1
|
কোনটি প্রহসন ?
ক) নীলদর্পণ
খ) নবীন তপস্বিনী
গ) লীলাবতী
ঘ) সধবার একাদশী
|
2
|
সমাজের প্রচীনপন্থীদের ব্যঙ্গ করে দীনবন্ধু মিত্রের রচিত প্রহসনের নাম কী ?
ক) বিয়ে পাগলা বুড়ো
খ) জামাই বারিক
গ) সধবার একাদশী
ঘ) কোনটিই নয়
|
3
|
মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি ?
ক) জমিদার দর্পণ
খ) বসন্তকুমারী
গ) রত্নবতী
ঘ) বিষাদ-সিন্ধু
|
4
|
কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থ ভুক্ত ?
ক) মাটির কান্না
খ) জলে লেখন
গ) রাখালী
ঘ) বালুচর
|
5
|
কোনটি গীতিকাব্য
ক) বিরহবিলাপ
খ) অশ্রুমালা
গ) মহাশ্মাশান
ঘ) শিব মন্দির
|
6
|
পদ্মরাগ কোন ধরনের রচনা ?
ক) গল্প
খ) প্রবন্ধ
গ) কাব্য
ঘ) উপন্যাস
|
7
|
রোকেয়া সাখাওয়াত হোসেন এর জন্ম সাল -
ক) ১৮৭০
খ) ১৮৭৫
গ) ১৮৮০
ঘ) ১৮৮৫
|
8
|
জসীমউদ্দীনের রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত ?
ক) বালুচর
খ) ধানখেত
গ) রাখালী
ঘ) সোজন বাদিয়ার ঘাট
|
9
|
নক্সী কাঁথার মাঠ কি ধরনের কাব্য ?
ক) মহাকাব্য
খ) পত্রকাব্য
গ) গীতিকাব্য
ঘ) নৃত্যনাট্য
|
10
|
জালি লাউয়ের ডগার মতোন বাহু দু খান সরু - কার সম্পর্কে বলা হয়েছে ?
ক) সাজু
খ) দুলি
গ) রূপাই
ঘ) সোজন
|
11
|
পাঞ্জেরি কবিতাটি কোন ছন্দে রচিত ?
ক) অক্ষরবৃত্ত
খ) স্বরবৃত্ত
গ) মাত্রাবৃত্ত
ঘ) মুক্তক
|
12
|
কবি ফররুখ আহমদ কোন কাব্যগ্রন্থের জন্য আদমজি পুরস্কার লাভ করেন ?
ক) সাত সাগরের মাঝি
খ) হাতেমতায়ী
গ) সিরাজাম মুনিরা
ঘ) নৌফেল ও হাতেম
|
13
|
বিদ্যাসাগর কী জন্য বিশেষভাবে স্মরণীয়?
ক) সমাজ সংস্কার
খ) বিধবা বিবাহ প্রবর্তন
গ) বাংলা গদ্যের সংস্কার
ঘ) শিশু শিক্ষা বিষয়ক গ্রন্থ প্রণয়ন
|
14
|
কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয় ?
ক) ভ্রান্তিবিলাস
খ) প্রভাবতী সম্ভাষণ
গ) বেতালপঞ্চবিংশতি
ঘ) সংস্কৃত সাহিত্যের ইতিহাস
|
15
|
১৮৫৫ সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করে ?
ক) শকুন্তলা
খ) সীতার বনবাস
গ) বর্ণপরিচয়
ঘ) ভ্রান্তিবিলাস
|
16
|
নিমচাঁদ চরিত্রটি দীনবন্ধু মিত্রের কোন গ্রন্থের ?
ক) সধবার একাদশী
খ) বিয়ে পাগলা বুড়ো
গ) জামাই বারিক
ঘ) নীলদর্পন
|
17
|
কোনটি মীর মশাররফ হোসেনের প্রহসন নয় ?
ক) এর উপায় কি
খ) উদাসীন পথিকের মনের কথা
গ) ভাই ভাই এইত চাই
ঘ) ফাঁস কাগজ
|
18
|
মীর মশাররফ হোসেনের মোসলেম বীরত্ব কোন ধরনের গ্রন্থ ?
ক) উপন্যাস
খ) কাব্যগ্রন্থ
গ) প্রবন্ধ
ঘ) নাটক
|
19
|
কবর কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
ক) তত্ত্ববোধনী পত্রিকা
খ) ধুমকেতু
গ) কল্লোল
ঘ) কালি ও কলম
|
20
|
মহাশ্মাশান কাব্যটি ধারাবাহিক ভাবে কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
ক) সুধাকর
খ) হীতকরি
গ) মিহির
ঘ) কোহীনূর
|
21
|
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের প্যাচালীর প্রকাশকাল -
ক) ১৯১৯
খ) ১৯২৯
গ) ১৯৩৯
ঘ) ১৯৪৯
|