1
|
বার্ষিক ১০% হার সুদে কত বছরে ৫০০০ টাকার চক্রবৃদ্ধি মূলধন ৬৬৫৫ টাকা হবে ?
ক) ১ বছর
খ) ২ বছর
গ) ২- ১/২ বছর
ঘ) ৩ বছর
|
2
|
একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার ও প্রস্থ ৩০ মিটার। বাগানের ভেতরে চতুর্দিকে ১ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
ক) ২১৬ বর্গমিটার
খ) ১৩৬ বর্গমিটার
গ) ১২০ বর্গমিটার
ঘ) ১৪৮ বর্গমিটার
|
3
|
চিনির মূল্য শতকরা ১০ টাকা বৃদ্ধি পেলে চিনির ব্যবহার শতকরা কত কমালে পরিবারের চিনির খরচের কোন পরিবর্তন হবে না?
ক) ১০০/১১
খ) ৯৫/১১
গ) ১০২/১১
ঘ) ৯৩/১১
|
4
|
রাজশাহী থেকে খুলনার দূরত্ব ২৮২ কিলোমিটার । একটি বাস ৭ ঘণ্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসল । পথে বাসটি ১ ঘণ্টা যাত্রা বিরতি নেয় । বাসটির গড় গতিবেগ কত কি.মি./ঘণ্টা ?
ক) ৪২
খ) ৪৯
গ) ৫৫
ঘ) কোনোটিই নয়
|
5
|
একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?
ক) 80
খ) 120
গ) 140
ঘ) 96
|
6
|
কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৩ যোগ করলে সংখ্যাটি ২/৩ অংশ হবে ?
ক) ২৪
খ) ১৮
গ) ৩৬
ঘ) ৪২
|
7
|
এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড় এবং তার স্ত্রীর বয়স তাদের ছেলের বয়সের ৫ গুণ । ৬ বছর ছেলের বয়স ১৪ হলে লোকটির বর্তমান বয়স কত ?
ক) ৩০
খ) ৩৫
গ) ৪০
ঘ) ৪৫
|
8
|
দুটি রাশির অনুপাত 8:15। পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত?
ক) 15
খ) 45
গ) 75
ঘ) 120
|
9
|
কোন শ্রেণীর ৩০ জন ছাত্রের মধ্যে ২০ জন ফুটবল এবং ১৫ জন ক্রিকেট খেলা পছন্দ করে। প্রত্যেক ছাত্র দুটি খেলার অন্তত একটি খেলা পছন্দ করে। কতজন ছাত্র দুটি খেলাই পছন্দ করে?
ক) ৫ জন
খ) ৭ জন
গ) ৯ জন
ঘ) ১০ জন
|
10
|
একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১২ দিন লাগলে ১৪ জন শ্রমিকের কত দিন লাগবে ?
ক) ২৪ দিন
খ) ৩০ দিন
গ) ২৮ দিন
ঘ) ৩২ দিন
|
11
|
১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪......... ধারার পরবর্তী সংখ্যাটি কত?
ক) ৪০
খ) ৫৫
গ) ৬৮
ঘ) ৯০
|
12
|
একটি বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে?
ক) ৩ গুণ
খ) ৬ গুণ
গ) ৯ গুণ
ঘ) ১৮ গুণ
|
13
|
COUNTRY- কে EMWLVPA লেখা হলে ELECTORATE- কে কী লিখতে হবে ?
ক) CICEPQPCRC
খ) CJGERQTYVG
গ) CNCEQPCRC
ঘ) GJGAVMTYVC
|
14
|
এতটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১৩,১৪ ও ১৫ মিটার । ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক) ৬০ বঃমিঃ
খ) ৮৪ বঃমিঃ
গ) ৯০ বঃমিঃ
ঘ) ১০৮ বঃমিঃ
|
15
|
(x+5) (x-9) - 15 এর উৎপাদক কোনটি?
ক) x+10
খ) x-10
গ) x-8
ঘ) x-6
|
16
|
Which of the following languages is more suited to a structured program?
ক) FORTRAN
খ) BASIC
গ) PASCAL
ঘ) None
|
17
|
নিচের কোনটি ডেটাবেজ সফটওয়্যার?
ক) MS Word
খ) MS Excel
গ) MS Outlook
ঘ) None of them
|
18
|
কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকেব?
ক) $
খ) #
গ) &
ঘ) @
|
19
|
Order by ' - SQL কমান্ড ডাটা -
ক) ইনডেক্সিং করা হয়
খ) সর্টিং করা হয়
গ) সিলেক্ট করা হয়
ঘ) কোনোটিই নয়
|
20
|
Keyboard এবং CPU- এর মধ্যে কোন পদ্ধতিতে data transmission হয় ?
ক) Simplex
খ) Duplex
গ) Half duplex
ঘ) Triplex
|
21
|
কোনটি পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন?
ক) Google
খ) Yahoo
গ) Microsoft
ঘ) Facebook
|
22
|
OMR- এর পূর্ণরূপ হচ্ছে-
ক) Optical Mark Recognition
খ) Original Mark Recognition
গ) Only Mark Reading
ঘ) Optical Media Reading
|
23
|
Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয় ?
ক) নির্ধারিত ফাইল কপি করা
খ) আগের প্রোগ্রামে ফিরে যাওয়া
গ) সর্বশেষে পরিবতন Undo করা
ঘ) কোনোটিই নয়
|
24
|
নিচের কোন কম্পিউটারে ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করা যেতে পারে?
ক) Desktop Computer
খ) Laptop Computer
গ) Super Computers
ঘ) All of these
|
25
|
মোবাইল সেট চুরি বা ছিনতাই রোধে কার্যকর পদ্ধতি -
ক) মোবাইল ট্র্যাকার
খ) জিপিআরএস
গ) আইএমই আই
ঘ) জিএসএম
|
26
|
WiFi নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি?
ক) তামার তার
খ) অপটিক্যাল ফাইবার
গ) তারহীন সংযোগ
ঘ) উপরের সবকটি
|
27
|
ফাইল কপি বা স্থানান্তর প্রক্রিয়ার চূড়ান্ত নির্দেশ হলো-
ক) Copy
খ) Tools
গ) Paste
ঘ) Delete
|
28
|
CAD Stands for-
ক) Come and Dance
খ) Computer Aided Design
গ) Call And Dine
ঘ) None of these
|
29
|
নিচের কোনটি সবচেয়ে বহুল ব্যবহৃত স্টোরেজ ডিভাইজ?
ক) magnetic
খ) Optical
গ) flash
ঘ) persistant
|
30
|
Sum of 1101 + 0010 is
ক) 1111
খ) 0111
গ) 0101
ঘ) 1110
|
31
|
_ Iqbal is not born in every age .
a)  a
b)  the
c)  this
d)  an
|
32
|
I caught him __ the car .
a)  by
b)  with
c)  in
d)  of
|
33
|
I have not seen you __ ages .
a)  since
b)  for
c)  during
d)  from
|
34
|
Which one is correct ?
a)  Both sentence are correct
b)  Judy often reads magazines
c)  she arrives always late in the morning
d)  Judy reads often magazines
|
35
|
Find the correct spelling .
a)   Acquintance
b)   Acquintence
c)   Acquentance
d)  Acquaintance
|
36
|
I'd like to meet cathy parker, - novelist.
a)  a
b)  an
c)  the
d)  none
|
37
|
The man __ his last on last Sunday .
a)   breath
b)   eaten
c)   drink
d)   breath
|
38
|
No sentence can be formed without the -
a)  Transitive verb
b)  Principal verb
c)  Factitive verb
d)  Intransitive verb
|
39
|
Which of the following nouns is in plura form ?
a)  Analysis
b)  Radius
c)  Datum
d)  Media
|
40
|
I saw Babu __ I was getting off the car .
a)  because
b)  as
c)  while
d)  when
|
41
|
Which one is correct?
a)  Consceintious
b)   Consientious
c)  Consientious
d)  Conscientious
|
42
|
The house is quite. The word 'quite' is -
a)  pronoun
b)  adjective
c)  preposition
d)  verb
|
43
|
Man of Parts means
a)  Honest
b)  sincere
c)  talented
d)  worthless
|
44
|
Choose the correct sentence.
a)  Less people get American visas now a days.
b)  Less people get American visas now a day.
c)  Fewer people get American visas now a days.
d)  Few people get American visas now a day.
|
45
|
Which one is in plural number ?
a)  School
b)  oxen
c)  Leaf
d)  Mathmatics
|
46
|
Which is the noun of 'vacate' ?
a)  vacated
b)  vacating
c)  vacation
d)  vacancy
|
47
|
He came at 4 O'clock.
a)  of the clock
b)  off the clock
c)  on the clock
d)  over the clock
|
48
|
Antonym of the word FOREIGN
a)  Native
b)   habitant
c)   domicile
d)  Alien
|
49
|
What is the meaning of economical -
a)   financial
b)   frugal
c)   prodigal
d)   financial
|
50
|
The study of insects
ক) Etymology
খ) Entomology
গ) Zoology
ঘ) Anthropology
|
51
|
Which one is a Metaphor ?
a)  He is as good as his father
b)  He is the sort of the family
c)  She sing like a cuckoo
d)  She feels that life is a fashion show
|
52
|
Who wrote Ulysses ?
a)  Robert Brwoning
b)  Alfred Tennyson
c)  Robert Herrick
d)  John Donne
|
53
|
Preface to Shakespeare was written by-
a)  Dr. Samuel Jonson
b)  John Dryden
c)  Andrew Marvel
d)  Lord Alfred Tennyson
|
54
|
What is the meaning the word Dirge?
a)  a kind of sonnet sequence
b)  a song expressing patrotic sentiment
c)  a long verse elling about an adventure
d)  a song expressing grief, lementation and mourning
|
55
|
Full many a flower is born to blush unseen and wste its sweetnes in the desert air- Stated by ?
a)  Thomas Gray
b)  Keats
c)  Wordsworth
d)  Shelly
|
56
|
Romantic period of English literature refers to -
a)  1700-1798
b)  1798-1832
c)  1832-1901
d)  1901-1939
|
57
|
Of the following who is the most translated author of the world ?
a)  V.I Lenin
b)  Leo Tolstoy
c)  Agantha Cristie
d)  Mao Tse Tung
|
58
|
The Neo-classical period of English literature refers to -
a)  1660-1798
b)  1798-1832
c)  1832-1901
d)  1901-1939
|
59
|
Twinkle, twinkle, little star, How I wonder what you are. It is an example of -
a)  Anaphora
b)  Apostrophe
c)  Assonance
d)  Anecdote
|
60
|
Who among the following is not an american writer?
a)  William Faulkner
b)  Robert Frost
c)  Boris Pasternak
d)  Ernest Hemingway
|
61
|
Who is the Victorian poet ?
a)  Helen Keller
b)  Matthew Arnold
c)  Lord Byron
d)  Thomas Gray
|
62
|
Who is the father of English Learning ?
a)  Alfred the Great
b)  Chaucer
c)  Venerable Bede
d)  John Wycliffe
|
63
|
Protagonist indicates -
a)  the villain in a play
b)  the leading character or actor in a play
c)  the clown in a play
d)  the stage-director or a play
|
64
|
Which of the following ages in literary history is the latest?
a)  The Agustan age
b)  The Victorian age
c)  The Georgian age
d)  THe Restoration age
|
65
|
Who was the first US President to resign from office?
ক) Richard Nixon
খ) Abraham Lincoln
গ) George Washington
ঘ) Andrew Johnson
|
66
|
বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’ - মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী ?
ক) ‘ধ’
খ) ‘ন’
গ) ‘প’
ঘ) ‘ল’
|
67
|
Circle : Are
ক) Line : Segment
খ) Part: Whole
গ) Small : Big
ঘ) Mass : Volume
|
68
|
সর্বদা মনে রাখতে হবে যে, সংসারে কেউ একা নয়। সমস্যা জীবনে পদে পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। উপরের বক্তব্য অনুসারে জীবন সবসময়……
ক) অপ্রীতিকর
খ) প্রতিযোগিতাপূর্ণ
গ) কষ্টসাধ্য
ঘ) জটিল
|
69
|
কুসংস্কার : শিক্ষা : : ব্যাধি : ?
ক) পরিচ্ছন্নতা
খ) পুষ্টিকর
গ) চিকিৎসক
ঘ) চিকিৎসা
|
70
|
কোন সংখ্যা যুগণ সহ-মৌলিক ?
ক) 2 ,3
খ) 
গ) 
ঘ) 
|
71
|
অনুবাদক : দোভাষী :: কলম :
ক) বিদেশি ভাষা
খ) টেপরের্কডার
গ) উচ্চারণ
ঘ) লেখা
|
72
|
২য় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে ?
ক) ৯
খ) ২৭
গ) ৩৬
ঘ) ৬৫
|
73
|
শূণ্যস্থানে কোনটি বসবে ? বুধ,শুক্র, পৃথিবী,মঙ্গল……।
ক) শনি
খ) নেপচুন
গ) ইউরেনাস
ঘ) বৃহস্পতি
|
74
|
Choose the word that is necessary part of the word 'BOOK' ?
ক) Fiction
খ) Paper
গ) Picture
ঘ) Learning
|
75
|
….. যেমন তির্যের সাথে সম্পর্কিত স্থায়িত্ব তেমনি…. এর সাথে সম্পর্কিত ?
ক) অভিযোগ - টিকে থাকা
খ) অভিযোগ - অপরিণত অবস্থা
গ) যুক্তি - অপরিণত অবস্থা
ঘ) যুক্তি - টিকে থাকা
|
76
|
প্রাণদ : জল : : মহীজ : ?
ক) সম্বর
খ) গ্রহ
গ) নি:সর্গ
ঘ) অশ্ব
|
77
|
নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন ?
ক) পিতল
খ) তামা
গ) লোহা
ঘ) টিন
|
78
|
কারাগার : কয়েদী :: খাম :
ক) ডাকটিকেট
খ) পোস্টবক্স
গ) বার্তা
ঘ) ঠিকানা
|
79
|
কলমের সাথে কবির যে সম্বন্ধ সুঁইয়ের সাথে নিচের কোনটির একই রকম সম্বন্ধ আছে ?
ক) সুতো
খ) বোতাম
গ) সেলাই
ঘ) দর্জি
|
80
|
ময়ূর ও হরিণ একত্রে ৮০টি, কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০টি। তাহলে কতটি ময়ূর আছে ?
ক) ৬০টি
খ) ৮০ টি
গ) ৪০ টি
ঘ) ৫০ টি
|
81
|
বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতি পালিত হয় প্রতি বছরের
ক) 25-May
খ) 28-May
গ) 30-May
ঘ) 31-May
|
82
|
জেরুজালেম নগরীকে কেন্দ্র করে গড়ে উঠা সভ্যতা :
ক) সুমেরীয় সভ্যতা
খ) আক্কাদীয় সভ্যতা
গ) আসিরীয় সভ্যতা
ঘ) হিব্রু সভ্যতা
|
83
|
কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবলে পুরষ্কার পান?
ক) ইয়াসির আরাফাত
খ) নাগিব মাহফুজ
গ) আনোয়ার সাদাত
ঘ) প্রফেসর আব্দুস সালাম
|
84
|
পৃথিবীর কোন দেশের রাজা প্রতি পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচিত হন?
ক) ইংল্যান্ড
খ) স্পেন
গ) থাইল্যান্ড
ঘ) মালয়েশিয়া
|
85
|
Where is the 'Pentagon' situated?
ক) New York
খ) Arlington
গ) Washington D.C
ঘ) New Jersey
|
86
|
“ওয়াল স্ট্রিট দখল কর” আন্দোলন কি লক্ষ্যে গড়ে ওঠেছে?
ক) মানবাধিকার প্রতিষ্ঠার
খ) পুঁজিবাদের বিরুদ্ধে
গ) বিশ্ব পরিবেশ রক্ষায়
ঘ) বিশ্বকে দুর্নীতি মুক্ত করতে
|
87
|
লোক সংখ্যায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোণটি?
ক) ভুটান
খ) সিঙ্গাপুর
গ) ভ্যাটিকান সিটি
ঘ) নাউরু
|
88
|
কাতার বিশ্বকাপ ২০২২ এর সেরা উদীয়মান খেলোয়াড় কে?
ক) কিলিয়ান এম্বাপ্পে
খ) হ্যারি কেইন
গ) এনসো ফার্নান্দেজ
ঘ) লুকা মদ্রিচ
|
89
|
ক্যাম্প ডেভিড চুক্তি সাক্ষরিত হয় কোন দুটি দেশের মধ্যে?
ক) মিশর ও ইসরায়েল
খ) ভারত ও পাকিস্থান
গ) সৌদ আরব ও ইরান
ঘ) যুক্তরাজ্য ও আমেরিকা
|
90
|
The smallest ocean in the world is?
ক) arctic
খ) antratic
গ) mariana
ঘ) Indian ocean and pacific ocean
|
91
|
কে দরিদ্র এবং দুর্ভিক্ষের জন্য বিখ্যাত?
ক) Amartya sen
খ) J M Keynes
গ) Michel Lift
ঘ) Michel Patro
|
92
|
Pantheon is -
ক) Mexian
খ) Assyrian temple
গ) Roman temple
ঘ) Greek temple
|
93
|
নিচের কোনটি একটি ছিদ্রায়িত রাষ্ট্র?
ক) অস্ট্রেলিয়া
খ) ইংল্যান্ড
গ) ইতালি
ঘ) জাপান
|
94
|
গ্রিন ক্লাইমেট ফান্ডের হেড অফিস কোথায়?
ক) ফিলিপিনস
খ) দক্ষিণ কোরিয়া
গ) প্যারিস
ঘ) রোম
|
95
|
সেন্দাই ফ্রেমওয়ার্ক এর উদ্দেশ্য-
ক) ওজন স্তর সুরক্ষা
খ) জৈব নিরাপত্তা
গ) গ্রিন হাঊজ গ্যাস কমানো
ঘ) দুর্যোগের ঝুকি হ্রাস
|
96
|
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা কয়টি?
ক) ১
খ) ৩
গ) ৫
ঘ) ৬
|
97
|
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে ?
ক) ইরাক
খ) ইরান
গ) সোদি আরব
ঘ) আলজেরিয়া
|
98
|
WWF (World Wide Fund for Nature) প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক) ২৬ এপ্রিল, ১৯৬১
খ) ২৯ এপ্রিল, ১৯৬১
গ) ২১ জুলাই ১৯৮১
ঘ) ৪ জুন ১৯৮১
|
99
|
জিব্রাল্টার নামটি এসেছে কোনটি থেকে ?
ক) জাবাল আল জারিফ
খ) জাবাল আল তায়িফ
গ) জাবাল আল জায়িদ
ঘ) জাবাল আল তারিক
|
100
|
চীনে কমিউনিস্ট বিপ্লব হয় কত সালে ?
ক) ১৯৪৮
খ) ১৯৪৯
গ) ১৯৫০
ঘ) ১৯৭১
|
101
|
নিচের কোনটি ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণের উদাহরণ নয়-
ক) X-rays
খ) Gamma rays
গ) Sound waves
ঘ) Radio waves
|
102
|
‘অ্যাকোয়া রেজিয়া’ বলতে বুঝায় -
ক) কনসেনট্রেটেড সালফিউরিক এসিড
খ) কনসেনট্রেটেড নাইট্রিক এসিড
গ) কনসেনট্রেটেড সালফিউরিক এবং কনসেনট্রেটেড নাইট্রিক এসিডের মিশ্রণ
ঘ) কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ
|
103
|
কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয় ?
ক) ক্রোমোপ্লাস্ট
খ) ক্লোরোপ্লাস্ট
গ) ক্রোমোটোপ্লাস্ট
ঘ) লিউকোপ্লাস্ট
|
104
|
পরম শূন্য তাপমাত্র কোনটি?
ক) ২৭৩ ডিগ্রি সেন্টিগ্রেড
খ) -২৭৩ ডিগ্রি ফারেনহাইট
গ) ০ ডিগ্রি সেন্টিগ্রেড
ঘ) ০ ডিগ্রি কেল্ভিন
|
105
|
কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?
ক) শুশুক
খ) তিমি
গ) ইলিশ
ঘ) হাঙ্গর
|
106
|
জলবসন্তের রোগ জীবাণুর নাম-
ক) Vibrio
খ) Varicella
গ) Rubiola
ঘ) Rubella
|
107
|
জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
ক) কৃত্রিম সার প্রয়োগ
খ) পানি সেচ
গ) মাটিতে নাইট্রোজেন ধরে রাখা
ঘ) প্রাকৃতিক গ্যাস প্রয়োগ
|
108
|
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে ?
ক) ৮.৩২ মিনিট
খ) ৯.১২ মিনিট
গ) ৭.৯৬ মিনিট
ঘ) ১০.৬৫ মিনিট
|
109
|
অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয ?
ক) জারণ
খ) বিজারণ
গ) প্রশমন
ঘ) পানি যোজন
|
110
|
রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয় -
ক) গামা রশ্মি
খ) বিটা রশ্মি
গ) রঞ্জন রশ্মি
ঘ) কসমিক রশ্মি
|
111
|
নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে ?
ক) ট্রিপসিন
খ) লাইপেজ
গ) টয়ালিন
ঘ) অ্যামাইলেজ
|
112
|
বিগব্যাং (BigBang) তত্ত্বের আধুনিক ব্যাখ্যা উপস্থাপন করেছেন
ক) স্টিফেন হকিং
খ) জি লেমেটার
গ) আব্দুস সালাম
ঘ) এডুইন হাবর
|
113
|
কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল ?
ক) জিপসাম
খ) সালফার
গ) সোডিয়াম
ঘ) খনিজ লবণ
|
114
|
ফনোগ্রাফ কে আবিষ্কার করেন ?
ক) রন্টজেন
খ) ফ্যারাডে
গ) মার্কনি
ঘ) এডিসন
|
115
|
রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি ?
ক) গামা রশ্মি
খ) মাইক্রোওয়েভ
গ) অবলোহিত বিকিরণ
ঘ) আলোক তরঙ্গ
|
116
|
মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে -
ক) দুর্নীতি রোধ করা
খ) সামাজিক অবক্ষয় রোধ করা
গ) রাজনৈতিক অবক্ষয় রোধ করা
ঘ) সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা
|
117
|
“সামাজিক মূল্যবোধ হল একটি মানদন্ড”- উক্তিটি কার ?
ক) পল সাঁত্রে
খ) জন লক
গ) এইচ এম জনসন
ঘ) এফ ই মেরিল
|
118
|
বস্তুগত সংস্কৃতির উদাহরণ নয় কোনটি ?
ক) ঘরবাড়ি
খ) মোবাইল সেট
গ) ভাষা
ঘ) কম্পিউটার
|
119
|
কোনটিকে সমাজকর্ম মূল্যবোধের মৌলিক ভিত্তি বিবেচনা করা হয় ?
ক) ধর্ম নিরপেক্ষবাদ
খ) বস্তুবাদ
গ) মানবতাবাদ
ঘ) ভাববাদ
|
120
|
কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয় ?
ক) পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ
খ) আইনের শাসন
গ) সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
ঘ) অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ
|
121
|
বিশ্বব্যাংক সুশাসনের জন্য কয়টি সূচক চিহ্নিত করেছে ?
ক) ৩টি
খ) ৪ টি
গ) ৫টি
ঘ) ৬টি
|
122
|
সমাজে আজও চরম অভাব,দারিদ্র্য,অশিক্ষা,অবিচার …. করছে।
ক) বিচরণ
খ) টলটল
গ) বিরাজ
ঘ) ঘোরাফিরা
|
123
|
নেতৃত্বের বৈধতা থাকলে কী প্রতিষ্ঠা সহজ হয় ?
ক) সুশাসন
খ) অর্থনৈতিক প্রবৃদ্ধি
গ) অবকাঠামোগত উন্নয়ন
ঘ) সামাজিক ন্যায়বিচার
|
124
|
আক্ষরিক অর্থে মূল্যবোধ সম্পন্ন আচরণে কোন মুখ্য মূল্যটি বিদ্যমান থাকে ?
ক) মানবীয় মূল্য
খ) সামাজিক মূল্য
গ) আর্থিক মূল্য
ঘ) ক ও খ উভয়ই
|
125
|
মূল্যবোধ শিক্ষা নিশ্চিত করার জন্য মানুষের কোন গুণটিকে জাগ্রত করতে হবে ?
ক) বুদ্ধি
খ) বিবেক
গ) আত্মসংযম
ঘ) দেশপ্রেম
|
126
|
এ জন্মের তরে বিদায় নিলাম এখানে ‘তরে’ অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে?
ক) মত
খ) নিকট
গ) হেতু
ঘ) নিমিত্ত
|
127
|
বাংলার নাসিক্য ধ্বনি ক’টি ?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
|
128
|
অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি?
ক) তৎ + রূপ = তদ্রুপ
খ) সম্ + তাপ = সন্তাপ
গ) রাজ্ + নী = রাজ্ঞী
ঘ) তদ্ + কাল = তৎকাল
|
129
|
‘অশীতিপর’ শব্দের অর্থ কী ?
ক) শীত সহ্য করতে অক্ষম ব্যক্তি
খ) আশি বছরের বেশি বয়সের ব্যক্তি
গ) শীতে কাতর নয় এমন ব্যক্তি
ঘ) প্রাচীন ধ্যান ধারণায় বিশ্বাসী ব্যক্তি
|
130
|
কোনটি পদাত্মক দ্বিরুক্তির উদাহরণ ?
ক) দিন দিন
খ) রোজ রোজ
গ) হাতে-নাতে
ঘ) শুনশান
|
131
|
নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ?
ক) যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে
খ) ভালো ছেলেকে সবাই ভালোবাসে
গ) তিনি গেলেন এবং আমরা গ্রামে ফিরলাম
ঘ) তুমি এলে আমরা যাব
|
132
|
দুর কী ধরনের উপসর্গ ?
ক) তৎসম
খ) বাংলা
গ) বিদেশী
ঘ) মিশ্র
|
133
|
সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায় ?
ক) বিশেষ্য ও ক্রিয়া
খ) বিশেষণ ও ক্রিয়া
গ) বিশেষ্য ও বিশেষণ
ঘ) ক্রিয়া ও সর্বনাম
|
134
|
প্রাকার শব্দের অর্থ কোনটি?
ক) প্রাচীর
খ) প্রচার
গ) প্রতিকার
ঘ) পরাজিত
|
135
|
কোন শব্দটির বানান শুদ্ধ ?
ক) স্বায়ত্তশাসন
খ) সায়ত্ত্বশাসন
গ) স্বায়ত্বশাসন
ঘ) সায়ত্তশাসন
|
136
|
‘পদ্ধতি’ শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়-
ক) পদ+ধতি
খ) পৎ+ধতি
গ) পথ+ধতি
ঘ) পদ্+হতি
|
137
|
নিচের কোনটি কুলিন এর বিপরীত শব্দ?
ক) কোমল
খ) লঘু
গ) অন্ত্যজ
ঘ) কুঞ্জন
|
138
|
নির্ভুল বানান কোনটি?
ক) সূচীষ্মতা
খ) সূচিষ্মিতা
গ) সূচীস্মিতা
ঘ) শুচিস্মিতা
|
139
|
শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন-
ক) দৈন্যতা প্রশংসানীয় নয়
খ) দীনতা প্রশংসনীয় নয়
গ) দৈন্যতা অপ্রশংসানীয়
ঘ)  দৈন্যতা নিন্দনীয়
|
140
|
কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?
ক) উপপদ তৎপুরুষ
খ) উপমান তৎপুরুষ
গ) উপমিত তৎপুরুষ
ঘ) উপমেয় তৎপুরুষ
|
141
|
কবির আত্মবিশ্বাস প্রবন্ধগ্রন্থটির রচয়িতা কে ?
ক) সৈয়দ শামসুল হক
খ) আল মাহমুদ
গ) নির্মলেন্দু গুণ
ঘ) মহাদেব সাহা
|
142
|
‘নীলদর্পণ’ নাটকটি কত সালে প্রকাশিত হয় ?
ক) ১৮৫৭ সালে
খ) ১৮৫৮ সালে
গ) ১৮৪৯ সালে
ঘ) ১৮৬০ সালে
|
143
|
ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে , উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে- কে বলেছেন ?
ক) শামসুর রাহমান
খ) প্রমথ চৌধুরী
গ) শরৎচন্দ্র
ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
|
144
|
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ ?
ক) শেষলেখা
খ) শেষকথা
গ) শেষপ্রশ্ন
ঘ) শেষদিন
|
145
|
অমৃতস্য পুত্রা উপন্যাসটি কার রচনা ?
ক) শরৎচন্দ্র
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) বঙ্কিমচন্দ্র
ঘ) রবীন্দ্রনাথ
|
146
|
বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা ?
ক) কাব্য
খ) উপন্যাস
গ) প্রবন্ধ
ঘ) নাটক
|
147
|
বেগম রোকেয়া কত সালে কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন ?
ক) ১৯০৯
খ) ১৯১০
গ) ১৯১১
ঘ) ১৯১২
|
148
|
ফাউন্টেনপেন কার আত্মজীবনী ?
ক) হুমায়ূন আহমেদ
খ) সৈয়দ শামসুল হক
গ) শওকত আলী
ঘ) হুমায়ূন আজাদ
|
149
|
রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল ?
ক) খুলনার দক্ষিণ ডিহি
খ) যশোরের কেশবপুর
গ) ছোটনাগপুর মালভূমি
ঘ) কুষ্টিয়ার শিলাইদহ
|
150
|
বিজয়পান্ডবকথা কার লেখা গ্রন্থ
ক) কৃত্তিবাস ওঝা
খ) কবীন্দ্র পরমেশ্বর
গ) মুকুন্দরাম চক্রবর্তী
ঘ) ভারতচন্দ্র রায়
|
151
|
কোনটি কাব্যগ্রন্থ নয় ?
ক) বাংলাদেশ স্বপ্ন দেখে
খ) নিজ বাসভূমে
গ) বুক তার বাংলাদেশের কথা কয়
ঘ) কালের ধুলোয় লেখা
|
152
|
১৮৫৫ সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করে ?
ক) শকুন্তলা
খ) সীতার বনবাস
গ) বর্ণপরিচয়
ঘ) ভ্রান্তিবিলাস
|
153
|
A search for identity - বইটি কার লেখা ?
ক) মেজর রফিকুল ইসলাম
খ) মেজর আবদুল জলিল
গ) মেজর জেনারেল সুখাওন্ত সিং
ঘ) আবদুল গাফফার চৌধুরী
|
154
|
কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থ ভুক্ত ?
ক) মাটির কান্না
খ) জলে লেখন
গ) রাখালী
ঘ) বালুচর
|
155
|
কোনটি পূর্ববঙ্গ গীতিকা ?
ক) কাজলরেখা
খ) জয়চন্দ্র চন্দ্রবতী
গ) নিজাম ডাকাতের পালা
ঘ) কোনটিই নয়
|
156
|
বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
ক) ময়নামতির গান
খ) নিরঞ্জনের রুষ্মা
গ) দোহাকোষ
ঘ) ময়মনসিং গীতিকা
|
157
|
অনল প্রবাহ কার রচনা ?
ক) মোজাম্মেল হক
খ) এয়াকুব আলী চৌধুরী
গ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
ঘ) নবীনচন্দ্র সেন
|
158
|
রামায়ণের প্রথম বাংলা অনুবাদ করেন-
ক) বাল্মীকি
খ)  কবীন্দ্র পরমেশ্বর
গ) কৃত্তিবাস ওঝা
ঘ) শাহ মুহম্মাদ সগীর
|
159
|
কল্লোল পত্রিকার প্রকাশকাল কোনটি ?
ক) ১৯২২
খ) ১৯২৩
গ) ১৯২৪
ঘ) ১৯২৫
|
160
|
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল - কে বলেছেন ?
ক) চন্ডীদাস
খ) জ্ঞানদাস
গ) গোবিন্দ দাস
ঘ) দ্বিজ বংশীদাস
|
161
|
বাংলায় স্বাধীন সুলতানী শাসন প্রথিষ্ঠা করেন কে?
ক) নবাব সিরাজউদ্দৌলা
খ) ফকরুদ্দিন মোবারক শাহ
গ) নবাব আলীবর্দী খাঁ
ঘ) ঈশা খাঁ
|
162
|
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম’- জাতির পিতা কবে এই ঘোষণা দেন ?
ক) ২৬ মার্চ ১৯৭১
খ) ৭ মার্চ ১৯৭১
গ) ৩ মার্চ ১৯৭১
ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭১
|
163
|
উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর -
ক) ড. রমেশচন্দ্র মজুমদার
খ) ড.সৈয়দ মোয়াজ্জেম হোসেন
গ) ড. মাহমুদ হাসান
ঘ) স্যার এ.এফ. রহমান
|
164
|
বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে ?
ক) ৩ স্তর
খ) ৪ স্তর
গ) ৫ স্তর
ঘ) ৬ স্তর
|
165
|
নিম্নলিখিত কোন দেশ হতে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায় ?
ক) মাকিন যুক্তরাষ্ট্র
খ) জাপান
গ) দক্ষিণ কোরিয়া
ঘ) জার্মানি
|
166
|
প্রতাপ আদিত্য কে ছিলেন ?
ক) রাজপুত রাজা
খ) বাংলার শাসক
গ) মুগল সেনাপতি
ঘ) বাংলার বারো ভূঁইয়াদের একজন
|
167
|
বাংলাদেশ আওয়ামী লীগ কোন সনে প্রতিষ্ঠিত হয় ?
ক) ১৯৪৮
খ) ১৯৪৯
গ) ১৯৫০
ঘ) ১৯৫২
|
168
|
সতীদাহ প্রথা রহিত হয় কোন সালে ?
ক) ১৮২৯ সালে
খ) ১৮৩০ সালে
গ) ১৮৩১ সালে
ঘ) ১৮৩৯ সালে
|
169
|
বাংলাদেশ কত সালে OIC -এর সদস্যপদ লাভ করে ?
ক) ১৯৭৩
খ) ১৯৭৪
গ) ১৯৭৫
ঘ) ১৯৭৬
|
170
|
ঢাকায় BIMSTEK এর সচিবালয় উদ্বোধন করা হয় -
ক) ১৩ সেপ্টেম্বর ২০১৪
খ) ১৩ সেপ্টেম্বর ২০১৫
গ) ৩০ সেপ্টেম্বর ২০১৬
ঘ) ২৩ সেপ্টেম্বর ২০১৭
|
171
|
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার নূন্যতম বয়স -
ক) ৩০ বছর
খ) ৩৫ বছর
গ) ৪০ বছর
ঘ) ৪৫ বছর
|
172
|
বাংলাদেশের সরকার পদ্ধতি -
ক) এককেন্দ্রিক
খ) যুক্তরাষ্ট্রীয়
গ) রাজতন্ত্র
ঘ) রাষ্ট্রপতি শাসিত
|
173
|
বাংলাদেশ কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় ?
ক) ১৯৯১ সালে
খ) ১৯৯৫ সালে
গ) ১৯৯৮ সালে
ঘ) ১৯৯৯ সালে
|
174
|
বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে?
ক) সাদেকা হালিম
খ) বেগম কবিতা খানম
গ) রোকেয়া হায়দার
ঘ) নাজমুন মালা
|
175
|
সংসদীয় গণতন্ত্রের শাসন বিভাগের সকল ক্ষমতা কার কাছে ন্যাস্ত থাকে ?
ক) রাষ্ট্রপতির কাছে
খ) প্রধানমন্ত্রীর কাছে
গ) প্রধান বিচারপতির কাছে
ঘ) আইনমন্ত্রীর কাছে
|
176
|
চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ - এর দীক্ষাগুরু কে ছিলেন ?
ক) অতীশ দ্বীপঙ্কর
খ) শীলভদ্র
গ) মাহুয়ান
ঘ) মেগাস্থিনিস
|
177
|
বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
ক) দিনাজপুর
খ) ঈশ্বরদী
গ) ময়মনসিংহ
ঘ) খুলনা
|
178
|
বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে ?
ক) ১৯৮৮ সাল
খ) ১৯৮৯ সাল
গ) ১৯৮৭ সাল
ঘ) ১৯৭৮ সাল
|
179
|
সম্প্রতি বাংলাদেশ কততম সাফ নারী চ্যাম্পিয়নশীপ অর্জন করে?
ক) ৫ম
খ) ৬ষ্ঠ
গ) ৭ম
ঘ) ৮ম
|
180
|
গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেয়া আছে বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে--
ক) ১০
খ) ১১
গ) ১২
ঘ) ১৩
|
181
|
‘ধমীয় স্বাধীনতা’ বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অর্ন্তভুক্ত ?
ক) অনুচ্ছেদ ৩৮
খ) অনুচ্ছেদ ৫০
গ) অনুচ্ছেদ ৪১
ঘ) অনুচ্ছেদ ১০০
|
182
|
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-
ক) ১৭ এপ্রিল, ১৯৭১
খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
গ) ৭ মার্চ, ১৯৭২
ঘ) ২৬ মার্চ, ১৯৭৩
|
183
|
বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় -
ক) ১৯৫৭ সালে
খ) ১৯৬০ সালে
গ) ১৯৬২ সালে
ঘ) ১৯৭২ সালে
|
184
|
বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন -
ক) আইনমন্ত্রী
খ) আইন সচিব
গ) অ্যার্টনি জেনারেল
ঘ) প্রধান বিচারপতি
|
185
|
বাংলাদেশে সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত ?
ক) ৮০০০ কিমি
খ) ৫২০০ কিমি
গ) ১১,০০০কিমি
ঘ) ৮৫০০ কিমি
|
186
|
বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি ?
ক) বাংলা
খ) বাঙ্গালি
গ) বাংলাদেশের বাঙ্গালি
ঘ) বাংলাদেশী
|
187
|
শিশু মৃত্যু হার প্রতি হাজারে -
ক) ২১ জন
খ) ২২ জন
গ) ২৩ জন
ঘ) ২৪ জন
|
188
|
বাংলাদেশের কৃষি ক্ষেত্রে বলাকা ও দোয়েল নাম দুটি কিসের ?
ক) দুটি কৃষি সংস্থার নাম
খ) দুটি কৃষি যন্ত্রপাতির নাম
গ) উন্নত জাতের গম শস্য
ঘ) কৃষি খামারের নাম
|
189
|
বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন ?
ক) আলী মর্দান খলজী
খ) তুঘরিল খান
গ) শামসুদ্দিন ফিরোজ শাহ
ঘ) ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী
|
190
|
কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে ?
ক) ১৯৯৫ সালে
খ) ১৯৯৬ সালে
গ) ১৯৯৮ সালে
ঘ) ২০০১ সালে
|
191
|
১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় ?
ক) শামীম শিকদার
খ) সৈয়দ আব্দুল্লাহ খালেদ
গ) হামিদুজ্জামান খান
ঘ) আবদুস সুলতান
|
192
|
কোন বায়ুর প্রভাবে বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হয় ?
ক) স্থানীয় বায়ু
খ) মৌসুমী বাযু
গ) চিনুক বায়ু
ঘ) মহাদেশীয় বায়ু
|
193
|
এশিয়ার কোন অঞ্চলে সারাবছর পরিচলন বৃষ্টি হয় ?
ক) থাইল্যান্ড ও সিঙ্গাবপুর
খ) জাপান ও ভারত
গ) মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া
ঘ) নেপাল ও বাংলাদেশ
|
194
|
নিন্মের কোনটি পাললিক শিলা?
ক) মার্বেল
খ) কয়লা
গ) গ্রানাইট
ঘ) নিস
|
195
|
চিরহরিৎ বৃক্ষের বনভূমি নিচের কোন জেলায় দেখা যায় ?
ক) কুমিল্লা
খ) বরিশাল
গ) টাঙ্গাইল
ঘ) বান্দরবান
|
196
|
সাগর গর্ভে নির্গত লাভা স্তূপীকৃত হয়ে সৃষ্টি হয়েছে
ক) হাওয়াই দ্বীপপুঞ্জ
খ) ফিজি দ্বীপ
গ) সেন্টমার্টিন
ঘ) জাভা
|
197
|
উষ্ণস্রোত ও শীতল স্রোতের মিলনে-
ক) কুয়াশা ও ঝড় হয়
খ) পানি ঠাণ্ডা হয়
গ) উপরের কোনটিই নয়
ঘ) ক ও খ উভয়ই
|
198
|
কোন্ গ্রহটি ‘ জলগ্রহ ‘ নামে পরিচিত ?
ক) মঙ্গল
খ) পৃথিবী
গ) বুধ
ঘ) শুক্র
|
199
|
কোনটি বায়ুর উপাদান নহে?
ক) নাইট্রোজেন
খ) হাইড্রোজেন
গ) কার্বন
ঘ) ফসফরাস
|
200
|
কোনটি সুপ্ত আগ্নেগিরি?
ক) লিপারি
খ) স্ট্রম্বলি
গ) ফুজিয়ামা
ঘ) এটনা
|