দৈনন্দিন বিজ্ঞান

দৈনন্দিন বিজ্ঞান ফাইনালঃ ৪৫তম বিসিএস

Time: 50 Minutes
Marks: 100

ID Question
1

সোনার রাসায়নিক প্রতীক হলো-

ক)  Au
খ) Cu
গ) Na
ঘ) Gd
2

রক্তে হিমোগ্লোবিনের কাজ কি ?

ক) অক্সিজেন পরিবহন করা
খ) রোগ প্রতিরোধ করা
গ) রক্ত জমাট বাঁধতে সাহায্য করে
ঘ) উল্লেখিত সবকয়টিই
3

প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে -

ক) বায়োলজি
খ) জুওলজি
গ) জেনেটিক্স
ঘ) ইভোলিওশন
4

ক্যান্সার রোগের কারণ কি ?

ক) কোষের অস্বাভাবিক মৃত্যু
খ) কোষের অস্বাভাবিক বৃদ্ধি
গ) কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
ঘ) উপরের সবগুলি
5

নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয় ?

ক) ফিশন
খ) মেসন
গ) ফিউশন
ঘ) ফিউশন ও মেসন
6

কোনটি পরদার্থের অবস্থা নয়- 

ক) Plasma
খ) Solid
গ) Gas
ঘ) Energy
7

উপকূলে কোন একটি স্থানে পর পর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো -

ক) প্রায় ১২ ঘন্টা
খ) প্রায় ২৪ ঘন্টা
গ) প্রায় ৬ ঘন্টা
ঘ) চাঁদের তিথি অনুসারে ভিন্ন
8

মাছ অক্সিজেন নেয় -

ক) মাঝে মাঝে পানির উপর নাক তুলে
খ) পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
গ) পটকার মধ্যে জমানো বাতাস হতে
ঘ) পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে
9

ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে ?

ক) অগ্ন্যাশয় হতে
খ) প্যানক্রিয়াস হতে
গ) লিভার হতে
ঘ) পিটুইটারী গ্লান্ড হতে
10

কোনটি পানিতে দ্রবীভূত হয় না ?

ক) গ্লিসারিন
খ) ফিটকিরি
গ) সোডিয়াম ক্লোরাইড
ঘ) ক্যালসিয়াম কার্বনেট
11

কোন রং বেশি দুর থেকে দেখা যায় ?

ক) সাদা
খ) কালো
গ) হলুদ
ঘ) লাল
12

প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি ?

ক) পিতল
খ) হীরা
গ) ইস্পাত
ঘ) গ্রানাইট
13

গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহার করা হয় ?

ক) নাইট্রিক
খ) সালফিউরিক
গ) হাইড্রোক্লোরিক
ঘ) পারক্লোরিক
14

পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন ?

ক) বায়ুর চাপ বেশি থাকার কারণে
খ) পাহাড়ের উপর বাতাস কম থাকার কারণে
গ) বায়ুর চাপ কম থাকার কারনে
ঘ) পাহাড়ের উপর তাপমাত্রা বেশি থাকার কারণে
15

ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে -

ক) ফুলে ফুলে সংস্পর্শে
খ) বাতাসের সাথে পরাগ ঝড়ে পড়ে
গ) কীট পতঙ্গের সাহায্যে
ঘ) পাতা দ্বারা স্থান্তরিত হয়ে
16

পিতলের উপাদান হলো -

ক) তামা ও টিন
খ) তামা ও নিকেল
গ) তামা ও সিসা
ঘ) তামা ও দস্তা
17

অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে ?

ক) প্রতিসরণ
খ) বিচ্ছুরণ
গ) অপবর্তন
ঘ) অভ্যন্তরীণ প্রতিফলন
18

সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় -

ক) সবুজ আলোতে
খ) নীল আলোতে
গ) লাল আলোতে
ঘ) বেগুনি আলোতে
19

পোলিও টিকা আবিষ্কারক জোনস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান শহরটার নাম

ক) La Martini
খ) La Zola
গ) San Antonio
ঘ) San Hose
20

ডায়বেটিস রোগ সর্ম্পকে যে তথ্যটি সঠিক নয় তা হল -

ক) এ রোগে মানবদেহের কিডনি নষ্ট করে
খ) চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
গ) ইনসুলিনের অভাবে এ রোগ হয়
ঘ) এ রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
21

প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় -

ক) ইথেন
খ) অ্যামোনিয়া
গ) মিথেন
ঘ) বিউটেন
22

দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে -

ক) কার্বন ডাই অক্সাইড
খ) কার্বন মনো অক্সাইড
গ) নাইট্রিক অক্সাইড
ঘ) সালফার ডাই অক্সাইড
23

ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো-

ক) আলফা রেস - Alpha rays
খ) বিটা রেস- Beta rays
গ) গামা রেস- Gama rays
ঘ) এক্স রেস- X-rays
24

মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত ?

ক) ১৫ ইঞ্চি প্রায়
খ) ১৭ ইঞ্চি প্রায়
গ) ১৮ ইঞ্চি প্রায়
ঘ) ১৯ ইঞ্চি প্রায়
25

মানবদেহে সাধারণভাবে ক্রোমোসোম থাকে -

ক) ২৫ জোড়া
খ) ২৪ জোড়া
গ) ২৩ জোড়া
ঘ) ২০ জোড়া
26

প্রবল জোয়ারের কারণ, যখন -

ক) সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে
খ) চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে
গ) পৃথিবীর সূর্যের সবচেয়ে কাছে থাকে
ঘ) সূয, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
27

জন্ডিস আক্রান্ত হয় -

ক) যকৃত
খ) কিডনী
গ) পাকস্থলী
ঘ) হৃৎপিন্ড
28

যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে ?

ক) দর্পণ
খ) লেন্স
গ) প্রিজম
ঘ) বিম্ব
29

মাইটোকন্ড্রিয়ার কত ভাগ প্রোটিন ?

ক) ৭০%
খ) ৭২%
গ) ৭৩%
ঘ) ৮০%
30

উচ্চ পবর্তের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে; কারণ উচ্চ চূড়ায় -

ক) অক্সিজেন কম
খ) ঠান্ডা বেশি
গ) বায়ুর চাপ বেশি
ঘ) বায়ুর চাপ কম
31

আকাশে রংধনুর সৃষ্টির কারণ-

ক) ধূলিকণা
খ) বায়ুস্তর
গ) বৃষ্টির কণা
ঘ) অতিবেগুনি রশ্মি
32

ইউরিয়া সার থেকে উদ্ভিদ কী খাদ্য উপাদান গ্রহণ করে ?

ক) ফসফরাস
খ) নাইট্রোজেন
গ) পটাসিয়াম
ঘ) সালফার
33

কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে ?

ক) ১ সেকেন্ড
খ) ০.১ সেকেন্ড
গ) ০.০১ সেকেন্ড
ঘ) ০.০০১ সেকেন্ড
34

জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?

ক) কৃত্রিম সার প্রয়োগ
খ) পানি সেচ
গ) মাটিতে নাইট্রোজেন ধরে রাখা
ঘ) প্রাকৃতিক গ্যাস প্রয়োগ
35

চা পাতায় কোন ভিটামিন থাকে ?

ক) ভিটামিন-ই
খ) ভিটামিন-কে
গ) ভিটামিন-বি কমপ্লেক্স
ঘ) ভিটামিন-এ
36

পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি ?

ক) লোহা
খ) সিলিকন
গ) পারদ
ঘ) তামা
37

ডিমে কোন ভিটামিন নেই?

ক) ভিটামিন-এ
খ) ভিটামিন-্বি
গ) ভিটামিন-সি
ঘ) ভিটামিন-ডি
38

গাছের খাদ্য তালিকায় আছে -

ক) N,P,K,S & Zn
খ) Na,P,K,S ও Zn
গ) N,B,K,S ও AI
ঘ) N,P,K,S ও AI
39

একটি বাল্বে 60W-220V লেখা আছে। বাল্বটি রোধ কত ওহম (Ohm) ?

ক) 16.36
খ) 160
গ) 280
ঘ) 806.67
40

শুষ্ক বরফ বলা হয় -

ক) হিমায়িত অক্সিজেনকে
খ) হিমায়িত কার্বন মনোক্সাইডকে
গ) ক্যালসিয়াম অক্সাইডকে
ঘ) হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে
41

সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে -

ক) আলফা রশ্মি
খ) বিটা রশ্মি
গ) গামা রশ্মি
ঘ) রঞ্জন রশ্মি
42

এপিকালচার বলতে বুঝায় -

ক) রেশম চাষ
খ) মৎস্য চাষ
গ) মৌমাছি চাষ
ঘ) পাখি পালন বিদ্যা
43

জারণ বিক্রিয়ায় ঘটে -

ক) ইলেকট্রন বর্জন
খ) ইলেকট্রন গ্রহণ
গ) ইলেকট্রন আদান-প্রদান
ঘ) তড়িৎ ধনাত্মক মৌলের বা মূলকের অপসারণ
44

আকাশ নীল দেখায় কোন ?

ক) নীল সমুদ্রের প্রতিফলনের ফলে
খ) নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে
গ) নীল আলোর প্রতিফলন বেশি বলে
ঘ) নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি
45

নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় -

ক) ধমনীর ভিতর দিয়ে
খ) শিরার ভিতর দিয়ে
গ) স্নায়ুর ভিতর দিয়ে
ঘ) ল্যাকটিয়ালের ভিতর দিয়ে
46

পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ -

ক) ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয়
খ) সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
গ) পালের দড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
ঘ) পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়
47

বায়ুমন্ডলে শতকরা কতভাগ আরগন বিদ্যমান ?

ক) ৭৮.০
খ) ০.৮
গ) ০.৪১
ঘ) ০.৩
48

বিদ্যুৎবাহী তারে পাখী বসলে সাধারণত বিদ্যুৎস্পৃষ্ট হয় না, কারণ -

ক) পাখীর গায়ে বিদ্যুৎরোধী আবরণ থাকে
খ) পাখীর দেহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না
গ) বিদ্যুৎস্পষ্ট হলেও পাখী মরে না
ঘ) মাটির সঙ্গে সংযোগ হয় না
49

বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয় ?

ক) টাইক্লোরো ট্রাইফ্লুরো ইথেন
খ) টেট্রাফ্লুরো ইথেন
গ) ডাইক্লোরো ডাইফ্লুরো ইথেন
ঘ) আর্গন
50

বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি ?

ক) খনির ভিতরে
খ) পাহাড়ে ভিতরে
গ) মেরু অঞ্চলে
ঘ) বিষুব অঞ্চলে
51

বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির -

ক) ঘনত্ব কম
খ) ঘনত্ব বেশি
গ) তাপমাত্রা বেশি
ঘ) দ্রবণীয়তা বেশি
52

‘স্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে- এটি কি ?

ক) হৃদপিন্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া
খ) মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহের বাধা
গ) হৃদপিন্ডের অংশ বিশেষের অসাড়তা
ঘ) ফুসফুস হঠাৎ বিকল হয়ে যাওয়া
53

নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে ?

ক) ট্রিপসিন
খ) লাইপেজ
গ) টয়ালিন
ঘ) অ্যামাইলেজ
54

সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় ?

ক) উত্তল
খ) অবতল
গ) জুম
ঘ) সিলিনড্রিক্যাল
55

সর্বাপেক্ষা হালকা গ্যাস -

ক) অক্সিজেন
খ) হাইড্রোজেন
গ) র‌্যাডান
ঘ) নাইট্রোজেন
56

অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি ?

ক) পেনিসিলিন
খ) ইনসুলিন
গ) ফলিক এসিড
ঘ) অ্যামাইনো এসিড
57

আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয় ?

ক) দূরত্ব
খ) সময়
গ) ভর
ঘ) ওজন
58

অ্যালটিমিটার (Altimeter) কি ?

ক) তাপ পরিমাপক যন্ত্র
খ) উষ্ণতা পরিমাপক যন্ত্র
গ) গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র
ঘ) উচ্চতা পরিমাপক যন্ত্র
59

কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়?

ক) ঘনীভবন
খ) বাষ্পীভবন
গ) গলনাঙ্ক
ঘ) ফুটনাঙ্ক
60

কোন খাদ্যে প্রোটিন বেশি ?

ক) ভাত
খ) গরুর মাংস
গ) মসুর ডাল
ঘ) ময়দা
61

বিলিরুবিন তৈরি হয় -

ক) পিত্তথলিতে
খ) কিডনিতে
গ) প্লীহায়
ঘ) যকৃতে
62

ভাইরাসজনিত রোগ নয় কোনটি ?

ক) জন্ডিস
খ) এইডস
গ) নিওমোনিয়া
ঘ) চোখ ওঠা
63

কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম ?

ক) শূন্যতায়
খ) কঠিন পদার্থ
গ) তরল পদার্থ
ঘ) বায়বীয় পদার্থ
64

রান্না করার হাড়ি-পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ -

ক) এটি হাল্কা ও দামে দস্তা
খ) এটি সব দেশেই পাওয়া যায়
গ) এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
ঘ) এটি সহজে ভেঙে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে
65

বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে ?

ক) ট্রপোমন্ডল
খ) স্ট্রাটোমন্ডল
গ) মেসোমন্ডল
ঘ) তাপমন্ডল
66

ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সংগে এর মিল আছে ?

ক) বাষ্পীয় ইঞ্জিন
খ) অন্তর্দহন ইঞ্জিন
গ) স্টারলিং ইঞ্জিন
ঘ) রকেট ইঞ্জিন
67

মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র -

ক) স্ফিগমোম্যানোমিটার
খ) স্টেথস্কোপ
গ) কার্ডিওগ্রাফ
ঘ) ইকো-কার্ডিওগ্রাফ
68

কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?

ক) শূন্যতায়
খ) লোহা
গ) পানি
ঘ) বাতাস
69

পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ -

ক) পেট্রোলের সাথে পানি মিশে যায়
খ) পেট্রোল পানির সাথে মিশে না
গ) পেট্রোল পানির চেয়ে হাল্কা
ঘ) খ ও গ উভয়ই ঠিক
70

কোন রক্ত গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলে?

ক) A রক্তগ্রুপকে
খ) B রক্তগ্রুপকে
গ) AB রক্তগ্রুপকে
ঘ) O রক্তগ্রুপকে
71

ওজোনস্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস ?

ক) ক্লোরো ফ্লোরো কার্বন
খ) কার্বন মনোক্সাইড
গ) কার্বন ডাই অক্সাইড
ঘ) মিথেন
72

ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে ?

ক) সৌর বছর
খ) কসমিক ইয়ার
গ) আলোক বর্ষ
ঘ) পলিসার
73

গ্রাফিন (Graphene) কার বহুরূপী ?

ক) কার্বন
খ) কার্বন ও অক্সিজেন
গ) কার্বন ও হাইড্রোজেন
ঘ) কার্বন ও নাইট্রোজেন
74

সবুজ গ্রহ কাকে বলা হয়?

ক) ইউরেনাসকে
খ) নেপচুনকে
গ) বুধকে
ঘ) শুক্রকে
75

অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলে ?

ক) চুন
খ) সেভিং সোপ
গ) ফিটকিরি
ঘ) কস্টিক সোডা
76 কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি ?
ক) পুকুরের পানিতে
খ) লেকের পানিতে
গ) নদীর পানিতে
ঘ) সাগরের পানিতে
77

ডি.এন.এ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে ?

ক) স্যাংগার ও পলিং
খ) লুই পাস্তুর ও ওয়াটসন
গ) ওয়াটসন ও ক্রিক
ঘ) পলিং ও ক্রিক
78

মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে ?

ক) হৃদযন্ত্রে
খ) বৃক্কে
গ) ফুসফুসে
ঘ) প্লিহাতে
79

সুষম খাদ্যের উপাদান কয়টি ?

ক) ৪ টি
খ) ৫ টি
গ) ৬ টি
ঘ) ৮ টি
80

জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে -

ক) নিউক্লিয়াস
খ) নিউক্লিওলাস
গ) ক্রোমোসোম
ঘ) নিউক্লিওপ্লাজম
81

নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের-

ক) ফুসফুস
খ) যকৃত
গ) কিডনি
ঘ) প্লীহা
82 অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে -
ক) অফসেট মুদ্রণ পদ্ধতিতে
খ) পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
গ) ডিজিট্যাল ইমেজিং পদ্ধতিতে
ঘ) স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
83

পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে ?

ক) নিউট্রন ও প্রোটন
খ) ইলেকট্রন ও প্রোটন
গ) নিউট্রন ও পজিট্রন
ঘ) ইলেকট্রন ও পজিট্রন
84

রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় -

ক) রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ
খ) রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন
গ) কোয়াসার প্রকৃতি মহাজাগতিক উৎস থেকে সংকেত অনুধাবন
ঘ) উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমন্ডলের অবলোকন
85

কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ?

ক) ভিটামিন-সি
খ) ভিটামিন বি
গ) ভিটামিন বি-২
ঘ) ভিটামিন কে
86

কোন পদার্থটি চৌম্বক পদাথ নয় ?

ক) কাঁচা লৌহ
খ) ইস্পাত
গ) অ্যালুমিনিয়াম
ঘ) কোবাল্ট
87

লোক ভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ -

ক) শূন্য ঘর নীরব থাকে
খ) লোক ভর্তি ঘরে মানুষের শোরগোল হয়
গ) শূন্য লোকভতি ঘরে মানুষ দ্বারা শব্দ শোষিত হয়
ঘ) শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়
88

কোনটি মৌলিক পদার্থ ?

ক) লোহা
খ) ব্রোঞ্জ
গ) পানি
ঘ) ইস্পাত
89

মৌলিক পদাথের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ার অংশগ্রহণ করে, তাকে বলে -

ক) পরমাণু
খ) ইলেকট্রন
গ) অণু
ঘ) প্রোটন
90

কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয় ?

ক) দস্তা
খ) সালফার
গ) নাইট্রোজেন
ঘ) পটাশিয়াম
91

কোনটি পানিতে দ্রবীভূত হয় না ?

ক) গ্লিসারিন
খ) ফিটকিরি
গ) সোডিয়াম ক্লোরাইড
ঘ) ক্যালসিয়াম কার্বনেট
92 প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ -
ক) রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজ লাগে
খ) বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
গ) উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
ঘ) সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
93

উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে ?

ক) নাইট্রোজেনের
খ) ফসফরাসের
গ) ইউরিয়ার
ঘ) পটাসিয়ামের
94

সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত ?

ক) ৭.৬ সে.মি.
খ) ৭৬ সে.মি
গ) ৭২ সে.মি.
ঘ) ৭৭ সে.মি.
95

প্রাকৃতিক গ্যাসে মিথেন কত ভাগ থাকে ?

ক) ৪০-৫০ ভাগ
খ) ৮০-৭০ ভাগ
গ) ৮০-৯০ ভাগ
ঘ) ৩০-২৫ ভাগ
96

পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না -

ক) মহাকর্ষ বলের জন্য
খ) মাধ্যাকর্ষণ বলের জন্য
গ) আমরা স্থির থাকার জন্য
ঘ) পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনের
97

Natural protein- এর কোড নাম -

ক) protein- P53
খ) Protein-P51
গ) Protein-P49
ঘ) Protein-P54
98

নিচের কোনটি ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণের উদাহরণ নয়-

ক) X-rays
খ) Gamma rays
গ) Sound waves
ঘ) Radio waves
99

 নিচের কোনটি শক্তি সঞ্চয়কারী?

ক) ATP
খ) ADP
গ) DNA
ঘ) RNA
100

কার্বন সবচেয়ে বেশী আছে কোন কয়লায়?

ক) লিগনাইট
খ) বিটুমিনাস
গ) অ্যানথ্রাসাইট
ঘ) পিট