1
|
শ্রীচৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেছেন ?
ক) বৃন্দাবন দাস
খ) লোচন দাস
গ) জয়নন্দ
ঘ)  কৃষ্ণদাস কবিরাজ
|
2
|
মৈমনসিংহ গীতিকার 'মহুয়া' পালার রচয়িতা কে ?
ক) চন্দ্রাবতী
খ) দ্বিজ কানাই
গ) দ্বিজ ঈশান
ঘ) মনসুর বয়াতি
|
3
|
বাউল গানের বিশেষত্ব কি ?
ক) মরমীবাদ
খ) মারেফাত
গ) আধ্যাত্ম্য বিষয়ক
ঘ) প্রেম বিষয়ক
|
4
|
মহাভারত এর শ্রেষ্ঠ অনুবাদক কে ?
ক) কবীন্দ্র পরমেশ্বর
খ) কাশীরাম দাস
গ) শ্রীকর নন্দী
ঘ) সঞ্জয়
|
5
|
সোনাভান কাব্যগ্রন্থটির রচিয়তা কে ?
ক) সৈয়দ হামজা
খ) আলাওল
গ) ফকির গরীবুল্লাহ
ঘ) মীর মোহাম্মাদ শফী
|
6
|
পদ্মাবতী কাব্যখানা মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন ?
ক) আরবি
খ) ফারসি
গ) উর্দু
ঘ) হিন্দি
|
7
|
লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে ?
ক) আলাওল
খ) কোরেশি মাগন ঠাকুর
গ) দৌলত কাজী
ঘ) সৈয়দ সুলতান
|
8
|
তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রমে তোষি সর্বজন- কোন কবির রচনা ?
ক) আলাওল
খ) সৈয়দ সুলতান
গ) আমির হামজা
ঘ) আবদুল হাকিম
|
9
|
কোনটি মৈমনসিংহ গীতিকা নয় ?
ক) মহুয়া
খ) মলুয়া
গ) চন্দ্রাবতী
ঘ) ভেলুয়া
|
10
|
নবীবংশ পুস্তকটি কে রচনা করেছেন ?
ক) গোলাম মোস্তফা
খ) মীর মশাররফ হোসেন
গ) সৈয়দ সুলতান
ঘ) মুহাম্মাদ মুকিম
|
11
|
গীতরত্ন কে লিখেছেন ?
ক) রামপ্রসাদ সেন
খ) রামনিধি গুপ্ত
গ) ফকির গরীবুল্লাহ
ঘ) আলাওল
|
12
|
শাহানামা কাব্যের পূর্নাঙ্গ বাংলা অনুবাদ করেন কে ?
ক) গোলাম সাদাত উল্লাহ
খ) মুহম্মাদ ইউসুফ
গ) মনির উদ্দিন ইউসুফ
ঘ) দৌলত উজির বাহরাম খান
|
13
|
দৌলত উজির বাহরামের প্রকৃত নাম কি ?
ক) শেখ করিম
খ) হামিদ খান
গ) আসাউদ্দীন
ঘ) বাহাউদ্দিন
|
14
|
সূর্যভান কোন কাব্যের চরিত্র ?
ক) গুলে বকাওলী
খ) মধুমালতী
গ) লাইলী-মজনু
ঘ) সয়ফুলমুলুক-বদিউজ্জামান
|
15
|
কোন কবি ইউসুফ-জুলেখা লেখেননি ?
ক) শাহ মুহম্মাদ সগীর
খ) ফকির গরীবুল্লাহ
গ) মুহম্মাদ ইউসুফ
ঘ) আলাওল
|
16
|
হারামাণির সংকলক কে ?
ক) চন্দ্রকুমার দে
খ) দীনেশচন্দ্র সেন
গ) মুহম্মদ মনসুর উদ্দিন
ঘ) জর্জ গিয়ার্সন
|
17
|
গোপীচাঁদ সন্ন্যাসের রচয়িতা কে ?
ক) শেখ ফয়জুল্লাহ
খ) শুকুর মাহমুদ
গ) ফকির গরীবুল্লাহ
ঘ) সৈয়দ সুলতান
|
18
|
কোনটি পূর্ববঙ্গ গীতিকা ?
ক) কাজলরেখা
খ) জয়চন্দ্র চন্দ্রবতী
গ) নিজাম ডাকাতের পালা
ঘ) কোনটিই নয়
|
19
|
কবিগানের প্রথম কবি কে ?
ক) গোজলা গুই
খ) নিতাই বৈরাগী
গ) হারু ঠাকুর
ঘ) ভবানী ঘোষ
|
20
|
নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা? কে বলেছেন ?
ক) আবদুল হাকিম
খ) রামনিধি গুপ্ত
গ) রামপ্রসাদ সেন
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
|