1
|
মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই উদ্ধৃতাংশ কোন কবির?
ক) জীবনানন্দ দাস
খ) কাজী নজরুল ইসলাম
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) সুফিয়া কামাল
|
2
|
ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে ?
ক) ১৯০৭
খ) ১৯১৬
গ) ১৯২৬
ঘ) ১৯৩৪
|
3
|
ইন্দ্রনাথ চরিত্রের স্রষ্টা হলেন -
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
|
4
|
দহনকাল উপন্যাসটির রচয়িতা কে ?
ক) খন্দকার মোহাম্মদ ইলিয়াস
খ) জরাসন্ধ
গ) হরিশংকর জলদাস
ঘ) তারানাথ গঙ্গোপাধ্যায়
|
5
|
জীবন প্রভাত কোন ধরনের উপন্যাস ?
ক) সামাজিক
খ) রোম্যান্টিক
গ) ঐতিহাসিক
ঘ) আধ্যাত্মিক
|
6
|
বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক ভদ্রার্জুন কত সালে রচিত হয় ?
ক) ১৮৫০
খ) ১৮৫২
গ) ১৮৫৪
ঘ) ১৮৫৬
|
7
|
স্বাধীনতা আমার স্বাধীনতা নাটকের রচয়িতা কে ?
ক) মামুনুর রশীদ
খ) সেলিম আল দীন
গ) সৈয়দ শামসুল হক
ঘ) মমতাজ উদ্দীন আহমদ
|
8
|
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি ?
ক) মৃত্যুক্ষুধা
খ) বাঁধনহারা
গ) কুহেলিকা
ঘ) কোনটিই নয়
|
9
|
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কে রচনা করেন ?
ক) ড. দীনেশচন্দ্র সেন
খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) ড.আহমদ শরীফ
ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
|
10
|
কবি কায়কোবাদ রচিত প্রথম কাব্য হল-
ক) বিরহবিলাপ
খ) অশ্রুমালা
গ) অমিয়ধারা
ঘ) কুসুমকানন
|
11
|
স্বরুপের সন্ধানের প্রবন্ধটির রচয়িতা কে ?
ক) বদরুদ্দীন ওমর
খ) মোতাহের হসেন চৌধুরী
গ) নীরদচন্দ্র চৌধুরী
ঘ) ড.আনিসুজ্জামান
|
12
|
পথে প্রবাসে ভ্রমণকাহিনীটির রচয়িতা -
ক) সৈয়দ মুজতবা আলী
খ) সানাউল হক
গ) সঞ্জীব চট্টোপাধ্যায়
ঘ) অন্নদাশংকর রায়
|
13
|
এমন যদি হত কবিতাটি লিখেছেন -
ক) কালীপ্রসন্ন ঘোষ
খ) সুকুমার বড়ুয়া
গ) সিকান্দার আবু জাফর
ঘ) কামিনী রায়
|
14
|
জিবরাঈলের ডানা গল্পের রচয়িতা কে ?
ক) সোমেন চন্দ
খ) শাহেদ আলী
গ) রাজশেখর বসু
ঘ) সরদার জয়েন উদ্দীন
|
15
|
A search for identity - বইটি কার লেখা ?
ক) মেজর রফিকুল ইসলাম
খ) মেজর আবদুল জলিল
গ) মেজর জেনারেল সুখাওন্ত সিং
ঘ) আবদুল গাফফার চৌধুরী
|
16
|
চারু চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের -
ক) একরাত্রী
খ) কাবুলিওয়ালা
গ) নষ্টনীড়
ঘ) খোকাবাবুর প্রত্যাবর্তন
|
17
|
স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় - এই চরণটি কার ?
ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ) মধুসূদন দত্ত
গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
|
18
|
বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে ?
ক) ১৮৭০
খ) ১৮৭২
গ) ১৮৭৪
ঘ) ১৮৭৬
|
19
|
কল্লোল পত্রিকার সম্পাদক ছিলেন -
ক) প্রেমেন্দ্র মিত্র
খ) বুদ্ধদেব বসু
গ) প্রমথ চৌধুরী
ঘ) দীনেশ রঞ্জন দাস
|
20
|
বানভট্ট ছদ্মনামে সাহিত্য রচনা করেছেন কে ?
ক) দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার
খ) নীহাররঞ্জন গুপ্ত
গ) বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
ঘ) চারুচন্দ্র চক্রবর্তী
|