1
কোনটি প্রহসন ?
ক)  নীলদর্পণ
খ)  নবীন তপস্বিনী
গ)  লীলাবতী
ঘ)  সধবার একাদশী
2
সমাজের প্রচীনপন্থীদের ব্যঙ্গ করে দীনবন্ধু মিত্রের রচিত প্রহসনের নাম কী ?
ক)  বিয়ে পাগলা বুড়ো
খ)  জামাই বারিক
গ)  সধবার একাদশী
ঘ)  কোনটিই নয়
3
মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি ?
ক)  জমিদার দর্পণ
খ)  বসন্তকুমারী
গ)  রত্নবতী
ঘ)  বিষাদ-সিন্ধু
4
কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থ ভুক্ত ?
ক)  মাটির কান্না
খ)  জলে লেখন
গ)  রাখালী
ঘ)  বালুচর
5
কোনটি গীতিকাব্য
ক)  বিরহবিলাপ
খ)  অশ্রুমালা
গ)  মহাশ্মাশান
ঘ)  শিব মন্দির
6
পদ্মরাগ কোন ধরনের রচনা ?
ক)  গল্প
খ)  প্রবন্ধ
গ)  কাব্য
ঘ)  উপন্যাস
7
রোকেয়া সাখাওয়াত হোসেন এর জন্ম সাল -
ক)  ১৮৭০
খ)  ১৮৭৫
গ)  ১৮৮০
ঘ)  ১৮৮৫
8
জসীমউদ্দীনের রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত ?
ক)  বালুচর
খ)  ধানখেত
গ)  রাখালী
ঘ)  সোজন বাদিয়ার ঘাট
9
নক্সী কাঁথার মাঠ কি ধরনের কাব্য ?
ক)  মহাকাব্য
খ)  পত্রকাব্য
গ)  গীতিকাব্য
ঘ)  নৃত্যনাট্য
10
জালি লাউয়ের ডগার মতোন বাহু দু খান সরু - কার সম্পর্কে বলা হয়েছে ?
ক)  সাজু
খ)  দুলি
গ)  রূপাই
ঘ)  সোজন
11
পাঞ্জেরি কবিতাটি কোন ছন্দে রচিত ?
ক)  অক্ষরবৃত্ত
খ)  স্বরবৃত্ত
গ)  মাত্রাবৃত্ত
ঘ)  মুক্তক
12
কবি ফররুখ আহমদ কোন কাব্যগ্রন্থের জন্য আদমজি পুরস্কার লাভ করেন ?
ক)  সাত সাগরের মাঝি
খ)  হাতেমতায়ী
গ)  সিরাজাম মুনিরা
ঘ)  নৌফেল ও হাতেম
13
বিদ্যাসাগর কী জন্য বিশেষভাবে স্মরণীয়?
ক)  সমাজ সংস্কার
খ)  বিধবা বিবাহ প্রবর্তন
গ)  বাংলা গদ্যের সংস্কার
ঘ)  শিশু শিক্ষা বিষয়ক গ্রন্থ প্রণয়ন
14
কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয় ?
ক)  ভ্রান্তিবিলাস
খ)  প্রভাবতী সম্ভাষণ
গ)  বেতালপঞ্চবিংশতি
ঘ)  সংস্কৃত সাহিত্যের ইতিহাস
15
১৮৫৫ সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করে ?
ক)  শকুন্তলা
খ)  সীতার বনবাস
গ)  বর্ণপরিচয়
ঘ)  ভ্রান্তিবিলাস
16
নিমচাঁদ চরিত্রটি দীনবন্ধু মিত্রের কোন গ্রন্থের ?
ক)  সধবার একাদশী
খ)  বিয়ে পাগলা বুড়ো
গ)  জামাই বারিক
ঘ)  নীলদর্পন
17
কোনটি মীর মশাররফ হোসেনের প্রহসন নয় ?
ক)  এর উপায় কি
খ)  উদাসীন পথিকের মনের কথা
গ)  ভাই ভাই এইত চাই
ঘ)  ফাঁস কাগজ
18
মীর মশাররফ হোসেনের মোসলেম বীরত্ব কোন ধরনের গ্রন্থ ?
ক)  উপন্যাস
খ)  কাব্যগ্রন্থ
গ)  প্রবন্ধ
ঘ)  নাটক
19
কবর কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
ক)  তত্ত্ববোধনী পত্রিকা
খ)  ধুমকেতু
গ)  কল্লোল
ঘ)  কালি ও কলম
20
মহাশ্মাশান কাব্যটি ধারাবাহিক ভাবে কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
ক)  সুধাকর
খ)  হীতকরি
গ)  মিহির
ঘ)  কোহীনূর
21
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের প্যাচালীর প্রকাশকাল -
ক)  ১৯১৯
খ)  ১৯২৯
গ)  ১৯৩৯
ঘ)  ১৯৪৯