বাংলা সাহিত্য

আধুনিক-৩ [প্রিভিয়াস]

Time: 12 minute
Marks: 20

ID Question
1 আধ্যাত্মিকা উপন্যাসের লেখক কে ?
ক) প্যারীচাঁদ মিত্র
খ) শামসুর রাহমান
গ) আলাউদ্দিন আল আজাদ
ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
2 কোন চরণটি সঠিক ?
ক) ধন ধান্যে পুষ্পে ভরা
খ) ধন্য ধান্যে পুষ্পে ভরা
গ) ধণ্যে ধান্যে পুষ্পে ভরা
ঘ) ধন্যে ধান্য পুষ্পে ভরা
3 ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে , উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে- কে বলেছেন ?
ক) শামসুর রাহমান
খ) প্রমথ চৌধুরী
গ) শরৎচন্দ্র
ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
4 কত সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিনী পদক লাভ করেন ?
ক) ১৯১৬
খ) ১৯২৩
গ) ১৯৩৩
ঘ) ১৯০৩
5 ফুড কনফারেন্স গ্রন্থের রচয়িতা-
ক) প্রমথ চৌধুরী
খ) আবু ইসহাক
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) আবুল মনসুর আহমদ
6 জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ?
ক) ধূসর পান্ডুলিপি
খ) ঝরা পালক
গ) রুপসী বাংলা
ঘ) সাতটি তারার তিমির
7 সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে - কার লেখা ?
ক) সুকান্ত ভট্টাচার্য
খ) সমর সেন
গ) জীবনানন্দ দাশ
ঘ) শামসুর রাহমান
8 সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে ?
ক) দিল্লি
খ) লাহোর
গ) তেহরান
ঘ) কাবুল
9 নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
ক) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
খ) ছিয়াত্তরের মন্বন্তর
গ) পঞ্চাশের মন্বন্তর
ঘ) একাত্তরের মুক্তি যুদ্ধ
10 হঠাৎ আলোর ঝলকানি কোন জাতীয় রচনা ?
ক) কাব্যগ্রন্থ
খ) গল্পগ্রন্থ
গ) উপন্যাস
ঘ) প্রবন্ধগ্রন্থ
11 আত্মহত্যার অধিকার কার লেখা ?
ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) তারাশংকর বন্দ্যোপাধ্যায়
ঘ) আবু জাফর শামসুদ্দীন
12 হে কবি, নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত বরিয়া তুমি লবে না কি তব বন্দনায় ? - উদ্ধৃতাংশটি কোন কবির ?
ক) সৈয়দ শামসুল হক
খ) সুফিয়া কামাল
গ) শামসুর রাহমান
ঘ) হেলাল হাফিজ
13 শওকত উসমান কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার লাভ করেন ?
ক) জননী
খ) চৌরসন্ধি
গ) ক্রীতদাসের হাসি
ঘ) জাহান্নাম হইতে বিদায়
14 গ্রিক ট্রাজেডি ইডিপাস বাংলায় কে অনুবাদ করেন ?
ক) মুনীর চৌধুরী
খ) সৈয়দ আলী আহসান
গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
15 চাঁদের অমাবস্যা কী জাতীয় গ্রন্থ ?
ক) বিজ্ঞান ভিত্তিক
খ) কাব্য
গ) উপন্যাস
ঘ) নাটক
16 মুনীর চৌধুরী অনূদিত নাটক কোনটি ?
ক) পলাশী ব্যারাক
খ) ফিট কলাম
গ) রুপার কৌটা
ঘ) রক্তাক্ত প্রান্তর
17 দুঃসময়ের মুখোমুখি কার লেখা ?
ক) সৈয়দ শামসুল হক
খ) শামসুর রাহমান
গ) আলাউদ্দিন আল আজাদ
ঘ) হাসান হাফিজুর রহমান
18 শহীদ মিনির সম্পর্কে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ কার লেখা ?
ক) আলাউদ্দিন আল আজাদ
খ) আবু জাফর শামসউদ্দিন
গ) আবুল কালাম আজাদ
ঘ) আহসান হাবিব
19 সূর্যগ্রহন গল্পটি কে রচনা করেছেন?
ক) শওকত উসমান
খ) হুমায়ূন আহমেদ
গ) জহির রায়হান
ঘ) নুরুল মোমেন
20 নোলক কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
ক) সোনালী কাবিন
খ) পাখির কাছে ফুলের কাছে
গ) লোক লোকান্তর
ঘ) কালের কলস
Online Calculator 7 8 9 4 5 6 1 2 3 0 . =
About Us

BCS is a competitive exam. Preliminary is the first step. If you want to go beyond this step, you must prepare well. The purpose of this test is to assist you with our preliminary, written, and viva experiences so that you can prepare well.

Contact Us

Email: mcqindex@gmail.com