1
|
কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয়-
ক) প্রিন্টার
খ) মাউস
গ) মডেম
ঘ) প্লটার
|
2
|
Which of the following is not an RDBMS?
ক) dBASE
খ) Fox Pro
গ) ORACLE
ঘ) Lotus 1-2-3
|
3
|
OR, WiFi বলতে কী বুঝায়?
ক) Wireless Fidelity
খ) Worldwide interconnection through Fibre optic
গ) Worldwide Inter network for Faster Internet
ঘ) World Internet Frequency Initiative
|
4
|
SWIFT stands for -
ক) South West Industrial and Financial Trade
খ) Society for Worldwide International Financail Trade
গ) Society for Worldwide Inter-bank Financial Telegram
ঘ) Society for Worldwide Inter-bank Financial Telecommunication
|
5
|
কাজের গতি বাড়ানোর জন্য কি ব্যবহৃত হয়?
ক) Core Storage
খ) Main Storage
গ) Cache Memory
ঘ) Ram Chip
|
6
|
Plotter কোন ধরনের ডিভাইস ?
ক) ইনপুট
খ) আউটপুট
গ) মেমরি
ঘ) উপরের কোনোটিই নয়
|
7
|
ওয়েব পেজ ব্যবহার করার সময় নিচের কোন সফটওয়্যারটি ব্যবহৃত হয়?
ক) MS Word
খ) Acrobat
গ) Mozilla firefox
ঘ) Power Point
|
8
|
DOS এবং Windows এর Operating System এর মূল পার্থক্য কি?
ক) Windows আকারে অনেক বড়
খ) Windows multi tasking environment
গ) Windows graphical user interface ব্যবহার করে
ঘ) Windows দ্রুত কাজ করে
|
9
|
Data access time depends on -
ক) Seek time
খ) Rotational delay
গ) Operating frequency
ঘ) All of them
|
10
|
‘ মডেম ‘ এর মধ্যে থাকে-
ক) একটি মডুলেটর
খ) একটি এনকোডার
গ) একটি কোডেক
ঘ) একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
|
11
|
…… ছাড়া কম্পিউটার কাজ করতে পারে না।
ক) Hard Disk
খ) Floppy Disk
গ) Operating System
ঘ) Mous
|
12
|
কোন অক্ষরটি হেক্সাডেসিমাল গণনা পদ্ধতির একটি মান নির্দেশ করে?
ক) F
খ) G
গ) H
ঘ) K
|
13
|
নিচের কোনটি ডাটাবেজ language?
ক) Oracle
খ) C
গ) MS word
ঘ) কোনটিই নয়
|
14
|
What does DOCSIS stand for?
ক) Data Over Cable Service Interface Specification
খ) Data Over able Security Internet Std
গ) Data Over Cable Secure International Stds
ঘ) Data Over Cable Service Internet Standard
|
15
|
কোন অপারেটিং সিস্টেমে সর্বপ্রথম Start button ব্যবহার করা হয়?
ক) Windows 95
খ) Windows 98
গ) Windows 7
ঘ) None of these
|
16
|
একটি বিশ্ববিদ্যালয়ে শতাধিক কম্পিউটার আছে এবং পরস্পর সংযুক্ত এ সকল কম্পিউটার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে। এটি কি ধরনে
ক) WAN
খ) MAn
গ) LAN
ঘ) CAN
|
17
|
Which one is not a picture file extension?
ক) .gps
খ) .gif
গ) .jpeg
ঘ) .bmp
|
18
|
সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয়-
ক) পিসি
খ) অর্ডার
গ) ওয়ার্ক স্টেশন
ঘ) হোস্ট
|
19
|
মোবাইল ফোনে প্রথম স্যাটেলাইট টিভি সার্ভিস চালু করে-
ক) জাপান
খ) যুক্তরাষ্ট্র
গ) দক্ষিণ কোরিয়া
ঘ) চীন
|
20
|
C/C++ program starts executing from
ক) here ()
খ) main ()
গ) start ()
ঘ) begin ()
|
21
|
কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয়-
ক) স্মৃতি অংশ
খ) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
গ) শক্ত ধাতব অংশ
ঘ) কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
|
22
|
Which of the following memories must be refresh many times per second?
ক) Static RAM (SRM)
খ) Dynamic RAM (DRM)
গ) EPROM
ঘ) ROM
|
23
|
পিকচার ইলিমেন্টের সংক্ষিপ্ত রূপ-
ক) পিকমেন্ট
খ) আ্ইকন
গ) পিক্সেল
ঘ) কার্সর
|
24
|
In Y2K, K Stands for what?
ক) Computer
খ) Thousand
গ) Century
ঘ) Million
|
25
|
গুগল উদ্ভাবিত সামাজিক নেটওয়ার্কিং সাইট-
ক) Facebook
খ) Twitter
গ) Google Book
ঘ) Google Plus
|
26
|
What does LED Stand for?
ক) Large & Extended Display
খ) Light Emitting Diode
গ) Light Enable Dot
ঘ) Large Electric Display
|
27
|
নিচের কোনটি ডট মেট্রিক্স প্রিন্টারের গতি পরিমাপক?
ক) ppm
খ) dpi
গ) cps
ঘ) ipm
|
28
|
The extension of a file ' pdf ' stands for-
ক) Portable Document File
খ) Public Document File
গ) Public Distribution File
ঘ) Public Distribution Folder
|
29
|
কম্পিউটার -এর RAM হচ্ছে -
ক) Read Access Model
খ) Random Access Memory
গ) Random Actress Model
ঘ) Rapid Action Memory
|
30
|
Serial port connector- এ Pin সংখ্যা কতটি?
ক) 9
খ) 16
গ) 18
ঘ) 24
|
31
|
1994 কোন প্রতিষ্ঠান যাত্রা শুরু করে?
ক) Yahoo
খ) Hotmail
গ) Google
ঘ) Alta Vista
|
32
|
Which file extension indicates only graphics files?
ক) .TXT
খ) .GIF
গ) .STK
ঘ) .DOC
|
33
|
নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে কি বলে?
ক) ডিভাইস
খ) কানেকটিভিটি
গ) সার্ভার
ঘ) টপোলজি
|
34
|
নিচের কোনটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নয়?
ক) DOS
খ) Linux
গ) UNIX
ঘ) None of these
|
35
|
Which one of the following devices is the most common output device?
ক) Keyboard
খ) Monitor
গ) Scanner
ঘ) Printer
|
36
|
নিচের কোনটি ডেটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয়?
ক) Power Supply
খ) Processor
গ) Read Only Memory (ROM)
ঘ) Pen Drive
|
37
|
The octal equivalent of 111010 is -
ক) 81
খ) 72
গ) 71
ঘ) 74
|
38
|
নিচের কোনটি ইউটিলিটি সফটওয়্যার?
ক) উইন্ডোজ
খ) ওরাকল
গ) এন্টি ভাইরাস
ঘ) মাইক্রোসফট ওয়ার্ড
|
39
|
Which of the following is used to transfer files
ক) HTTP
খ) HTML
গ) FTP
ঘ) None of these
|
40
|
কোনটি অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়?
ক) C#
খ) C
গ) Java
ঘ) C++
|
41
|
সবচেয়ে বেশি ব্যবহৃত HTTP নিচের কোনটি?
ক) PRE and POST
খ) GET and SET
গ) GET and POST
ঘ) ASK and REPLY
|
42
|
The ……… program compresser large files into a smaller file.
ক) WinZip
খ) WinShrink
গ) WinStyle
ঘ) None of the above
|
43
|
OR, নিচের কোনটি Operating System নয়?
ক) Windows 98
খ) BSD Unix
গ) Linux
ঘ) Microsoft Office XP
|
44
|
MPEG extension refers to -
ক) System file
খ) MS Office document
গ) Video file
ঘ) Image file
|
45
|
হেক্সাডেসিমেল নম্বর গঠনের সংমিশ্রণ হলো-
ক) বাইনারি ও ডেসিমাল নম্বর
খ) অক্ষর ও ডেসিমাল ডিজিট
গ) বাইনারি ও অক্টাল নম্বর
ঘ) অক্টাল ও ডেসিমাল নম্বর
|
46
|
ই-কমার্স কি?
ক) ই-মেইলের মাধ্যমে ব্যবসা
খ) টেলিফোনের মাধ্যমে ব্যবসা
গ) টেলেক্সের মাধ্যমে ব্যবসা
ঘ) বিদেশে বসে ব্যবসা
|
47
|
কম্পিউটার সফটওয়্যার বলতে কি বোঝানো হয়?
ক) প্রোগ্রাম
খ) মডেম
গ) কী-বোর্ড
ঘ) র্যাম
|
48
|
নিচের কোনটি একটি এন্টি ভাইরাস সফটওয়্যার?
ক) ফুজিতসু
খ) উইন-প্রো
গ) সিমেন্টেক
ঘ) এজাক্স
|
49
|
নিচের কোনটি আপনি সম্ভবত ব্যবহার করেন যখন আপনি উইন্ডোজ এবং আইকন দেখেন?
ক) Menu-Driven interface
খ) Graphical User Interface
গ) Command Driven Interface
ঘ) Character User Interface
|
50
|
মাউসের চাকার সাহায্যে কোন কাজটি খুব সহজে করা যায়?
ক) Scroll through documents
খ) select obeject
গ) open decument
ঘ) change volume
|
51
|
এক্সেলের কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে বলে-
ক) রো কলাম
খ) স্প্রেডশিট
গ) সেল
ঘ) B এবং C উভয়ই
|
52
|
একসিস ডাটাবেজ ফাইলের বর্ধিত নাম হলো-
ক) .dbs
খ) .dbml
গ) .mdb
ঘ) .dbf
|
53
|
২৩ এর বাইনারি সংখ্যা কোনটি ?
ক) 1011
খ) 10111
গ) 10011
ঘ) None
|
54
|
A compiler means-
ক) A person who compiles source programs
খ) The same thing as a Programmer
গ) Keypunch operator
ঘ) None
|
55
|
কম্পিউটার মনিটরের ক্ষেত্রে নিচের কোন শব্দটি ছবির সূক্ষ্মতা নির্দেশ করে?
ক) Resolution
খ) Refresh rate
গ) Dot pitch
ঘ) None of these
|
56
|
VSAT বলতে কি বুঝায়?
ক) Very Swift Automatic Terminal
খ) Very Standard Automobile Test
গ) Very Small Aperture Terminal
ঘ) Very Static Aligned Terminal
|
57
|
ইন্টারনেট কবে চালু হয়
ক) 1981 সালে
খ) 1970 সালে
গ) 1960 সালে
ঘ) 1969 সালে
|
58
|
নিউমেরিক কী-প্যাড কোথায় থাকে?
ক) কী বোর্ডের মাঝের দিকে
খ) কী বোর্ডের পিছনের দিকে
গ) কী বোর্ডের বাম দিকে
ঘ) কী বোর্ডের ডান দিকে
|
59
|
Unix কী ?
ক) Structured Query Language
খ) Operating system
গ) Programming Language
ঘ) Database Software
|
60
|
একই সময়ে একাধিক প্রোগ্রাম সচল রাখার ক্ষমতাকে বলে-
ক) Integrated
খ) Networking
গ) Multitasking
ঘ) GUI
|
61
|
নিচের কোনটি একটি ভিডিও ফাইল ফরমেটের এক্সটেনশন?
ক) .jpg
খ) .exe
গ) .avi
ঘ) .bmp
|
62
|
কম্পিউটারের প্রসেসিং স্পিড কোন কোন উপাদানের উপর নির্ভরশীল?
ক) RAM
খ) Bus width
গ) Cache Memory
ঘ) All of these
|
63
|
নিম্নলিখিত কোনটি একটি সামাজিক যোগাযোগের মাধ্যমে?
ক) CNN
খ) Twitter
গ) BBC
ঘ) BSS
|
64
|
ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটকল কোনটি?
ক) POP3
খ) POP9
গ) HTML
ঘ) SMTP
|
65
|
প্রোগ্রামের ডিবাগিং কী?
ক) ভাইরাস
খ) প্রবাহ চিত্র
গ) অপারেটিং সিস্টেম
ঘ) ত্রুটি সংশোধন
|
66
|
MICR Stands for -
ক) Magnetic Ink Character Reader
খ) Magnetic Ink Code Reader
গ) Magnetic Ink Cases Reader
ঘ) Mechanic Ink Codes Reader
|
67
|
World Wide Web এ প্রবেশ করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?
ক) Finder
খ) Searcher
গ) Pointer
ঘ) Browser
|
68
|
Defragment করলে কম্পিউটারের নিম্নের কোন বিষয়টি ঘটে-
ক) Virus দূর হয়
খ) Memory Capacity বাড়ে এবং speed বৃদ্ধি পায়
গ) Speed বৃদ্ধি পায়
ঘ) কোনোটিই নয়
|
69
|
MS-DOS কোন অপারেটিয় সিস্টেমের ক্লোন হিসেবে তৈরি হয়েছিল?
ক) Ee-OS
খ) UNIX
গ) Mac-OS
ঘ) CP/M
|
70
|
Bluetooth নিচের কোন প্রযুক্তি ব্যবহার করে?
ক) Magnetic technology
খ) Optical technology
গ) Laser technology
ঘ) Radio technology
|
71
|
৪জি এর গতি ৩জি এর চেয়ে কত গুণ বেশি ?
ক) ২৫ গুণ
খ) ৫০ গুণ
গ) ৪০ গুণ
ঘ) ৩০ গুণ
|
72
|
কে QWERTY keyboard আবিষ্কার করেন?
ক) Steve Jobs
খ) Christopher Latham Sholes
গ) Brian Sams
ঘ) Anderson Palimar
|
73
|
Web Page তৈরির জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক) পাওয়ার পয়েন্ট
খ) ভিজুয়্যাল বেসিক
গ) এমএস ওয়ার্ড
ঘ) এইচ টি এম এল
|
74
|
নিচের কোনটি একটি ইমেইল সার্ভিস প্রোভাইডার নয়?
ক) এমএস আউটলুক
খ) এমএসএন
গ) জিমেইল
ঘ) কোনোটিই নয়
|
75
|
কম্পিউটার টার্মিনালে সাধারণত থাকে-
ক) screen only
খ) keyboard only
গ) screen and keyboard
ঘ) screen, keyboard and connectivity to the computer in use
|
76
|
আইফোনের প্রস্তুতকারক হলো-
ক) আই.বি.এম
খ) মাইক্রোসফট
গ) অ্যাপল কম্পিউটার
ঘ) সনি
|
77
|
Shift + delete' কমান্ড একটি ফাইলকে কোথায়া পাঠিয়ে দেয়?
ক) My document
খ) Control Panel
গ) Recycle bin
ঘ) None of these
|
78
|
মাইক্রোসফট ওয়ার্ডে শব্দকে সুপারস্ক্রিপ্ট করার কী বোর্ড শর্টকার্ট হলো-
ক) কন্ট্রেোল, শিফট এবং “ - ” একত্রে চাপা
খ) কন্ট্রোল, শিফট এবং “ + ” একত্রে চাপা
গ) কন্ট্রোল, শিফট এবং ‘ = ’ একত্রে চাপা
ঘ) কন্ট্রোল, এবং ‘ - ’ একত্রে চাপা
|
79
|
ইন্টারনেট ব্যবহার করে অন্য ব্যক্তির ডেটা চুরি বা ধ্বংস করে দেওয়াকে ……… বলে।
ক) Hacking
খ) Browsing
গ) Chatting
ঘ) Searching
|
80
|
https এর s দিয়ে কি বোঝায়?
ক) Security
খ) special
গ) secured
ঘ) system
|
81
|
নিচের কোনটি আউটপুট ডিভাইস?
ক) Mouse
খ) Keyboard
গ) Printer
ঘ) Scanner
|
82
|
নিম্নের কোনটি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস এর উদাহরণ নয়?
ক) Hard Disks
খ) RAM
গ) Magnetic tapes
ঘ) Compact disks
|
83
|
http-এ সংক্ষিপ্ত রূপটি কি বোঝায়?
ক) Hypter text Transfer Protocol
খ) High Task Termination Procedure
গ) Harard Teletext Proof
ঘ) Times Technical Professional
|
84
|
নিচের কোনটি দ্বারা সর্বাপেক্ষা দ্রুত ডেটা পরিবহন করা যায়?
ক) কো এক্সিয়াল ক্যাবল
খ) ফাইবার অপটিক ক্যাবল
গ) টুইস্টেড পেয়ার ক্যাবল
ঘ) আর জে 45 কানেক্টর
|
85
|
MBPS stands for
ক) Megabyte Per Score
খ) Megabyte Per Second
গ) Metabyte Per Series
ঘ) Metabyte Per Second
|
86
|
কম্পিউটারের কেন্দ্রীয় প্রকিয়াকরণ অংশ গঠিত -
ক) গ্রহণ মুখ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
খ) স্মৃতি ও যুক্তি বর্তনী অংশের সমন্বয়ে
গ) অভ্যন্তরীণ স্মৃতি ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
ঘ) অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
|
87
|
যে ইউটিলিটি প্রোগ্রাম একটি ডিস্কের গতি বৃদ্ধি করে তা হল-
ক) Fragmentation
খ) Defragmentation
গ) Disk scanning
ঘ) System restore
|
88
|
নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়?
ক) এন্ড্রয়েড
খ) অ্যাপল
গ) সিম্বিয়ান
ঘ) ম্যাক
|
89
|
53D কোন ধরনের সংখ্যা?
ক) বানারি
খ) ডেসিমাল
গ) অক্টাল
ঘ) হেক্সাডেসিমাল
|
90
|
সাধারণত ‘my document' এর অবস্থান কোথায়?
ক) A drive
খ) B drive
গ) D drive
ঘ) None of these
|
91
|
কোনটি উচ্চগতির অ্যাকসেস সম্পন্ন মেমোরি ডিভাইস?
ক) CD
খ) Hard Disk
গ) Cache
ঘ) RAM
|
92
|
কম্পিউটার সিস্টেম ‘ওয়ার্ড’ গঠনের সংমিশ্রণ হলো -
ক) Bytes
খ) Bits
গ) Characters
ঘ) Symbols
|
93
|
VoIP বলতে বোঝায়-
ক) Voice over Internet Protocol
খ) Voice over Internet Publication
গ) Voice over International Pressure
ঘ) Voice over International Press
|
94
|
নিচের কোনটি ছাড়া Internet-এ প্রবেশ করা সহজ নয়?
ক) Task bar
খ) Menu bar
গ) Notification area
ঘ) Web browser
|
95
|
প্রত্যন্ত অঞ্চল হতে ইন্টারনেট ব্যবহারের জন্য কোন ধরনের সংযোগ প্রয়োজন হয়?
ক) Dial up
খ) Satellite
গ) Cable
ঘ) DSL
|
96
|
IP-V6 এড্রেস কত বিটের?
ক) 128
খ) 32
গ) 12
ঘ) 6
|
97
|
একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো-
ক) অর্থ সাশ্রয়
খ) স্থানের সাশ্রয়
গ) সময় সাশ্রয়
ঘ) উপরের সবকটি
|
98
|
ইন্টারনেট সেবা প্রদানকারী কোম্পানিকে বলা হয়?
ক) Internet Service Provider (ISP)
খ) Internet Connection Setter (ICS)
গ) Internet Access Supplier (IAS)
ঘ) All of these
|
99
|
কম্পিউটার যে সিদ্ধান্তক্রমের ধাপসমূহ অনুসরণ করে, তাকে বলে-
ক) Instruction
খ) Algorithms
গ) Flow charts
ঘ) Application software
|
100
|
ভিজ্যুয়াল বেসিক লেখা প্রোগ্রামকে বলা হয় -
ক) সোস কোড
খ) অবজেক্ট কোড
গ) ইউনিকোড
ঘ) আসকি কোড
|
101
|
নিচের চিত্রে কতটি সংখ্যা দুই বা ততোধিক জ্যামিতিক চিত্রের বাইরে অবস্থান করছে ?
ক) ১
খ) ৩
গ) ৫
ঘ) ৭
|
102
|
আপনি জানতে পারলেন যে, আপনার জনৈক বন্ধু বেআইনিভাবে মাদকদ্রব্য ব্যবহার করছে। আপনি কি করবেন ?
ক) তাকে ডাক্তারের সাহায্য নেয়ার জন্য পরামর্শ দিবেন
খ) কিছু না বলে উক্ত তথ্যটি গোপন রাখবেন
গ) বন্ধুকে আইনের হাতে সমপর্ণ করবেন
ঘ) আপনার বাসায় বন্ধুটিকে কিছুদিনের জন্য থাকতে বলবেন এবং এ অভ্যাস ত্যাগ করার জন্য সাহায্যের আশ্বাস দেবেন
|
103
|
A bird does not always have ……
ক) wing
খ) eye
গ) nest
ঘ) bill
|
104
|
In the figure below, the value of y is -
ক) 12
খ) 24
গ) 42
ঘ) 36
|
105
|
বিজোড় সংখ্যাকে নিচের কোন সংখ্যা দিয়ে কখনো নিঃশেষে ভাগ করা যাবে না ?
ক) ২
খ) ৯
গ) ৩
ঘ) ৫
|
106
|
A school always has -
ক) Principal
খ) Building
গ) Teachers
ঘ) Classes
|
107
|
একটি পার্টিতে একজন ব্যক্তি ও তাঁর স্ত্রী দুই পুত্র ও তাদের স্ত্রী এবং প্রত্যেক পুত্রের ৪ জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল ?
ক) ১০
খ) ১২
গ) ১৪
ঘ) ১৬
|
108
|
Which one will replace the question mark ?
ক) 33
খ) 38
গ) 32
ঘ) 37
|
109
|
কোন শব্দযুগল ভিন্ন ?
ক) sharp,blunt
খ) Love, affection
গ) abundance, scareity
ঘ) false, true
|
110
|
নিম্নের কোনটি ব্যতিক্রম ?
ক) মোগাদিসু
খ) পোর্ট অব প্রিন্স
গ) নাইরোবি
ঘ) ডাকার
|
111
|
সত্য কথা বললে অনেকেরই…… লাগে।
ক) খারাপ
খ) আঁতে ঘা
গ) ভালো
ঘ) একচোখা
|
112
|
প্রদত্ত বিকল্পসমূহ হতে বিসদৃশ শব্দটি বের কর :
ক) Hamlet
খ) Macbeth
গ) The Tempest
ঘ) Othello
|
113
|
সালেহা একটি বালিকা শ্রেণির যেকোনো প্রান্ত থেকে একাদশ অবস্থানে রয়েছে। শ্রেনিতে কতজন বালিকা রয়েছে ?
ক) ১৯ জন
খ) ২০ জন
গ) ২১ জন
ঘ) ২২ জন
|
114
|
প্রতি এক ঘন্টার কতবার ঘড়ির মিনিটের এবং ঘন্টার কাঁটা পরস্পর লম্বভাবে অবস্থান করে ?
ক) ১ বার
খ) ২ বার
গ) ৩ বার
ঘ) ৪ বারা
|
115
|
নিচের কোন শব্দটি অন্য শব্দ থেকে ভিন্ন ?
ক) Seat
খ) Rung
গ) Cushion
ঘ) Leg
|
116
|
Stammering এর সাথে Speech এর যে সম্পর্ক, 'Deafness' এর সাথে সেই সম্পর্ক কোনটির ?
ক) Ear
খ) Hearing
গ) Sound
ঘ) Speaking
|
117
|
আপনার ঘড়ির মিনিটের কাঁটা নূন্যতম কত মিনিট পরে ঘন্টার কাঁটাকে স্পর্শ করবে ?
ক) 65
খ) 66
গ) 67
ঘ) 68
|
118
|
I could not sleep…….very tired.
ক) although I was
খ) despite I was
গ) in spite of
ঘ) despite of being
|
119
|
Spot the odd one out.
ক) Electricity
খ) Coal
গ) Wood
ঘ) Gas
|
120
|
Trece the odd pair in the following ?
ক) Hospital and patient
খ) Teacher and student
গ) Nest and bird
ঘ) Prison and culprit
|
121
|
শফিকের বাবা যদি মান্নানের ভাইপো হয় এবং শাহরুখ যদি মান্নানের নাতি হয় তাহলে শাহরুখ ও শফিকের মধ্যে সম্পর্ক-
ক) জ্ঞাতি ভাই
খ) খালাতো ভাই
গ) চাচা-ভাতিজা
ঘ) মামা-ভাগ্নে
|
122
|
নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন ?
ক) পিতল
খ) তামা
গ) লোহা
ঘ) টিন
|
123
|
অশুদ্ধ বানান-জোড় কোনটি ?
ক) পুরস্কার, পরিষ্কার
খ) অত্যাধিক, আকাঙ্খা
গ) লবণ, স্থানু
ঘ) ওজোন , অস্ত্রোপচার
|
124
|
নিশ্চয়ই সাবিনা একজন নার্স, কেননা সে এ্যাপ্রোন পরে আছে। নিচের কোন বিকল্পটি সত্য হলে উপরের সিদ্ধান্তটি সঠিক হবে ?
ক) সকল নার্সই এ্যাপ্রোন পড়েন
খ) নার্সরা সর্বদা এ্যাপ্রোন পড়ে
গ) কেবলমাত্র নার্সরাই এ্যাপ্রোন পড়েন
ঘ) নার্সদের জন্য এ্যাপ্রোন পরা বাধ্যতামূলক
|
125
|
It is impossible for a cigarette -
ক) not to contain nicotine
খ) not to contain tobacco
গ) not to contain taste
ঘ) not to contain smell
|
126
|
Find the odd word from the list.
ক) Fugitive
খ) Renegade
গ) Recreant
ঘ) Allegiance
|
127
|
কোন গাছের পাতা থেকে গাছ জন্মায় ?
ক) পাতাবাহার
খ) পাথরকচি
গ) আকন্দ
ঘ) ফণীমনষা
|
128
|
নিচের কোন স্থান অন্য স্থান হতে আলাদা ?
ক) রেসকোর্স ময়দান
খ) মুজিব নগর
গ) কেন্দ্রীয় শহীদ মিনার
ঘ) থিয়েটার রোড, কলকাতা
|
129
|
Find the odd word from the list.
ক) disheveled
খ) Primp
গ) Clumsy
ঘ) Tousled
|
130
|
বিসদৃশ শব্দটি বের কর।
ক) Micrometer
খ) Microphone
গ) Microbe
ঘ) Microscope
|
131
|
অঙ্কটার বিসমিল্লায়ই গলদ, এখন…… করা ছাড়া উপায় কী ?
ক) খোদার খাসি
খ) বিদায়
গ) একাদশে বৃহস্পতি
ঘ) কেঁচে গন্ডুস
|
132
|
নারী শিক্ষাই তাদের ক্ষমতায়নের প্রধান …..।
ক) বিষয়
খ) হাতিয়ার
গ) লক্ষ্য
ঘ) উদ্দেশ্য
|
133
|
B,A- এর চেয়ে খাটো এবং C, B-এর চেয়ে লম্বা । D,E-এর চেয়ে লম্বা কিন্তু B-এর চেয়ে খাটো । সবচেয়ে খাটো কে ?
ক) E
খ) D
গ) B
ঘ) C
|
134
|
It is impossible for a family without -
ক) house
খ) food
গ) education
ঘ) members
|
135
|
নিচের কোনটি অন্যগুলো থেকে বেশি আলাদা ?
ক) সঞ্চয়
খ) ভাড়া
গ) মুনাফা
ঘ) লোন
|
136
|
সর্বদা মনে রাখতে হবে যে, সংসারে কেউ একা নয়। সমস্যা জীবনে পদে পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। উপরের বক্তব্য অনুসারে জীবন সবসময়……
ক) অপ্রীতিকর
খ) প্রতিযোগিতাপূর্ণ
গ) কষ্টসাধ্য
ঘ) জটিল
|
137
|
নিচের জন্তুগুলোর মধ্যে কোনটি ভিন্ন প্রকৃতির প্রাণী ? ঘোড়া, গাধা, জেব্রা, নীল গাই
ক) নীল গাই
খ) গাধা
গ) ঘোড়া
ঘ) জেব্রা
|
138
|
When you see a blind man trying to cross the road,you.
ক) ask someone to help him
খ) go and help him
গ) wait till he crosses the road
ঘ) ignore and move on
|
139
|
Give the serial order in which the following word will come first in the dictionary ?
ক) Beauty
খ) Beautiful
গ) Beat
ঘ) Begin
|
140
|
বেদুঈনের পক্ষে, থাকা অসম্ভব -
ক) মরুভূমিতে
খ) তাবুতে
গ) মাঠে
ঘ) বাড়িতে
|
141
|
আপনি বিপরীত লিঙ্গের একজন নতুন বন্ধু ভেবে আহবান করলেন। কিছুক্ষণ কথা বলার পর আপনি আপনার ভুল বুঝতে পারলেন। তখন আপনি কি করবেন?
ক) ক্ষমা চেয়ে হেটে যাবেন
খ) ক্ষমা চেয়ে নিজের পরিচয় দেবেন
গ) কথা বলা বন্ধ করে বন্ধুসুলভ হাসি দেবেন
ঘ) নিজের ভুলের জন্য নিজেকে তিরস্কার করবেন
|
142
|
If a= 3b + c, what is the value of b when a = 17 and c = 2 ?
ক) 5
খ) 
গ) 12
ঘ) 15
|
143
|
ইদানীং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায়-
ক) খুবই হতাশাবোধ করবেন
খ) বন্ধুদের সাথে বিষয়টি আলাপ করবেন
গ) সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন
ঘ) ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন
|
144
|
ময়ূর ও হরিণ একত্রে ৮০টি, কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০টি। তাহলে কতটি ময়ূর আছে ?
ক) ৬০টি
খ) ৮০ টি
গ) ৪০ টি
ঘ) ৫০ টি
|
145
|
…… ব্যতীত গণতন্ত্র অচল।
ক) অস্ত্র
খ) সহনশীলতা
গ) ভোটাধিকার
ঘ) সংঘাত
|
146
|
How many triangles are there in the following figure ?
ক) ১৭
খ) ১৯
গ) ২০
ঘ) ২১
|
147
|
নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক ?
ক) (৪ , ৬)
খ) (৬ , ৯)
গ) (৯ , ১২)
ঘ) (১২ , ১৭)
|
148
|
ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্ক যাওয়ার সময় দিনের সময়কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয় কেন ?
ক) পৃথিবী পশ্চিম দিকে ঘুরছে বলে
খ) পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে
গ) এক্ষেত্রে এসব ঘূর্ণনের কোন প্রভাব নেই
ঘ) অন্য কোন কারণ আছে
|
149
|
What is the synonyms 'EMANCIPATE' -
ক) Set free
খ) Take back
গ) Make worse
ঘ) Embolden
|
150
|
A contest always has ……
ক) an umpire
খ) opponents
গ) applause
ঘ) victory
|
151
|
নিচের কোনটি অন্যগুলো থেকে আলাদা ?
ক) মৌজা
খ) গ্রাম
গ) উপজেলা
ঘ) ইউনিয়ন
|
152
|
আজ রবিবার। ৩৫৩ দিন পর কী বার হবে ?
ক) শুক্রবার
খ) মঙ্গলবার
গ) বুধবার
ঘ) বৃহস্পতিবার
|
153
|
ক) 
খ) 
গ) 
ঘ) 
|
154
|
‘বৃত্ত’ যদি ‘বগ’ - এর সাথে সম্পকিত হয়, তবে ‘ঘনক’-এর সাথে কোনটি সম্পর্কিত ?
ক) পরিধি
খ) গোলক
গ) কোণ
ঘ) পুরুত্ব
|
155
|
60% of 10 is 10% of which ?
ক) 30
খ) 60
গ) 40
ঘ) 600
|
156
|
কোনটি পৃথক ?
ক) আইন-কানুন
খ) বিধি-বিধান
গ) নিয়ম-নীতি
ঘ) আদব-কায়দা
|
157
|
একটি টেলিভিশন সাক্ষাৎকারে একটি স্কুলের অধ্যক্ষ দাবী করেন যে এই অঞ্চলের ৭৫% পন্ডিত ব্যক্তি তাদের প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। এখানে অধ্যক্ষ মূলত কি বোঝাতে চেয়েছেন ?
ক) এই স্কুলের সকল গ্রাজুয়েট তাদের স্নাতক ডিগ্রি লাভের পর পন্ডিত হয়েছেন।
খ) শুধুমাত্র পন্ডিতরাই এই স্কুলে ভর্তি হন।
গ) এই স্কুল বিশেষায়িত শিক্ষা প্রদান করে
ঘ) এই স্কুলের শিক্ষার গুণগত মান অসাধারণ
|
158
|
বিসদৃশ শব্দটি বের কর :
ক) Book
খ) Novel
গ) Thesis
ঘ) Newspaper
|
159
|
নিচের কোনটি অন্যগুলো থেকে আলাদা ?
ক) ভাটিয়ালী
খ) ভাওয়াইয়া
গ) গম্ভীরা
ঘ) বিচ্ছেদী
|
160
|
It is impossible to learn …..
ক) without help
খ) without reading
গ) without teacher
ঘ) without guidance
|
161
|
Choose out the odd one.
ক) IMF
খ) SAARC
গ) UNICEF
ঘ) WHO
|
162
|
জঙ্গিবাদের কারণ নয় কোনটি ?
ক) কোনো গোষ্ঠীর চরম রাজনৈতিক বা উগ্র ধর্মীয় চেতনা
খ) জীবন জগত সম্পর্কে ক্রটিপূর্ণ ধারণা
গ) ধর্মীয় অজ্ঞতা ও উগ্র চেতনা
ঘ) রাজনৈতিক ও ধর্মীয় ধারণার সঠিক
|
163
|
Choose the odd word from the given options.
ক) Success
খ) Hard Work
গ) Patience
ঘ) Morning
|
164
|
কোন শব্দটি অন্যগুলো থেকে পৃথক ?
ক) মঞ্চ
খ) অভিনয়
গ) নাটক
ঘ) পাঠক
|
165
|
কাগজকে যদি ইরেজার, ইরেজারকে ব্যাগ, ব্যাগকে স্কেল, স্কেলকে পেন্সিল এবং পেন্সিলকে কাগজ নামে ডাকা হয় তাহলে একজন ছাত্র কী দিয়ে লিখবে ?
ক) পেন্সিল দিয়ে
খ) কাগজ দিয়ে
গ) স্কেল দিয়ে
ঘ) ইরেজার দিয়ে
|
166
|
What number can replace the question mard ?
ক) 10
খ) 11
গ) 99
ঘ) 45
|
167
|
কোনটি অন্যগুলো থেকে আলাদা ?
ক) ILO
খ) UNIDO
গ) FAO
ঘ) CEO
|
168
|
প্রতি এক ঘন্টায় কতবার ঘড়ির মিনিটের এবং ঘন্টার কাঁটা পরস্পর লম্বভাবে অবস্থান করে ?
ক) ১ বার
খ) ২ বার
গ) ৩ বার
ঘ) ৪ বার
|
169
|
A bird has always……
ক) feathers
খ) cage
গ) eggs
ঘ) nest
|
170
|
Select the word that means different from the three others.
ক) disinterested
খ) objective
গ) impartial
ঘ) prejudiced
|
171
|
খাবারের সাথে কোনটি সব সময় থাকবে ?
ক) টেবিল
খ) থালাবাসন
গ) ক্ষুধা
ঘ) খাদ্যসামগ্রী
|
172
|
It is impossible for the earth to -
ক) Move round the sun
খ) be the most important planet of the solar system
গ) Have lights on it
ঘ) Be the nearest planet of the sun
|
173
|
নিচের নামগুলোর কোনটি ভিন্ন ধরনের ? টেনিস, ফুটবল,ক্রিকেট,টেবিল টেনিস।
ক) টেনিস
খ) ফুটবল
গ) ক্রিকেট
ঘ) টেবিল টেনিস
|
174
|
Find the odd word from each list.
ক) Poltroon
খ) Timid
গ) Craven
ঘ) Intrepid
|
175
|
বিশ্বের দ্রুতগামী প্রাণী কি ?
ক) বাঘ
খ) সিংহ
গ) চিতাবাঘ
ঘ) খরগোস
|
176
|
নিচের কোনজন অন্যদের থেকে আলাদা ?
ক) জসীমউদ্দীন
খ) ঢালী আল মামুন
গ) জয়নুল আবেদীন
ঘ) শাহাবুদ্দিন
|
177
|
নিচের কোনটি অন্যগুলির চেয়ে আলাদা ?
ক) ফুটবল
খ) বাস্কেটবল
গ) কাবাডি
ঘ) ভলিবল
|
178
|
সুষম খাদ্য নির্ভর করে….. উপর।
ক) রান্নার
খ) নির্বাচনের
গ) স্বাদের
ঘ) দামের
|
179
|
A family must have -
ক) Father
খ) Mother
গ) Children
ঘ) Member
|
180
|
পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার জন্য ……. প্রয়োজন।
ক) সাবান
খ) পানি
গ) পরিকল্পনা
ঘ) সচেতনতা
|
181
|
নিচের শূণ্যস্থান কোন সংখ্যাটি বসবে ? ৫, ১৩, ৭, ১৫, ৯, ১৭, ১১ ---
ক) ১৩
খ) ২১
গ) ১৯
ঘ) ২০
|
182
|
কোনটি পৃথক ?
ক) Malala Yousufzai
খ) Jacinda kate Ardern
গ) Tu youyou
ঘ) Alice Munro
|
183
|
A shop has always……
ক) a shopkeeper
খ) customers
গ) goods
ঘ) funiture
|
184
|
Find the odd man out -
ক) Potato
খ) Apple
গ) Carrot
ঘ) Bean
|
185
|
Seribble : Write : : Stammer : ?
ক) Wolk
খ) Play
গ) Speak
ঘ) Dance
|
186
|
নাগরিক হওয়া অসম্ভব -
ক) শিক্ষা ছাড়া
খ) পাসপোর্ট ছাড়া
গ) রাষ্ট্র ছাড়া
ঘ) গণতন্ত্র ছাড়া
|
187
|
Choose the odd word from the given options.
ক) Water
খ) Food
গ) Car
ঘ) Education
|
188
|
কোনটি ছাড়া নাটক লেখা অসম্ভব ?
ক) প্রযোজক
খ) নায়ক
গ) পরিচালক
ঘ) প্লট
|
189
|
Mr. Alam is….. Of the directors of the company.
ক) senior
খ) few
গ) richest
ঘ) one
|
190
|
What word makes the truest sentence ? Fathers are…… wiser than their sons.
ক) always
খ) usually
গ) rarely
ঘ) never
|
191
|
নিচের ত্রিভুজটির
ক) 94
খ) 
গ) 
ঘ) 
|
192
|
৩য় ত্রিভুজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে ?
ক) ১২
খ) ১৫
গ) ১১
ঘ) ৫
|
193
|
নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের ?
ক) চাঁদ
খ) প্লুটো
গ) মঙ্গল
ঘ) পৃথিবী
|
194
|
আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে, গতকালের আগের দিন কী বার ছিল ?
ক) সোমবার
খ) মঙ্গলবার
গ) বৃহস্পতিবার
ঘ) শনিবার
|
195
|
Trace out the stranger in the following group of words :
ক) Righteous
খ) Pious
গ) Atheist
ঘ) Holy
|
196
|
কোনো এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আপনার অপরিচিত একজন দ্বিতীয় অতিথি আপনার নিকট একটি সৎকাজের পরিকল্পনা দিল। আপনি কি করবেন ?
ক) তার বক্তব্য শুনবেন
খ) তাকে বলবেন যে আপনি সৎকাজের পরিকল্পনা কিনতে আসেননি
গ) আপনার সঙ্গে এ ব্যাপারে আলাপ করায় আপনি তাকে ব্যঙ্গ করবেন
ঘ) বন্ধুকে কোনো অজুহাত দেখিয়ে সাথে সাথে বাড়ি চলে যাবেন
|
197
|
FLAG : VIGOR : :
ক) endure : courage
খ) tire : monotony
গ) question : perception
ঘ) flatter : charm
|
198
|
Which symbol will be on the face opposite to the face with symbol 3 ?
ক) 2
খ) 4
গ) 5
ঘ) 6
|
199
|
Choose the odd one out.
ক) BCD
খ) NPR
গ) KLM
ঘ) RQP
|
200
|
নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানবদেহের অঙ্গ হয় ?
ক) NOSPE
খ) TOXCRE
গ) DULAMEX
ঘ) NARBE
|
201
|
Fill in the gap: Climate is a…… of the environment.
ক) situation
খ) rank
গ) quality
ঘ) state
|
202
|
A radiologist is most often employed in …..
ক) power-plant
খ) workshop
গ) finances
ঘ) hospitals
|
203
|
It's ages….. I played golf.
ক) ago
খ) for
গ) since
ঘ) when
|
204
|
নিচের কোন সামাজিক দলটি অন্যদের থেকে আলাদা ?
ক) মুন্ডা
খ) রাজবংশী
গ) বিহারী
ঘ) সাঁওতাল
|
205
|
শূন্যস্থানে কোন সংখ্যা বসবে ?
ক) ৬
খ) ১৫
গ) ৩৪
ঘ) ১৫২
|
206
|
কোন আইটেমটি যৌক্তিকভাবে তালিকা সংশ্লিষ্ট নয় তা বের কর :
ক) football
খ) cricket
গ) hockey
ঘ) chess
|
207
|
COUNTRY- কে EMWLVPA লেখা হলে ELECTORATE- কে কী লিখতে হবে ?
ক) CICEPQPCRC
খ) CJGERQTYVG
গ) CNCEQPCRC
ঘ) GUGAVMTYVC
|
208
|
1 + 3 + 5 + …… + 15 + 17 is equal to ___
ক) 81
খ) 79
গ) 82
ঘ) 80
|
209
|
Which word is different from other ?
ক) Media
খ) Newspaper
গ) Private TV channel
ঘ) Radio
|
210
|
নিচের কোনটি ভিন্ন ধরনের ?
ক) টায়ার
খ) ভেসলিন
গ) সাবান
ঘ) কাগজ
|
211
|
DETOXIFICATION : POISON : :
ক) surge : current
খ) diet : reduction
গ) refinement : ore
ঘ) adjustment : focus
|
212
|
Who is to the immediate left of L ?
ক) Q
খ) O
গ) K
ঘ) M
|
213
|
A school has always……
ক) chairs
খ) class rooms
গ) students
ঘ) desks
|
214
|
বায়ুমন্ডলে সবসময় থাকে -
ক) আদ্রতা
খ) বাতাস
গ) জীবাণু
ঘ) অক্সিজেন
|
215
|
Choose the word that is necessary part of the word 'BOOK' ?
ক) Fiction
খ) Paper
গ) Picture
ঘ) Learning
|
216
|
Women are too often…… by family commitments.
ক) confused
খ) controlled
গ) contaminated
ঘ) constrained
|
217
|
যদি x ঘটে তাহলে y ও ঘটে। এর অর্থ হলো :
ক) x ঘটার কারণ হলো y
খ) y ঘটার কারণ হলো x
গ) x এবং y একটি অন্যটি ঘটার কারণ
ঘ) x এবং y কখনো একটি অন্যটি ঘটার কারণ নয়
|
218
|
একজন মায়ের ক্ষেত্রে কোনটি অসম্ভব ?
ক) স্বামী না থাকা
খ) তার বাবা না থাকা
গ) তার সন্তান না থাকা
ঘ) তার ঘর না থাকা
|
219
|
He left no stones…… to get the job.
ক) turned
খ) further
গ) behind
ঘ) unturned
|
220
|
Find the odd
ক) Fragrance
খ) A foul smell
গ) Incense
ঘ) Aroma
|
221
|
প্রকৃত শিক্ষাই মানুষকে …… অর্জনে সহায়তা করে।
ক) জ্ঞান
খ) বাস্তবতা
গ) কর্মদক্ষতা
ঘ) মনুষ্যত্ব
|
222
|
Choose the word which is different from the rest.
ক) Biscuits
খ) Chocolate
গ) Cake
ঘ) Bread
|
223
|
নিচের দেশগুলির মধ্যে কোনটি ভিন্ন ?
ক) নেপাল
খ) ব্রুনাই
গ) জাপান
ঘ) ইতালি
|
224
|
Man did not know that the earth moves round the sun until it was …..
ক) discovered
খ) hypothesiged
গ) experimented
ঘ) invented
|
225
|
১ , ১ , ২ , ৬ , ২৪, ----- শূন্যস্থান কোন সংখ্যা বসবে ?
ক) ৪৮
খ) ৭২
গ) ৯৬
ঘ) ১২০
|
226
|
Which one of the four below is most unlike the other three ?
ক) Leukaemia
খ) Cataract
গ) Diphtheria
ঘ) Leukocyte
|
227
|
২০ ফুট লম্বা একটি দন্ড এমনভাবে কেটে দু’ভাগ করা হ’ল যেন ছোট অংশটি বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট ?
ক) ৪
খ) ৫
গ) ৬
ঘ) ৮
|
228
|
নিচের বক্সের ফাঁকা অংশে কোন সংখ্যাটি বসবে ?
ক) ৭
খ) ৬
গ) ৫
ঘ) ৮
|
229
|
চিত্রে A এবং B এর মধ্যে যে সম্পর্ক চিত্র C এবং D এর মধ্যে তেমন রয়েছে। D এর জন্য সঠিক বিকল্পটি খুঁজে বের করুন।
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
|
230
|
কবিরা সবসময়ে সুন্দরের পূজারী হয়ে থাকেন। কিছু সুন্দররের পূজারী মিষ্টভাষী হয়ে থাকেন। কবিরা সবসময় মিষ্টভাষী হয়ে থাকেনা। যদি প্রথম দুটি বাক্য সত্য হয় তাহলে শেষেরটি -
ক) সত্য
খ) মিথ্যা
গ) অনিশ্চিত
ঘ) তর্ক সাপেক্ষ
|
231
|
কোনটি আলাদা ?
ক) শেষের কবিতা
খ) ক্ষণিকা
গ) সোনার তরী
ঘ) মানসী
|
232
|
In case of inflation, usually the price of a product is…..
ক) Increased
খ) Decreased
গ) Remain same
ঘ) will be abolished
|
233
|
My presence to him was like a red-rag to a …….
ক) house
খ) bee
গ) monkey
ঘ) bull
|
234
|
EXERCISE : : STRONG : :
ক) Perform : shy
খ) watch : alert
গ) decide : astute
ঘ) read : knowledge
|
235
|
২০০৮ সালটি অধিবর্ষ এবং প্রথম দিনটি মঙ্গলবার হলে ৩১ ডিসেম্বর কি বার?
ক) রবিবার
খ) সোমবার
গ) মঙ্গলবার
ঘ) বুধবার
|
236
|
১৫ দিন আগে আবদুর রহিম বরেছিলো যে, তার জন্ম দিন ‘আগামীকাল’। আজ মাসের ২০ তারিখ হলে তার জন্ম দিন কোন তারিখে ?
ক) ৬ তারিখে
খ) ৫ তারিখে
গ) ৭ তারিখে
ঘ) ২৪ তারিখে
|
237
|
It is impossible for a family ……
ক) not to have a house
খ) not to have relatives
গ) not to have its members
ঘ) not to have education
|
238
|
কোন সংখ্যা যুগণ সহ-মৌলিক ?
ক) 2 ,3
খ) 
গ) 
ঘ) 
|
239
|
নিচের কোন জন সমগোত্রীয় নন ?
ক) বিভূতিভূষন বন্দোপাধ্যায়
খ) সুকান্ত ভট্টাচার্য
গ) শামসুর রাহমান
ঘ) হেলাল হাফিজ
|
240
|
Choose the word from the following that is not legal term.
ক) bench
খ) brief
গ) conviction
ঘ) contrition
|
241
|
একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, ঐ পুরুষটির সন্তানের দাদা হলেন আমার স্বামী। পুরুষটির সাথে মহিলার সর্ম্পক কী ?
ক) পিতা
খ) পুত্র
গ) জামাই
ঘ) স্বামী
|
242
|
“তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন….. সাহেবের কথা।”
ক) আইয়ুব খান
খ) ইয়াহিয়া খান
গ) ভুট্টো
ঘ) কিসিঞ্জার
|
243
|
Which word is different from other three?
ক) Media
খ) War
গ) Newspaper
ঘ) Radio
|
244
|
Controvery always involves -
ক) Dislike
খ) Disagreement
গ) Injustice
ঘ) Passion
|
245
|
নিচের কোনজন অন্যদের থেকে আলাদা ?
ক) জিয়া হায়দার রহমান
খ) দাউদ হায়দার
গ) তাহমিনা আনাম
ঘ) মনিকা আলী
|
246
|
নিচের প্রশ্নে প্রদত্ত বিকল্পসমূহ হতে বিসদৃশ শব্দটি বের কর ?
ক) Terminal
খ) Station
গ) Conclusive
ঘ) Incipient
|
247
|
নিচের কোন শব্দটি সমগোত্রীয় নয় ?
ক) Aeroplane
খ) Car
গ) Scooter
ঘ) Truck
|
248
|
Blood flow is…….by the heart.
ক) purified
খ) determined
গ) irregularized
ঘ) controlled
|
249
|
নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে ?
ক) ৫টি
খ) ৬টি
গ) ৮টি
ঘ) ৪টি
|
250
|
উত্তরারয় ফ্লাটের দাম ধানমন্ডির চেয়ে কম। গুলশানের ফ্লাটের দাম ধানমন্ডির চেয়ে বেশি। এলাকাত্রয়ের ফ্লাটের মধ্য গুলশানের ফ্লাটের দাম সর্বাধিক। প্রথম উক্তিদ্বয় ঠিক হলে তৃতীয়টি -
ক) সত্য
খ) মিথ্যা
গ) অনিশ্চিত
ঘ) তর্ক সাপেক্ষ
|