1
|
দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে 20% ও 50% বড়। সংখ্যা দুটির অনুপাত কত?
ক) 2:5
খ) 3:5
গ) 4:5
ঘ) 6:7
|
2
|
ত্রিভুজের একটি কোন এর অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি-
ক) সমকোণী
খ) সমদ্বিবাহু
গ) সমকোণী
ঘ) সূক্ষ্মকোণী
|
3
|
একটি সংখ্যার ২০ শতাংশের ৮০ শতাংশ যদি ১২.৮ হয়, সংখ্যাটি কত?
ক) ৯
খ) ৫০
গ) ৪০
ঘ) ৮০
|
4
|
একটি প্যাকেটে ৫২০ টি মার্বেল আছে । এতে কমপক্ষে আরো কতগুলো মার্বেল যগ করা হলে, সেগুলও ৩,৪ অথবা ৬ জন ছাত্রের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে?
ক) ৪
খ) ৬
গ) ৮
ঘ) ১২
|
5
|
কোনো শ্রেণির ২৪ জন ছাত্রের গড় বয়স ১৪ বছর । যদি একজন শ্রেণি শিক্ষকের বয়স তাদের সাথে যোগ করা হয় তবে বয়সের গড় এক বৎসর বৃদ্ধি পায় । শিক্ষকের বয়স কত ?
ক) ৪০ বৎসর
খ) ৩৯ বৎসর
গ) ৪৫ বৎসর
ঘ) ৩৫ বৎসর
|
6
|
৪ টাকায় ১টি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?
ক) ৫টি
খ) ৬টি
গ) ৪টি
ঘ) ৩টি
|
7
|
৩ সে.মি. , ৪.৫ সে.মি. , ৫.৫ সে.মি. বাহুবিশিষ্ট কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কত?
ক) ৮৭.৫
খ) ৭.৫
গ) ৬.৭৫
ঘ) ৭.৫৫
|
8
|
1,3,4,7,11,18 …..ক্রমটির পরবর্তী পদ কত?
ক) 25
খ) 29
গ) 36
ঘ) 42
|
9
|
একটি কোম্পানির ক বছরে মোট বেতন ব্যয় ছিল ৮৪,০০০ টাকা যা খ বছর এর মোট বেতন ব্যয়ের তুলনায় ২০% বেশি । খ বছরে মোট বেতন কত ছিল ?
ক) ৭০,০০০
খ) ৬৮,৩২০
গ) ৬৪,০০০
ঘ) ৬০,০০০
|
10
|
70 লিটার পেট্রোল অকটেন মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত 5:2। এই মিশ্রণে আর কত লিটার অকটেন মিশালে পেট্রল ও অকটেনের অনুপাত 2:1 হবে?
ক) 5
খ) 7
গ) 10
ঘ) কোনটিই নয়
|
11
|
একটি গাড়ি ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে, ৩ মিনিট ৩০ সেকেন্ডে উহা কত দূরে যাবে ?
ক) ৩.৩ কিলোমিটার
খ) ৩.৫ কিলোমিটার
গ) ২১০ কিলোমিটার
ঘ) ২০ কিলোমিটার
|
12
|
সুদের হার 15% থেকে 13% কম হওয়ায় এক ব্যাক্তির 6 বছরের সুদ 84 টাকা কমে গেল,তা মুলধন কত?
ক) 700 টাকা
খ) 800 টাকা
গ) 900 টাকা
ঘ) 1000 টাকা
|
13
|
SCIENCE শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভব্য যত উপায়ে সাজানো যায় তার সংখ্যা হচ্ছে?
ক) 60 বার
খ) 120 বার
গ) 180 বার
ঘ) 420 বার
|
14
|
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫০ ও ১০০ মিটার । বাগানটির দৈর্ঘ্য ২০% এরং প্রস্থ ১০% বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?
ক) ১৯৮০০
খ) ১৫০০
গ) ৩০০০
ঘ) ১৯৫০০
|
15
|
(x - y, 4) = (4, x + 3y) হলে (x, y)-এর মান কত?
ক) (6, 2)
খ) (4, 3)
গ) (3, 0)
ঘ) (4, 0)
|
16
|
Cloud Computing এর সেবা দেয়া শুরু হয় -
ক) ২০০১ সালে
খ) ২০০২ সালে
গ) ২০০৫ সালে
ঘ) ২০০৬ সালে
|
17
|
The function of Gateway is-
ক) To connect two dissimilar networks
খ) To connect tow similar networks
গ) To connect two computer in a LAN
ঘ) To connect a printer within a LAN
|
18
|
মাইক্রোসফট ওয়ার্ডে শব্দকে সুপারস্ক্রিপ্ট করার কী বোর্ড শর্টকার্ট হলো-
ক) কন্ট্রেোল, শিফট এবং “ - ” একত্রে চাপা
খ) কন্ট্রোল, শিফট এবং “ + ” একত্রে চাপা
গ) কন্ট্রোল, শিফট এবং ‘ = ’ একত্রে চাপা
ঘ) কন্ট্রোল, এবং ‘ - ’ একত্রে চাপা
|
19
|
If you format a disk then-
ক) folders will be lost
খ) files will be lost
গ) software will be lost
ঘ) everything will be lost
|
20
|
কম্পিউটারের প্রাণশক্তি কোনটি?
ক) হার্ডওয়্যার
খ) সি.পি.ইউ
গ) সফটওয়্যার
ঘ) মাইক্রোপ্রসেসর
|
21
|
কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয়-
ক) প্রিন্টার
খ) মাউস
গ) মডেম
ঘ) প্লটার
|
22
|
কী বোর্ড ব্যবহার করে এমএস ওয়ার্ডে কোন ফাইল সেভ করতে হলে নিচের কোন কমান্ড ব্যবহার হয়?
ক) Shirt + Save
খ) Ctrl + S
গ) Alt + S
ঘ) Shrit + S
|
23
|
একটি হার্ডডিস্ক এর ডেটা ট্রান্সফার হার 20 মেগাবাইট/ সেকেন্ড। হার্ডডিস্কটি থেকে 5 মেগাবাইট ডেটা মেমোরিতে স্থানান্তর করত সময় লাগবে-
ক) 20 sec
খ) 1 sec
গ) 0.5 sec
ঘ) 0.25 sec
|
24
|
OR গেইটে যে কোন একটি ইনপুট ১ হলে আইটপুট হবে -
ক) ০
খ) ১
গ) ২
ঘ) ৩
|
25
|
নিচের কোনটি কম্পিউটারে ইনপুট এবং আউটপুট উভয় যন্ত্ররূপে ব্যবহৃত হয়?
ক) Keyboard
খ) Plotter
গ) Printer
ঘ) Touch Screen
|
26
|
কম্পিউটারের সকল গাণিতিক এবং যুক্তি সম্পর্কিত হিসাবাদি .......... সম্পন্ন হয়।
ক) Motherboard
খ) memory
গ) CPU
ঘ) None of these
|
27
|
নিচের কোনটি ডাটাবেজ language?
ক) Oracle
খ) C
গ) MS word
ঘ) কোনটিই নয়
|
28
|
Nibble describes a bits combination of -
ক) 5 bits
খ) 7 bits
গ) 6 bits
ঘ) 4 bits
|
29
|
Microprocessor কম্পিউটারের নিম্নের অংশে ব্যবহৃত হয়-
ক) Power Unit
খ) RAM
গ) CPU
ঘ) Hard Drive
|
30
|
POP - এর পূর্ণরূপ কোনটি ?
ক) Power On protocol
খ) Power off protocol
গ) Post office protocol
ঘ) Post only protocol
|
31
|
The charge for - excess language is Tk.600 per kilo.
a)  the
b)  an
c)  a
d)  no article
|
32
|
Modus Operandi means -
a)  Failed operation
b)  Suitable object
c)  Opera song
d)  method of operation
|
33
|
One who eats everything is called -
a)  Omniscient
b)  Omniprescent
c)  Omnipotent
d)  Omnivorous
|
34
|
Which one is singular ?
a)  People
b)  Media
c)  Species
d)  None
|
35
|
Feminine gender of 'abbot' -
a)  abess
b)  abbes
c)  abbess
d)  abbotess
|
36
|
Oninon prices have - too much this month
a)  raised
b)  risen
c)  rise
d)  rose
|
37
|
What is the verb of the word 'Ability'?
ক) Ableness
খ) Ably
গ) Able
ঘ) Enable
|
38
|
Choose the correct sentence ____
ক) The train is running in time.
খ) The train is running on time.
গ) The train is ranning with me.
ঘ) The train is running to time.
|
39
|
Choose the correct sentence ____
ক) A meeting was proposed to be held
খ) They proposed to hold a meeting
গ) Holding of a meeting was propoded by them
ঘ) It was proposed for holding a meeting
|
40
|
Blandishment' is related to -
ক) honeyed words
খ) abusive verse
গ) declamatory
ঘ) modest reply
|
41
|
What is the meaning of musk ?
ক) a form of drama
খ) a face cover
গ) a substance used in making perfume
ঘ) a disguise
|
42
|
The synonym for Corrective is -
ক) Righteous
খ) preventive
গ) prohibitive
ঘ) Remedial
|
43
|
A pronoun takes place of a / an____
ক) antecedent
খ) verb
গ) subject
ঘ) noun
|
44
|
If Elucidate : Clarity then -
ক) Mystify : Enlightenment
খ) Illuminate : Light
গ) Aggravate : Problem
ঘ) Conceal : Oblivion
|
45
|
Correct spelling is ---
ক) Exhilaration
খ) Exilaration
গ) Exhilaretion
ঘ) Exilaretion
|
46
|
What is the Noun form of the word 'defer'?
ক) deference
খ) difference
গ) deferment
ঘ) deferrant
|
47
|
I saw him going to market. (Compound)
ক) I saw him and he was going to market.
খ) I saw him who was going to market
গ) I saw him and he to go to market
ঘ) I go to market which he saw
|
48
|
Geriatrics' is the branch of medicine concerned with the diseases and care of ___
ক) newly- weds
খ) old women
গ) new born babies
ঘ) old people
|
49
|
Noun form of the word Signify is ___
ক) significant
খ) significance
গ) significantly
ঘ) insinificant
|
50
|
__ needle is __ useful thing .
ক) The, the
খ) A, the
গ) The, an
ঘ) A, a
|
51
|
What is the name of the character who is killed by Macbeth in Shakespeare's play "Macbeth"?
a)  Duncan
b)  Banquo
c)  Macduff
d)  Fleance
|
52
|
What was Alexander Pope's most famous poem?
a)  The Rape of the Lock
b)  An Essay on Man
c)  The Dunciad
d)  Eloisa to Abelard
|
53
|
Who is born in Ukrain but wrote his works in English ?
a)  Oscar Wilde
b)  Joseph Conrad
c)  Adger Allan Poe
d)  Geroge Orwell
|
54
|
In which Virginia Woolf novel is Rachel a governess?
a)  Mrs. Dalloway
b)  To the Lighthouse
c)  Orlando
d)  Night and Day
|
55
|
Who among the following is not novelist?
a)  Thomas More
b)  Jane Austen
c)  Joseph Conrad
d)  Mathew Arnold
|
56
|
A person writes the story of his own life it is called
a)  an autobiography
b)  a biograph
c)  a diary
d)  a chronology
|
57
|
Who among the following is not an Irish writer?
a)  Oscar Wilde
b)  James Joyce
c)  Samuel Beckett
d)  Sir Arthur Conan Doyel
|
58
|
The Neo-classical period of English literature refers to -
a)  1660-1798
b)  1798-1832
c)  1832-1901
d)  1901-1939
|
59
|
Who among the following is not university wits?
a)  Robert Greene
b)  Thomas Nashe
c)  Thomas Hardy
d)  Thomas Lodge
|
60
|
Which of these statements is true of Virginia Woolf's essay On Craftsmanship?
a)  It argues for the importance of traditional methods of craftsmanship.
b)  It argues for the importance of innovation in art.
c)  It explores the theme of class and social inequality.
d)  It argues for the importance of craft in writing.
|
61
|
Which of the following works was not written by Jonathan Swift ?
a)  A Modest Proposal
b)  A Tale ofa Tub
c)  The Battle of Book
d)  Tom Jones
|
62
|
The repetition of beginning consonant sound is known as-
a)  Personification
b)  onnomatopoeia
c)  alliteration
d)  rhyme
|
63
|
In which Shakespearean play does the character Ophelia appear?
a)  Hamlet
b)  Macbeth
c)  King Lear
d)  Antony and Cleopatra
|
64
|
Which of Jane Austen's novels features the character of Mr. Bennet's brother?
a)  Mansfield Park
b)  Northanger Abbey
c)  Sense and Sensibility
d)  Pride and Prejudice
|
65
|
Eustacia is a character of -
a)  Tess of the D'urbervilles
b)  Jude the Obscure
c)  The Mayor of Caster Bridge
d)  The Return of the Native
|
66
|
প্রদত্ত বিকল্পসমূহ হতে বিসদৃশ শব্দটি বের কর :
ক) Hamlet
খ) Macbeth
গ) The Tempest
ঘ) Othello
|
67
|
বীজ : চারাগাছ : ডিম : ?
ক) অমলেট
খ) মুরগিছানা
গ) মুরগি
ঘ) কুসুম
|
68
|
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় তবে কার বেশি কষ্ট হবে ?
ক) টেনে নেয়া ব্যক্তির
খ) ঠেলে নেয়া ব্যক্তির
গ) দু’জনের সমান কষ্ট হবে
ঘ) কোনটিই নয়
|
69
|
উঁচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে কী করতে হবে ?
ক) সামনের দিকে ঝুঁকতে হবে
খ) হাঁটু কিছুটা ভাঁজ করতে হবে
গ) গোড়ালি উঁচু করতে হবে
ঘ) এর সবগুলো
|
70
|
১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কযটি ?
ক) ৩১
খ) ৩২
গ) ৩৩
ঘ) ৩৪
|
71
|
A contest always has ……
ক) an umpire
খ) opponents
গ) applause
ঘ) victory
|
72
|
যদি, ৫ + ৩ = ২৮ ৯ + ১ = ৮১০ ২ + ১ = ১৩ হবে তবে, ৫ + ৪ = ?
ক) ১৮
খ) ১৯
গ) ২০
ঘ) ২১
|
73
|
গুরুজন : ভক্তি : : শিশু: ?
ক) শাসন
খ) আদর
গ) যত্ন
ঘ) স্নেহ
|
74
|
‘সকল দার্শনিক হন লেখক’ উপরের বাক্যটি মিথ্যা হলে নিচের কোন বাক্যটি অবশ্যই সত্য হবে ?
ক) কোনো কোনো দার্শনিক লেখক নয়
খ) কোনো দার্শনিক লেখক নয়
গ) সকল দার্শনিক লেখক
ঘ) উপরের সবগুলোই সত্য
|
75
|
Man did not know that the earth moves round the sun until it was …..
ক) discovered
খ) hypothesiged
গ) experimented
ঘ) invented
|
76
|
নিচের ভগ্নাংশগুলো মধ্যে কোনটি সবচেয়ে বড় ?
ক) 
খ) 
গ) 
ঘ) 
|
77
|
সুসংবাদ : আনন্দ : : জ্বালাতন :
ক) ঝগড়া করা
খ) বিরক্ত করা
গ) আক্ষেপ করা
ঘ) কষ্ট করা
|
78
|
কোনো বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিঁড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন।
ক) ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন।
খ) বিয়ে বাড়ি ছেঁড়ে চলে যাবেন।
গ) পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন।
ঘ) আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নিবেন।
|
79
|
Find the odd
ক) Fragrance
খ) A foul smell
গ) Incense
ঘ) Aroma
|
80
|
১৫ দিন আগে আবদুর রহিম বরেছিলো যে, তার জন্ম দিন ‘আগামীকাল’। আজ মাসের ২০ তারিখ হলে তার জন্ম দিন কোন তারিখে ?
ক) ৬ তারিখে
খ) ৫ তারিখে
গ) ৭ তারিখে
ঘ) ২৪ তারিখে
|
81
|
UNIDO- এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক) Geneva
খ) Vienna
গ) Sydney
ঘ) Washington DC
|
82
|
সিইমিংপুলের লেনের চওড়া কত?
ক) 3.5 মি
খ) 2.75 মি
গ) 3 মি
ঘ) 2.5 মি
|
83
|
’ভিক্টোরিয়া ক্রস’ কোন দেশের সর্বোচ্চ খেতাব?
ক) কানাডা
খ) ব্রিটেন
গ) অস্ট্রেলিয়া
ঘ) ফিজি
|
84
|
পৃথিবীর কোন দেশটি মহাদেশ ও বটে ?
ক) জাপান
খ) নিউজিল্যান্ড
গ) আলাস্কা
ঘ) অসট্রেলিয়া
|
85
|
ইমরুল কায়েস কোন ভাষার শ্রেষ্ঠ কবি?
ক) আরবি
খ) ফার্সি
গ) রুশ
ঘ) সংস্কৃত
|
86
|
নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী?
ক) বুদাপেষ্ট
খ) প্রাগ
গ) এথেন্থ
ঘ) তিরিনা
|
87
|
বিবিসি এ সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) লন্ডনে
খ) প্যারিসে
গ) নিউইয়র্কে
ঘ) স্কটল্যান্ড
|
88
|
According to global firepower index 2022 the place of Russia is in-
ক) 1
খ) 2
গ) 3
ঘ) 4
|
89
|
কোন দেশে Gross national Product (GNP) এর পরিবর্তন Gross national Happiness (GNH) ব্যবহার করা হয়?
ক) শ্রীলংকা
খ) ভুটান
গ) কম্বোডিয়া
ঘ) ভিয়েতনাম
|
90
|
গৌতম বুদ্বের জন্মস্থান লুম্বানী হলো
ক) ভারত
খ) ভূটান
গ) নেপাল
ঘ) পাকিস্খান
|
91
|
The Magna Carta is-
ক) The name of an English king
খ) One of Napoleons Wars
গ) A British Naval Ship
ঘ) A Historical Document curbing the kings power
|
92
|
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়-
ক) ১৯৪৪ সালের ১ সেপ্টেম্বর
খ) ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর
গ) ১৯৪৫ সালের ৯ আগস্ট
ঘ) ১৯৪৫ সালের ৬ আগস্ট
|
93
|
টাইমস কোন দেশের সংবাদপত্র
ক) যুক্তরাষ্ট্র
খ) যুক্তরাজ্য
গ) অস্ট্রেলিয়া
ঘ) কানাডা
|
94
|
জাতিসংঘ সনদ কত সালে কার্যকারী হয়?
ক) ১৯২০ সালে
খ) ১৯৪০ সালে
গ) ১৯৪৫ সালে
ঘ) ১৯৫০ সালে
|
95
|
Which European city is known as the city of canals?
ক) Munich
খ) Rome
গ) Venice
ঘ) Mosco
|
96
|
The Geneava Convention deals with-
ক) Women's rights
খ) Peace and Conflict
গ) International trade
ঘ) Conduct of war
|
97
|
মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কার দীপংক তালুকদারের নিজ জেলা কোনটি?
ক) বরিশাল
খ) ঝালকাঠি
গ) বরগুনা
ঘ) পটুয়াখালি
|
98
|
আধুনিক দর্শনের জনক কে?
ক) বেকন
খ) ডেকার্ট
গ) হিউম
ঘ) কান্ট
|
99
|
জাতিসংঘের মহাসচিব কুট ওয়াল্ড হেইম কোন দেশের নাগরিক ছিলেন?
ক) নরওয়ে
খ) সুইডেন
গ) পেরু
ঘ) অস্ট্রিয়া
|
100
|
Green Climate Fund গঠিত হয় কত সালে?
ক) ২০০৪
খ) ২০০৭
গ) ২০১০
ঘ) ২০১৩
|
101
|
ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে-
ক) সিল্ভার ব্রোমাইড
খ) সিল্ভার ক্লোরাইড
গ) অ্যামোনিয়াম ক্লোরাইড
ঘ) সিল্ভার ফ্লোরাইড
|
102
|
ভিটামিন ‘ই’-এর কাজ কি?
ক) দেহবৃদ্ধিতে সহায়তা করা
খ) প্রজননে সহায়তা করা
গ) দেহের চামড়া মসৃণ করা
ঘ) চুল পড়া বন্ধ করা
|
103
|
প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ -
ক) রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজ লাগে
খ) বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
গ) উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
ঘ) সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
|
104
|
হিমোগ্লোবিন কোন জাতীয় পদাথ ?
ক) আমিষ
খ) আয়োডিন
গ) স্নেহ
ঘ) লৌহ
|
105
|
সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত ?
ক) ৭.৬ সে.মি.
খ) ৭৬ সে.মি
গ) ৭২ সে.মি.
ঘ) ৭৭ সে.মি.
|
106
|
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো -
ক) আইসোটোন
খ) আইসোটোপ
গ) আইসোবার
ঘ) রাসায়নিক পদার্থ
|
107
|
ঈস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে ?
ক) মদ্য শিল্পে
খ) রুটি শিল্পে
গ) সাইট্রিক এসিড উৎপাদনে
ঘ) এক কোষীয় প্রোটিন তৈরিতে
|
108
|
কোনটি পদার্থের অবস্থা নয়-
ক) Plasma
খ) Solid
গ) Gas
ঘ) Energy
|
109
|
প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় -
ক) ইথেন
খ) অ্যামোনিয়া
গ) মিথেন
ঘ) বিউটেন
|
110
|
অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয ?
ক) জারণ
খ) বিজারণ
গ) প্রশমন
ঘ) পানি যোজন
|
111
|
বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ী করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন ?
ক) গাড়ীর মধ্যেই বসে থাকবেন
খ) কোন গাছের তলায় আশ্রয় নিবেন
গ) বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
ঘ) বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবেন
|
112
|
মানুষের ক্রোমোসোমের সংখ্যা কত ?
ক) ২০ জোড়া
খ) ২২ জোড়া
গ) ২৩ জোড়া
ঘ) ২১ জোড়া
|
113
|
মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে-
ক) ওয়েভ গাইডের মধ্যে দিয়ে
খ) ভূমি ও আয়োনোস্ফিয়ারের মধ্যে প্রতিফলন হতে হবে
গ) বিশেষ ধরনের ক্যাবলের মধ্যে দিয়ে
ঘ) খোলামেলা জায়গার মধ্যে দিয়ে সরল রেখায়
|
114
|
হাড় ও দাঁতকে মজবুত করে -
ক) আয়োডিন
খ) আয়রন
গ) ম্যাগনেসিয়াম
ঘ) ফসফরাস
|
115
|
আকাশে বিজলী চমকায় -
ক) দুই খন্ড মেঘ পর পর এলে
খ) মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
গ) মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
ঘ) মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত থাকে
|
116
|
নীতিশাস্ত্রের আলোচ্য বিষয় কী ?
ক) নৈতিকতা
খ) ন্যায়বিচার
গ) সাম্য
ঘ) মূল্যবোধ
|
117
|
থমাস এফ গর্ডন ই-গভর্ন্যান্সকে সংজ্ঞায়িত করতে গিয়ে কোন বিষয়টির উপর অধিক জোর দিয়েছিলেন ?
ক) নাগরিক অংশ্গ্রহণ সহজীকরণ
খ) রাষ্ট্রীয় সেবা প্দ্ধতির উন্নয়ন
গ) জবাবদিহিতা নিশ্চিতকরণ
ঘ) স্বচ্ছতা আনয়ন
|
118
|
যে মূল্যবোধ মানুষের বাইরের ব্যক্তিত্বকে গড়ে তোলে তাকে কী বলে ?
ক) বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ
খ) নৈতিক মূল্যবোধ
গ) সামাজিক মূল্যবোধ
ঘ) বাহ্যিক মূল্যবোধ
|
119
|
নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতাকে কী বলে ?
ক) শুদ্ধাচার
খ) মূল্যবোধ
গ) সুশিক্ষা
ঘ) মিথ্যাচার
|
120
|
গ্রামীন সমাজের প্রচলিত মূল্যবোধ শিক্ষার প্রাথমিক ক্ষেত্র -
ক) সমাজ
খ) পরিবার
গ) শিক্ষা প্রতিষ্ঠান
ঘ) রাষ্ট্র
|
121
|
নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কীসের অন্তরায় ?
ক) গণতন্ত্র প্রতিষ্ঠার
খ) সুশাসনের
গ) মূলবোধ প্রতিষ্ঠার
ঘ) আইনের শাসনের
|
122
|
মূল্যবোধ কী ?
ক) সামাজিক আচার-আচরণের সমষ্টি
খ) সামাজের মানুষের কার্যাবলি
গ) আইন মেনে চলা
ঘ) ব্যক্তির মৌলিক বৈশিষ্ট্য
|
123
|
নেতৃত্বের বৈধতা থাকলে কী প্রতিষ্ঠা সহজ হয় ?
ক) সুশাসন
খ) অর্থনৈতিক প্রবৃদ্ধি
গ) অবকাঠামোগত উন্নয়ন
ঘ) সামাজিক ন্যায়বিচার
|
124
|
নাগরিকের প্রধান কতব্য হলো -
ক) নিয়মিত কর প্রদান করা
খ) সুষ্ঠু নিবাচনের পরিবেশ সৃষ্টি করা
গ) প্রশাসনকে সহায়তা করা
ঘ) রাষ্ট্রের আইন মেনে চলা
|
125
|
রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান ?
ক) সামাজিক
খ) অর্থনৈতিক
গ) সাংস্কৃতিক
ঘ) রাজনৈতিক
|
126
|
নামজারি কোন শব্দের পরিভাষা ?
ক) Mutilated note
খ) Mutatis Mutandis
গ) Mutation
ঘ) Mutiny
|
127
|
অবজ্ঞা, অবমাননা শব্দ দুটির ‘অব’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
ক) বিপরীত
খ) নিম্নে
গ) নিষেধ
ঘ) হীনতা
|
128
|
‘যখন সে সুসংবাদ পেল, তখন সে আনন্দিত হলো’- বাক্যটির সরল বাক্যরূপ কোনটি?
ক) সে সুসংবাদ পেল এবং আনন্দিত হলো।
খ) সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো।
গ) যেই সে সুসংবাদ পেল, সেই সে আনন্দিত হলো।
ঘ) যদি সুসংবাদ পাও, তবে আনন্দিত হও।
|
129
|
‘অঞ্চল’ শব্দটি কোন শ্রেণির ?
ক) তদ্ভব
খ) তৎসম
গ) ফারসি
ঘ) ইংরেজি
|
130
|
কানু ছাড়া গীত নাই দ্বারা কী বুঝানো হয়েছে
ক) ঘুম কাতুরে
খ) দরিদ্র কিন্তু বিলাসী
গ) পোষাক সর্বস্ব
ঘ) একমাত্র অবলম্বন
|
131
|
প্রেম শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক) প্রে+ম
খ) প্রিয়+ এম
গ) প্রিয় + ইমন
ঘ) প্রেম+অ+ব
|
132
|
প্রাকার শব্দের অর্থ কোনটি?
ক) প্রাচীর
খ) প্রচার
গ) প্রতিকার
ঘ) পরাজিত
|
133
|
‘অরণ্যে রোদন’- এর সঠিক অর্থ হচ্ছে-
ক) বনে কান্না করা
খ) নিষ্ফল আবেদন
গ) জঙ্গলে কান্না করা
ঘ) দিশেহারা হয়ে পড়া
|
134
|
কোন বানানটি অশুদ্ধ নয়?
ক) শশুর
খ) অতিথী
গ) মৃত্যুত্তীর্ণ
ঘ) শিরচ্ছেদ
|
135
|
কোন জাতীয় শব্দে ষ ব্যবহৃত হয় না?
ক) তৎসম
খ) সংস্কৃতি
গ) বিদেশি
ঘ) তদ্ভব
|
136
|
কোনটি 'বাতাস' শব্দের সমার্থক নয়?
ক) পাবক
খ) মারুত
গ) পবন
ঘ) অনিল
|
137
|
গলগ্রহ এর বিপরীত শব্দ হল-
ক) প্রশংসা
খ) আহ্লাদ
গ) প্রতিপাল্য
ঘ) মৃন্ময়
|
138
|
যে বহুব্রীহি সমাসে দুটি এক রুপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বুঝায় তাকে বলে -
ক) সমানাধিকরণ বহুব্রীহি
খ) ব্যধিকরণ বহুব্রীহি
গ) ব্যতিহার বহুব্রীহি
ঘ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
|
139
|
নাড়াবুনে বাগধারার সঠিক অর্থ কোনটি ?
ক) বুনো
খ) শহুরে
গ) মূর্খ
ঘ) অলস
|
140
|
কোন বাক্যটি শুদ্ধ ?
ক) বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
খ) বিদ্ব্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
গ) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
ঘ) বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতম
|
141
|
হারামণির সংকলক কে ?
ক) চন্দ্রকুমার দে
খ) দীনেশচন্দ্র সেন
গ) মুহম্মদ মনসুর উদ্দিন
ঘ) জর্জ গিয়ার্সন
|
142
|
কোনটি এক চরিত্র বিশিষ্ট নাটক ?
ক) কবর
খ) নেমেসিস
গ) নীলদর্পণ
ঘ) নরকে লাল গোলাপ
|
143
|
কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে ?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) কাজী নজরুল ইসলাম
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
|
144
|
বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি?
ক) Rajmohans wife
খ) দুর্গেশনন্দিনী
গ) কপালকুণ্ডলা
ঘ) বিষবৃক্ষ
|
145
|
হে কবি, নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত বরিয়া তুমি লবে না কি তব বন্দনায় ? - উদ্ধৃতাংশটি কোন কবির ?
ক) সৈয়দ শামসুল হক
খ) সুফিয়া কামাল
গ) শামসুর রাহমান
ঘ) হেলাল হাফিজ
|
146
|
মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখ্যযোগ্য অবদান কোনটি ?
ক) লোকসাহিত্য
খ) পুঁথি সাহিত্য
গ) বাংলা গীতিকা
ঘ) রোমান্টিক প্রণয়োপাখ্যান
|
147
|
সারেং বৌ কোন জাতীয় গ্রন্থ ?
ক) নাটক
খ) উপন্যাস
গ) রম্য রচনা
ঘ) প্রবন্ধ
|
148
|
“ খোয়াবনামা” গ্রন্থের রচয়িতা -
ক) আনোয়ার পাশা
খ) আখতারুজ্জামান ইলিয়াস
গ) আবুল ফজল
ঘ) আবদুল গাফফার চৌধুরী
|
149
|
শূন্যপুরাণ কাব্য কার রচনা ?
ক) হলায়ূদ মিশ্র
খ) রামাই পন্ডিত
গ) ভারতচন্দ্র
ঘ) কানা হরিদত্ত
|
150
|
ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতা -
ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
|
151
|
অপণা মাংসে হরিনা বৈরী চর্যাপদের কোন কবির রচনা ?
ক) ভুসুকুপা
খ) কাহৃপা
গ) শবরপা
ঘ) বীনাপা
|
152
|
জাল স্বপ্ন, স্বপ্নের জাল গল্পগ্রন্থটির রচয়িতা কে ?
ক) শওকত ওসমান
খ) হাসান আজিজুল হক
গ) আলাউদ্দিন আল আজাদ
ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
|
153
|
মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ ও শেষ কবি ভারতচন্দ্র কে রায়গুণাকর উপাধি দেয় কে ?
ক) কৃষ্ণচন্ত্র মজুমদার
খ) রঘুরাম রায়
গ) কৃষ্ণচন্দ্র রায়
ঘ) কোনটিই নয়
|
154
|
বাংলা সাহিত্যের প্রখ্যাত মহিলা সাহিত্যিক কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কী ?
ক) আলো ও ছায়া
খ) মাল্য ও নির্মাল্য
গ) অশোক সঙ্গীত
ঘ) কুসুমাঞ্জলী
|
155
|
মীর মশাররফ হোসেনের মোসলেম বীরত্ব কোন ধরনের গ্রন্থ ?
ক) উপন্যাস
খ) কাব্যগ্রন্থ
গ) প্রবন্ধ
ঘ) নাটক
|
156
|
চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশিত হয় ?
ক) ১৯০৭
খ) ১৯১২
গ) ১৯১৬
ঘ) ১৯১৮
|
157
|
মুনীর চৌধুরীর মীর মানস কোন জাতীয় গ্রন্থ ?
ক) উপন্যাস
খ) প্রবন্ধ
গ) নাটক
ঘ) স্মৃতিকথা
|
158
|
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প কোনটি ?
ক) ভিখারিণী
খ) দেনা-পাওনা
গ) শেষের রাত্রি
ঘ) নষ্টনীড়
|
159
|
কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় ?
ক) পাল
খ) সেন
গ) মুঘল
ঘ) তুর্কী
|
160
|
মৈমনসিংহ গীতিকার 'মহুয়া' পালার রচয়িতা কে ?
ক) চন্দ্রাবতী
খ) দ্বিজ কানাই
গ) দ্বিজ ঈশান
ঘ) মনসুর বয়াতি
|
161
|
মুজিবনগর কোন জেলায় অবস্থিত ?
ক) যশোর
খ) কুষ্টিয়া
গ) মেহেরপুর
ঘ) চুয়াডাঙ্গা
|
162
|
বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে -
ক) বিজয়পুরে
খ) রানীগঞ্জে
গ) টেকের হাটে
ঘ) বিয়ানী বাজারে
|
163
|
মুজিবনগর সরকারের ডাকটিকেটের ডিজাইনার কে ছিলেন ?
ক) বিমান মল্লিক
খ) হাশেম খান
গ) মইনুল হোসেন
ঘ) আবদুর রাজ্জাক
|
164
|
অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে কত ভাগে ভাগ করা হয় ?
ক) ২ ভাগে
খ) ৪ ভাগে
গ) ৫ ভাগে
ঘ) ৮ ভাগে
|
165
|
বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি ?
ক) ৩ টি
খ) ৪ টি
গ) ৬ টি
ঘ) ৮ টি
|
166
|
প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি ?
ক) মালদ্বীপ
খ) সন্দ্বীপ
গ) বরিশাল
ঘ) হাতিয়া
|
167
|
গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেয়া আছে বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে--
ক) ১০
খ) ১১
গ) ১২
ঘ) ১৩
|
168
|
কোন আইন ‘কালা কানুন’ নামে পরিচিত ?
ক)  ইলবার্ট বিল
খ) হান্টার অ্যাক্ট
গ)  রাওলাট আইন
ঘ)  ১৯০৯ সালের আইন
|
169
|
‘আমার ঘরের চাবি পরের হাতে’ - গানটির রচয়িতা কে ?
ক) লালন শাহ
খ) হাসন রাজা
গ) পাগলা কানাই
ঘ) রাধারমণ দত্ত
|
170
|
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল ?
ক) ঢাকায়
খ) মেহেরপুরে
গ) চট্টগ্রামের কালুর ঘাটে
ঘ) আগরতলায়
|
171
|
বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে -
ক) বিজয়পুরে
খ) রানীগঞ্জে
গ) টেকের হাটে
ঘ) বিয়ানী বাজারে
|
172
|
বাংলাদেশ কোন সালে ইসলামি সম্মেলনে সংস্থার সদস্য লাভ করে ?
ক) ১৯৭২
খ) ১৯৭৩
গ) ১৯৭৪
ঘ) ১৯৭৫
|
173
|
কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
ক) গারো
খ) সাঁওতাল
গ) খাসিয়া
ঘ) কোনটিই নয়
|
174
|
মুক্তিযুদ্ধে সেক্টর ২ এর অধিনায়ক ছিলেন-
ক) মেজর খালেদ মোশাররফ
খ) মেজর সি আর দত্ত
গ) মেজর কে এম সফিউল্লাহ
ঘ) মেজর জলিল
|
175
|
বাসস কি ?
ক) একটি সংঘ
খ) একটি সংবাদ সংস্থা
গ) একটি ম্যাগাজিন
ঘ) একটি টিভি কেন্দ্র
|
176
|
সপ্তদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন কত বছরের জন্য বাড়ানো হয়?
ক) ১০
খ) ১৫
গ) ২০
ঘ) ২৫
|
177
|
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে ?
ক) ১৯০৫ সালে
খ) ১৯১১ সালে
গ) ১৯৩৫ সালে
ঘ) ১৯২১ সালে
|
178
|
ছয় দফা আনুষ্টানিকভাবে কত তারিখে ঘোষণা করা হয় ?
ক) ২৩ মার্চ ১৯৬৬
খ) ২৩ মার্চ ১৯৬৯
গ) ২৬ সেপ্টেমবর ১৯৬৬
ঘ) ১০ ফেব্রুয়ারি ১৯৬৬
|
179
|
বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়?
ক) পঞ্চাশ দশক
খ) ষাট দশক
গ) সত্তর দশক
ঘ) আশির দশক
|
180
|
প্রথম জাতীয় সংসদের স্থায়ীত্ব কত ছিল?
ক) ৩ বছর ৭ মাস
খ) ২ বছর ৭ মাস
গ) ৩ বছর ২ মাস
ঘ) ২ বছর ৪ মাস
|
181
|
জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব -
ক) ১১৪০
খ) ১১৯১
গ) ১১১৯
ঘ) ১১৯৫
|
182
|
সংবিধানের ২৮(২) নং অনুচ্ছেদের বিষয়বস্তু কী ?
ক) সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান
খ) সর্বস্তরের নারী-পুরুষের সমান অধিকার
গ) সকল নাগরিকের চাকরি লাভের সুযোগ
ঘ) জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার
|
183
|
বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে ?
ক) ৩
খ) ৪
গ) ৫
ঘ) ৬
|
184
|
বঙ্গভঙ্গের সময় ভারতের গর্ভনর জেনারেল কে ছিলেন ?
ক) লর্ড কার্জন
খ) লর্ড ওয়েলেসলি
গ) লর্ড ডালহৌসি
ঘ) লর্ড মাউন্ট ব্যাটেন
|
185
|
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানী হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় -
ক) ফার্নেস অয়েল
খ) কয়লা
গ) প্রাকৃতিক গ্যাস
ঘ) ডিজেল
|
186
|
বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে ?
ক) ১ জুন, ২০১৪
খ) ১ জুন, ২০১৫
গ) ১ জুলাই, ২০১৫
ঘ) ১ জুলাই, ২০১৬
|
187
|
বাংলাদেশে সবচেয়ে বেশী রপ্তানি করে -
ক) চীন
খ) ভারত
গ) যুক্তরাজ্য
ঘ) থাইল্যান্ড
|
188
|
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অর্ন্তভুক্ত করা হয়েছে ?
ক) চতুর্থ তফসিল
খ) পঞ্চম তফসিল
গ) ষষ্ঠ তফসিল
ঘ) সপ্তম তফসিল
|
189
|
প্রতিবছর কোন তারিখে বাংলাদেশে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় ?
ক) ২ ফেব্রুয়ারি
খ) ৮ ফেব্রুয়ারি
গ) ৮ মার্চ
ঘ) ৭ এপ্রিল
|
190
|
BIDA এর পুর্বতন প্রতিষ্ঠানের নাম কি?
ক) বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
খ) বেসরকারি বিনিয়োগ বোর্ড
গ) বিনিয়োগ বোর্ড
ঘ) বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ
|
191
|
বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?
ক) ২০০ নটিক্যাল মাইল
খ) ১২ নটিক্যাল মাইল
গ) ২৫০ নটিক্যাল মাইল
ঘ) ৭১৬ নটিক্যাল মাইল
|
192
|
বরেন্দ্রভূমির আয়তন কত?
ক) ৮৩২০ বর্গ কিমি
খ) ৯৩২০ বর্গ কিমি
গ) ৯৩২২ বর্গ কিমি
ঘ) ৯২৩০ বর্গ কিমি
|
193
|
অপর্যাপ্ত বৃষ্টিপাত হলে কমে যায়-
ক) মাটির আর্দ্রতা
খ) বায়ূর আর্দ্রতা
গ) পানির আর্দ্রতা
ঘ) কোনটিই নয়
|
194
|
কোন অঞ্চলের নদীর ক্ষয়সাধন বেশি হয় ?
ক) উৎপত্তিস্থলে
খ) উঁচুভূমিতে
গ) পতিতস্থলে
ঘ) পার্বত্য অঞ্চলে
|
195
|
দুযোগ ব্যবস্থাপনার ব্যবস্থাগুলো কোন অঞ্চলে বেশি প্রযোজ্য ?
ক) উপকূলীয় অঞ্চলে
খ) নদী তীরবর্তী অঞ্চলে
গ) নিম্নভূমি অঞ্চলে
ঘ) ঢাকাকেন্দ্রিক অঞ্চলে
|
196
|
বাংলাদেশে প্রবেশের পর গঙ্গা নদী, ব্রক্ষপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে -
ক) গোয়ালনন্দ
খ) বাহাদুরাবাদ
গ) ভৈরববাজার
ঘ) নারায়নগঞ্জ
|
197
|
গঙ্গা নদীর উৎপত্তিস্থলের নাম কী ?
ক) গঙ্গোত্রী হিমবাহ
খ) দক্ষিণাত্যের মালভূমি
গ) মানস সরোবর
ঘ) হোয়াংহো নদী
|
198
|
কোন অঞ্চলের নদীর ক্ষয়সাধন বেশি হয় ?
ক) সমতল
খ) উঁচুভূমি
গ) মালভূমি
ঘ) পার্বত্য অঞ্চল
|
199
|
পার্বত্য অঞ্চলের নদীর কোন ধরনের ক্ষয় বেশি হয় ?
ক) নিম্নক্ষয়
খ) পার্শ্বক্ষয়
গ) তীর ভাঙন
ঘ) নদীর মোহনায় ক্ষয়
|
200
|
বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি?
ক) ময়নামতি
খ) মহাস্থানগড়
গ) পাহাড়পুর
ঘ) সোনারগাঁও
|