বাংলা ব্যাকরণ

বাংলা ব্যাকরণঃ ৪৫তম বিসিএস ফাইনাল

Time: 50 Minutes
Marks: 100

ID Question
1

৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুজন লোক কমিয়ে দিলে কজটি সমাধা করতে শতকরা কতদিন বেশি লাগবে?

ক) ২৫%
খ) ৫০%
গ) ১০০/৩%
ঘ) ২০০/৩%
2

চিনির মূল্য শতকরা ১০ টাকা বৃদ্ধি পেলে চিনির ব্যবহার শতকরা কত কমালে পরিবারের চিনির খরচের কোন পরিবর্তন হবে না?

ক) ১০০/১১
খ) ৯৫/১১
গ) ১০২/১১
ঘ) ৯৩/১১
3

একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। শতকরা ক্ষতির হার কত?

ক) ৪%
খ) ৫%
গ) ৬%
ঘ) ৭%
4

৫-এর কত শতাংশ ৭ হবে?

ক) ৪০
খ) ৭০
গ) ৯০
ঘ) ১৪০
5

২৯ সংখ্যাটি কোন সংখ্যার ১০%?

ক) ২২০
খ) ২৬০
গ) ২৯০
ঘ) ৩২০
6

A sound which cannot be heard-

ক) Audible
খ) Inaudible
গ) Obsolete
ঘ) Whisper
7

One who loves and serves mankind is--

ক) a misanthropist
খ) a philanthropist
গ) a socialist
ঘ) an optimist
8

'Plebiscite' is a term related to--

ক) Medicine
খ) Technology
গ) Law
ঘ) Politics
9

The study of ---- is oncology.

ক) cancer
খ) control
গ) nerve
ঘ) bone
10

A speech made without previous preparation--

ক) composed
খ) extempore
গ) memorised
ঘ) censored
11

স্বরসঙ্গতির  উদাহরণ কোনটি? 

ক) হইবে >হবে
খ) জালিয়া >জাইলা >জেলে
গ) দেশি >দিশি
ঘ) রাত্রি >রাইত
12

কোন বানানটি শুদ্ধ ?

ক) মুমুর্ষু
খ) মুমূর্ষু
গ) মূমুর্ষু
ঘ) মূমূর্ষূ
13

‘যত বড় মুখ নয় তত বড় কথা’- এখানে ‘মুখ’ বলতে কী বোঝাচ্ছে ?

ক) অনুভূতি
খ) গালি
গ) প্রত্যঙ্গ
ঘ) শক্তি
14

নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে -

ক) কল্যাণীয়েষু
খ) সুচরিতেষু
গ) শ্রদ্ধাস্পদাসু
ঘ) প্রীতিভোজনেষু
15

‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ -

ক) তীরে পৌঁছার ঝুক্কি
খ) সঞ্চয়ের প্রবৃত্তি
গ) মুমূর্ষু অবস্থা
ঘ) আসন্ন বিপদ
16

‘বামেতর’ শব্দটির অর্থ -

ক) বামচোখ
খ) ডান
গ) ইতর
ঘ) বাম দিক
17

‘রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ -

ক) কাল্পনিক জন্তু
খ) মুরগি
গ) গোমড়ামুখো লোক
ঘ) পুরাণোক্ত পাখি
18

নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি ?

ক) ডিসেম্বর ১৬, ১৯৭১
খ) ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
গ) ২৬ মার্চ, ১৯৭১
ঘ) পয়লা বৈশাখ, চৌদ্দশত সাত
19

‘অপলাপ’ শব্দের অর্থ কি ?

ক) অস্বীকার
খ) মিথ্যা
গ) প্রলাপ
ঘ) অসদালাপ
20

‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ’! এই বাক্যের ‘কী’ এর অর্থ -

ক) ভয়
খ) রাগ
গ) বিরক্তি
ঘ) বিপদ
21

‘কমে যাহার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি ?

ক) ক্লান্তিহীন
খ) অক্লান্ত
গ) অক্লান্তকর্মী
ঘ) অবিশ্রাম
22

ণ-ত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য ?

ক) দেশি
খ) বিদেশি
গ) তৎসম
ঘ) তদ্ভব
23

কোন বানানটি শুদ্ধ ?

ক) সূচিস্মতা
খ) সূচিষ্মিতা
গ) সূচীস্মিতা
ঘ) শুচিস্মিতা
24

‘চাঁদের হাট’ - অর্থ কী ?

ক) বন্ধুদের সমাগম
খ) আত্মীয় সমাগম
গ) প্রিয়জন সমাগম
ঘ) গণ্যমান্যদের সমাগম
25

‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ -

ক) সাহায্যকারী
খ) তোষামুদে
গ) বাদক
ঘ) স্বাস্থ্যহীন লোক
26

‘পদ’ বলতে কি বোঝায় ?

ক) কবিতার চরণ
খ) যে কোন শব্দ
গ) প্রত্যয়ন্ত শব্দ বা ধাতু
ঘ) বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু
27

‘প্রাতরাশ’ এর সন্ধি বিচ্ছেদ-

ক) প্রাত + রাশ
খ) প্রাতঃ + আশ
গ) প্রাতঃ + রাশ
ঘ) প্রাঃ + রাশ
28

শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন -

ক) ভবিষ্যত, নদী, প্রণালী
খ) ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
গ) যশলাভ, সদ্যোজাত, সম্বধনা
ঘ) স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
29

সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন -

ক) দীর্ঘিকা, নদী, প্রণালী
খ) শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ
গ) গাঙ, তটিনী, অর্ণব
ঘ) স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু
30

‘হ্ম’ এর বিশিষ্ট রূপ -

ক) ক + ষ
খ) ক + ষ + ণ
গ) ক + ষ + ম
ঘ) হ + ম
31

উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য -

ক) অব্যয় ও শব্দাংশ
খ) নতুন শব্দ গঠন
গ) ভিন্ন অর্থ প্রকাশ
ঘ) উপসর্গ থেকে সামনে, প্রত্যয় থাকে পিছনে
32

‘অক্ষির সমীপে’- এর সংক্ষেপণ হল -

ক) সমক্ষ
খ) পরোক্ষ
গ) প্রত্যক্ষ
ঘ) নিরপেক্ষ
33

নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান ?

ক) কষ্ট
খ) উপনিষৎ
গ) কল্যাণীয়েষু
ঘ) আষাঢ়
34

‘উৎকর্ষতা’ কি কারণে অশুদ্ধ ?

ক) সন্ধিজনিত
খ) প্রত্যয়জনিত
গ) উপসর্গজনিত
ঘ) বিভক্তিজনিত
35

‘জঙ্গম’- এর বিপরীতার্থক শব্দ কি ?

ক) অরন্য
খ) পর্বত
গ) স্থাবর
ঘ) সমুদ্র
36

কোনটি শুদ্ধ বানান ?

ক) দন্দ
খ) দ্বন্দ
গ) দ্বন্দ্ব
ঘ) দন্দ্ব
37

‘চাঁদমুখ’ এর ব্যাসবাক্য হলো -

ক) চাঁদ মুখের ন্যায়
খ) চাঁদের মত মুখ
গ) চাঁদ মুখ যার
ঘ) চাঁদ রূপ মুখ
38

যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে -

ক) দ্বন্দ্ব সমাস
খ) রূপক সমাস
গ) বহুব্রীহি সমাস
ঘ) দ্বিগু সমাস
39

‘নষ্ট হওয়া স্বভাব যার’ এক কথায় হবে ?

ক) নিদাঘ
খ) নশ্বর
গ) নষ্টমান
ঘ) বিনশ্বর
40

‘ক্ষীয়মান’ - এর বিপরীত শব্দ কি ?

ক) বৃহৎ
খ) বর্ধিষ্ণু
গ) বর্ধমান
ঘ) বৃদ্ধিপ্রাপ্ত
41

বাংলা ছন্দ কত রকমের ?

ক) এক রকমের
খ) দু রকমের
গ) তিন রকমের
ঘ) চার রকমের
42

কোন শব্দটি ফারসি ?

ক) মুসাফির
খ) তকদির
গ) পেরেশান
ঘ) মজলুম
43

উপসর্গ কোনটি ?

ক) অতি
খ) থেকে
গ) চেয়ে
ঘ) দ্বারা
44

দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত ?

ক) আইন
খ) দাখিল
গ) এজেন্ট
ঘ) মুচলেকা
45

কোনটির অর্থ পক্ব অর্থে প্রকাশ পায় ?

ক) পাকা বাড়ি
খ) পাকা রং
গ) পাকা কাজ
ঘ) পাকা আম
46

কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ ?

ক) বাক্ + দান = বাগদান
খ) উৎ + ছেদ = উচ্ছেদ
গ) পর + পর = পরস্পর
ঘ) সম্ + সার = সংসার
47

‘মোছা’ শব্দের প্রকৃতি প্রত্যয় কি ?

ক) মাছ + ও
খ) মেছ + ও
গ) মাছি + উয়া > ও
ঘ) মাছ + উয়া > ও
48

‘উপরোধ’ শব্দের অর্থ কি ?

ক) প্রতিরোধ
খ) উপস্থাপন
গ) অনুরোধ
ঘ) উপযোগী
49

‘বাগাড়ম্বর’ শব্দের সন্ধি বিচ্ছেদ -

ক) বাগ + অম্বর
খ) বাগ + আড়ম্বর
গ) বাক্ + অম্বর
ঘ) বাক্ + আড়ম্বর
50

‘অনীক’ শব্দের অর্থ -

ক) সূয
খ) সমুদ্র
গ) সৈনিক
ঘ) যুদ্ধক্ষেত্র
51

‘আফতাব’ শব্দের সমাথক কোনটি ?

ক) অর্ণব
খ) রাতুল
গ) অর্ক
ঘ) জলধি
52

‘শিখন্ডী’ শব্দের অর্থ কী ?

ক) কবুতর
খ) কোকিল
গ) খরগোশ
ঘ) ময়ূর
53

নিচের কোন বানানটি শুদ্ধ ?

ক) নিশিথিনী
খ) নিশীথীনি
গ) নিশিথীনী
ঘ) নিশীথিনী
54

‘Subconscious’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল -

ক) অর্ধচেতন
খ) অবচেতন
গ) চেতনাহীন
ঘ) চেতনাপ্রবাহ
55

কোন চরণটি সঠিক ?

ক) ধন ধান্যে পুষ্পে ভরা
খ) ধন্য ধানে্য পুষ্পে ভরা
গ) ধণ্যে ধান্যে পুষ্পে ভরা
ঘ) ধন্যে ধান্য পুষ্পে ভরা
56

কোন বানানটি শুদ্ধ ?

ক) পিপিলিকা
খ) পিপীলিকা
গ) পীপিলিকা
ঘ) পিপিলীকা
57

‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কী ?

ক) কপট ব্যক্তি
খ) ঘনিষ্ট সম্পক
গ) হতভাগ্য
ঘ) মোসাহেব
58

কোনটি ‘অগ্নি’-র সমার্থক শব্দ নয় ?

ক) পাবক
খ) বৈশ্বানর
গ) সর্বশুচি
ঘ) প্রজ্বলিত
59

কোন বানানটি শুদ্ধ নয় ?

ক) দরিদ্রতা
খ) উপযোগিতা
গ) শ্রদ্ধাঞ্জলি
ঘ) উর্দ্ধ
60

‘জ্যোৎস্নারাত’ কোন সমাসের দৃষ্টান্ত ?

ক) ষষ্ঠী তৎপুরুষ
খ) মধ্যপদলোপী কর্মধারয়
গ) পঞ্চমী তৎপুরুষ
ঘ) উপমান কর্মধারয়
61

‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?

ক) পৃথী
খ) নীর
গ) ক্ষিতি
ঘ) অবনী
62

‘উজবুক’ শব্দটি কোন ভাষা হতে বাংলা ভাষায় এসেছে ?

ক) ফারসি
খ) তুর্কি
গ) পর্তুগিজ
ঘ) আরবি
63

সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ ?

ক) বহুব্রীহি
খ) কর্মধারয়
গ) সুপসুপা
ঘ) অব্যয়ীভাব
64

‘গাছপাথর’ বাগধারাটির অর্থ কি ?

ক) ভূমিকা করা
খ) হিসাব নিকাশ
গ) অসম্ভব বস্তু
ঘ) বাড়াবাড়ি করা
65

ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ?

ক) বর্ণ
খ) শব্দ
গ) অক্ষর
ঘ) ধ্বনি
66

কোনটি ‘বাতাস’ শব্দের সমার্থক নয় ?

ক) পাবক
খ) মারুত
গ) পবন
ঘ) অনিল
67

কোনটি শুদ্ধ বানান ?

ক) আকাংখা
খ) আকাঙ্ক্ষা
গ) আকাঙ্খা
ঘ) আকাংক্ষা
68 শুদ্ধ বাক্য কোনটি?
ক) সে ক্রোধে আত্মহারা হইয়া উঠিয়াছে।
খ) রহিমা পাগল হয়ে গেছে
গ) যার লাঠি, তার ঘাটি।
ঘ) বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হইয়াছে।
69

কোন শব্দ গঠনের বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে -

ক) পরাকাষ্ঠা
খ) অভিব্যক্তি
গ) পুরিশ্রান্ত
ঘ) অনাবৃষ্টি
70

অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পর নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি ?

ক) তৎ + রূপ = তদ্রুপ
খ) সম + তাপ = সন্তাপ
গ) রাজ + নী = রাজ্ঞী
ঘ) তদ + কাল = তৎকাল
71

চ-বগীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয় ?

ক) 
খ) 
গ) 
ঘ) 
72

প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে ?

ক) দ্বন্দ্ব সমাসে
খ) দ্বিগু সমাসের
গ) নিত্য সমাসে
ঘ) বহুব্রীহি সমাসে
73

কোন বাক্যে ভবিষ্যৎকাল বুঝানো হয়েছে ?

ক) চেষ্টা কর বুঝতে পারবে
খ) সদা সত্য কথা বলতে হবে
গ) রোগ হলে ওষুধ খেতে হবে
ঘ) কোনটাই নয়
74

‘Auction’ - এর পরিভাষা কোনটি ?

ক) নিলাম
খ) ভাতা
গ) অনুষ্ঠান
ঘ) সংহতি
75

‘অশীতিপর’ শব্দের অর্থ কী ?

ক) শীত সহ্য করতে অক্ষম ব্যক্তি
খ) আশি বছরের বেশি বয়সের ব্যক্তি
গ) শীতে কাতর নয় এমন ব্যক্তি
ঘ) প্রাচীন ধ্যান ধারণায় বিশ্বাসী ব্যক্তি
76

দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে ?

ক) সমীভবন
খ) বিষমীভবন
গ) স্বরাগম
ঘ) স্বরলোপ
77

স্বরসঙ্গতির উদাহরণ কোনটি ?

ক) হইবে>হবে
খ) রাত্রি> রাইত
গ) দেশী>দিশী
ঘ) জালিয়া>জাইলা>জেলে
78

পর্তুগিজ ভাষা থেকে কোন শব্দটি বাংলা ভাষায় গৃহীত হয়েছে?

ক) চেয়ার
খ) টেবিল
গ) শরবত
ঘ) ইস্পাত
79

নিচের কোনটি যোগরুঢ় শব্দ ?

ক) পঙ্কজ
খ) তৈল
গ) মধুর
ঘ) নাবাবী
80

নিচের কোনটি তৎসম শব্দ ?

ক) বৃষ্টি
খ) ওষুধ
গ) গতর
ঘ) কেষ্ঠ
81

অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি ?

ক) ১০
খ) 
গ) 
ঘ) 
82

বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কতটি?

ক) 
খ) 
গ) 
ঘ) 
83

নিচের কোন শব্দে স্বভাবতই ণ হয়েছে?

ক) বক্ষমাণ
খ) স্থাণু
গ) শুণ্য
ঘ) গনণা
84

মাত্রাবৃত্ত ছন্দ সাধারণত ---- লয়ের ।

ক) ধীর
খ) মধ্য
গ) দ্রুত
ঘ) কোনটিই নয়
85

নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ?

ক) যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে
খ) ভালো ছেলেকে সবাই ভালোবাসে
গ) তিনি গেলেন এবং আমরা গ্রামে ফিরলাম
ঘ) তুমি এলে আমরা যাব
86

কুমিরের সান্নিপাত অর্থ হল

ক) তীরে পৌঁছার ঝুক্কি
খ) অসম্ভব ব্যাপার
গ) মুমূর্ষু অবস্থা
ঘ) আসন্ন বিপদ
87

ধর্মের ষাঁড় বাগধারাটির অর্থ হল -

ক) যথেচ্ছাচারী
খ) নির্বোধ লোক
গ) অপদার্থ
ঘ) তোষামোদকারী
88

মুক্তি এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) মুচ্‌+ক্তি
খ) মুক+তি
গ) মুচ+ তি
ঘ) মুহ+ক্তি
89

প্রেম শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?

ক) প্রে+ম
খ) প্রিয়+ এম
গ) প্রিয় + ইমন
ঘ) প্রেম+অ+ব
90

ঘরমুখো কোন সমাস?

ক)  তৎপুরুষ
খ) ছদ্মবেশী সমাস
গ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
ঘ) কর্মধারয় সমাস
91

যে বহুব্রীহি সমাসে দুটি একরুপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বুঝায় তাকে বলে -

ক) সমানাধিকরণ বহুব্রীহি
খ) ব্যধিকরণ বহুব্রীহি
গ) ব্যতিহার বহুব্রীহি
ঘ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
92

‘আছ তুমি প্রভু জগৎ মাঝারে’ –এখানে ‘মাঝারে’ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) বাইরে
খ) মধ্যে
গ) সঙ্গে
ঘ) ব্যাপ্তি
93

সরাজ এর স উপসর্গটি কি অর্থে ব্যবহৃত ?

ক) উৎকৃষ্ট
খ) বিশিষ্ট
গ) সঙ্গে
ঘ) পূর্ণতা
94

যজমান এর বিপরীত শব্দ কোনটি?

ক) যতি
খ) বিরাগ
গ) চ্যুত
ঘ) পুরোহিত
95

বলাহক শব্দের সমার্থক নয় কোনটি ?

ক) জীমূত
খ) নীরদ
গ) পয়োদ
ঘ) বায়
96

মার্গ শব্দের অর্থ-

ক) পথ
খ) জ্ঞান
গ) পথিক
ঘ) ধর্ম
97

নর্তকিনীর নর্তকে সবাই বাহবা দিল। বাক্যটি কী কারনে অশুদ্ধ?

ক) লিঙ্গজনিত
খ) বানানজনিত
গ) বচন জনিত
ঘ) সন্ধিজনিত
98

শুদ্ধ বাক্য নির্ণয় করুন-

ক) এ কথা প্রমাণ হয়েছে।
খ) সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন কর।
গ) সে বড় দুরবস্থায় পড়েছে।
ঘ) লেখাপড়ায় তার মনযোগ নেই।
99

কোনটি অশুদ্ধ নয়?

ক) দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়।
খ) আমি সাক্ষী দিয়েছি।
গ) তাহার জীবন সংশয়াপূর্ণ ।
ঘ) অধ্যায়ন ছাত্রদের তপস্যা।
100 নিচের কোন বাক্যটি সঠিক?
ক) পূর্বদিকে সূর্য উদয় হয়।
খ)  গীতাঞ্জলী পড়েছ কি?
গ) নদীর জল হ্রাস হয়েছে।
ঘ) তোমার তথ্য গ্রহণযোগ্য নয়।