ভূগোল ও পরিবেশ

ভূগোল ও পরিবেশ ফাইনালঃ ৪৫তম বিসিএস পরীক্ষা

Time: 50
Marks: 95

ID Question
1 কোনটি দ্বীপ রাষ্ট্র নয়?
ক) কোরিয়া
খ) অস্ট্রেলিয়া
গ) ইংল্যান্ড
ঘ) ফিযি
2 মালদ্বীপ কোন সাগরে অবস্থিত?
ক) ভারত মহাসাগর
খ) বঙ্গোপসাগর জাভা সাগর
গ) আরব সসাগর
ঘ) পারস্য উপসাগর
3 ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?
ক) দানিয়উব
খ) রাইন
গ) ভলগা
ঘ) টেমস
4 স্টবাক জলপ্রপাত কোথায় অবস্থিত?
ক) ক্যালিফোর্নিয়া
খ) ভেনিযুয়ালা
গ) সুইজারল্যান্ড
ঘ) ভারত
5 ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি কোন নদী থেকে?
ক) নিল নদ
খ) জাম্বেজি নদী
গ) আমাজন নদী
ঘ) সিন্ধু নদ
6 পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?
ক) Niagara falls
খ) Angel falls
গ) Tugela falls
ঘ) Creck fall
7 ইয়াঈুন কোন নদীর তীরে অবস্থিত?
ক) কিযিল
খ) ইরাবতি
গ) চাং কি ং
ঘ) ইয়াং সিকিয়াং
8 শারম আল শেখ কি?
ক) মিশর এ প্রেসিডেন্ট ভবন
খ) আরব আমেরিকা তে প্রেসিডেন্ট প্রাসাদ
গ) মিসররের অবকাশ কেন্দ্র
ঘ) বভূমধ্য সাগর এর অবস্থিত অবকাশ কেন্দ্র
9 ইউরোপের বৃহওর নগরী কোনটি?
ক) প্যারিস
খ) লন্ডন
গ) অ্যামস্টারডাম
ঘ) হামবুর্গ
10 পৃথিবীর সবচেয়ে প্রচীনতম শহর কোনটি?
ক) জেরিকো
খ) কায়রো
গ) বাগদাদ
ঘ) এথেন্স
11 নিচের কোন দেশ দক্ষিন গোলার্ধে আবস্থিত?
ক) অস্ট্রেলিয়া
খ) ইন্দোনেশিয়া
গ) ইরাক
ঘ) সৌদি আরব
12 কোন দেশটি মেলোনেশিয়া অঞ্চলে অবস্থিত?
ক) কিরিবাতি
খ) নাউরু
গ) সামোয়া
ঘ) ভানুয়াতু
13 মারিয়ানা ট্রেঞ্জ এর গভীরতম অংশ হল-
ক) চ্যালেঞ্জার কিউবিক
খ) চ্যালেঞ্জার ডেনস
গ) চ্যালেঞ্জার ডিপ
ঘ) কোনটিই নয়
14 ‘মিস আর্থ’ প্রতোযোগিতার উদ্দেশ্য কি?
ক) নারী সচেতনতা বৃদ্ধি
খ) সামাজিক সচেতনতা বৃদ্ধি
গ) স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি
ঘ) পরিবেশ সচেতনতা বৃদ্ধি
15 নিচের কোন ভেীগলিক এণাকাটি ‘রামসার সাইট’ হিসেবে স্বীকৃত?
ক) রামসাগর
খ) বগা লেইক
গ) টাঙ্গুয়ার হাওর
ঘ) কাপ্তাই হ্রদ
16 গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা?
ক) নরওয়ে
খ) পোল্যান্ড
গ) নিউজিল্যান্ড
ঘ) নেদারল্যান্ড
17 IUCN-এর কাজ হলো বিশ্বব্যাপী-
ক) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
খ) আর্ন্তজাতিক সন্ত্রাস দমন করা
গ) পানি সম্পদ সংরক্ষণ
ঘ) মানবাধিকার সংরক্ষণ করা
18 প্যারিস চুক্তি হলো-
ক) শান্তি সমঝোতা
খ) জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমঝোতা
গ) অস্ত্র নিয়ন্ত্রণ সমঝোতা
ঘ) পারমাণবিক নিরস্ত্রীকরণ সমঝোতা
19 পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?
ক) আফ্রিকা
খ) এশিয়া
গ) উত্তর আমেরিকা
ঘ) দক্ষিণ আফ্রিকা
20

ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থা জিআইএস (GIS) এর পূর্ণরূপ -

ক) Gobal Information System
খ) Geographical International System
গ) Geographical Information System
ঘ) Geological Information System
21

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম খনি যে দেশে অবস্থিত -

ক) নামিবিয়া
খ) কাজাখস্তান
গ) কানাডা
ঘ) নাইজার
22

হালদা ভ্যালি কোথায় অবস্থিত? 

ক) খাগড়াছড়ি
খ) রাঙ্গামাটি
গ) বান্দারবান
ঘ) সিলেট
23

আমাদের দেশের কোন অঞ্চলে খরার প্রভাবে কৃষিজ ফসলে উৎপাদন কমে যায় ?

ক) উত্তর পূর্বাঞ্চল
খ) দক্ষিণ পশ্চিমাঞ্চল
গ) মধ্য অঞ্চল
ঘ) পূর্বাঞ্চল
24

বাংলাদেশে প্রবেশের পর গঙ্গা নদী, ব্রক্ষপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে -

ক) গোয়ালনন্দ
খ) বাহাদুরাবাদ
গ) ভৈরববাজার
ঘ) নারায়নগঞ্জ
25

ইউনেস্কো সুন্দরবনকে কততম ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করে ?

ক) ৫২১ তম
খ) ৬২২ তম
গ) ৫২২ তম
ঘ) ৭৯৮ তম
26

দিনাজপুর ও শিলংয়ের মধ্যে তাপমাত্রার পার্থক্যের জন্য কোন নিয়ামকটি দায়ী ?

ক) অক্ষাংশ
খ) উচ্চতা
গ) সমুদ্র থেকে দূরত্ব
ঘ) বায়ুপ্রবাহ
27

দারফুর কোথায় অবস্থিত ?

ক) কঙ্গো
খ) নাইজেরিয়া
গ) জিম্বাবুয়ে
ঘ) দক্ষিণ সুদান
28

চলন বিল কোথায় অবস্থিত ?

ক) রাজশাহী জেলায়
খ) রাজশাহী ও নওগাঁ জেলায়
গ) পাবনা ও নাটোর জেলায়
ঘ) নাটোর ও নওগাঁ জেলায়
29

কোনটি ইরানের মরুভূমি ?

ক) রাব আল খালী
খ) দস্ত-ই-লুত
গ) দাহনা
ঘ) নাফুদ
30

বালি দ্বীপ কোন দেশের অর্ন্তভুক্ত ?

ক) ভারত
খ) ইন্দোনেশিয়া
গ) মালয়েশিয়া
ঘ) অস্ট্রেলিয়া
31

বরেন্দ্রভূমির আয়তন কত?  

ক) ৮৩২০ বর্গ কিমি
খ) ৯৩২০ বর্গ কিমি
গ) ৯৩২২ বর্গ কিমি
ঘ) ৯২৩০ বর্গ কিমি
32

দক্ষিণ-পশ্চিমের উপজেলা কোনটি ?

ক) কয়রা
খ) কালিগঞ্জ
গ) শ্যামনগর
ঘ) আশাশুনি
33

অপর্যাপ্ত বৃষ্টিপাত হলে কমে যায়- 

ক) মাটির আর্দ্রতা
খ) বায়ূর আর্দ্রতা
গ) পানির আর্দ্রতা
ঘ) কোনটিই নয়
34

কোন নদীর অপর নাম র্কীতিনাশা ?

ক) পদ্মা
খ) যমুনা
গ) মেঘনা
ঘ) ব্রক্ষপুত্র
35

কোন দ্বীপে স্থাপনা নির্মান নিষিদ্ধ? 

ক) নিঝুম দ্বীপ
খ) ছেড়া দ্বীপ
গ) দক্ষিণ তালপাট্টি দ্বীপ
ঘ) সেন্টমার্টিন দ্বীপ
36

কোন দেশটি স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলে অবস্থিত? 

ক) হলান্ড
খ) আইসল্যান্ড
গ) বেলজিয়াম
ঘ) পোল্যান্ড
37

নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না ?

ক) মালভূমি
খ) প্লাবন সমভূমি
গ) প্রস্তরভূমি
ঘ) দ্বীপ
38

বায়ুমন্ডলীয় এবং গ্রীষ্ম অঞ্চলের সমুদ্রগুলোর মাঝে পর্যায়বৃত্ত পরিবর্তনকে কী বলে? 

ক) লা নিনো
খ) এল নিনো
গ) অয়ন
ঘ) মহাসেন
39

কোন অঞ্চলের নদীর ক্ষয়সাধন বেশি হয় ?

ক) উৎপত্তিস্থলে
খ) উঁচুভূমিতে
গ) পতিতস্থলে
ঘ) পার্বত্য অঞ্চলে
40

বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি ? 

ক) থানচি
খ) শিবগঞ্জ
গ) তেতুলিয়া
ঘ) টেকনাফ
41

মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হলো-

ক) আহ্নিক গতি
খ) আহ্নিক গতি
গ) আহ্নিক গতি
ঘ) উত্তর আয়ন ও দক্ষিণ আয়ন
42

বাংলাদেশের র্দীঘতম নদী কোনটি ?

ক) পদ্মা
খ) মেঘনা
গ) যমুনা
ঘ) সুরমা
43

কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির-

ক) ১৬ শতাংশ
খ) ২০ শতাংশ
গ) ২৫ শতাংশ
ঘ) ৩০ শতাংশ
44

দুযোগ ব্যবস্থাপনার ব্যবস্থাগুলো কোন অঞ্চলে বেশি প্রযোজ্য ?

ক) উপকূলীয় অঞ্চলে
খ) নদী তীরবর্তী অঞ্চলে
গ) নিম্নভূমি অঞ্চলে
ঘ) ঢাকাকেন্দ্রিক অঞ্চলে
45

কোন নিয়ামকটির কারণে কোনো স্থানে সূর্যকিরণ তির্যকভাবে পড়ে ?

ক) উচ্চতা
খ) অক্ষাংশ
গ) পবতের অবস্থান
ঘ) সমুদ্র থেকে দূরত্ব
46

অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি ?

ক) সুন্দরবন
খ) সেন্টমার্টিন
গ) নিঝুম দ্বীপ
ঘ) মহেশখালী
47

কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা -

ক) মারিস্যা ভ্যালি
খ) খাগড়া ভ্যালি
গ) জাবরী ভ্যালি
ঘ) ভেঙ্গী ভ্যালি
48

পুর্নভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী ?

ক) মহানন্দা
খ) ভৈরব
গ) কুমার
ঘ) বরাল
49

বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?

ক) ৪৮০ কিমি
খ) ৪৫৬ কিমি
গ) ৬৪৮ কিমি
ঘ) ৭১৬কিমি
50

মেরু অঞ্চলের বরফ অবমুক্ত হলে পৃথিবীর কত শতাংশ মানুষের দুর্ভোগ বাড়বে ?

ক) ২০
খ) ৪০
গ) ৩০
ঘ) ৫০
51

কোন বায়ুর প্রভাবে বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হয় ?

ক) স্থানীয় বায়ু
খ) মৌসুমী বাযু
গ) চিনুক বায়ু
ঘ) মহাদেশীয় বায়ু
52

কোন অঞ্চলের নদীর ক্ষয়সাধন বেশি হয় ?

ক) সমতল
খ) উঁচুভূমি
গ) মালভূমি
ঘ) পার্বত্য অঞ্চল
53

দিনে প্রচন্ড গরম ও রাতে প্রচন্ড শীত অনুভূত হয় কোথায় ?

ক) বিষুবীয় অঞ্চলে
খ) মেরুরেখায়
গ) মরু এলাকায়
ঘ) উপকূলীয় এলাকায়
54

ব্রক্ষপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে ?

ক) বরাইল
খ) কৈলাস
গ) কাঞ্চনজঙ্গা
ঘ) গডউইন অস্টিন
55

ভূমিকম্প পরবর্তী সময়ে উদ্ধার কাজের জন্য কী কী যন্ত্রপাতি লাগবে তার তালিকা কে তৈরি করে ?

ক) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ
খ) দূর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো
গ) জেলা প্রশাসক
ঘ) প্রধানমন্ত্রীর কার্যালয়
56

বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন কোথায় ?

ক) খুলনা
খ) কক্সবাজার
গ) সাতক্ষীরা
ঘ) নোয়াখালী
57

জার্মানি কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নিমিত সীমানারেখার নাম কী ?

ক) ওডের-নিস লাইন
খ) সিগফ্রিড লাইন
গ) সনোরা লাইন
ঘ) ম্যাকনামারা লাইন
58

ইজিয়ান সাগরের সাথে মর্মর সাগরের সংযোগকারী প্রণালির নাম-

ক) বসফরাস
খ) দার্দানেলিস
গ) বেরিং
ঘ) জিব্রাল্টার
59

নিম্নের কোনটি ফ্রান্সের শাসনধীন দ্বীপ ?

ক) মার্টিনিক
খ) পোর্টেরিকা
গ) ভার্জিন দ্বীপপুঞ্জ
ঘ) মন্টসেরাট
60

বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা আইন কোন সালে প্রণয়ন করা হয়? 

ক) ২০১০ সালে
খ) ২০১১ সালে
গ) ২০১২ সালে
ঘ) ২০১৩ সালে
61

চিরহরিৎ বৃক্ষের বনভূমি নিচের কোন জেলায় দেখা যায় ?

ক) কুমিল্লা
খ) বরিশাল
গ) টাঙ্গাইল
ঘ) বান্দরবান
62

বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ - 

ক) প্রাকৃতিক
খ) অর্থনৈতিক
গ) ভৌগোলিক
ঘ) গঠনগত
63

ধলেশ্বরী নদীর শাখানদী কোনটি ?

ক) শীতলক্ষ্যা
খ) বুড়িগঙ্গা
গ) ধরলা
ঘ) বংশী
64

যেসব অঞ্চলের বায়ুর তাপমাত্রা শীত, গ্রীষ্ম ও দিনরাত্রিতে তেমন পার্থক্য হয় না তাকে কী বলে ?

ক) নাতিশীতোষ্ণ জলবায়ু
খ) সহনশীল জলবায়ু
গ) মৃদুভাবাপন্ন
ঘ) সমভাবাপন্ন
65

পার্বত্য অঞ্চলের নদীর কোন ধরনের ক্ষয় বেশি হয় ?

ক) নিম্নক্ষয়
খ) পার্শ্বক্ষয়
গ) তীর ভাঙন
ঘ) নদীর মোহনায় ক্ষয়
66

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলা (BELA) কত সালে প্রতিষ্ঠিত হয় ?

ক) ১৯৯১ সালে
খ) ১৯৯২ সালে
গ) ১৯৯৩ সালে
ঘ) ১৯৯৪ সালে
67

কোনো স্থানের জলবায়ু বলতে কী বোঝায় ?

ক) কয়েক দিনের আবহাওয়ার গড়
খ) কয়েক সপ্তাহের আবহাওয়ার গড়
গ) কয়েক মাসের আবহাওয়ার গড়
ঘ) কয়েক বছরের আবহাওয়ার গড়
68

বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় হাকালুকি কোণ জেলায় অবস্থিত ? 

ক) হবিগঞ্জ
খ) রাজশাহী
গ) সুনামগঞ্জ
ঘ) মৌলভীবাজার
69

ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই ? 

ক) আসাম
খ) ত্রিপুরা
গ) নাগাল্যান্ড
ঘ) মিজোরাম
70

ককেশাস অঞ্চলটি অবস্থিত -

ক) এশিয়া মহাদেশ
খ) আফ্রিকা মহাদেশে
গ) উত্তর আমেরিকা
ঘ) ইউরোপে
71

বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি ?

ক) লুসাই
খ) গারো
গ) ক্রিওক্রাডাং
ঘ) জয়ন্তিকা
72

জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি?

ক) প্রাকৃতিক পরিবেশ
খ) সামাজিক পরিবেশ
গ) বায়বীয় পরিবেশ
ঘ) সাংস্কৃতিক পরিবেশ
73

বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? 

ক) ১০৩ সেমি
খ) ২০৩ সেমি
গ) ৩০২ সেমি
ঘ) ২২৩ সেমি
74

'পলল পাখা' জাতীয় ভূমিরূপ গড়ে উঠে

ক) নদীর নিম্ন অববাহিকায়
খ) নদীর উৎপত্তিস্থলে
গ) পাহাড়ের পাদদেশে
ঘ) নদী মোহনায়
75

দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশের নাম কী ?

ক) পেরু
খ) গায়ানা
গ) ইকুয়েডর
ঘ) সুরিনাম
76

নিচের কোন ভৌগোলিক এলাকাটি 'রামসার সাইট' হিসেবে স্বীকৃত?

ক) কাপ্তাই হ্রদ
খ) রামসাগর
গ) বগা লেইক
ঘ) টাঙ্গুয়ার হাওড়
77

মহাবিষুব কখন ঘটে ?

ক) ২১ মার্চ
খ) ২১ অক্টোবর
গ) ২১ সেপ্টেম্বর
ঘ) ২১ জানুয়ারি
78

কোনটি রূপান্তরিত শিলা নয়?

ক) নিস
খ) কেওলিন
গ) গ্রাফাইট
ঘ) কোয়াটজাইট
79

পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে ?

ক) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
খ) আটলান্টিক ও ভূমধ্যসাগর
গ) ভারত ও প্রশান্ত মহাসাগর
ঘ) প্রশান্ত ও ভূমধ্যসাগর
80

বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত? 

ক) ২০০ নটিক্যাল মাইল
খ) ১২ নটিক্যাল মাইল
গ) ২৫০ নটিক্যাল মাইল
ঘ) ৭১৬ নটিক্যাল মাইল
81

বিশ্ব পরিবেশ দিবস কোনটি? 

ক) ৫ মে
খ) ১৫ মে
গ) ৫ জুন
ঘ) ১৫ জুন
82

ফ্যারো দ্বীপপুঞ্জ কোন দেশের অধীনে ?

ক) ডেনমার্ক
খ) ইংল্যান্ড
গ) স্কটল্যান্ড
ঘ) নেদারল্যান্ড
83

নিচের কোন দেশ ‘এশিয়ান টাইগার’ নয় ?

ক) হংকং
খ) তাইওয়ান
গ) সিংগাপুর
ঘ) ভারত
84

কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলক ভাবে অধিক ?

ক) শুক্র
খ) পৃথিবী
গ) মঙ্গল
ঘ) বুধ
85

সৌরজগতের কোন্ গ্রহটি নিজের অক্ষে সবচেয়ে দ্রুত আবর্তন করে ?

ক) শুক্র
খ) শনি
গ) বুধ
ঘ) বৃহস্পতি
86

কোন্ গ্রহটি ‘ জলগ্রহ ‘ নামে পরিচিত ?

ক) মঙ্গল
খ) পৃথিবী
গ) বুধ
ঘ) শুক্র
87

উষ্ণস্রোত ও শীতল স্রোতের মিলনে-

ক) কুয়াশা ও ঝড় হয়
খ) পানি ঠাণ্ডা হয়
গ) উপরের কোনটিই নয়
ঘ) ক ও খ উভয়ই
88

অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে অবস্থান করে--

ক) একই সরলরেখায়
খ) সমকোণে
গ) আড়াআড়ি ভাবে
ঘ) কোনটিই নয়
89

কোনটি বায়ুর উপাদান নহে?

ক) নাইট্রোজেন
খ) হাইড্রোজেন
গ) কার্বন
ঘ) ফসফরাস
90

পৃথিবীর বহিরাবরণকে কি বলে?

ক) শিলা
খ) ভূ-ত্বক
গ) কেন্দ্রমণ্ডল
ঘ) গুরুমণ্ডল
91

কোনটি সুপ্ত আগ্নেগিরি?

ক) লিপারি
খ) স্ট্রম্বলি
গ) ফুজিয়ামা
ঘ) এটনা
92

নিন্মের কোনটি পাললিক শিলা?

ক) মার্বেল
খ) কয়লা
গ) গ্রানাইট
ঘ) নিস
93

ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়?

ক) সাম্প্রতিককালে
খ) কোয়াটারনারী যুগে
গ) প্লাইস্টোসিন যুগে
ঘ) টারশিয়ী যুগে
94

নিম্নের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?

ক) নাইট্রাস অক্সাইড
খ) কার্বন ডাই-অক্সাইড
গ) অক্সিজেন
ঘ) মিথেন
95

সাগর গর্ভে নির্গত লাভা স্তূপীকৃত হয়ে সৃষ্টি হয়েছে

ক) হাওয়াই দ্বীপপুঞ্জ
খ) ফিজি দ্বীপ
গ) সেন্টমার্টিন
ঘ) জাভা