নৈতিকতা,মূল্যবোধ ও সু-শাসন

নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসনঃ ৪৫তম বিসিএস

Time: 30
Marks: 60

ID Question
1

প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মৌলিক উপাদান কোনটি ?

ক) নেতৃত্ব
খ) শাসন
গ) নির্বাচন
ঘ) সুশাসন
2

সমাজ ও রাষ্ট্রের জন্য কোনটি প্রয়োজন ?

ক) সুশাসন
খ) আমলাতন্ত্রের জটিলতা
গ) সরকারের ব্যর্থতা
ঘ) সাম্প্রদায়িকতা
3

দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের বিকাশ ঘটে কিসের প্রভাবে ?

ক) সুশাসন
খ) মূল্যবোধ
গ) প্রাতিষ্ঠানিক শিক্ষা
ঘ) দৃষ্টিভঙ্গি
4

গ্রামীন সমাজের প্রচলিত মূল্যবোধ শিক্ষার প্রাথমিক ক্ষেত্র -

ক) সমাজ
খ) পরিবার
গ) শিক্ষা প্রতিষ্ঠান
ঘ) রাষ্ট্র
5

থমাস এফ গর্ডন ই-গভর্ন্যান্সকে সংজ্ঞায়িত করতে গিয়ে কোন বিষয়টির উপর অধিক জোর দিয়েছিলেন ?

ক) নাগরিক অংশ্গ্রহণ সহজীকরণ
খ) রাষ্ট্রীয় সেবা প্দ্ধতির উন্নয়ন
গ) জবাবদিহিতা নিশ্চিতকরণ
ঘ) স্বচ্ছতা আনয়ন
6

বিশ্বব্যাংক সুশাসনের জন্য কয়টি সূচক চিহ্নিত করেছে ?

ক) ৩টি
খ) ৪ টি
গ) ৫টি
ঘ) ৬টি
7

মূল্যবোধ কী ?

ক) সামাজিক আচার-আচরণের সমষ্টি
খ) সামাজের মানুষের কার্যাবলি
গ) আইন মেনে চলা
ঘ) ব্যক্তির মৌলিক বৈশিষ্ট্য
8

ব্যক্তিগত মূল্যবোধ কোনটিকে লালন করে?

ক) স্বাধীনতাকে
খ) সাম্যকে
গ) বিশ্বাসকে
ঘ) নৈতিকতাকে
9

মানুষের ভালো-মন্দ,ন্যায়-অন্যায়, সৎ-অসৎ, উচিত-অনুচিত ইত্যাদির সাথে সম্পৃক্ত বিধি-বিধানকে কী বলা হয় ?

ক) মূল্যবোধ
খ) আইন
গ) নৈতিকতা
ঘ) দৃষ্টিভঙ্গি
10

নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতাকে কী বলে ?

ক) শুদ্ধাচার
খ) মূল্যবোধ
গ) সুশিক্ষা
ঘ) মিথ্যাচার
11

সামাজিক ও ধর্মীয় আর্দশ, মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থী হলো -

ক) সংস্কৃতি
খ) সুশাসন
গ) অপসংস্কৃতি
ঘ) সামাজিক অবক্ষয়
12

কোনটি সামাজিক ক্ষেত্রে সুশাসন ?

ক) সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষা
খ) আইনে শাসন প্রতিষ্ঠা
গ) বেকারত্ব হ্রাস
ঘ) রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি
13

সাম্য নিশ্চিত করতে না পারলে-

ক) স্বাধীনতা প্রহসনে পরিণত হবে
খ) আইন বাস্তবায়ন অসম্ভব হবে।
গ) স্বাধীনতা অর্জন অসম্ভব হবে
ঘ) আইন বাস্তবায়ন সহজ হবে।
14

গণতন্ত্রের সফলতা কীসের ওপর নিভর করে ?

ক) নেতৃত্বের গুণাগুণ
খ) রাজনৈতিক অস্থিতিশীলতা
গ) নেতৃত্বের সংকট
ঘ) নেতৃত্বের কাঠামো
15

গণতন্ত্রের মূল লক্ষ্য কী ?

ক) রাষ্ট্রের চোখ দিয়ে জনগণকে দেখা
খ) রাষ্ট্রের সার্বিক কাজকে পর্যবেক্ষণ করা
গ) জনগণের চোখ দিয়ে রাষ্ট্রকে দেখা
ঘ) জনগণকে আইনের আওতায় নিয়ে আসা
16

নেতৃত্বের বৈধতা থাকলে কী প্রতিষ্ঠা সহজ হয় ?

ক) সুশাসন
খ) অর্থনৈতিক প্রবৃদ্ধি
গ) অবকাঠামোগত উন্নয়ন
ঘ) সামাজিক ন্যায়বিচার
17

কোনটি সামাজিক ক্ষেত্রে সুশাসন ?

ক) সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষা
খ) আইনে শাসন প্রতিষ্ঠা
গ) বেকারত্ব হ্রাস
ঘ) রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি
18

রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান ?

ক) সামাজিক
খ) অর্থনৈতিক
গ) সাংস্কৃতিক
ঘ) রাজনৈতিক
19

কোনো দেশের নৈতিক মূল্যবোধ উন্নত হলে কী উন্নত হয় ?

ক) আইনব্যবস্থা
খ) ধর্মীয় ব্যবস্থা
গ) অথনৈতিক ব্যবস্থা
ঘ) সামাজিক ব্যবস্থা
20

সরকারের কার্যকারিতা নষ্ট হয় -

ক) ই- গভার্ন্যান্সের অভাবে
খ) বিরোধীদলের সহিংস আচরণে
গ) বৈদেশিক সাহায্যের অভাবে
ঘ) নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে দক্ষতার অভাবে
21

সুশাসন প্রতিষ্ঠায় প্রধান সমস্যা -

ক) সাম্প্রদায়িকতা
খ) নেতৃত্বের ঔদাসীন্যতা
গ) রাজনৈতিক অস্থিরতা
ঘ) অর্থনৈতিক অস্বচ্ছলতা
22

নৈতিকতার উদ্ভব ও বিকাশ হয় কোথায় ?

ক) মানুষের মনে
খ) সমাজে
গ) পরিবারে
ঘ) শিক্ষাপ্রতিষ্ঠানে
23

সুশাসন প্রতিষ্ঠার জন্য কোনটি অতীব জরুরি বিষয় ?

ক) রাজতন্ত্র
খ) গণতন্ত্র
গ) স্বৈরতন্ত্র
ঘ) অভিজাততন্ত্র
24

নিচের কোন কাজটি নৈতিকতার অন্তর্ভূক্ত ?

ক) পৌরকর
খ) ভিক্ষুককে ভিক্ষা দেওয়া
গ) যথেচ্ছাচার
ঘ) দেশের প্রতি আনুগত্য প্রকাশ
25

সমাজের শিক্ষিত শ্রেণির যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে -

ক) রাজনৈতিক দল
খ) সুশীল সমাজ
গ) বিচার বিভাগ
ঘ) প্রশাসন বিভাগ
26

সুশাসন প্রতিষ্ঠার সমস্যা কোনটি ?

ক) বিচার বিভাগ স্বতন্ত্রীকরণ
খ) সিভিল সার্ভিস সংস্করণ
গ) স্বাধীন মত প্রকাশ
ঘ) সংঘাতময় রাজনীতি
27 রাষ্ট্র উন্নত হলে কোনটি প্রতিষ্ঠিত হয় ?
ক) মূল্যবোধ জাগ্রত হয়
খ) সুশাসন প্রতিষ্ঠিত হয়
গ) আইনে বাস্তবায়ন হয়
ঘ) অর্থনৈতিক সমৃদ্ধি হয়
28

কোনো বিষয়কে বাস্তবিকভাবে বোঝার সামর্থ্যকে কী বলে ?

ক) বাহ্যিক মূল্যবোধ
খ) বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ
গ) নৈতিক মূল্যবোধ
ঘ) সামাজিক মূল্যবোধ
29

যে মূল্যবোধ মানুষের বাইরের ব্যক্তিত্বকে গড়ে তোলে তাকে কী বলে ?

ক) বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ
খ) নৈতিক মূল্যবোধ
গ) সামাজিক মূল্যবোধ
ঘ) বাহ্যিক মূল্যবোধ
30 কোনটি সুশাসনের একটি অন্যতম প্রত্যয় ?
ক) স্বজনপ্রীতি
খ) রাজনৈতিক অস্থিতিশীলতা
গ) দুর্নীতি দমন
ঘ) সামাজিক বিশৃঙ্খলা
31

নিচের কোনটি বাহ্যিক মূল্যবোধের অর্ন্তভুক্ত ?

ক) সাহসিকতা
খ) রাজনৈতিক সহনশীলতা
গ) সত্যকে সত বলা
ঘ) শ্রমের মর্যাদা
32

সার্বিকভাবে একটি গাইডলাইন হিসেবে ভূমিকা পালন করে কোনটি ?

ক) সুশাসন
খ) সামানাধিকার
গ) নৈতিকতা
ঘ) মূল্যবোধ
33

নীতিশাস্ত্রের আলোচ্য বিষয় কী ?

ক) নৈতিকতা
খ) ন্যায়বিচার
গ) সাম্য
ঘ) মূল্যবোধ
34

যে রাষ্ট্রে মানুষের - সুউচ্চ, সে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠান করা সহজ।

ক) নৈতিক মান
খ) জ্ঞানমান
গ) মূল্যবোধ
ঘ) আদর্শ মান
35

নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কীসের অন্তরায় ?

ক) গণতন্ত্র প্রতিষ্ঠার
খ) সুশাসনের
গ) মূলবোধ প্রতিষ্ঠার
ঘ) আইনের শাসনের
36

যে মূল্যবোধ মানুষের বাইরের ব্যক্তিত্বকে গড়ে তোলে তাকে কী বলে ?

ক) বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ
খ) নৈতিক মূল্যবোধ
গ) সামাজিক মূল্যবোধ
ঘ) বাহ্যিক মূল্যবোধ
37

মূল্যবোধ শিক্ষার ফলে কোন দিকটি প্রতিষ্ঠিত হয়ে ধনী-দরিদ্রের বৈষম্য কমে সুশাসন নিশ্চিত হয় ?

ক) আইনের শাসন
খ) সহনশীলতা
গ) নাগরিক অধিকার
ঘ) সম্পদের সুষম বৃদ্ধি
38

সম্পত্তির বিরুদ্ধে সাইবার অপরাধ -

ক) হ্যাকিং,ক্র্যাকিং, পাইরেসিং
খ) পর্নোগ্রাফি, সাইবার স্টকিং
গ) সাইবার হয়রানি
ঘ) সাইবার সন্ত্রাসবাদ
39

দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের বিকাশ ঘটে কিসের প্রভাবে ?

ক) সুশাসন
খ) মূল্যবোধ
গ) প্রাতিষ্ঠানিক শিক্ষা
ঘ) দৃষ্টিভঙ্গি
40 যেসব মূল্যবোধ মানুষের ধমীয় আচার- আচরণকে পরিচালিত ও নিয়ন্ত্রত করে সেগুলোকে কী বলে ?
ক) সামাজিক মূল্যবোধ
খ) ধর্মীয় মূল্যবোধ
গ) নৈতিক মূল্যবোধ
ঘ) কর্তব্যগত মূল্যবোধ
41

শারীরিক মূল্যবোধকে সৌন্দর্য্যবোধ হিসেবে আখ্যায়িত করেছেন কে ?

ক) এডওয়াড স্প্রেঙ্গারস
খ) ম্যাকাইভার
গ) পেজ
ঘ) সরোকিন
42

সাধারন দৃষ্টিতে মূল্যবোধ কত প্রকার ?

ক) 
খ) 
গ) 
ঘ) 
43

সুশাসনের চালিকাশক্তি কোনটি ?

ক) জবাবদিহিতা
খ) স্বচ্ছতা
গ) স্থিতিশীলতা
ঘ) আইনের শাসন
44

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোনটিকে নিশ্চিত করা যায় ?

ক) জনগণের ক্ষমতায়ন
খ) জীবনমানের উন্নয়ন
গ) জবাবদিহিতা
ঘ) স্বচ্ছতা
45

“আমার নিরাপত্তার অধিকারের মধ্যে অপরের অযৌক্তিক ও অন্যায়ভাবে আক্রমণ না করার মধ্যে কর্তব্য নিহিত ।”-উক্তিটি করেছেন -

ক) অধ্যাপক হব হাউস
খ) অধ্যাপক ল্যাস্কি
গ) অধ্যাপক টি এইচ গ্রিন
ঘ) অধ্যাপক হল্যান্ড
46

জবাবদিহিতা বলতে কী বুঝায় ?

ক) নিয়ামুবতীতা
খ) সৎ ও স্বচ্ছলতা
গ) স্বাভাবিক জবাবদিহিতা
ঘ) দায়বদ্ধতার প্রতিশ্রুতি ও দ্বায়িত্বের স্বীকৃতি
47

নৈতিকতা ও সুশাসনের অভাবে শিক্ষাঙ্গনে সন্ত্রাস বেশি পরিলক্ষিত হয় -

ক) ব্রিটিশ আমলে
খ) পাকিস্তান আমলে
গ) পূর্ব পাকিস্তান থাকাকালে
ঘ) বাংলাদেশ আমলে
48

সম্পত্তির বিরুদ্ধে সাইবার অপরাধ -

ক) হ্যাকিং,ক্র্যাকিং, পাইরেসিং
খ) পর্নোগ্রাফি, সাইবার স্টকিং
গ) সাইবার হয়রানি
ঘ) সাইবার সন্ত্রাসবাদ
49

নাগরিকের প্রধান কতব্য হলো -

ক) নিয়মিত কর প্রদান করা
খ) সুষ্ঠু নিবাচনের পরিবেশ সৃষ্টি করা
গ) প্রশাসনকে সহায়তা করা
ঘ) রাষ্ট্রের আইন মেনে চলা
50

মূল্যবোধগুলো সমাজে কী হিসেবে ভূমিকা পালন করে ?

ক) সামাজিক সেতুবন্ধন
খ) সামাজিক বিভিন্নতা সৃষ্টি
গ) সামাজিক পরিবর্তনশীলতা
ঘ) সহমর্মিতা
51

‘সবার উপরে আইন’- কথাটির অর্থ-

ক) আইনের গতিশীলতা
খ) আইনের প্রয়োগ
গ) আইনের শাসন
ঘ) আইনের প্রাধান্য
52

কে ‘কর্তব্যের নৈতিকতা’র ধারণা প্রবর্তন করেন?

ক) হ্যারল্ড উইলসন
খ) এডওয়ার্ড ওসবর্ন উইলসন
গ)  জন স্টুয়ার্ট মিল
ঘ) ইমানুয়েল কান্ট
53

আমলাতন্ত্রের প্রবর্তক কে?

ক) ম্যাক্স ওয়েবার
খ) কার্ল মার্কস
গ) এমিল ডুর্খেইম
ঘ) রবার্ট মিচেলস
54

 সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি কোনটি?

ক) যৌক্তিকতা
খ) সহনশীলতা
গ) প্রজ্ঞা
ঘ) ব্যক্তিত্ব
55

জাগ্রত বিবেকের ফসল কোনটি?

ক) সময়নিষ্ঠা
খ) অধিকার অসচেতনতা
গ) স্বার্থপরতা
ঘ) অনৈতিকতা
56

ধর্মীয় ঐতিহ্য, বিশ্বাস, গ্রন্থচর্চা প্রভৃতি থেকে কোন মূল্যবোধ সৃষ্টি হয়?

ক) ধর্মীয় মূল্যবোধ
খ) নৈতিক মূল্যবোধ
গ) রাজনৈতিক মূল্যবোধ
ঘ) সামাজিক মূল্যবোধ
57

সামাজিক মূল্যবোধ জাতীয় সত্তার কী হিসাবে পরিগণিত হয়?

ক) অন্তরায়
খ) পরিপূরক
গ) দর্পণ
ঘ) সহায়ক
58

‘The Web of Government’ গ্রন্থটি কার লেখা?

ক) ব্রাইস
খ) লিকক
গ) ডাইসি
ঘ) ম্যাকাইভার
59

‘বাধ্যতাপ্রসূত নৈতিকতা’-এর প্রবক্তা কে?

ক) পিয়াজে
খ) স্কিনার
গ) হবস
ঘ) ফ্রয়েড
60

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?

ক) অনুচ্ছেদ ১৩
খ) অনুচ্ছেদ ১৮
গ) অনুচ্ছেদ ২০
ঘ) অনুচ্ছেদ ২৫