1
বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কেন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় ?
ক)  অষ্টম
খ)  নবম
গ)  একাদশ
ঘ)  দ্বাদশ
2
বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত ?
ক)  রাজশাহী
খ)  চট্টগ্রাম
গ)  সিলেট
ঘ)  সাভার, ঢাকা
3
বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি?
ক)  ৬৪টি
খ)  ১৭টি
গ)  ২০টি
ঘ)  ১৯টি
4
'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে ?
ক)  ৬
খ)  ৭
গ)  ৮
ঘ)  ৯
5
বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে-
ক)  ব্র্যাক ব্যাংক
খ)  ডাচ বাংলা ব্যাংক
গ)  এবি ব্যাংক
ঘ)  সোনালি ব্যাংক
6
২০২২-২৩ অর্থবছরে বাজেটের আকার ছিল জিডিপির-
ক)  ১৪.৫ %
খ)  ১৫.২ %
গ)  ১৬.৬%
ঘ)  ১৭.৩%
7
‘ধমীয় স্বাধীনতা’ বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অর্ন্তভুক্ত ?
ক)  অনুচ্ছেদ ৩৮
খ)  অনুচ্ছেদ ৫০
গ)  অনুচ্ছেদ ৪১
ঘ)  অনুচ্ছেদ ১০০
8
বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি ?
ক)  বাংলা
খ)  বাঙ্গালি
গ)  বাংলাদেশের বাঙ্গালি
ঘ)  বাংলাদেশী
9
সংবিধানের দ্বাদশ সংশোধনীর বৈশিষ্ট্য কী ?
ক)  সংসদীয় গণতন্ত্র
খ)  রাষ্ট্রপতির শাসন
গ)  একদলীয় শাসন
ঘ)  বহুদলীয় শাসন
10
আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত ?
ক)  খাগড়াছড়ি জেলায়
খ)  রাঙ্গামাটি জেলায়
গ)  বান্দরবান জেলায়
ঘ)  কক্সবাজার জেলায়
11
স্মার্ট কার্ডের মেয়াদ কত বছর?
ক)  ৫
খ)  ১০
গ)  ১৫
ঘ)  ২০
12
বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’ কোথায় স্থাপিত হয় ?
ক)  সাভারে
খ)  চট্টগ্রামে
গ)  মংলায়
ঘ)  ঈশ্বরদীতে
13
বাংলাদেশের প্রথম পঞ্চবাষিক পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল ?
ক)  ১৯৭২-১৯৭৭
খ)  ১৯৭৩-১৯৭৮
গ)  ১৯৭৪-১৯৭৯
ঘ)  ১৯৭৫-১৯৮০
14
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় ?
ক)  আট
খ)  দশ
গ)  এগার
ঘ)  পনের
15
খুলনা হার্ডবোর্ড মিলে কাচাঁমাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ ?
ক)  চাপালিশ
খ)  কেওড়া
গ)  গেওড়া
ঘ)  সুন্দরী
16
‘আমার কিছু কথা’ গ্রন্থটির লেখক কে ?
ক)  শেখ মুজিবুর রহমান
খ)  শেখ হাসিনা
গ)  শেখ রেহানা
ঘ)  সজীব ওয়াজেদ জয়
17
দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে ?
ক)  অর্থ সচিব
খ)  বাংলাদেশ ব্যাংকের গর্ভনর
গ)  অর্থমন্ত্রী
ঘ)  প্রধানমন্ত্রী
18
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় ?
ক)  ২৫৭ জন
খ)  ১৬৩ জন
গ)  ৪৪ জন
ঘ)  ৬৮ জন
19
বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে ?
ক)  ১৯৮৮ সাল
খ)  ১৯৮৯ সাল
গ)  ১৯৮৭ সাল
ঘ)  ১৯৭৮ সাল
20
SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীন ?
ক)  শিল্প মন্ত্রণালয়
খ)  শিক্ষা মন্ত্রণালয়
গ)  পরিবেশ মন্ত্রণালয়
ঘ)  প্রতিরক্ষা মন্ত্রণালয়
21
প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত ?
ক)  ৪ বছর
খ)  ৫ বছর
গ)  ৩ বছর
ঘ)  ৭ বছর
22
ইউনেস্কো কত সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?
ক)  ১৯৯৮
খ)  ১৯৯৯
গ)  ২০০০
ঘ)  ২০০১
23
মুক্তিযুদ্ধে সেক্টর ২ এর অধিনায়ক ছিলেন-
ক)  মেজর খালেদ মোশাররফ
খ)  মেজর সি আর দত্ত
গ)  মেজর কে এম সফিউল্লাহ
ঘ)  মেজর জলিল
24
বাংলাদেশে সবচেয়ে বেশী উৎপাদিত হয় -
ক)  আউশ ধান
খ)  আমন ধান
গ)  বোরো ধান
ঘ)  ইরি ধান
25
৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা -
ক)  0.07
খ)  0.0712
গ)  0.073
ঘ)  0.074
26
কতটি জেলা নিয়ে ঢাকা বিভাগ গঠিত ?
ক)  ১৯ টি
খ)  ১৫ টি
গ)  ১৭ টি
ঘ)  ১৩ টি
27
যে জেলায় হাজংদের বসবাস নেই -
ক)  শেরপুর
খ)  ময়মনসিংহ
গ)  সিলেট
ঘ)  নেত্রকোনা
28
বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় -
ক)  আষাঢ়-শ্রাবণ মাসে
খ)  ভাদ্র-আশ্বিন মাসে
গ)  অগ্রহায়ণ-পৌষ মাসে
ঘ)  মাঘ-ফাল্গুন
29
মহান মুক্তিযুদ্ধ চলাকলীন ‘কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
ক)  নিউইয়র্ক
খ)  বোস্টন
গ)  লন্ডন
ঘ)  ক্যানবেরা
30
বাংলাদেশের GDP-তে মৎস্য সম্পদের অবদান কত ?
ক)  0.0208
খ)  0.0221
গ)  0.0318
ঘ)  0.0281
31
বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ ?
ক)  ১৯ শতাংশ
খ)  ১২ শতাংশ
গ)  ১৬ শতাংশ
ঘ)  ৯ শতাংশ
32
কোনটি সিলেট বিভাগে অবস্থিত ?
ক)  ময়নামতি
খ)  ছাতক
গ)  বায়ু
ঘ)  বান্দরবান
33
১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না -
ক)  শেরে বাংলা এ কে ফজলুল হক
খ)  হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ)  মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
ঘ)  নবাব স্যার সলিমুল্লাহ
34
গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশের কি ধরনের ক্ষতি হতে পারে ?
ক)  নিম্ন ভূমি নিমজ্জিত হবে
খ)  ক্রমশ উত্তাপ বেড়ে যাবে
গ)  বৃষ্টিপাত কমে যাবে
ঘ)  বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে
35
কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বণাঞ্চল প্রয়োজন মোট ভূমির-
ক)  ১৬ শতাংশ
খ)  ২০ শতাংশ
গ)  ২৫ শতাংশ
ঘ)  ৩০ শতাংশ
36
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বার্তাটি কোন সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে প্রচারিত হয়েছিল ?
ক)  পুলিশ
খ)  ইপিআর
গ)  সেনাবাহিনী
ঘ)  বিডিআর
37
মানবাধিকার দিবস কবে পালিত হয় ?
ক)  ২৬ জুন
খ)  ১ আগস্ট
গ)  ১ মে
ঘ)  ১০ ডিসেম্বর
38
বাংলাদেশে গ্রামের সংখ্যা কতটি ?
ক)  ৮৫৪৫০ টি
খ)  ৮৪৫০০ টি
গ)  ৮৫৫০০ টি
ঘ)  ৮৩৯০০ টি
39
বাংলাদেশে এ পর্যন্ত কতটি আদমশুমারি হয়েছে ?
ক)  ৪
খ)  ৫
গ)  ৬
ঘ)  ৭
40
জয়েন্ট ইকোনমিক কমিশন গঠিত হয় কত সালে?
ক)  ১৯৭৮ সালে
খ)  ১৯৮২ সালে
গ)  ১৯৯২ সালে
ঘ)  ১৯৯৫ সালে
41
পূর্নভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী ?
ক)  মহানন্দা
খ)  ভৈরব
গ)  কুমার
ঘ)  বরাল
42
প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন ?
ক)  প্রধান বিচারপতি নিয়োগ
খ)  প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ
গ)  অডিটর জেনারেল নিয়োগ
ঘ)  পাবলিক সার্ভিসেস কমিশনের চেয়ারম্যান নিয়োগ
43
সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার ?
ক)  ৮
খ)  ১০
গ)  ১২
ঘ)  ১৪
44
বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয় ?
ক)  সাভার
খ)  চট্টগ্রাম
গ)  মংলা
ঘ)  ঈশ্বরদী
45
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি উইলিয়াম এ এস ওডারল্যান্ড কোন দেশের নাগরিক ?
ক)  ভারত
খ)  যুক্তরাজ্য
গ)  অস্ট্রেলিয়া
ঘ)  জাপান
46
বাংদেশের GDP- তে কৃষিখাতের অবদান কত ?
ক)  ৮০
খ)  ৭৫
গ)  ৩২
ঘ)  ১০
47
যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক -
ক)  ঢাকা বিভাগ
খ)  রাজশাহী বিভাগ
গ)  বরিশাল বিভাগ
ঘ)  খুলনা বিভাগ
48
BIDA এর পূর্বতবন প্রতিষ্ঠানের নাম কী ছিল ?
ক)  বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
খ)  বেসরকারি বিনিয়োগ বোর্ড
গ)  বিনিয়োগ বোর্ড
ঘ)  বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ
49
‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি কে ?
ক)  হামিদুজ্জামান খান
খ)  রবিউল হুসাইন
গ)  আব্দুর রাজ্জাক
ঘ)  নিতুন কুন্ডু
50
বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার নূন্যতম বয়স কত ?
ক)  ২৫ বছর
খ)  ২০ বছর
গ)  ৩০ বছর
ঘ)  ৩৫ বছর
51
বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয় ?
ক)  ১৯৭৯
খ)  ১৯৮০
গ)  ১৯৮১
ঘ)  ১৯৮২
52
বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন হয় কত সালে?
ক)  ১৯৮৬
খ)  ১৯৮৩
গ)  ১৯৮৪
ঘ)  ১৯৮৫
53
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে ?
ক)  অনুচেছদ ১৩
খ)  অনুচেছদ ১৬
গ)  অনুচেছদ ২০
ঘ)  অনুচেছদ ২৫
54
সংবিধান হলো এমন কতগুলো আইন ও প্রচার সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন পরিচালিত হয়- কে বলেছেন?
ক)  লর্ড ব্রাইস
খ)  এরিস্টটল
গ)  হবস
ঘ)  জেলেনিক
55
বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ?
ক)  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ)  মোহাম্মদউল্লাহ
গ)  তাজউদ্দিন আহমদ
ঘ)  ক্যাপ্টেন এম মনসুর আলী
56
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসনে জয়লাভ করেছিল
ক)  ১৬০টি
খ)  ১৬৭টি
গ)  ১৬৮টি
ঘ)  ১৬৯টি
57
ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি ?
ক)  হাজার বছর ধরে
খ)  আরেক ফাল্গুন
গ)  দ্বিতীয় মৃত্যুর আগে
ঘ)  রাইফেল রোটি আওরাত
58
শিশু মৃত্যুর হার হ্রাসে সাফল্যের জন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এ্যাওয়ার্ড অর্জন করেছেন ?
ক)  Planet 50-50
খ)  এমডিজি অ্যাওয়ার্ড ২০১০
গ)  জাতিসংঘ শান্তি পুরস্কার
ঘ)  সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি
59
বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত ?
ক)  টঙ্গি
খ)  যশোর
গ)  কোণাবাড়ি
ঘ)  গাজীপুর
60
‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে ?
ক)  আলমগীর কবির
খ)  হুমায়ুন আহমেদ
গ)  তারেক মাসুদ
ঘ)  শেখ নিয়ামত আলী
61
মিলোনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে ?
ক)  ২০১০ সালে
খ)  ২০১৫ সালে
গ)  ২০২০ সালে
ঘ)  ২০২৫ সালে
62
মাদার অব হিউম্যানিটি কাকে বলা হয় ?
ক)  থেরেসা মে
খ)  হিলারি ক্লিনটন
গ)  অংসান সুচি
ঘ)  শেখ হাসিনা
63
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা কে ?
ক)  শামুসর রাহমান
খ)  আলতাফ মাহমুদ
গ)  হাসান হাফিজুর রহমান
ঘ)  আবদুল গাফফার চৌধুরী
64
‘রেহেনা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন -
ক)  জেরেমি চুয়া
খ)  আবদুল্লাহ মোহাম্মদ সাদ
গ)  রাজীব মহাজন
ঘ)  আজমেরী হক বাঁধন
65
বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হবে-
ক)  ২০২৪ সালে
খ)  ২০২৫ সালে
গ)  ২০২৬ সালে
ঘ)  ২০২৭ সালে
66
নিচের কোনটি কোম্পানীর তারল্যশক্তির নির্দেশক ?
ক)  EPS
খ)  DPS
গ)  P/E Ratio
ঘ)  Current ratio
67
কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে ?
ক)  ত্রিপুরা
খ)  মিজোরাম
গ)  মনিপুর
ঘ)  মেঘালয়
68
দিল্লীর কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতারিত করেন?
ক)  আকবর
খ)  জাহাঙ্গীর
গ)  শের শাহ
ঘ)  হুমায়ুন
69
বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?
ক)  সাধারণ পরিষদে
খ)  নিরাপত্তা পরিষদে
গ)  জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে
ঘ)  ইউনেস্কোতে
70
বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন ?
ক)  পারভীন ফাতেমা
খ)  ফিরোজা বেগম
গ)  রওশন জাহান
ঘ)  কানিজ ফাতেমা
71
বাংলাদেশে সংবিধান দিবস কবে পালিত হয়?
ক)  ৪ নভেম্বর
খ)  ১৬ ডিসেম্বর
গ)  ১২ অক্টোবর
ঘ)  ১০ জানুয়ারি
72
বাংলাদেশ ইকোনমিক রিভিউ, ২০১৬ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার (প্রতি হাজার জীবিত জন্মে) -
ক)  ২৫
খ)  ২৭
গ)  ২৯
ঘ)  ৩১
73
মুজিবনগর কোথায় অবস্থিত ?
ক)  সাতক্ষীরায়
খ)  মেহেরপুরে
গ)  চুয়াডাঙ্গায়
ঘ)  নবাবগঞ্জে
74
১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন ?
ক)  স্যার এ.এফ. রহমান
খ)  রমেশচন্দ্র মজুমদার
গ)  সৈয়দ সাজ্জাদ হোসায়েন
ঘ)  বিচারপতি আবু সাঈদ চৌধুরী
75
সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী ?
ক)  শনিবারের চিঠি
খ)  রবিবারের ডাক
গ)  বিজলি
ঘ)  বঙ্গদর্শন
76
রাষ্ট্রপতি কোন অনুচ্ছেদ মতে প্রধানমন্ত্রীর সাথে কোন পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন?
ক)  ৪৯
খ)  ৫০
গ)  ৪৮(৩)
ঘ)  ৪৮(২)
77
মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয় ?
ক)  ২৫ মার্চ, ১৯৭১
খ)  ২৬ মার্চ, ১৯৭১
গ)  ১৪ ডিসেম্বর, ১৯৭১
ঘ)  ১৬ ডিসেম্বর, ১৯৭১
78
বর্তমানে দেশে মোট উপজেলার সংখ্যা কতটি?
ক)  ৪৯০
খ)  ৪৯১
গ)  ৪৯৩
ঘ)  ৪৯৫
79
বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গিয়াছে -
ক)  জামালগঞ্জে
খ)  জকিগঞ্জে
গ)  বিজয়পুরে
ঘ)  রানীগঞ্জে
80
‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
ক)  প্যারীচাঁদ মিত্র
খ)  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ)  রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ)  প্রমথ চৌধুরী
81
প্রাচীন ‘পুন্ড্রনগর’ কোথায় অবস্থিত ?
ক)  ময়নামতি
খ)  বিক্রমপুর
গ)  মহাস্থানগড়
ঘ)  পাহাড়পুর
82
বাংলাদেশের কোন ছবি সম্প্রতি ‘কলকাতা ফিল্ম ফেস্টিভাল’ পুরস্কার লাভ করে ?
ক)  ওরা এগার জন
খ)  গেরিলা
গ)  আবার তোরা মানুষ হ
ঘ)  স্টপ জেনাসাইড
83
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা কে অগ্রণী ভূমিকা পালন করেন ?
ক)  নওয়াব আবদুল লতিফ
খ)  স্যার সৈয়দ আহমেদ
গ)  নওয়াব স্যার সলিমুল্লাহ
ঘ)  খাজা নাজিমুদ্দিন
84
‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম ?
ক)  উন্নত কৃষি যন্ত্রপাতির নাম
খ)  উন্নত জাতের ধানের নাম
গ)  দুটি কৃষি বিষয়ক বেসরকারি সংস্থার নাম
ঘ)  উন্নত জাতের গমের নাম
85
বাংলাদেশ কোন সনে CTBT অনুমোদন করে ?
ক)  ১৯৯৯
খ)  ২০০০
গ)  ২০০১
ঘ)  ২০০২
86
পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রন্থ কত?
ক)  ৬.১৫ কি.মি. ও ১৮.১০ মি
খ)  ৭.২৫ কি.মি. ও ১৮.২০ মি.
গ)  ৭.১৫ কি.মি. ও ২০.১০ মি.
ঘ)  ৬.০৫ কি.মি. ও ১৮.১০ মি.
87
নিম্নোক্ত কোন সালে কৃষিশুমারী অনুষ্ঠিত হয়নি ?
ক)  ১৯৭৭
খ)  ২০০৮
গ)  ২০১৫
ঘ)  ২০১৯
88
বাংলাদেশ কোন সনে বিশ্ব বানিজ্য সংস্থার সদস্য হয় ?
ক)  ১৯৯১
খ)  ১৯৯৪
গ)  ১৯৯২
ঘ)  ১৯৯৫
89
“সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে?
ক)  ২৬ অনুচ্ছেদে
খ)  ২৭ অনুচ্ছেদে
গ)  ২৮ অনুচ্ছেদে
ঘ)  ২৯ অনুচ্ছেদে
90
বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত ?
ক)  দক্ষিণ তালপট্টি
খ)  সেন্টমার্টিন
গ)  নিঝুম দ্বীপ
ঘ)  ভোলা
91
বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ?
ক)  ২টি
খ)  ৬টি
গ)  ৫টি
ঘ)  ৩টি
92
শিশু মৃত্যু হার প্রতি হাজারে -
ক)  ২১ জন
খ)  ২২ জন
গ)  ২৩ জন
ঘ)  ২৪ জন
93
কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
ক)  গারো
খ)  সাঁওতাল
গ)  খাসিয়া
ঘ)  কোনটিই নয়
94
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কতটি তারকা চিহ্ন আছে ?
ক)  ৩টি
খ)  ৪টি
গ)  ৫টি
ঘ)  ৬টি
95
‘বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত’ প্রর্বতন করা হয় কোন সালে ?
ক)  ১৭০০
খ)  ১৭৬২
গ)  ১৯৬৫
ঘ)  ১৭৯৩
96
বিশ্বব্যাংক ও আইএমএফ হলো -
ক)  সমন্বিত গোষ্ঠী
খ)  প্রগতিশীল সংগঠন
গ)  আন্তর্জাতিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী
ঘ)  রাজনৈতিক গোষ্টী
97
বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনগণনা) কবে অনুষ্ঠিত হয় ?
ক)  ১৯৭২ সালে
খ)  ১৯৭৩ সালে
গ)  ১৯৭৪ সালে
ঘ)  ১৯৭৫ সালে
98
বাংলাদেশের কোন জেলায় অর্গানিক চা উৎপাদন হয় ?
ক)  লালমনির হাট
খ)  কুড়িগ্রাম
গ)  দিনাজপুর
ঘ)  পঞ্চগড়
99
বিশ্বে প্রথম ই-ভোটিং চালু হয় কোথায়?
ক)  যুক্তরাষ্ট্র
খ)  মালয়েশিয়া
গ)  জাপান
ঘ)  যুক্তরাজ্য
100
ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?
ক)  ১৯১১ সালে
খ)  ১৯২১ সালে
গ)  ১৯৩১ সালে
ঘ)  ১৯৪১ সালে
101
বাংলাদেশের ইতিহাসে যে ঘটনা আগে ঘটেছিল ?
ক)  যুক্তফ্রন্ট গঠন
খ)  ভাষা আন্দোলন
গ)  আগরতলা ষড়যন্ত্র মামলা
ঘ)  আওয়ামী মুসলীম লীগের প্রতিষ্ঠা
102
নিচের কোনটি কোম্পানীর তারল্যশক্তির নির্দেশক ?
ক)  EPS
খ)  DPS
গ)  P/E Ratio
ঘ)  Current ratio
103
লালবাগের কেল্লা স্থাপন করেন কে ?
ক)  শায়েস্তা খান
খ)  শাহ সুজা
গ)  টিপু সুলতান
ঘ)  ইসলাম খান
104
ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন ?
ক)  আনিসুর হক
খ)  সাঈদ খোকন
গ)  সাদেক হোসেন খোকা
ঘ)  মোহাম্মদ হানিফ
105
বাংলাদেশের সরকার পদ্ধতি -
ক)  এককেন্দ্রিক
খ)  যুক্তরাষ্ট্রীয়
গ)  রাজতন্ত্র
ঘ)  রাষ্ট্রপতি শাসিত
106
নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে ?
ক)  চীন
খ)  পাকিস্তান
গ)  থাইল্যান্ড
ঘ)  মায়ানমার
107
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে ?
ক)  ১৯০৫ সালে
খ)  ১৯১১ সালে
গ)  ১৯৩৫ সালে
ঘ)  ১৯২১ সাল
108
রিও ঘোষণা বা বিশ্ব ধরিত্রী সম্মেলন কত দফা ভিত্তিক?
ক)  ২০
খ)  ২৫
গ)  ২৭
ঘ)  ২৯
109
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কে ছিলেন ?
ক)  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
খ)  ক্যাপ্টেন মনসুর আলী
গ)  জেনারেল ওসমানী
ঘ)  সৈয়দ নজরুল ইসলাম
110
বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে ?
ক)  সিরাজগঞ্জ
খ)  দিনাজপুর
গ)  বরিশাল
ঘ)  ফরিদপুর
111
সম্প্রতি সাফ ফুটবলে এই দেশের সাথে খেলে বাংলাদেশ শিরোপা পায় -
ক)  মালদ্বীপ
খ)  ভারত
গ)  পাকিস্তান
ঘ)  নেপাল
112
কর্কটক্রান্তি রেখা -
ক)  বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে
খ)  বাংলাদেশের দক্ষিণ সীমান্ত দিয়ে গিয়েছে
গ)  বাংলাদেশ হতে অনেক দূর অবস্থিত
ঘ)  বাংলাদেশের উত্তর সীমান্ত দিয়ে গিয়েছে
113
৭ম পঞ্চবার্ষিকীতে কৃষির প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে?
ক)  ২%
খ)  ৩%
গ)  ৪%
ঘ)  ৪.৫%
114
বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ?
ক)  ১৯৫৫ সালে
খ)  ১৯৫৭ সালে
গ)  ১৯৬৭ সালে
ঘ)  ১৯৭২ সালে
115
বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল ?
ক)  জরুরি অবস্থা ঘোষণা
খ)  সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা
গ)  মহিলাদের জন্য সংসদে আসন সংরক্ষণ
ঘ)  ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান
116
বাংলাদেশের প্রথম কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত ?
ক)  কাপ্তায়, রাঙ্গামাটি
খ)  সাভার, ঢাকা
গ)  সীতাকুন্ড , চট্টগ্রাম
ঘ)  বড়পুকুরিয়া, দিনাজপুর
117
মুদ্রা সংকোচনের ফলে অর্থের মূল্য -
ক)  কমে
খ)  বাড়ে
গ)  সমান থাকে
ঘ)  কোনটিই নয়
118
ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?
ক)  টিএসপি
খ)  ইউরিয়া
গ)  পটাশ
ঘ)  এমোনিয়াম সালফেট
119
কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল ‘বাঙ্গালা’ নামে পরিচিত হয়ে ওঠে ?
ক)  মৌয
খ)  গুপ্ত
গ)  পাল
ঘ)  মুসলিম
120
সতীদাহ প্রথা কত সালে রহিত হয় ?
ক)  ১৮১৯
খ)  ১৮২৯
গ)  ১৮৩৯
ঘ)  ১৮৪৯