বাংলা সাহিত্য

আধুনিক যুগ-৩

Time:
Marks: 20

ID Question
1 এলেবেলে বইটি কার লেখা ?
ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
খ) আবদুল গাফফার চৌধুরী
গ) হুমায়ুন আহমেদ
ঘ) শামসুর রাহমান
2 ওঙ্কার উপন্যাসের রচয়িতা ?
ক) আখতারুজ্জামান ইলিয়াস
খ) শওকত ওসমান
গ) আহমদ ছফা
ঘ) সৈয়দ শামসুল হক
3 খোয়াবনামা উপন্যাসের প্রেক্ষাপট কী ?
ক) তেতাল্লিশের মন্বন্তর
খ) ছিয়াত্তরের মন্বন্তর
গ) ঊনসত্তরের গণঅভ্যুত্থান
ঘ) একাত্তরের মুক্তিযুদ্ধ
4 কবি আল মাহমুদ মৃত্যু বরণ করেন কত তারিখে ?
ক) ১৫ জানুয়ারি ২০১৯
খ) ১৫ ফেব্রুয়ারি ২০১৯
গ) ২৫ মার্চ ২০১৯
ঘ) ২৫ এপ্রিল ২০১৯
5 কোনটি সৈয়দ শামসুল হকের নাটক নয় ?
ক) খেলারাম খেলে যা
খ) গণনায়ক
গ) নূরুলদীনের সারাজীবন
ঘ) ঈর্ষা
6 নরকে লাল গোলাপ গ্রন্থটির লেখক ?
ক) হুমায়ুন আহমেদ
খ) শওকত উসমান
গ) আলাউদ্দিন আল আজাদ
ঘ) আবদুল গাফফার চৌধুরী
7 কোনটি কাব্যগ্রন্থ নয় ?
ক) বাংলাদেশ স্বপ্ন দেখে
খ) নিজ বাসভূমে
গ) বুক তার বাংলাদেশের কথা কয়
ঘ) কালের ধুলোয় লেখা
8 পথ জানা নাই গ্রন্থটি কার লেখা ?
ক) আবুল মনসুর আহমদ
খ) আবদুল গাফফার চৌধুরী
গ) শামসুদ্দীন আবুল কালাম
ঘ) আবুল কালাম শামসুদ্দীন
9 ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি ? উদ্ধৃতিটি কোন কবিতার ?
ক) বিক্ষোভ
খ) আজব লড়াই
গ) হে মহাজীবন
ঘ) নিভৃত
10 কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় ?
ক) নেকড়ে অরণ্য
খ) জলাংগী
গ) পতঙ্গ পিঞ্জর
ঘ) দুই সৈনিক
11 ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতা -
ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
12 তিথিডোর গ্রন্থটির রচয়িতা ?
ক) বিহারীলাল চক্রবর্তী
খ) বুদ্ধদেব বসু
গ) বিষ্ণু দে
ঘ) অমিয় চক্রবর্তী
13 সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি ?
ক) পঞ্চতন্ত্র
খ) প্রবন্ধ সংগ্রহ
গ) কালান্তর
ঘ) শাশ্বত বঙ্গ
14 অপরাজিত উপন্যাসের লেখক -
ক) শহীদুল্লাহ কায়সার
খ) তারাশঙ্কর বন্ধ্যোপাধ্যায়
গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
15 চলিষ্ণু অভিধান কাকে বলা হয় ?
ক) ড.মুহম্মদ শহীদুল্লাহ
খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) ড.আহমদ শরীফ
ঘ) আবুল মনসুর আহমদ
16 বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা ?
ক) কাব্য
খ) উপন্যাস
গ) প্রবন্ধ
ঘ) নাটক
17 সাজাহান নাটকটির রচয়িতা কে ?
ক) দ্বিজেন্দ্রলাল রায়
খ) সেলিম আল দীন
গ) মমতাজ আলী আহমদ
ঘ) মামুনুর রশীদ
18 আলালী বা হুতোমী ভাষা বলা হয় কোন ভাষাকে ?
ক) সাধু
খ) চলিত
গ) ইংরেজি
ঘ) সংস্কৃত
19 কোনটি সেলিনা হোসেনের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
ক) জলোচ্ছ্বাস
খ) হাঙর নদী গ্রেনেড
গ) যাপিত জীবন
ঘ) পোকা মাকড়ের ঘরবসতি
20 কিত্তনখোলা নাটকটির রচয়িতা -
ক) সেলিম আল দীন
খ) মামুনুর রশীদ
গ) মমতাজ উদ্দীন আহমদ
ঘ) নুরুল মোমেন