1
|
বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কেন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় ?
ক) অষ্টম
খ) নবম
গ) একাদশ
ঘ) দ্বাদশ
|
2
|
বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত ?
ক) রাজশাহী
খ) চট্টগ্রাম
গ) সিলেট
ঘ) সাভার, ঢাকা
|
3
|
বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি?
ক) ৬৪টি
খ) ১৭টি
গ) ২০টি
ঘ) ১৯টি
|
4
|
'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে ?
ক) ৬
খ) ৭
গ) ৮
ঘ) ৯
|
5
|
বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে-
ক) ব্র্যাক ব্যাংক
খ) ডাচ বাংলা ব্যাংক
গ) এবি ব্যাংক
ঘ) সোনালি ব্যাংক
|
6
|
২০২২-২৩ অর্থবছরে বাজেটের আকার ছিল জিডিপির-
ক) ১৪.৫ %
খ) ১৫.২ %
গ) ১৬.৬%
ঘ) ১৭.৩%
|
7
|
‘ধমীয় স্বাধীনতা’ বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অর্ন্তভুক্ত ?
ক) অনুচ্ছেদ ৩৮
খ) অনুচ্ছেদ ৫০
গ) অনুচ্ছেদ ৪১
ঘ) অনুচ্ছেদ ১০০
|
8
|
বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি ?
ক) বাংলা
খ) বাঙ্গালি
গ) বাংলাদেশের বাঙ্গালি
ঘ) বাংলাদেশী
|
9
|
সংবিধানের দ্বাদশ সংশোধনীর বৈশিষ্ট্য কী ?
ক) সংসদীয় গণতন্ত্র
খ) রাষ্ট্রপতির শাসন
গ) একদলীয় শাসন
ঘ) বহুদলীয় শাসন
|
10
|
আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত ?
ক) খাগড়াছড়ি জেলায়
খ) রাঙ্গামাটি জেলায়
গ) বান্দরবান জেলায়
ঘ) কক্সবাজার জেলায়
|
11
|
স্মার্ট কার্ডের মেয়াদ কত বছর?
ক) ৫
খ) ১০
গ) ১৫
ঘ) ২০
|
12
|
বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’ কোথায় স্থাপিত হয় ?
ক) সাভারে
খ) চট্টগ্রামে
গ) মংলায়
ঘ) ঈশ্বরদীতে
|
13
|
বাংলাদেশের প্রথম পঞ্চবাষিক পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল ?
ক) ১৯৭২-১৯৭৭
খ) ১৯৭৩-১৯৭৮
গ) ১৯৭৪-১৯৭৯
ঘ) ১৯৭৫-১৯৮০
|
14
|
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় ?
ক) আট
খ) দশ
গ) এগার
ঘ) পনের
|
15
|
খুলনা হার্ডবোর্ড মিলে কাচাঁমাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ ?
ক) চাপালিশ
খ) কেওড়া
গ) গেওড়া
ঘ) সুন্দরী
|
16
|
‘আমার কিছু কথা’ গ্রন্থটির লেখক কে ?
ক) শেখ মুজিবুর রহমান
খ) শেখ হাসিনা
গ) শেখ রেহানা
ঘ) সজীব ওয়াজেদ জয়
|
17
|
দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে ?
ক) অর্থ সচিব
খ) বাংলাদেশ ব্যাংকের গর্ভনর
গ) অর্থমন্ত্রী
ঘ) প্রধানমন্ত্রী
|
18
|
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় ?
ক) ২৫৭ জন
খ) ১৬৩ জন
গ) ৪৪ জন
ঘ) ৬৮ জন
|
19
|
বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে ?
ক) ১৯৮৮ সাল
খ) ১৯৮৯ সাল
গ) ১৯৮৭ সাল
ঘ) ১৯৭৮ সাল
|
20
|
SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীন ?
ক) শিল্প মন্ত্রণালয়
খ) শিক্ষা মন্ত্রণালয়
গ) পরিবেশ মন্ত্রণালয়
ঘ) প্রতিরক্ষা মন্ত্রণালয়
|
21
|
প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত ?
ক) ৪ বছর
খ) ৫ বছর
গ) ৩ বছর
ঘ) ৭ বছর
|
22
|
ইউনেস্কো কত সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?
ক) ১৯৯৮
খ) ১৯৯৯
গ) ২০০০
ঘ) ২০০১
|
23
|
মুক্তিযুদ্ধে সেক্টর ২ এর অধিনায়ক ছিলেন-
ক) মেজর খালেদ মোশাররফ
খ) মেজর সি আর দত্ত
গ) মেজর কে এম সফিউল্লাহ
ঘ) মেজর জলিল
|
24
|
বাংলাদেশে সবচেয়ে বেশী উৎপাদিত হয় -
ক) আউশ ধান
খ) আমন ধান
গ) বোরো ধান
ঘ) ইরি ধান
|
25
|
৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা -
ক) 0.07
খ) 0.0712
গ) 0.073
ঘ) 0.074
|
26
|
কতটি জেলা নিয়ে ঢাকা বিভাগ গঠিত ?
ক) ১৯ টি
খ) ১৫ টি
গ) ১৭ টি
ঘ) ১৩ টি
|
27
|
যে জেলায় হাজংদের বসবাস নেই -
ক) শেরপুর
খ) ময়মনসিংহ
গ) সিলেট
ঘ) নেত্রকোনা
|
28
|
বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় -
ক) আষাঢ়-শ্রাবণ মাসে
খ) ভাদ্র-আশ্বিন মাসে
গ) অগ্রহায়ণ-পৌষ মাসে
ঘ) মাঘ-ফাল্গুন
|
29
|
মহান মুক্তিযুদ্ধ চলাকলীন ‘কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
ক) নিউইয়র্ক
খ) বোস্টন
গ) লন্ডন
ঘ) ক্যানবেরা
|
30
|
বাংলাদেশের GDP-তে মৎস্য সম্পদের অবদান কত ?
ক) 0.0208
খ) 0.0221
গ) 0.0318
ঘ) 0.0281
|
31
|
বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ ?
ক) ১৯ শতাংশ
খ) ১২ শতাংশ
গ) ১৬ শতাংশ
ঘ) ৯ শতাংশ
|
32
|
কোনটি সিলেট বিভাগে অবস্থিত ?
ক) ময়নামতি
খ) ছাতক
গ) বায়ু
ঘ) বান্দরবান
|
33
|
১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না -
ক) শেরে বাংলা এ কে ফজলুল হক
খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
ঘ) নবাব স্যার সলিমুল্লাহ
|
34
|
গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশের কি ধরনের ক্ষতি হতে পারে ?
ক) নিম্ন ভূমি নিমজ্জিত হবে
খ) ক্রমশ উত্তাপ বেড়ে যাবে
গ) বৃষ্টিপাত কমে যাবে
ঘ) বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে
|
35
|
কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বণাঞ্চল প্রয়োজন মোট ভূমির-
ক) ১৬ শতাংশ
খ) ২০ শতাংশ
গ) ২৫ শতাংশ
ঘ) ৩০ শতাংশ
|
36
|
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বার্তাটি কোন সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে প্রচারিত হয়েছিল ?
ক) পুলিশ
খ) ইপিআর
গ) সেনাবাহিনী
ঘ) বিডিআর
|
37
|
মানবাধিকার দিবস কবে পালিত হয় ?
ক) ২৬ জুন
খ) ১ আগস্ট
গ) ১ মে
ঘ) ১০ ডিসেম্বর
|
38
|
বাংলাদেশে গ্রামের সংখ্যা কতটি ?
ক) ৮৫৪৫০ টি
খ) ৮৪৫০০ টি
গ) ৮৫৫০০ টি
ঘ) ৮৩৯০০ টি
|
39
|
বাংলাদেশে এ পর্যন্ত কতটি আদমশুমারি হয়েছে ?
ক) ৪
খ) ৫
গ) ৬
ঘ) ৭
|
40
|
জয়েন্ট ইকোনমিক কমিশন গঠিত হয় কত সালে?
ক) ১৯৭৮ সালে
খ) ১৯৮২ সালে
গ) ১৯৯২ সালে
ঘ) ১৯৯৫ সালে
|
41
|
পূর্নভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী ?
ক) মহানন্দা
খ) ভৈরব
গ) কুমার
ঘ) বরাল
|
42
|
প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন ?
ক) প্রধান বিচারপতি নিয়োগ
খ) প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ
গ) অডিটর জেনারেল নিয়োগ
ঘ) পাবলিক সার্ভিসেস কমিশনের চেয়ারম্যান নিয়োগ
|
43
|
সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার ?
ক) ৮
খ) ১০
গ) ১২
ঘ) ১৪
|
44
|
বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয় ?
ক) সাভার
খ) চট্টগ্রাম
গ) মংলা
ঘ) ঈশ্বরদী
|
45
|
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি উইলিয়াম এ এস ওডারল্যান্ড কোন দেশের নাগরিক ?
ক) ভারত
খ) যুক্তরাজ্য
গ) অস্ট্রেলিয়া
ঘ) জাপান
|
46
|
বাংদেশের GDP- তে কৃষিখাতের অবদান কত ?
ক) ৮০
খ) ৭৫
গ) ৩২
ঘ) ১০
|
47
|
যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক -
ক) ঢাকা বিভাগ
খ) রাজশাহী বিভাগ
গ) বরিশাল বিভাগ
ঘ) খুলনা বিভাগ
|
48
|
BIDA এর পূর্বতবন প্রতিষ্ঠানের নাম কী ছিল ?
ক) বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
খ) বেসরকারি বিনিয়োগ বোর্ড
গ) বিনিয়োগ বোর্ড
ঘ) বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ
|
49
|
‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি কে ?
ক) হামিদুজ্জামান খান
খ) রবিউল হুসাইন
গ) আব্দুর রাজ্জাক
ঘ) নিতুন কুন্ডু
|
50
|
বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার নূন্যতম বয়স কত ?
ক) ২৫ বছর
খ) ২০ বছর
গ) ৩০ বছর
ঘ) ৩৫ বছর
|
51
|
বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয় ?
ক) ১৯৭৯
খ) ১৯৮০
গ) ১৯৮১
ঘ) ১৯৮২
|
52
|
বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন হয় কত সালে?
ক) ১৯৮৬
খ) ১৯৮৩
গ) ১৯৮৪
ঘ) ১৯৮৫
|
53
|
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে ?
ক) অনুচেছদ ১৩
খ) অনুচেছদ ১৬
গ) অনুচেছদ ২০
ঘ) অনুচেছদ ২৫
|
54
|
সংবিধান হলো এমন কতগুলো আইন ও প্রচার সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন পরিচালিত হয়- কে বলেছেন?
ক) লর্ড ব্রাইস
খ) এরিস্টটল
গ) হবস
ঘ) জেলেনিক
|
55
|
বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ?
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ) মোহাম্মদউল্লাহ
গ) তাজউদ্দিন আহমদ
ঘ) ক্যাপ্টেন এম মনসুর আলী
|
56
|
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসনে জয়লাভ করেছিল
ক) ১৬০টি
খ) ১৬৭টি
গ) ১৬৮টি
ঘ) ১৬৯টি
|
57
|
ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি ?
ক) হাজার বছর ধরে
খ) আরেক ফাল্গুন
গ) দ্বিতীয় মৃত্যুর আগে
ঘ) রাইফেল রোটি আওরাত
|
58
|
শিশু মৃত্যুর হার হ্রাসে সাফল্যের জন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এ্যাওয়ার্ড অর্জন করেছেন ?
ক) Planet 50-50
খ) এমডিজি অ্যাওয়ার্ড ২০১০
গ) জাতিসংঘ শান্তি পুরস্কার
ঘ) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি
|
59
|
বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত ?
ক) টঙ্গি
খ) যশোর
গ) কোণাবাড়ি
ঘ) গাজীপুর
|
60
|
‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে ?
ক) আলমগীর কবির
খ) হুমায়ুন আহমেদ
গ) তারেক মাসুদ
ঘ) শেখ নিয়ামত আলী
|
61
|
মিলোনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে ?
ক) ২০১০ সালে
খ) ২০১৫ সালে
গ) ২০২০ সালে
ঘ) ২০২৫ সালে
|
62
|
মাদার অব হিউম্যানিটি কাকে বলা হয় ?
ক) থেরেসা মে
খ) হিলারি ক্লিনটন
গ) অংসান সুচি
ঘ) শেখ হাসিনা
|
63
|
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা কে ?
ক) শামুসর রাহমান
খ) আলতাফ মাহমুদ
গ) হাসান হাফিজুর রহমান
ঘ) আবদুল গাফফার চৌধুরী
|
64
|
‘রেহেনা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন -
ক) জেরেমি চুয়া
খ) আবদুল্লাহ মোহাম্মদ সাদ
গ) রাজীব মহাজন
ঘ) আজমেরী হক বাঁধন
|
65
|
বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হবে-
ক) ২০২৪ সালে
খ) ২০২৫ সালে
গ) ২০২৬ সালে
ঘ) ২০২৭ সালে
|
66
|
নিচের কোনটি কোম্পানীর তারল্যশক্তির নির্দেশক ?
ক) EPS
খ) DPS
গ) P/E Ratio
ঘ) Current ratio
|
67
|
কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে ?
ক) ত্রিপুরা
খ) মিজোরাম
গ) মনিপুর
ঘ) মেঘালয়
|
68
|
দিল্লীর কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতারিত করেন?
ক) আকবর
খ) জাহাঙ্গীর
গ) শের শাহ
ঘ) হুমায়ুন
|
69
|
বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?
ক) সাধারণ পরিষদে
খ) নিরাপত্তা পরিষদে
গ) জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে
ঘ) ইউনেস্কোতে
|
70
|
বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন ?
ক) পারভীন ফাতেমা
খ) ফিরোজা বেগম
গ) রওশন জাহান
ঘ) কানিজ ফাতেমা
|
71
|
বাংলাদেশে সংবিধান দিবস কবে পালিত হয়?
ক) ৪ নভেম্বর
খ) ১৬ ডিসেম্বর
গ) ১২ অক্টোবর
ঘ) ১০ জানুয়ারি
|
72
|
বাংলাদেশ ইকোনমিক রিভিউ, ২০১৬ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার (প্রতি হাজার জীবিত জন্মে) -
ক) ২৫
খ) ২৭
গ) ২৯
ঘ) ৩১
|
73
|
মুজিবনগর কোথায় অবস্থিত ?
ক) সাতক্ষীরায়
খ) মেহেরপুরে
গ) চুয়াডাঙ্গায়
ঘ) নবাবগঞ্জে
|
74
|
১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন ?
ক) স্যার এ.এফ. রহমান
খ) রমেশচন্দ্র মজুমদার
গ) সৈয়দ সাজ্জাদ হোসায়েন
ঘ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
|
75
|
সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী ?
ক) শনিবারের চিঠি
খ) রবিবারের ডাক
গ) বিজলি
ঘ) বঙ্গদর্শন
|
76
|
রাষ্ট্রপতি কোন অনুচ্ছেদ মতে প্রধানমন্ত্রীর সাথে কোন পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন?
ক) ৪৯
খ) ৫০
গ) ৪৮(৩)
ঘ) ৪৮(২)
|
77
|
মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয় ?
ক) ২৫ মার্চ, ১৯৭১
খ) ২৬ মার্চ, ১৯৭১
গ) ১৪ ডিসেম্বর, ১৯৭১
ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭১
|
78
|
বর্তমানে দেশে মোট উপজেলার সংখ্যা কতটি?
ক) ৪৯০
খ) ৪৯১
গ) ৪৯৩
ঘ) ৪৯৫
|
79
|
বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গিয়াছে -
ক) জামালগঞ্জে
খ) জকিগঞ্জে
গ) বিজয়পুরে
ঘ) রানীগঞ্জে
|
80
|
‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
ক) প্যারীচাঁদ মিত্র
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) প্রমথ চৌধুরী
|
81
|
প্রাচীন ‘পুন্ড্রনগর’ কোথায় অবস্থিত ?
ক) ময়নামতি
খ) বিক্রমপুর
গ) মহাস্থানগড়
ঘ) পাহাড়পুর
|
82
|
বাংলাদেশের কোন ছবি সম্প্রতি ‘কলকাতা ফিল্ম ফেস্টিভাল’ পুরস্কার লাভ করে ?
ক) ওরা এগার জন
খ) গেরিলা
গ) আবার তোরা মানুষ হ
ঘ) স্টপ জেনাসাইড
|
83
|
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা কে অগ্রণী ভূমিকা পালন করেন ?
ক) নওয়াব আবদুল লতিফ
খ) স্যার সৈয়দ আহমেদ
গ) নওয়াব স্যার সলিমুল্লাহ
ঘ) খাজা নাজিমুদ্দিন
|
84
|
‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম ?
ক) উন্নত কৃষি যন্ত্রপাতির নাম
খ) উন্নত জাতের ধানের নাম
গ) দুটি কৃষি বিষয়ক বেসরকারি সংস্থার নাম
ঘ) উন্নত জাতের গমের নাম
|
85
|
বাংলাদেশ কোন সনে CTBT অনুমোদন করে ?
ক) ১৯৯৯
খ) ২০০০
গ) ২০০১
ঘ) ২০০২
|
86
|
পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রন্থ কত?
ক) ৬.১৫ কি.মি. ও ১৮.১০ মি
খ) ৭.২৫ কি.মি. ও ১৮.২০ মি.
গ) ৭.১৫ কি.মি. ও ২০.১০ মি.
ঘ) ৬.০৫ কি.মি. ও ১৮.১০ মি.
|
87
|
নিম্নোক্ত কোন সালে কৃষিশুমারী অনুষ্ঠিত হয়নি ?
ক) ১৯৭৭
খ) ২০০৮
গ) ২০১৫
ঘ) ২০১৯
|
88
|
বাংলাদেশ কোন সনে বিশ্ব বানিজ্য সংস্থার সদস্য হয় ?
ক) ১৯৯১
খ) ১৯৯৪
গ) ১৯৯২
ঘ) ১৯৯৫
|
89
|
“সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে?
ক) ২৬ অনুচ্ছেদে
খ) ২৭ অনুচ্ছেদে
গ) ২৮ অনুচ্ছেদে
ঘ) ২৯ অনুচ্ছেদে
|
90
|
বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত ?
ক) দক্ষিণ তালপট্টি
খ) সেন্টমার্টিন
গ) নিঝুম দ্বীপ
ঘ) ভোলা
|
91
|
বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ?
ক) ২টি
খ) ৬টি
গ) ৫টি
ঘ) ৩টি
|
92
|
শিশু মৃত্যু হার প্রতি হাজারে -
ক) ২১ জন
খ) ২২ জন
গ) ২৩ জন
ঘ) ২৪ জন
|
93
|
কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
ক) গারো
খ) সাঁওতাল
গ) খাসিয়া
ঘ) কোনটিই নয়
|
94
|
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কতটি তারকা চিহ্ন আছে ?
ক) ৩টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৬টি
|
95
|
‘বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত’ প্রর্বতন করা হয় কোন সালে ?
ক) ১৭০০
খ) ১৭৬২
গ) ১৯৬৫
ঘ) ১৭৯৩
|
96
|
বিশ্বব্যাংক ও আইএমএফ হলো -
ক) সমন্বিত গোষ্ঠী
খ) প্রগতিশীল সংগঠন
গ) আন্তর্জাতিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী
ঘ) রাজনৈতিক গোষ্টী
|
97
|
বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনগণনা) কবে অনুষ্ঠিত হয় ?
ক) ১৯৭২ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৪ সালে
ঘ) ১৯৭৫ সালে
|
98
|
বাংলাদেশের কোন জেলায় অর্গানিক চা উৎপাদন হয় ?
ক) লালমনির হাট
খ) কুড়িগ্রাম
গ) দিনাজপুর
ঘ) পঞ্চগড়
|
99
|
বিশ্বে প্রথম ই-ভোটিং চালু হয় কোথায়?
ক) যুক্তরাষ্ট্র
খ) মালয়েশিয়া
গ) জাপান
ঘ) যুক্তরাজ্য
|
100
|
ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?
ক) ১৯১১ সালে
খ) ১৯২১ সালে
গ) ১৯৩১ সালে
ঘ) ১৯৪১ সালে
|
101
|
বাংলাদেশের ইতিহাসে যে ঘটনা আগে ঘটেছিল ?
ক) যুক্তফ্রন্ট গঠন
খ) ভাষা আন্দোলন
গ) আগরতলা ষড়যন্ত্র মামলা
ঘ) আওয়ামী মুসলীম লীগের প্রতিষ্ঠা
|
102
|
নিচের কোনটি কোম্পানীর তারল্যশক্তির নির্দেশক ?
ক) EPS
খ) DPS
গ) P/E Ratio
ঘ) Current ratio
|
103
|
লালবাগের কেল্লা স্থাপন করেন কে ?
ক) শায়েস্তা খান
খ) শাহ সুজা
গ) টিপু সুলতান
ঘ) ইসলাম খান
|
104
|
ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন ?
ক) আনিসুর হক
খ) সাঈদ খোকন
গ) সাদেক হোসেন খোকা
ঘ) মোহাম্মদ হানিফ
|
105
|
বাংলাদেশের সরকার পদ্ধতি -
ক) এককেন্দ্রিক
খ) যুক্তরাষ্ট্রীয়
গ) রাজতন্ত্র
ঘ) রাষ্ট্রপতি শাসিত
|
106
|
নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে ?
ক) চীন
খ) পাকিস্তান
গ) থাইল্যান্ড
ঘ) মায়ানমার
|
107
|
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে ?
ক) ১৯০৫ সালে
খ) ১৯১১ সালে
গ) ১৯৩৫ সালে
ঘ) ১৯২১ সাল
|
108
|
রিও ঘোষণা বা বিশ্ব ধরিত্রী সম্মেলন কত দফা ভিত্তিক?
ক) ২০
খ) ২৫
গ) ২৭
ঘ) ২৯
|
109
|
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কে ছিলেন ?
ক) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
খ) ক্যাপ্টেন মনসুর আলী
গ) জেনারেল ওসমানী
ঘ) সৈয়দ নজরুল ইসলাম
|
110
|
বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে ?
ক) সিরাজগঞ্জ
খ) দিনাজপুর
গ) বরিশাল
ঘ) ফরিদপুর
|
111
|
সম্প্রতি সাফ ফুটবলে এই দেশের সাথে খেলে বাংলাদেশ শিরোপা পায় -
ক) মালদ্বীপ
খ) ভারত
গ) পাকিস্তান
ঘ) নেপাল
|
112
|
কর্কটক্রান্তি রেখা -
ক) বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে
খ) বাংলাদেশের দক্ষিণ সীমান্ত দিয়ে গিয়েছে
গ) বাংলাদেশ হতে অনেক দূর অবস্থিত
ঘ) বাংলাদেশের উত্তর সীমান্ত দিয়ে গিয়েছে
|
113
|
৭ম পঞ্চবার্ষিকীতে কৃষির প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে?
ক) ২%
খ) ৩%
গ) ৪%
ঘ) ৪.৫%
|
114
|
বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ?
ক) ১৯৫৫ সালে
খ) ১৯৫৭ সালে
গ) ১৯৬৭ সালে
ঘ) ১৯৭২ সালে
|
115
|
বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল ?
ক) জরুরি অবস্থা ঘোষণা
খ) সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা
গ) মহিলাদের জন্য সংসদে আসন সংরক্ষণ
ঘ) ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান
|
116
|
বাংলাদেশের প্রথম কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত ?
ক) কাপ্তায়, রাঙ্গামাটি
খ) সাভার, ঢাকা
গ) সীতাকুন্ড , চট্টগ্রাম
ঘ) বড়পুকুরিয়া, দিনাজপুর
|
117
|
মুদ্রা সংকোচনের ফলে অর্থের মূল্য -
ক) কমে
খ) বাড়ে
গ) সমান থাকে
ঘ) কোনটিই নয়
|
118
|
ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?
ক) টিএসপি
খ) ইউরিয়া
গ) পটাশ
ঘ) এমোনিয়াম সালফেট
|
119
|
কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল ‘বাঙ্গালা’ নামে পরিচিত হয়ে ওঠে ?
ক) মৌয
খ) গুপ্ত
গ) পাল
ঘ) মুসলিম
|
120
|
সতীদাহ প্রথা কত সালে রহিত হয় ?
ক) ১৮১৯
খ) ১৮২৯
গ) ১৮৩৯
ঘ) ১৮৪৯
|