1
মধ্যযুগের সবচেয়ে ষড়যন্ত্রকারী চরিত্র কোনটি?
ক)  মুরারী শীল
খ)  ভাড়ুদত্ত
গ)  দেবী চন্ডী
ঘ)  কলিঙ্গরাজ
2
কোনটি পৌরণিক মঙ্গল কাব্যের উদাহরণ -
ক)  অন্নদামঙ্গল
খ)  সারদামঙ্গল
গ)  কালিকামঙ্গল
ঘ)  শিবমঙ্গল
3
বিষয়বস্তু অনুসারে মঙ্গল কাব্যকে কয়টি ধারায় বিভক্ত করা যায় ?
ক)  ২
খ)  ৩
গ)  ৪
ঘ)  ৫
4
বিজয়পান্ডবকথা কার লেখা গ্রন্থ
ক)  কৃত্তিবাস ওঝা
খ)  কবীন্দ্র পরমেশ্বর
গ)  মুকুন্দরাম চক্রবর্তী
ঘ)  ভারতচন্দ্র রায়
5
অভয়ামঙ্গল কার লেখা কাব্য ?
ক)  ভারতচন্দ্র
খ)  মুকুন্দরাম চক্রবর্তী
গ)  ময়ূরভট্ট
ঘ)  দ্বিজ রামদেব
6
কোন কবি মনসামঙ্গল কাব্যের লেখক নয় ?
ক)  বিজয়গুপ্ত
খ)  বিপ্রদাস পিপিলাই
গ)  ঘনরাম চক্রবর্তী
ঘ)  দ্বিজ বংশীদাস
7
বৈষ্ণব পদাবলীতে নায়িকার কয়টি অবস্থার কথা বলা হয়েছে ?
ক)  ৪
খ)  ৬
গ)  ৮
ঘ)  ১০
8
‘শ্রীকৃষ্ণকীর্তন‘ কাব্য বাংলা কত সালে প্রকাশিত হয় ?
ক)  ১৩১৫
খ)  ১৩১৬
গ)  ১৩১৭
ঘ)  ১৩১৮
9
কবিরঞ্জন কার উপাধি ?
ক)  মুকুন্দরাম চক্রবর্তী
খ)  বিদ্যাপতি
গ)  গোবিন্দ দাস
ঘ)  বলরাম দাস
10
সই, কেমনে ধরিব হিয়া? আমার বঁধুয়া আন বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া! । কে বলেছেন ?
ক)  দ্বিজ চন্ডিদাস
খ)  জ্ঞানদাস
গ)  বিদ্যাপতি
ঘ)  গোবিন্দদাস
11
গীতগোবিন্দ কোন ভাষায় রচিত ?
ক)  বাংলা
খ)  অসমীয়
গ)  সংস্কৃত
ঘ)  ব্রজবুলি
12
সর্বজন স্বীকৃত ও খাটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি ?
ক)  চর্যাপদ
খ)  শ্রীকৃষ্ণকীর্তন
গ)  ইউসুফ জুলেখা
ঘ)  পদ্মাবতী
13
অষ্টাদশ শতকের তথা মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হলেন -
ক)  মুকুন্দরাম চক্রবর্তী
খ)  ভারতচন্দ্র রায়গুণাকর
গ)  বিজয়গুপ্ত
ঘ)  ময়ূরভট্ট
14
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল - কে বলেছেন ?
ক)  চন্ডীদাস
খ)  জ্ঞানদাস
গ)  গোবিন্দ দাস
ঘ)  দ্বিজ বংশীদাস
15
শূন্যপুরাণ কাব্য কার রচনা ?
ক)  হলায়ূদ মিশ্র
খ)  রামাই পন্ডিত
গ)  ভারতচন্দ্র
ঘ)  কানা হরিদত্ত
16
চৈতন্যদেব ছিলেন -
ক)  বৈষ্ণব ধর্মের প্রচারক
খ)  পদাবলির রচয়িতা
গ)  ব্রজবুলি ভাষার প্রবর্তক
ঘ)  সঙ্গীতজ্ঞ
17
বাংলা সাহিত্যর মধ্যযুগের সময়কাল
ক)  ৯০১-১২০০ খ্রিস্টাব্দ
খ)  ১২০১-১৩৫০ খ্রিস্টাব্দ
গ)  ১২০১-১৮০০ খ্রিস্টাব্দ
ঘ)  ১৮০০ থেকে বর্তমান
18
‘শ্রীকৃষ্ণকীর্তন‘ কাব্যের আবিষ্কারক ?
ক)  হরপ্রসাদ শাস্ত্রী
খ)  বসন্তরঞ্জন রায়
গ)  বিজয়সেন
ঘ)  মুনিদত্ত
19
মঙ্গল কাব্যের প্রধান কয়টি অংশ থাকে ?
ক)  ৩
খ)  ৪
গ)  ৫
ঘ)  ৬
20
বড়র পিরীতি বলির বাঁধ ! ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ - কোন কাব্যের অমর উক্তি ?
ক)  চন্ডীমঙ্গল
খ)  মনসামঙ্গল
গ)  অন্নদামঙ্গল
ঘ)  ধর্মমঙ্গল