলা নয়?

ক) নিস
খ) কেওলন
গ) গ্রাফাইট
ঘ) কোয়াটজাইট
10

বাংলাদেশে কয়টি রাডার স্টেশন রয়েছে? 

ক) ২ টি
খ) ৩ টি
গ) ৪ টি
ঘ) ৫ টি
11

বিশ্ব পরিবেশ দিবস কোনটি? 

ক) ৫ মে
খ) ১৫ মে
গ) ৫ জুন
ঘ) ১৫ জুন
12

জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি?

ক) প্রাকৃতিক পরিবেশ
খ) সামাজিক পরিবেশ
গ) বায়বীয় পরিবেশ
ঘ) সাংস্কৃতিক পরিবেশ
13

কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির-

ক) ১৬ শতাংশ
খ) ২০ শতাংশ
গ) ২৫ শতাংশ
ঘ) ৩০ শতাংশ
14

কোন জ্বালানী পোড়ালে সালফার ডাই-অক্সাইড গ্যাস বাতাসে আসে?

ক) অকটেন
খ) পেট্রোল
গ) ডিজেল
ঘ) সিএনজি
15

নিচের কোন ভৌগোলিক এলাকাটি 'রামসার সাইট' হিসেবে স্বীকৃত?

ক) কাপ্তাই হ্রদ
খ) রামসাগর
গ) বগা লেইক
ঘ) টাঙ্গুয়ার হাওড়
16

'পলল পাখা' জাতীয় ভূমিরূপ গড়ে উঠে

ক) নদীর নিম্ন অববাহিকায়
খ) নদীর উৎপত্তিস্থলে
গ) পাহাড়ের পাদদেশে
ঘ) নদী মোহনায়
17

বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা আইন কোন সালে প্রণয়ন করা হয়? 

ক) ২০১০ সালে
খ) ২০১১ সালে
গ) ২০১২ সালে
ঘ) ২০১৩ সালে
18

অপর্যাপ্ত বৃষ্টিপাত হলে কমে যায়- 

ক) মাটির আর্দ্রতা
খ) বায়ূর আর্দ্রতা
গ) পানির আর্দ্রতা
ঘ) কোনটিই নয়
19

সমুদ্রের তলদেশে ভূমিকম্পের কারণে সৃষ্ট সামুদ্রিক ঢেউকে কী বলে? 

ক) হ্যারিকেন
খ) সাইক্লোন
গ) সুনামি
ঘ) টাইফুন
20

বায়ুমন্ডলীয় এবং গ্রীষ্ম অঞ্চলের সমুদ্রগুলোর মাঝে পর্যায়বৃত্ত পরিবর্তনকে কী বলে? 

ক) লা নিনো
খ) এল নিনো
গ) অয়ন
ঘ) মহাসেন
21

বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ - 

ক) প্রাকৃতিক
খ) অর্থনৈতিক
গ) ভৌগোলিক
ঘ) গঠনগত
22

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলা (BELA) কত সালে প্রতিষ্ঠিত হয় ?

ক) ১৯৯১ সালে
খ) ১৯৯২ সালে
গ) ১৯৯৩ সালে
ঘ) ১৯৯৪ সালে
23

বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? 

ক) ১০৩ সেমি
খ) ২০৩ সেমি
গ) ৩০২ সেমি
ঘ) ২২৩ সেমি
24

SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীন? 

ক) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
খ) প্রতিরক্ষা মন্ত্রণালয়
গ) তথ্য মন্ত্রণালয়
ঘ) পরিবেশ ও বন মন্ত্রণালয়
25

বায়ুর সবচেয়ে নিচের স্তর হল- 

ক) ট্রপোমন্ডল
খ) স্ট্রাটোমন্ডল
গ) এক্সোমন্ডল
ঘ) মেসোমন্ডল