Mental Ability

মানসিক দক্ষতাঃ৪৫তম বিসিএস ফাইনাল

Time: 50
Marks: 80

ID Question
1

নিচের কোন শব্দটি সমগোত্রীয় নয় ?

ক) Aeroplane
খ) Car
গ) Scooter
ঘ) Truck
2

প্রতি এক ঘন্টায় কতবার ঘড়ির মিনিটের এবং ঘন্টার কাঁটা পরস্পর লম্বভাবে অবস্থান করে ?

ক) ১ বার
খ) ২ বার
গ) ৩ বার
ঘ) ৪ বার
3

A family must have -

ক) Father
খ) Mother
গ) Children
ঘ) Member
4

তিনি চায়ে কিছুই পছন্দ করেন না, তাই তিনি শুধু ….. চা পান করেন।

ক) দুধ
খ) ইংলিশ
গ) লেবু
ঘ) লিকার
5

নিচের শব্দগুলোর মধ্যে ৩টি সমগোত্রীয়। কোন শব্দটি আলাদা ?

ক) Conventional
খ) Peculiar
গ) Conservative
ঘ) Traditional
6

কোন গাছের পাতা থেকে গাছ জন্মায় ?

ক) পাতাবাহার
খ) পাথরকচি
গ) আকন্দ
ঘ) ফণীমনষা
7

What is the synonyms 'EMANCIPATE' -

ক) Set free
খ) Take back
গ) Make worse
ঘ) Embolden
8

ক ও খ দুইটি সংখ্যা। ক-এর এক-চতুর্থাংশ ও খ-এর এক-ষষ্ঠমাংশ এর সমষ্টি ১০। আবার, ক-এর দ্বিগুণ ও খ-এর চারগুণ এর সমষ্টি ১২০ হলে ক ও খ এর মান যথাক্রমে-

ক) ২০ , ২৪
খ) ১৮ , ২৮
গ) ৩২ , ১২
ঘ) ৩০ , ১৫
9

বাজানোর উপায় বিবেচনায় নিচের কোন বাদ্যযন্ত্র অন্য তিনটির চেয়ে পৃথক ?

ক) একতারা
খ) তবলা
গ) বেহালা
ঘ) বাঁশি
10 নিচের কোন বৈশিষ্ট্যের উপর সমাজে ব্যক্তির প্রভাব নির্ভর করে ?
ক) সম্পদ
খ) প্রজ্ঞা
গ) মর্যাদা
ঘ) রাজনৈতিক
11 নিচের শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে ? ৫, ১৩, ৭, ১৫, ৯, ১৭, ১১, …….
ক) ১৩
খ) ১৯
গ) ২০
ঘ) ২১
12 B,A- এর চেয়ে খাটো এবং C, B-এর চেয়ে লম্বা । D,E-এর চেয়ে লম্বা কিন্তু B-এর চেয়ে খাটো । সবচেয়ে খাটো কে ?
ক) E
খ) D
গ) B
ঘ) C
13 Plain : Simplicity : : Complex : ?
ক) Complacency
খ) Complicity
গ) Awkwardness
ঘ) Complicacy
14 বায়ুমন্ডলে সবসময় থাকে -
ক) আদ্রতা
খ) বাতাস
গ) জীবাণু
ঘ) অক্সিজেন
15 ময়ূর ও হরিণ একত্রে ৮০টি, কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০টি। তাহলে কতটি ময়ূর আছে ?
ক) ৬০টি
খ) ৮০ টি
গ) ৪০ টি
ঘ) ৫০ টি
16 সত্য কথা বললে অনেকেরই…… লাগে।
ক) খারাপ
খ) আঁতে ঘা
গ) ভালো
ঘ) একচোখা
17 মনে করুন আপনি লটারিতে ১০ লক্ষ টাকা জিতলেন। আপনি কি করবেন ?
ক) ভাগ্য পরীক্ষার জন্য রেস খেলা শুরু করবেন
খ) একটি গাড়ি কিনবেন
গ) আপনার মনিবকে ভবিষ্যত পরিকল্পনার কথা বলে কাজে ইস্তফা দিবেন
ঘ) সঞ্চয়ের টাকা লাগাবেন
18 কোনো গুরুত্বপূণ বক্তৃতার মধ্যে আপনার ভীষণ কাশি পেল এবং জোরে কাশতে শুরু করলেন। এ পরিস্থিতিতে আপনি কি করবেন ?
ক) প্রয়োজন অনুসারে কেশে আবার স্বাভাবিক হবেন
খ) কাশি চেপে যেতে চাইবেন
গ) নিজের ওপর রেগে যাবেন
ঘ) ডাক্তারের কাছে চলে যাবেন
19

‘বৃত্ত’ যদি ‘বর্গ’ - এর সাথে সম্পকিত হয়, তবে ‘ঘনক’-এর সাথে কোনটি সম্পর্কিত ?

ক) পরিধি
খ) গোলক
গ) কোণ
ঘ) পুরুত্ব
20 আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে, গতকালের আগের দিন কী বার ছিল ?
ক) সোমবার
খ) মঙ্গলবার
গ) বৃহস্পতিবার
ঘ) শনিবার
21 ১৫ দিন আগে আবদুর রহিম বরেছিলো যে, তার জন্ম দিন ‘আগামীকাল’। আজ মাসের ২০ তারিখ হলে তার জন্ম দিন কোন তারিখে ?
ক) ৬ তারিখে
খ) ৫ তারিখে
গ) ৭ তারিখে
ঘ) ২৪ তারিখে
22 নিচের শূণ্যস্থান কোন সংখ্যাটি বসবে ? ৫, ১৩, ৭, ১৫, ৯, ১৭, ১১ ---
ক) ১৩
খ) ২১
গ) ১৯
ঘ) ২০
23 নিচের কোনটি অন্যগুলো থেকে আলাদা ?
ক) মৌজা
খ) গ্রাম
গ) উপজেলা
ঘ) ইউনিয়ন
24 মাসুদের কয়েকজন বন্ধু ছিল হিন্দু। মাসুদের কয়েকজন বন্ধু ছিল ডাক্তার। কয়েকজন বন্ধু ছিল হিন্দু ডাক্তার। বিবৃতি তিনটির দুটি সত্য হলে, তৃতীয়টি কি?
ক) সত্য
খ) মিথ্যা
গ) অনিশ্চিত
ঘ) পূর্বোক্ত কোনোটিই নয়
25 If a= 3b + c, what is the value of b when a = 17 and c = 2 ?
ক) 5
খ) 
গ) 12
ঘ) 15
26 বিজোড় সংখ্যাকে নিচের কোন সংখ্যা দিয়ে কখনো নিঃশেষে ভাগ করা যাবে না ?
ক) 
খ) 
গ) 
ঘ) 
27 একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, ঐ পুরুষটির সন্তানের দাদা হলেন আমার স্বামী। পুরুষটির সাথে মহিলার সর্ম্পক কী ?
ক) পিতা
খ) পুত্র
গ) জামাই
ঘ) স্বামী
28 খাবারের সাথে কোনটি সব সময় থাকবে ?
ক) টেবিল
খ) থালাবাসন
গ) ক্ষুধা
ঘ) খাদ্যসামগ্রী
29 প্রদত্ত বিকল্পসমূহ হতে বিসদৃশ শব্দটি বের কর :
ক) Hamlet
খ) Macbeth
গ) The Tempest
ঘ) Othello
30 বিসদৃশ শব্দটি বের কর
ক) আম
খ) কাঁঠাল
গ) তেঁতুল
ঘ) তরমুজ
31 সর্বদা মনে রাখতে হবে যে, সংসারে কেউ একা নয়। সমস্যা জীবনে পদে পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। উপরের বক্তব্য অনুসারে জীবন সবসময়……
ক) অপ্রীতিকর
খ) প্রতিযোগিতাপূর্ণ
গ) কষ্টসাধ্য
ঘ) জটিল
32 প্রকৃত শিক্ষাই মানুষকে …… অর্জনে সহায়তা করে।
ক) জ্ঞান
খ) বাস্তবতা
গ) কর্মদক্ষতা
ঘ) মনুষ্যত্ব
33 আপনার ঘড়ির মিনিটের কাঁটা নূন্যতম কত মিনিট পরে ঘন্টার কাঁটাকে স্পর্শ করবে ?
ক) 65
খ) 66
গ) 67
ঘ) 68
34 1 + 3 + 5 + …… + 15 + 17 is equal to ___
ক) 81
খ) 79
গ) 82
ঘ) 80
35 বিসদৃশ শব্দটি বের কর :
ক) Book
খ) Novel
গ) Thesis
ঘ) Newspaper
36 Farmer had 17 hens, All but 9 died. How many live hens were left.
ক) 0
খ) 9
গ) 8
ঘ) 16
37

সঠিক বানান কোনটি ?

ক) কুসংস্কার
খ) কুসংষ্কার
গ) কূসংস্কার
ঘ) কূশংস্কার
38 কোন আইটেমটি যৌক্তিকভাবে তালিকা সংশ্লিষ্ট নয় তা বের কর :
ক) IMF
খ) ILO
গ) UNO
ঘ) ADB
39 একজন ব্যাটসম্যানের আটটি ওয়ানড-তে এভারেজ ৭৫ । পরবর্তী ২ ম্যাচে কত রান করলে এভারেজ ৭৭ হবে ?
ক) ১৫৮
খ) ১৬২
গ) ১৭০
ঘ) ১৬৬
40 শ্রমের সরবরাহ নিচে লিখিত বিষয়ের উপর নিভরশীল : জনসংখ্যা, বয়স-লিঙ্গ অনুপাত, বৈবাহিক অবস্থা এবং শ্রমশক্তির অংশগ্রহণ। নিচের কোনটি শ্রমের সরবরাহকে প্রভাবিত করার ক্ষেত্রে ব্যতিক্রম:
ক) জন্ম মৃত্যু হার
খ) প্রবাসী এবং অধিবাসীর সংখ্যা
গ) মহিলাদের বৈবাহিক অবস্থা
ঘ) নিয়োগ সংস্থার সংখ্যা
41 কাগজকে যদি ইরেজার, ইরেজারকে ব্যাগ, ব্যাগকে স্কেল, স্কেলকে পেন্সিল এবং পেন্সিলকে কাগজ নামে ডাকা হয় তাহলে একজন ছাত্র কী দিয়ে লিখবে ?
ক) পেন্সিল দিয়ে
খ) কাগজ দিয়ে
গ) স্কেল দিয়ে
ঘ) ইরেজার দিয়ে
42 বশির ১০ মিটার উত্তর দিকে হাঁটার পর বামে ঘরে ১৫ মিটার হাঁটলো। তারপর ডানে ঘরে ৫মিটার হেঁটে গেল। যাত্রা শুরুর স্থান থেকে বশিরের বর্তমান অবস্থান কত দূরে ?
ক) ১৫ মিটার
খ) ১০ মিটার
গ) ৩০ মিটার
ঘ) ৪৫ মিটার
43

বাংলা ভাষায় কনসোনেন্ট ও ভাওয়েল কনসোনেন্ট কয়টি ?

ক) ২৯ ও ৮ টি
খ) ২৭ ও ৭টি
গ) ২৯ ও ৭টি
ঘ) ২৮ ও ৭ টি
44 একজন মায়ের ক্ষেত্রে কোনটি অসম্ভব ?
ক) স্বামী না থাকা
খ) তার বাবা না থাকা
গ) তার সন্তান না থাকা
ঘ) তার ঘর না থাকা
45 CANVAS : PAINTER : :
ক) leather : shoe
খ) brush : palette
গ) chisel : wood
ঘ) marble : sculptor
46 বিশ্বের দ্রুতগামী প্রাণী কি ?
ক) বাঘ
খ) সিংহ
গ) চিতাবাঘ
ঘ) খরগোস
47 সুষম খাদ্য নির্ভর করে….. উপর।
ক) রান্নার
খ) নির্বাচনের
গ) স্বাদের
ঘ) দামের
48 কোনটি কিশোর অপরাধের জন্য দায়ী নয় ?
ক) আবেগ জনিত বিশৃঙ্খলা
খ) ঘন ঘন হিংস্র কর্মকান্ড প্রত্যক্ষ করা
গ) শিক্ষা
ঘ) বিদ্যালয় গমনে ব্যর্থতা বা অপ্রতুলতা
49 আপনার কোনো সহকর্মী আপনাকে প্রায়ই কোনো কিছু করতে আদেশ করেন। এমতাবস্থায় আপনি কি করবেন ?
ক) কিছু না বলে চলে যাবেন
খ) সে কি বলেছে তা শোনার ভান করবেন
গ) তাকে উল্টো আদেশ করবেন
ঘ) ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বন্ধুত্বপূর্ণভাবে ব্যাপারটা আলোচনা করবেন
50 কিছু রাজনীতিবিদ ব্যবসায়ী নন - বাক্যটি সত্য হলে নিচের কোন বাক্যটি মিথ্যা হবে ?
ক) কোন রাজনীতিবিদ ব্যবসায়ী নন
খ) সকল রাজনীতিবিদই ব্যবসায়ী
গ) কিছু রাজনীতিবিদই ব্যবসায়ী
ঘ) কোনো ব্যবসায়ী রাজনীতিবিদ নন
51 ফারিহা একটি বালিকা শ্রেণির যে-কোন প্রান্ত থেকে দশম অবস্থানে রয়েছে। শ্রেণিতে কতজন বালিকা রয়েছে ?
ক) ১৯ জন
খ) ২০ জন
গ) ২২ জন
ঘ) ২১ জন
52 ইদানীং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায়-
ক) খুবই হতাশাবোধ করবেন
খ) বন্ধুদের সাথে বিষয়টি আলাপ করবেন
গ) সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন
ঘ) ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন
53 কোনো এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আপনার অপরিচিত একজন দ্বিতীয় অতিথি আপনার নিকট একটি সৎকাজের পরিকল্পনা দিল। আপনি কি করবেন ?
ক) তার বক্তব্য শুনবেন
খ) তাকে বলবেন যে আপনি সৎকাজের পরিকল্পনা কিনতে আসেননি
গ) আপনার সঙ্গে এ ব্যাপারে আলাপ করায় আপনি তাকে ব্যঙ্গ করবেন
ঘ) বন্ধুকে কোনো অজুহাত দেখিয়ে সাথে সাথে বাড়ি চলে যাবেন
54

ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্ক যাওয়ার সময় দিনের সময়কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয় কেন ?

ক) পৃথিবী পশ্চিম দিকে ঘুরছে বলে
খ) পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে
গ) এক্ষেত্রে এসব ঘূর্ণনের কোন প্রভাব নেই
ঘ) অন্য কোন কারণ আছে
55 নিচের কোন স্থান অন্য স্থান হতে আলাদা ?
ক) রেসকোর্স ময়দান
খ) মুজিব নগর
গ) কেন্দ্রীয় শহীদ মিনার
ঘ) থিয়েটার রোড, কলকাতা
56 নিচের কোনজন অন্যদের থেকে আলাদা ?
ক) জসীমউদ্দীন
খ) ঢালী আল মামুন
গ) জয়নুল আবেদীন
ঘ) শাহাবুদ্দিন
57

দর্শক পরিপূর্ণ হলরুমে নাটক অভিনীত হচ্ছে। তুমি একটি বিশেষ চরিত্র অভিনয় করছো। হঠাৎ সংলাপ ভুলে গেলে। কিছুতেই মনে পড়ছে না। এই মুহূর্তে তুমি কি করবে ?

ক) সংলাপ না বলে মঞ্চ থেকে বেরিয়ে পরবে
খ) দর্শকের কাছে ক্ষমা চাইবে
গ) দর্শকদের বুঝতে না দিয়ে নাট্যপরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ সংলাপ বানিয়ে বলবে
ঘ) চুপচাপ দাড়িয়ে থাকবে
58 COUNTRY- কে EMWLVPA লেখা হলে ELECTORATE- কে কী লিখতে হবে ?
ক) CICEPQPCRC
খ) CJGERQTYVG
গ) CNCEQPCRC
ঘ) GUGAVMTYVC
59

আজ রবিবার। ৩৫৩ দিন পর কী বার হবে ?

ক) শুক্রবার
খ) মঙ্গলবার
গ) বুধবার
ঘ) বৃহস্পতিবার
60 নিম্নের কোনটি একই ধরনের ব্যবসায় জড়িত নয় ?
ক) আমাজান
খ) আলিবাবা
গ) ইবে
ঘ) গুগল চেকআউট
61 একটি পার্টিতে একজন ব্যক্তি ও তাঁর স্ত্রী দুই পুত্র ও তাদের স্ত্রী এবং প্রত্যেক পুত্রের ৪ জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল ?
ক) ১০
খ) ১২
গ) ১৪
ঘ) ১৬
62 তানিয়া প্রথমে ১২কি.মি যায় উত্তরে। পরে ১২ কি.মি যায় পশ্চিমে। সেখানে থেকে ৬ কি.মি. যায় দক্ষিণে। যাত্রাস্থান হতে ঐ স্থানের সোজাসুজি দূরত্ব কত ?
ক) ৯ কি.মি.
খ) ১৩.৪২ কি.মি.
গ) ১১ কি.মি.
ঘ) ৬ কি.মি.
63 অশুদ্ধ বানান-জোড় কোনটি ?
ক) পুরস্কার, পরিষ্কার
খ) অত্যাধিক, আকাঙ্খা
গ) লবণ, স্থানু
ঘ) ওজোন , অস্ত্রোপচার
64 বিসদৃশ শব্দটি বের কর।
ক) Micrometer
খ) Microphone
গ) Microbe
ঘ) Microscope
65 ….. ছাড়া উৎপাদন অসম্ভব।
ক) কারখানা
খ) গুদাম
গ) কাঁচামাল
ঘ) অবকাঠামো
66 একটি টেলিভিশন সাক্ষাৎকারে একটি স্কুলের অধ্যক্ষ দাবী করেন যে এই অঞ্চলের ৭৫% পন্ডিত ব্যক্তি তাদের প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। এখানে অধ্যক্ষ মূলত কি বোঝাতে চেয়েছেন ?
ক) এই স্কুলের সকল গ্রাজুয়েট তাদের স্নাতক ডিগ্রি লাভের পর পন্ডিত হয়েছেন।
খ) শুধুমাত্র পন্ডিতরাই এই স্কুলে ভর্তি হন।
গ) এই স্কুল বিশেষায়িত শিক্ষা প্রদান করে
ঘ) এই স্কুলের শিক্ষার গুণগত মান অসাধারণ
67

জঙ্গিবাদের কারণ নয় কোনটি ?

ক) কোনো গোষ্ঠীর চরম রাজনৈতিক বা উগ্র ধর্মীয় চেতনা
খ) জীবন জগত সম্পর্কে ক্রটিপূর্ণ ধারণা
গ) ধর্মীয় অজ্ঞতা ও উগ্র চেতনা
ঘ) রাজনৈতিক ও ধর্মীয় সঠিক ধারণা
68 কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয় ? ১-২-৫-১০-২৬-২৯-৪৮
ক) 
খ) ১০
গ) ২৯
ঘ) ৪৮
69

Scribble : Write : : Stammer : ?

ক) Wolk
খ) Play
গ) Speak
ঘ) Dance
70 একটি নির্দিষ্ট বিন্দু থেকে ১টি বৃত্তের উপর সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে ?
ক) 
খ) 
গ) 
ঘ) অসীম
71 A school has always……
ক) chairs
খ) class rooms
গ) students
ঘ) desks
72 প্রতি এক ঘন্টার কতবার ঘড়ির মিনিটের এবং ঘন্টার কাঁটা পরস্পর লম্বভাবে অবস্থান করে ?
ক) ১ বার
খ) ২ বার
গ) ৩ বার
ঘ) ৪ বারা
73 কোনটি ছাড়া নাটক লেখা অসম্ভব ?
ক) প্রযোজক
খ) নায়ক
গ) পরিচালক
ঘ) প্লট
74 EXERCISE : : STRONG : :
ক) Perform : shy
খ) watch : alert
গ) decide : astute
ঘ) read : knowledge
75 ‘সকল দার্শনিক হন লেখক’ উপরের বাক্যটি মিথ্যা হলে নিচের কোন বাক্যটি অবশ্যই সত্য হবে ?
ক) কোনো কোনো দার্শনিক লেখক নয়
খ) কোনো দার্শনিক লেখক নয়
গ) সকল দার্শনিক লেখক
ঘ) উপরের সবগুলোই সত্য
76 যদি x ঘটে তাহলে y ও ঘটে। এর অর্থ হলো :
ক) x ঘটার কারণ হলো y
খ) y ঘটার কারণ হলো x
গ) x এবং y একটি অন্যটি ঘটার কারণ
ঘ) x এবং y কখনো একটি অন্যটি ঘটার কারণ নয়
77 নিচের নামগুলোর কোনটি ভিন্ন ধরনের ? টেনিস, ফুটবল,ক্রিকেট,টেবিল টেনিস।
ক) টেনিস
খ) ফুটবল
গ) ক্রিকেট
ঘ) টেবিল টেনিস
78 60% of 10 is 10% of which ?
ক) 30
খ) 60
গ) 40
ঘ) 600
79 It is impossible to learn …..
ক) without help
খ) without reading
গ) without teacher
ঘ) without guidance
80

নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে ?

ক) ১০ টি
খ) ১২ টি
গ) ১৪ টি
ঘ) ১৬ টি